নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আজন্ম পাপ

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫১



কেউ আমার কাছে কবিতা চেয়েছিলো
কবিতাই শুধু ;
গুটি কয়েক বাক্যের সংমিশ্রণ
শব্দগুলোর ওলোটপালোট সংযোজন
তাৎক্ষণিক আবেগের কাব্যিক বহিঃপ্রকাশ
অতঃপর সেটা কবিতা বলেই গ্রহণযোগ্যতা পায়
পরিচিত মহলে।
যা রচিত হয় তা সম্পূর্ণ অমূলক
মিথ্যা , বানোয়াট
বাস্তবিক প্রেক্ষিতে তালমিলিয়ে চলে না
মিথ্যার সাথে মিথ্যা যুক্ত করে
গড়ে তোলে মিথ্যার মহীরুহ।
সেই মহীরুহ ডালপালা ছড়ায় , ছায়া দেয়
মিথ্যার ছায়া।
মিথ্যার আশ্বাস দেয়া কবি গুলো নিমজ্জিত হতে থাকে
অতল গহীনে , পাপে।
কবি সেতো আজন্ম পাপ।


কর্পোরেট ডেস্ক থেকে
২৪.১০.১৯

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৪

বিজন রয় বলেছেন: ওয়াও, আমার জন্য!!

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হুম আপনার জন্য। হুট্ করে লেখা। তাৎক্ষণিক রচনা

২| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৬

বিজন রয় বলেছেন: কবি হওয়া আজন্ম পাপ!!
তবে কি কবি নিজেই অপরাধী??

সমস্যায় ফেললেন, তাহলে কি কবিতা চর্চা ছেড়ে দিব?

ভাবছি!

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পাপ করুন , পাপ করুন।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৯

বিজন রয় বলেছেন: "আমি তোমার কাছে কবিতা চেয়েছিলাম, শুধুই কবিতা,............ কোন অপরাধ তো করিনি!!

তবে কি আমি ভুল করেছিলাম?
আমার ভুলটা কি বিশুদ্ধভুল ছিল না?

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হা হা হা। ভুল হবে কেন ? চাইলেন বলেই তো লিখতে পারলাম।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: অত্যন্ত চমৎকার কবিতা।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। ভালো থাকবেন।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৫

চাঁদগাজী বলেছেন:



কবিরা অন্যের মনের ভাবনাকে, ভালোবাসাকে,প্রেমকে, প্রতিবাদকে ভাষা দেন; সেজন্য কবিতা চাওয়া হয়; অন্যের ভাবনাকে ভাষা দেয়া কঠিন এক কাজ

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠিক বলেছেন। এই কঠিন কাজটা কবিরা কিভাবে করেন কে জানে ? ধন্যবাদ স্যার। ভালো থাকবেন। শ্রদ্ধা রইলো।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৬

জাহিদ অনিক বলেছেন: কবিতাটা পড়ে একটা বানী মনে এসে গেলঃ


“Poetry can be dangerous, especially beautiful poetry, because it gives the illusion of having had the experience without actually going through it.”

― Rumi, The Book of Love: Poems of Ecstasy and Longing

কবিতা ভালো লেগেছে কবি

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি । বাণী সংযুক্ত করার জন্য বিশেষ ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০১

ইসিয়াক বলেছেন: চমৎকার লেগেছে ....।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা নিন।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০২

বলেছেন: তাই বলা হয় সবাই কবি নয়, কেউ কেউ কবি।।


দারুণ +++

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ স্যার ।যারা কবি তাদের কবিদের শ্রদ্ধা। ভালো থাকবেন।কবিতার প্লাস গুলো দেখে ভালো লাগলো।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। ভালো থাকবেন।

আপনিও ভালো থাকবেন।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো থাকতে খুব সমস্যা হচ্ছে রাজীব ভাই। দোয়া করবেন।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১২

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতা ভালো লেগেছে।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

১১| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৪

সেলিম আনোয়ার বলেছেন: হতাশার কবিতা ।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হমম। হতাশার কবিতা। গভীর দীর্ঘশ্বাস মাখা । মন্তব্যে ধন্যবাদ নিন। ভালো থাকবেন।

১২| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৩

ঘুড্ডির পাইলট বলেছেন: আপনার হাতের লেখাটি আর্টিস্টিক।

কবিতাটাও বেশ সুন্দর :)

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: যাক কেউ অন্তত এই জঘন্য হাতের লেখা খেয়াল করলো :)
কবিতা আর হাতের লেখা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ভালো থাকবেন। নিরন্তর শুভ কামনা।

১৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়ে ভালো লেগেছে+++



শুভ কামনা রইলো।।

২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। শুভ কামনা

১৪| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৭

অব্যক্ত কাব্য বলেছেন: বাহ্! দারুন

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই আবহাওয়ায় এককাপ কফি আপনার জন্য। ভালো থাকবেন।

১৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৩

এস সুলতানা বলেছেন: অত্যন্ত চমৎকার কবিতা।কবিতা ভালো লেগেছে।

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন্তব্যে শুভেচ্ছা নেবেন। ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ভালো থাকবেন আপনি।

১৬| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: হাতের লেখাও বেশ কারুকাজ করা।

পাপ পণ্যের বিচার এখন মানুষে করে।

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার হাতের লেখাই এমন। অস্পষ্ট , আঁকাবাঁকা।
পাঠ আর মন্তব্যে ধন্যবাদ। ভালো থাকবেন।

১৭| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৯

অজানা তীর্থ বলেছেন: ছন্দে ছন্দে কবিতা না লিখলেও আমার পড়তে গিয়ে ছন্দ তৈরী হয়ে গেছে, ভালো লিখেছেন প্রিয়তে রাখলাম।

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ভালো লাগলো আপনার মন্তব্য। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.