|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
 
  
বিস্তৃত প্রান্তর পেরিয়ে 
আজন্ম তৃষিত দিশাহীন একলা পথিক
পাখি আর সবুজের সমাবেশে 
খুঁজে ফেরে ফেলে আসা পথ।  
পথ কি খুঁজেছে কখনো পথিকের সন্ধান ?
নাকি হারিয়ে যাওয়া কোন পথিকের অপেক্ষায়
অহর্নিশ আক্ষেপ জমা রাখে ধুলোর ধূসরে ধূসরে ?
দিশাহীন পথিক খোঁজে পথের দিশা ,
পথ খোঁজে পথিকের সন্ধান 
ফেলে আসা পথ বেয়ে  দুজনের মিলনাস্থলে 
থমকে যায় সময় , থেমে যায় মুহূর্তের হিসেব !
পথিক পথ ধরে ফেরে ঠিকানায় আর 
পথ খোঁজে পথের দিশা।
 
ছবি : ইন্টারনেট
 ১২ টি
    	১২ টি    	 +০/-০
    	+০/-০  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ২:১৫
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ২:১৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ প্রিয় ইসিয়াক ভাই। 
ভালো থাকবেন। হয়তো দেখা হবে অচেনা কোন পথে।
২|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ২:০৮
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ২:০৮
ঠাকুরমাহমুদ বলেছেন: পথের কোনো হিসাব নেই, হিসাবেরও কোনো পথ নেই।
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ২:১৪
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ২:১৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পথ খোঁজে পথের দিশা। 
ধন্যবাদ জানবেন।  কেমন আছেন ?
৩|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৩:৪৯
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: সৌরভ ভাই অত্যন্ত মনোমুগ্ধকর।
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৩:৫৮
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৩:৫৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। হয়তো দেখা হবে অচেনা কোন পথে।
৪|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৩৮
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৩৮
চাঁদগাজী বলেছেন: 
এক ধরণের উদাসী অনুভবতা
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৯:৩৬
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৯:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠিক তাই স্যার। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।
৫|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১:৫২
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১:৫২
কবি হাফেজ আহমেদ বলেছেন: কয়েকবার পড়লাম। খুব ভালো লাগলো ভাই।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৯:৩৭
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৯:৩৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। ভালো থাকবেন। শুভকামনা রইলো।
৬|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ২:১৫
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ২:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
পথিক তুমি পথ হারিয়েছ?  যদি এমন হয় তবে কেমন হবে ?
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ২:৩৫
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ২:৩৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পথ ই পথ দেখবে।  
ধন্যবাদ মন্তব্যে।  ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:২৭
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:২৭
ইসিয়াক বলেছেন: চমৎকার