নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
ভেবে নিতে পারো
আমি আর ফিরবো না !
তোমার বাড়িয়ে দেয়া দুহাত , যেটাকে আমি ডানা বলতে ভালোবাসি
আমার অবজ্ঞা ভরা চাহনিতে , সেই হাত ফিরিয়ে নিতে বাধ্য হবে তুমি।
ধরে নিতে পারো
আমি আর কক্ষনো মিথ্যা বলবো না!
ঘামে ভেজা শরীরে নীল আকাশের দিকে তাকিয়ে
আপ্লুত হবো না আর ,
বলবোনা - আকাশ টা এতো সুন্দর কেন ?
আচমকা সরিয়ে নিতে পারো তোমার অগোছালো চুল
কপালের টিপ , লিপিস্টিক , কানের দুল
জেনে গেছো , অবলীলায় বলে দিতে পারি -
''এগুলো আমাকে বিরক্ত করে খুব''।
তবুও ,
ফুচকার প্লেটে উড়ে আসা ধূলিঝড়
বিকেল গড়ায় দুপুরে দিয়ে ভর
এই শহর জেনেছে সব
এই শহর শুনেছে সব ।
বাটা সিগন্যাল হয়ে তেলের মিলের গলি
আচানক নামে এ শহরে গোধূলি
এই শহর জেনেছে সব
এই শহর দেখেছে সব ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তবুও, শহরের আচানক গোধূলিতে ফিরে আসতেই হয় কিংবা দেখা হয়ে যায় ! এই শহর সব জানে।ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৮
জাহিদ অনিক বলেছেন:
রাজসাক্ষী হয়ে আছে শহরের রাস্তা, বাটা সিগন্যাল ---
কবিদের অভিমান, কেউ কখনো ভাঙায় ?
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রথম প্রেম ঘুচে যাওয়ার যন্ত্রণাকে নিয়ে,
কান্না চেপে ঘুরেছিলাম তোমারই পথ দিয়ে।
এই শহর জানে আমার প্রথম সবকিছু,
পালাতে চাই যতো সে আসে আমার পিছু পিছু।
অনেক ধন্যবাদ প্রিয় কবি। শুভকামনা রইলো।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪
হাফিজ বিন শামসী বলেছেন: ভালোলাগা, ভালোবাসা থাকলেই তো অভিমান আসে।
অভিমান ভালোবাসাকে আরো গাঢ় করে।
কবিতায় ভাললাগা রইলো।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠিক বলেছেন। ভালোবাসা থাকলেই তো অভিমান।
অনেক ধন্যবাদ। শুভকামনা। ভালো থাকবেন।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩
ইসিয়াক বলেছেন: এত অভিমান কেন কবি ?
ভালো লাগা ,সেই সাথে রইলো ভালোবাসা ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: থাকে... কিছু অভিমান থাকে।
আপনি ভালো থাকবেন নিরন্তর।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০০
সাহিনুর বলেছেন: খুবই আবেগময় লেখাটি।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। শুভকামনা।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৫
সোনালী ডানার চিল বলেছেন: কতদিন সাইন্স ল্যাবরেটরি থেকে বাটা সিগন্যাল হয়ে পলাশী গিয়েছি হেটে হেটে-
কতদিন এই শহর আমাকেও বলেছে : সব জেনেছি আমি, তোমার!
কবিতায় ভালোলাগা!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই শহর সবই জানে.....
ধন্যবাদ আপনাকে। শুভকামনা।
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১২
ঠাকুরমাহমুদ বলেছেন: আকাশ টা এতো সুন্দর কেন?
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সত্যিই কি ? নাকি মিথ্যা ?
ধন্যবাদ প্রিয় ব্লগার। ভালো থাকবেন।
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০০
ঠাকুরমাহমুদ বলেছেন: আকাশ মেঘে ঢাকা, শাওন ধারা ঝরে - সুপ্রিয় চিত্র সিং
আপনার জন্য উপহার এই গানটি। ধন্যবাদ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে ।
সবুজ সুরময়ী চিত্র সিং , আমার প্রিয় একজন।
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭
চাঁদগাজী বলেছেন:
শিকড়হীন গাছ সামান্য বাতাসে পড়ে যাবে একদিন
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পড়েই গেছে বলতে পারেন।
ধন্যবাদ মন্তব্যে। ভালো থাকবেন শ্রদ্ধেয়। শুভকামনা।
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: অতঃপর আমার ভালোলাগার প্রাপ্তির শূন্য হৃদয়েও তুমি আমাতেই রয়ে যাবে...। কাব্যে ভালোলাগা।
শুভেচ্ছা নিয়েন প্রিয় সৌরভভাই।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার সুন্দর মন্তব্যেও ভালো লাগা। ভালো থাকবেন। শুভকামনা নিরন্তর।
১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫৬
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। এই শহরের কোন এক গলিতে আচানক চিনে নেব আপনাকে। ভালো থাকবেন।
১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১১
কবি হাফেজ আহমেদ বলেছেন: বড্ড অভিমান! কবিতা ঠিক কবিতার মতই লেগেছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিও কবিতার মত। বড্ড অভিমান জমা রাখা বুকে। ভালো থাকবেন প্রিয় কবি।
১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩২
ল বলেছেন: অভিমান ঝেড়ে আসুক স্রোতস্বিনী পাহাড়ি ঝর্ণার সুখ স্রোত।।।
দারুণ কবিতায় +++
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অভিমান ঝেড়ে আসুক স্রোতস্বিনী পাহাড়ি ঝর্ণার সুখ স্রোত।।।
চমৎকার বলেছেন স্যার। ভালো থাকবেন। মন্তব্যে
অজস্র অনুপ্রেরণা ।
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২০
বিজন রয় বলেছেন: কত অভিমানে কবি এভাবে বলতে পারে!!
কিন্তু প্রিয়জনকে অবহেলা করা কি অত সহজ?
ভাল লেগেছে।