নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আত্মপক্ষ সমর্থন

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৯



আর কিছুদিন পর সামুতে আমার রেজিস্ট্রেশনের ৮ বছর পূর্ণ হবে।রেজিস্ট্রেশনের আগে সামুতে আমার বিচরণ ছিল। এই পোস্ট সেই পোস্ট দেখে বেড়াতাম। মন্তব্য গুলো মনোযোগ সহকারে পড়তাম। কোন পোস্টে মন্তব্য করতে গেলে রেজিঃ অপশন চলে আসতো। কোনো এক অজানা কারণে রেজিঃ করে সামুর সাথে যুক্ত হয়নি সেই সময় । অবশেষে ২০১১ সালের অক্টোবর বাংলার এক বিশাল পরিবারের সাথে যুক্ত হলাম। ইচ্ছা ছিল লিখে লিখে ব্লগ ভরে ফেলবো। সেই ইচ্ছারই প্রতিফলন স্বরূপ দীর্ঘ ৮ বছরে আমার পোষ্টের সংখ্যা মাত্র ১৩১ টি। এর মধ্যে বেশ কিছু রিপোস্ট আর রাশিয়ান গল্প । কোয়ান্টিটি কম হলে কোয়ালিটি নাকি ভালো হয় ? আমার ক্ষেত্রে আবার ভুল প্রমাণিত হলো। লেখার মান ভালো হলে কি মন্তব্য বেশি হবার কথা ? আমি মন্তব্য পেয়েছি মাত্র ১৩৮৭ টি। অন্য ব্লগারদের ব্লগে মন্তব্য করার জন্য আমি আমার মূল্যবান সময় নষ্ট করিনি , তাই আমার মন্তব্য করার সংখ্যা ১২৩০ টি। আচ্ছা আমি কি অসামাজিক ?
যোগ বিয়োগ গণনা বাদ দিলাম। সামুতে আমি নিজেকে একজন অসফল ব্লগার বলেই গণ্য করি এবং আমি মানুষ হিসেবেও তাই।
ব্লগার আমি কিংবা এই আমি , আলাদা কেউ নয়।
''আমি স্মৃতিকাতরতা নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসা প্রয়োজন।''

মন্তব্য ৪২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০৫

বিজন রয় বলেছেন: ভাল আছেন নিশ্চয়ই।
আরো অনেক বছর সামুতে আপনাকে পাবো এই আশা রইল।
শুভকামনা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো নাই দাদা , একেবারেই নাই। কিচ্ছু ভালো লাগে না।
বেঁচে থাকলে সামুতেই থাকবো। আপনি ভালো থাকবেন।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: ৮ বছরের শুভেচ্ছা :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ। সামুতে ৮ বছর আমার কাছে শুধুমাত্র ৮ x ৩৬৫ = ২৯২০ দিন। কোন অবদান নাই। :(
ভালো থাকবেন আপনি।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৮

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।
৮ বছর অনেক দীর্ঘ সময়, আপনি টিকে আছেন, এটাই আনন্দের ব্যাপার; গত ৮ বছরে, কয়েক হাজার ব্লগার চুপ হয়ে গেছেন, এটা ব্লগিং জেনারেশনকে কিছুটা নিরুৎসাহিত করেছে।

ভালো থাকুন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: স্যার , যে কথা চিন্তা করে ব্লগিং শুরু করেছিলাম সেটা হয়নি। সামুতে আমার কোন অবদান নাই।এই দেশের জন্য না।
আপনার মন্তব্যের বিপরীতে সহস্র শ্রদ্ধা রইলো। প্রচণ্ড রোদে ছায়া খুব জরুরি।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩

বিজন রয় বলেছেন: আপনার ভাল না থাকার কারণ জানতে চাওয়া আমার অন্যায় হবে কি না জানিনা!
যদি ইচ্ছা করে তো ফেসবুকে কথা বলবেন আশাকরি।

ধন্যবাদ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি shopnobaz shourav নামেই ফেসবুক চালায়। আপনি যুক্ত আছেন ? ভালো থাকবেন।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ছবির বাবুটার জন্য শুভকামনা রইলো।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৫

ইসিয়াক বলেছেন: অভিনন্দন !
অভিনন্দন !অভিনন্দন !
অভিনন্দন !অভিনন্দন !অভিনন্দন !
অভিনন্দন !অভিনন্দন !অভিনন্দন !অভিনন্দন !
অভিনন্দন !অভিনন্দন !অভিনন্দন !অভিনন্দন !অভিনন্দন !
অভিনন্দন !অভিনন্দন !অভিনন্দন !অভিনন্দন !অভিনন্দন !অভিনন্দন !
অভিনন্দন !অভিনন্দন !অভিনন্দন !অভিনন্দন !অভিনন্দন !অভিনন্দন !অভিনন্দন !
অভিনন্দন !অভিনন্দন !অভিনন্দন !অভিনন্দন !অভিনন্দন !অভিনন্দন !অভিনন্দন !অভিনন্দন !

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এতো অভিনন্দন রাখি কোই ?
ভালো থাকেবন। সুস্থ থাকবেন।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাল থাকুন সুস্থ থাকুন । নিরন্তর শুভকামনা আপনার জন্য । অভিনন্দন দীর্ঘদিন ব্লগে অবস্থান করার জন্য ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো থাকার চেষ্টা করছি মাত্র। জানিনা.... আসলে ভালো নেই।
আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনিও।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিনন্দন আপনাকে



আরে আমিও তো নয় বছর হবো..। মন্তব্য করেছি কম :( পেয়েছি বেশী
এসব আমার সময়ের কারণে আর ব্যস্ততার কারণে হয়েছে


২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার ব্লগ কিন্তু বেশ সমৃদ্ধ ! কবিতা আর ছবি দিয়ে কি সুন্দর সাজানো উঠোন।
অভিনন্দন আপনাকে।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

রাকু হাসান বলেছেন:



অভিনন্দন ভাই।শুভকামনা করছি আপনার জন্য।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ ভাই। আপনিও ভালো থাকবেন।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫০

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,



আত্মপক্ষ সমর্থন না হয় মেনে নেয়া গেলো কিন্তু সাথে সাথে চিকিৎসাটা কি হবে সেটাও ভাবা দরকার।
ব্লগারদের বিষন্নতা রোগের একমাত্র ঔষধ হলো - খাওয়ার আগে আগে দিনে ৩ বার ব্লগের মাঠ চষে বেড়ানো। এতে মনের স্বাস্থ্য ভালো থাকবে আর ৮ বছরের আয়ু স্বপ্নের মতো সৌরভ ছড়িয়ে বেড়ে ৮০ বছর হবে।

শুভেচ্ছা আসন্ন আট বছর পূর্তির।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রেসক্রিপশন মেনে চলবো স্যার। তবে আমি কিন্তু প্রতিদিনের সব পোস্টই পড়ি , সমস্যা হচ্ছে মন্তব্য করা হয় না। এই বিষয়ে কি ওষুধ দেবেন ? :)
অনেক ধন্যবাদ আপনাকে। অফুরন্ত শুভকামনা।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: অভিনন্দন আপনাকে!
অনেক দীর্ঘ সময় ! জীবনের বাকি সময় একসাথে সামুতে বাঁচতে চাই।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার কবিতায় পরিপূর্ণ হোক সামুর দেয়াল। ভালো থাকবেন প্রিয় কবি।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: ৮ বছর অনেক লম্বা সময়। এত সময় বহু ব্লগার পার করতে পারে নি।
আপনাকে অভিনন্দন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজীব ভাই। আরো পথ সাথী হিসেবে চাই। ভালো থাকবেন।

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১২

নীল আকাশ বলেছেন: আপনার ব্লগীয় মিথস্ক্রিয়ায় আরও বেশি বেশি অংশগ্রহণ করা উচিত। এত দীর্ঘ সময় ব্লগে দেয়ার জন্য অভিনন্দন রইল।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো থাকবেন প্রিয় ব্লগার। অনেক ধন্যবাদ।

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩৫

মানতাশা বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
নীল আকাশ বলেছেন: আপনার ব্লগীয় মিথস্ক্রিয়ায় আরও বেশি বেশি অংশগ্রহণ করা উচিত। এত দীর্ঘ সময় ব্লগে দেয়ার জন্য অভিনন্দন রইল।-নীল আকাশের সহিত সহমত পোাষণ করিলাম ।কত বেশি মন্তব্য পাইলেন,আর কত কম করিলেন। যদি ইহা হয় ব্লগিং করার মানসিকতা তাহলে ত্যাগ করিতে পারেন ।
সাত বছরে যে পরিসখ্যান দেখাইলেন তাহা ভালো । ভিউ কত হইয়াছে তাহাও দেখার বিষয় ।নবজাত ব্লগারও বেশি ভিউ লইয়া ব্লগিং করিতেছে।তাহারা িএক বছরে যাহা করিতে পারছে তাহা আপনি সাত বছরেও করিতে পারেন নাই।উক্ত দিক গুরুত্ব দিলে ভালো হইবে। এইসব কথা কেহ বলিবে না । অভিনন্দন জানাইয়া চলিয়া যাইবে।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রিয় ব্লগার নীল মানুষ যথার্থ বলেছেন।আপনার মন্তব্য ভালো লেগেছে। ভালো থাকবেন আপনি। আপনার ব্লগ যাত্রা দীর্ঘ হোক।

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:১৬

আরোগ্য বলেছেন: সামুতে দীর্ঘ আট বছর পারি দেয়ার জন্য অনেক অভিনন্দন। সদা আরোগ্য থাকুন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ভালো থাকবেন। মন্তব্যে একরাশ প্রেরণা। শুভকামনা।

১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় ভাইজান,

প্রথমেই সামুর ইতিহাসে দীর্ঘ মাইলফলক অতিক্রম করতে চলেছেন জেনে অগ্রিম শুভেচ্ছা জানাই। ব্লগে আমার বয়স মাত্র 1 বছর 7 মাস কাজেই ছোট মুখে বড় কথা যদি ধৃষ্টতার চোখে না নেন তাহলে মতামত শেয়ার করি।
জীবনে চলার গতি সবার এক হয় না। তবে পরের দিকে কেউ না কেউ গতি বাড়াতে পারে বৈকি। ব্লগেও তেমনি আমার এই স্বল্পকালীন সময়ের মধ্যে অনেককে দেখলাম খুব স্পিড ব্লগার। আবার অনেককে দেখেছি ভীষণ মন্থর গতির। ব্লগ একটি নেশা ঠিকই কিন্তু সেইসঙ্গে সময় বার করাটাও অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করে।
আপনার হেডলাইনে পরিষ্কার এখন থেকে যদি সময় পারমিট করে তাহলে গ্যালোপিং গতিতে এগিয়ে চলুন ও ব্লগিংকে আরো প্রাণবন্ত গতিশীল করে তুলুন।


অফুরান শুভেচ্ছা জানবেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ছোট মুখে বড় কথা ... ধৃষ্টতা ! ছিছি এভাবে ভাববেন না।
বিষয়টা একেরবেই পরিষ্কার যে ,
সময় আর মানসিক অবস্থা , দুটো ঠিক ভাবে খাপ খাওয়াতে পারছি না।
মন্তব্যে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন প্রিয়। শুভকামনা।

১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫৭

নতুন নকিব বলেছেন:



আপনি অনেক লম্বা পথ পাড়ি দিয়ে এ পর্যন্ত এসেছেন। মোবারকবাদ। সামনের দিনগুলো আরও সুন্দর হোক।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পথচলা সুদীর্ঘ হোক , সফল হোক। শুভকামনা।

১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪

করুণাধারা বলেছেন: আট বছর যাবৎ আপনি সামু ব্লগে যুক্ত আছেন- এটাই মস্ত বড় অ্যাচিভমেন্ট। ভবিষ্যতেও এমনিই থাকুন।

মন্তব্য করাটা আমারও হয়ে ওঠেনা, যদিও আমিও সব পোস্টই পড়ি। তাই এটাকে খুব একটা দোষের কিছু বলে আমি মনে করিনা। অনেকে আছে পোস্টে মন্তব্য করলে উত্তর দেয় না, কিন্তু আপনার পোষ্টে মন্তব্য করে আমি সবসময় উত্তর পেয়েছি। এটা আপনার একটা ভালো গুণ। সুতরাং থাকুন ব্লগে, আর আপনার প্রিয় রাশিয়ান গল্প নিয়ে মাঝেমাঝেই ব্লগে আসুন। শুভকামনা রইল।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ। অশেষ প্রেরণা আপনার মন্তব্য থেকে কুড়িয়ে নিলাম।রাশিয়ান গল্প খুব জলদি পোস্ট করবো। ভালো থাকবেন আপনি।

১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

কথার ফুলঝুরি! বলেছেন: লেখার কোয়ান্টিটি এর চাইতে কোয়ালিটি ভালো হওয়া চাই অবশ্যই তবে কোয়ান্টিটি কম হলে লেখার কোয়ালিটি ভালো হবে কিংবা কোয়ান্টিটি বেশী হলে লেখার কোয়ালিটি খারাপ হবে তা কিন্তু না । একটি উদাহরণ দিতে পারি আপনাকে এই মুহূর্তে, সেলিম আনোয়ার ভাইয়া কিন্তু অনেক কবিতা লিখেন, অনেক কোয়ান্টিটি কিন্তু তার লেখার কোয়ালিটি কিন্তু একটার চেয়ে আরেকটা অনেক ভালো । সো, হতাশা কেন ভাইয়া ।
মন্তব্য এর পরিসংখ্যান যা বলে, আপনি হয়তো পড়েন বেশী মন্তব্য করেন কম তাই আপনার মন্তব্য এর সংখ্যাও কম । একটি লেখা কোনরকম পড়ে মন্তব্য করে করে মন্তব্য এর সংখ্যা না বাড়িয়ে যতটুকুই সময় পাওয়া যায় ভালোমতো পড়ে তারপর মন্তব্য করা ভালো নয়কি? আপনার লেখায় মন্তব্য কম কারন আপনি পড়েন বেশী তাই ;)
অনেক কথা বলে ফেললাম :P অভিনন্দন সৌরভ ভাইয়াকে ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হমম... কথার ফুলঝুরি ফুটুক , দূর হোক হতাশা। ভালো থাকবেন আপনি।

২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:১৩

নতুন বলেছেন: শুভেচ্ছা ৮ বছর পূতি`তে....

হ্যাপী ব্লগিং

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক দিন পর আপনি .... হ্যাপি ব্লগিং ! ভালো থাকবেন।

২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩১

মুক্তা নীল বলেছেন:
দীর্ঘ আট বছর সামুতে থাকার জন্য আপনাকে অভিনন্দন । শুভেচ্ছা জানিয়ে গেলাম।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ জানবেন। আপনার জন্য নিরন্তর শুভকামনা। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.