নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
পাথুরে সময়ে ছন্দ খোঁজা বড় বেমানান
সময়ের বজ্রাঘাতে ছিটকে পরে রক্তের মত আমার কলমের কালি
অস্থির সময়ে কলম আর বিদ্রোহ করে না
খুঁজে ফেরা কিছু আক্ষেপ, জমাটবদ্ধ কিছু ক্রোধ
নিমেষেই আওয়াজ তোলে না, ভেবে নেয়া অথবা
ফেলে আসা রক্তাক্ত রাজপথে।
লাশ হয়ে ঘরে ফেরা অকাল প্রয়াত কাব্য
মৃত্যূ নয় বরং বাড়ার কথা ছিলো!
ভুল সময়ে ভুল কাব্য, গলা টিপে মেরে ফেলা
অথবা ধরে নেয়া যাক মধ্যযুগের ন্যায় বর্বরতা
মাটি চাপায় কন্যাসন্তান , আকুতি আর ভয়ার্ত চাহনি
ভুল সময়ে , ভুল জন্ম।
আসলে তো ওদের বাড়ার কথা ছিলো!
ভুল বলছি, ভুল ভাবাচ্ছি
ভুল সময়ে কাব্য খুঁজতে খুঁজতে, কবর দিলাম অবাধ কৈশোর
মৃত্যূর দাঁড়প্রান্তে দাঁড়িয়ে ছন্দ খোঁজা বড় বেমানান
সময় আর অসময়ের অসমতায়
বুড়ো কবির সাথে পুনরায় মৃত্যূ হবে
অকাল প্রয়াত কাব্যের....
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবি বুড়ো হয় , এই আমি যেমন হয়েছি। অথর্ব বলতে পারেন। বুড়ো কবি গুলো সময় আর অসময়ের অসমতা থেকে বের হতে পারে না। তাই ভুল সময়ে ভুল কাব্য গুলো অকালে ঝরে পরে , মরে - পুনরায় মরে।
অকাল প্রয়াত কাব্যের অভিশাপ কবিকে সইতে হয় আজীবন।
ভালো থাকবেন আপনি। অনেক ধন্যবাদ।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপু , কিছুক্ষন পরে অফিস ছুটি হবে।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: এত সুন্দর করে লিখেন কিভাবে!!!!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার কাছে সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো রাজীব ভাই। আপনাদের অনুপ্রেরণার বিশেষ প্রভাব আছে বলতে পারেন। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যহ হ্যহ না অফিসে আউজকা থাকমু
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বলেন কি ! আমি বড় জোড় রাত ৮টা।
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন: সময় বদলে দেয় সবকিছু।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হুম....ঠিক বলেছেন। সময়।
ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬
ল বলেছেন: আপনি তো মারাত্মক সুন্দর লেখেন।।।
দারুণ কবিতার ভাষা, আবেগ, জৌলুশ, পোড়া মনের নিদারুণ আবেদন।।।
আমার অভিবাদন গ্রহণ করু৷ হে " স্বপ্নবাজ কবি ""''
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সম্ভবত এটাই ব্লগে পাওয়া সবচে বড় অভিবাদন ।
অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। ভালো থাকবেন আপনি। শুভকামনা।
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: "মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছন্দ খোঁজা বড় বেমানান।"
তাহলে নিরাসক্ত কবির মনে ছন্দের অপমৃত্যু তাহলে কাব্যের নয়া অধ্যায় রচনার ইঙ্গিতবাহী।
শুভকামনা রইলো প্রিয় সৌরভ ভাইকে।
০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। পাশে পেলে ভালো লাগে। ভালো থাকবেন আপনিও।
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২০
রাজীব নুর বলেছেন: আমার প্রকাশনী দেবার ইচ্ছা আছে। সেখানে আমি আপনার কবিতার বই বের করবো আগ্রহ নিয়ে।
০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমারো কিন্তু ইচ্ছা হয় , আমার একটা বই আমার মাথার কাছে থাকুক। শুধু মাত্র নিজের জন্য হলেও। ধন্যবাদ রাজীব ভাই। ভালো থাকবেন। শুভকামনা।
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৫
ইসিয়াক বলেছেন: লাশ হয়ে ঘরে ফেরা অকাল প্রয়াত কাব্য
মৃত্যু নয় বরং বাড়ার কথা ছিলো !
চমৎকার কাব্য কথা।
০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে। কাব্য বেঁচে থাক। ভালো থাকবেন।
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৭
আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,
"ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়"
কবিতার কথা আজ আর কে কয় ?
তবুও এই নিদান কালে কবিতার কথা ভাবার মতো লোকও যে থাকে তা বোঝা যায় এই কবিতায়।
০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: যুৎসই কোন প্রতিউত্তর খুঁজে পাচ্ছি না স্যার। ভালো থাকবেন। কবিতা গুলো একদিন মাথা তুলে দাঁড়াবে হয়তো। অনেক ধন্যবাদ।
১১| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১:২৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারণ একটি লেখা পড়লাম।
০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অভিবাদন গ্রহণ করুন কবি।পুনরায় খুন হবার আগেই প্রতিহত করুক অকাল প্রয়াত কাব্য। ভালো থাকবেন।
১২| ০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৯
ইসিয়াক বলেছেন: আমি কিন্তু কবিতাটি বারবার পড়ছি ........
আমি বাকরুদ্ধ । একটু হিংসাও হচ্ছে বটে.........।
শুভসকাল।
০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনারা আছেন বলেই তো....
ভালো থাকবেন। অনেক ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩২
বিজন রয় বলেছেন: ওয়াও!!
শিরোনামটি অসাধারণ!
ধাঁধায় পড়ে গেলাম, কবি কি বুড়ো হয় কখনো!!
দারুন!!