নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আবার ফিরে আসা, আবার ভরপুর

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৬



প্রতিদিনের মত সকালে পিসিটা অন করলাম । প্রতিদিনের মত ব্রাউজারের বুকমার্কে রাখা স্বপ্নের দুয়ার খোলার চেষ্টা করলাম । তবে আজ হতাশ হলাম না।সকালে সামুর মানুষ গুলোকে দেখে ভালো লাগছে। সামুতে আট বছর দুই সপ্তাহ। সময়কাল খুব কম নয় মানুষের গড় আয়ু অনুযায়ী। তাই ভালোবাসাটাও সীমা ছাড়িয়ে গেছে। একেকটা দিন যায় , শক্ত দেয়ালে ইটের পরিমান বাড়তে থাকে। গাঁথুনি জোরালো হয়।
কত মানুষ ! কত জনকে চিনি ? কত জনের সাথেই বা মিশতে পারি ? কিন্তু বাস্তবতা হল সবাইকেই অনুভব করেছি খুব। সনেট কবিকে বহুদিন দেখিনা। কাল যখন সামু খুলে গেলো , ওনার কথা খুব মনে হলো। আশাকরি উনি ফিরে আসবেন আবার।

আজ ব্লগারের দের কলতানে মুখরিত সামুর বাগিচা। এক ৬৯ জন কে অনলাইনে দেখেছিলাম। প্রথম যখন সামুতে আসতাম তখন এই হিসাব গুলো মাথায় আসতো না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ৬৯ শুধু মাত্র সংখ্যা নয়! ভালোবাসা , আবেগ , স্বপ্ন আর বাঁধনহারা মুক্তির নেশা।
সামুর মুখরিত বাগিচায় আজ কাজের ফাঁকে উঁকি দেব খুব। কর্পোরেটে বাধা নিষেধ , ব্যস্ততা , জবাবদিহিতা উপেক্ষা করা সম্ভব না। তবুও মন পরে থাকবে । এই মন কোন ব্যারিকেডের ধার ধরে না।
অদ্ভুত এক অনুভূতির জন্ম দিচ্ছে। অদ্ভুত উপলব্ধি। কখনো এভাবে ভাবিনি। সামুর মানুষ গুলোকে এতটা অনুভব করতাম !!
আজ সকাল থেকে বৃষ্টি। এখন আর নেই। ১০ তলার জানাল দিয়ে এক ফালি নীল আকাশ উঁকি দিচ্ছে। আমার এই শহর রং বদলায় , রং বদলায় আকাশ। শরৎ আসে , শরৎ যায়। এই কাল বদলের নিয়মে চেনা মুখগুলো খুব কি অচেনা হতে পারে ?


চোখ ঝাপসা হয়ে আসা কবীর সুমনের গান সামুর মানুষ গুলোর জন্য।

"অনেক দিন পর, আবার চেনা মুখ
বন্ধু কি খবর, মুহুর্ত বলুক।
মুহুর্তের টান, মুহুর্তে শরৎ
নতুন এই গান, মুসাফিরের পথ।
শরত আসে যায়, মেঘের ফাঁকে নীল
এই শহরটায় অতিথি গাঙচিল।
অতিথি ভালবাসা, হাওয়ায় তোলে সুর
আবার ফিরে আসা, আবার ভরপুর।
কেমন আছো বলো, বন্ধু কি খবর
আবার গাই চলো, অনেক দিন পর।"



কর্পোরেট ডেস্ক থেকে
২৪.১০.১৯

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন:

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুভ সকাল রাজীব ভাই। ভালো থাকবেন।

২| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৮

কামরুননাহার কলি বলেছেন: শুভ সকাল । রাতে যখন ঘুমিয়েয়ে মনে মনে ভাবছি কখন সকাল হবে কখন সামুতে যাবো ওহ ভাবতেই কেমন লাগে।

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হা হা হা । ঠিক বলেছেন। সামু খুলে হাফ ছেড়ে বাঁচলাম। শুভ সকাল কলি আপু।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪০

শামীম আহ্‌মেদ বলেছেন: স্বপ্নবাজ..বিষাদময় স্মৃতিকাতরতা ভালো লাগলো। নবাগতের শুভেচ্ছা জানবেন।

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নবাগতর জয় হোক। আপনার ব্লগ যাত্রা শুভ হোক। শুভকামনা।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪১

ইসিয়াক বলেছেন:

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার জন্য। :)

৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সত্যিই অসাধারণ অনুভূতি!

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুভেচ্ছা। মুক্তির আনন্দে মাতি

৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৩

বিজন রয় বলেছেন: শুভদুপুর।

কবিতা?

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আজ হয়তো একটা পাবেন। :) শুভ দুপুর।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫০

বিজন রয় বলেছেন: আচ্ছা, অপেক্ষায় থাকলাম।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দিয়েছি। আপনার জন্যই লিখলাম।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৩

আখেনাটেন বলেছেন: বহুদিন পর সামুর এই কলকাকলী দেখে ভালো লাগছে । :)

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আসলেই.... চমৎকার অনুভূতি।

৯| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: সামুর নতুন দিনে , নতুন স্বপ্নের সারথী হয়ে ভাললাগছে।

২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মুক্তির শুভেচ্ছা নিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.