নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

হারায়ে খুঁজিয়াছি

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১:১১




যেই পথ দিয়া হাঁটিয়া গিয়াছি সেই পথ খুব চেনা
চেনা ঘাস ফুল , চেনা মঞ্জুরি
বাড়িয়াছে শুধু দেনা।

চেনা সবুজের চেনা আম ডালে
পাখালিরা বাঁধে বাসা
ঊষার লগনে সবুজের ক্ষেতে
হাঁটিয়া গিয়াছে চাষা।

দুই চোখ দিয়ে সকলি দেখিয়াছি , দেখিয়াছি রাত্র দিন
পূবের সূর্য , গোধূলির আলো
বাড়িয়া দিয়াছে ঋণ।

পুকুরের ধারে , শীতল পরশে
হু হু করে বহে হাওয়া
ক্লান্ত দুপুরে , বাবলার তলে
কৃষাণীর চলে খাওয়া ।

এই কান দিয়ে কত কি শুনিয়াছি , শুনিয়াছি কলতান
শুনিয়াছি বাউল, কিশোরীর হাসি
মরমে দিয়াছে টান।

বুকে টান লাগে জোছনার বানে
মাঝির নৌকো পালে
আগুন লাগিছে বার বার দেখি
কৃষ্ণচূড়ার ডালে।

সেই পথ আজ হারায়ে খুঁজিয়াছি
মনে নিয়ে তব আশা
প্রবল বাতাসে দুলিতেছে দ্যাখো -
বাবুই পাখির বাসা।

বাড়িয়াছে দেনা , লাগিয়াছে টান
জমিয়াছে কত ঋণ
মনে আশ জাগে আবারো ফিরিব
ফিরিব একটি দিন।



ছবি: ইন্টারনেট

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: সাধুভাষার লেখা ভালো লাগলো।

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতা লেখার আগে সাধু ভাষায় দুয়েক লাইন মাথায় আসছিলো , তাই চেষ্টা করলাম। ভালো থাকবেন।

২| ০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৫

শ্রাবণ আহমেদ বলেছেন: বাহ।

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

৩| ০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৪| ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩২

ইসিয়াক বলেছেন: চমৎকার

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

৫| ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:




বাড়িয়াছে দেনা , লাগিয়াছে টান
জমিয়াছে কত ঋণ
মনে আশ জাগে আবারো ফিরিব
ফিরিব একটি দিন।

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ফেরা যাবে কি ?
শুধু আনচান করে মন।

ভালো থাকবেন আপনি। অনেক ধন্যবাদ।

৬| ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৫

বিজন রয় বলেছেন: কোথাও সাধু কোথাও চলিত কেন?
আর এমনভাবে লেখারও দরকার কি।
হয়তো নতুনত্ব বা সখ।

০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একটু সংশোধন করেছি। নতুন চেষ্টা বলতে পারেন। ধন্যবাদ আপনাকে।

৭| ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৫

বিজন রয় বলেছেন: তাহলে নামটিও সাধুতে হতে পারত্।

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দিয়েছি :)

৮| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। শুভ সকাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.