নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি শেষে চারপাশে কেমন জানি সাদা হয়ে যায় , আলোকিত হয়ে যায়। এই পরিবেশটা আমার খুব ভালো লাগে। পরিষ্কার আলোয় ছুটে সাদা সাদা মেঘ। আকাশটা আরো নীল মনে হয়। রাস্তার পাশ দিয়ে কলকলিয়ে ধেয়ে যায় জলধারা। অস্থির প্রাইভেট কার জল ছিটিয়ে ছুটে চলে। আমি দাঁড়িয়ে আছি নিউমার্কেট ওভার ব্রিজে।বৃষ্টি থেকে বাঁচতে অনেকেই ঠাঁয় নিয়েছে এখানে।আজ লোক জন কম। মঙ্গলবার, মার্কেট বন্ধ।
পাশের লোকটা সিগারেট ধারালো। সিগারেটের ধোঁয়া অসহ্য লাগে। সিগারেট যখন খেতাম তখন বুঝিনি।
চা সিগারেট , আড্ডা আর বৃষ্টির দিনে গরম সিংড়া খাওয়ার সময়টা খুব দ্রুতই চলে গেলো। এই তো সামনেই হকার্স মার্কেটের স্ন্যাকস কর্নারে ফুলুরি , কলিজার সিঙ্গারা আর জিলাপি খেয়েছি কত। হৈ হুল্লোড় আর আড্ডা।
মুঠোফোনে পরিচিত মানুষ গুলো অনেকেই ডিলিট হয়ে গেছে। নতুন করে সেভ করার প্রয়োজন মনে হয় না আর। সময়ের সাথে সাথে প্রয়োজন কে প্রাধান্য দিতে দিতে হয়। কি নিষ্ঠুরতা!
সিগারেটের গাঢ় ধোঁয়া চোখে লাগে। ঝাপসা হয়ে যায়। কি সিগারেট কে জানে ?
আমি যখন সিগারেট ধরি তখন বাংলা ফাইভের দাম দিলো তিন টাকা। আমি আর তুই ভাগ করে খেতাম। অঞ্জন দত্তের 'শুনতে কি চাও ?' শুনতে গুনতে আয়েশি টান । আমি তখন খাতা কলম হাতে দুয়েক লাইন জোড়া লাগাবার চেষ্টা করতাম আর তুই বলতি , 'দেখি কি লিখেছিস ?'
আমার অখাদ্য লেখা কে তুই খাদ্য হিসেবে গ্রহণ করতি। 'কি অদ্ভুত লিখেছিস রে দোস্ত ! চল তোকে সিঙ্গারা খাওয়াই। '
'আরে বাইরে তো বৃষ্টি যাবো কিভাবে ?'
'ভিজতে ভিজতে যাবো। ভিজতে ভিজতে খাবো।'
আমরা ঝুম বৃষ্টিতে রাস্তায় নামতাম। হা হা করে হাসতাম। আকাশ থেকে নেমে আসতো অজস্র কবিতার পংক্তিমালা। আমরা সেগুলো ধরার চেষ্টা করতাম।
'ধর ধর দোস্ত। হাত গলিয়ে বের হয়ে না যায়। '
আমি বলতাম ,
'আকাশ পরিশুদ্ধ করে বিষাক্ত রক্ত
বৃষ্টি হয়ে ঝরে পরে পরিপূর্ণ বিশুদ্ধতায়।'
তুই বলতি ,
'অনাবাদি ভূমি উর্বর থেকে উর্বরতা বাড়ায়
মাটির বুক ফুঁড়ে মাথা তোলে নিপীড়িত মানুষ।'
এভাবে যোগ হত একের পর এক লাইন আর আকাশ থেকে ঝরে পড়া পংক্তি মালা গুলো ধরার আপ্রাণ চেষ্টা।
তোর সাথে বহুকাল যোগাযোগ নেই। লিও টলস্টয় এর গোল্ডেন ট্রিনিটি নিয়ে ভাবতে ভাবতে একের পর এক সিগারেট শেষ হয় না আর আমাদের। গোল্ডেন ট্রিনিটি নিয়ে তোকে শেষ যখন জিজ্ঞেস করেছিলাম - তুই ছিলি খুব আনমনা , ভাবলেশহীন। অনেকক্ষন চুপ করে থেকে বললি,
‘ভাতের দাম খুব বাড়ছে রে দোস্ত। ভালো থাকিস।'
পাশের লোকটি সিগারেট শেষ করে চলে যাচ্ছে।ব্যস্ত , কিছুটা যান্ত্রিক। নিচে একের পর এক বিরতিহীন বাস সার্ভিস ছুটে চলে ভাতের সন্ধানে। ছুটে চলা বাস গুলো নিমেষেই মিলিয়ে যায় -- তোর মত। সাইন্স ল্যাব পেরিয়ে , মিরপুর রোডের পথ ধরে , বহুদূরে । আমি তাকিয়ে থাকি।
আমার ইদানিং কি মনে হয় জানিস ? মনে হয় , এমন কোন একটা দিনে ওই সিগারেট খাওয়া লোকটার মত তুই আমার পাশে আসে দাঁড়াবি। সেই দিন তুই আর আমি গোল্ডেন ট্রিনিটির মানে খুঁজবো না আর , বরং পেট ভরে ভাত খাবো। । বৃষ্টিতে ভিজতে ভিজতে এই শহরে হারিয়ে যাবো। ঝাপসা এই শহরে আমি আকাশের দিকে তাকায় , সুদূর আকাশে মেঘ জমছে আবার । বৃষ্টি হবে।
ছবি : ইন্টারনেট
২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। মন খারাপ করা দুপুরের শুভেচ্ছা।
২| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০২
ইসিয়াক বলেছেন: আমার মনটা আজ খুব ভালো । মোটেও মন খারাপ নেই । সকালে খুব করে বৃষ্টিতে ভিজেছি.......
২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার বন্ধু বলতো , বৃষ্টি নাকি--
'অনাবাদি ভূমি উর্বর থেকে উর্বরতা বাড়ায়
মাটির বুক ফুঁড়ে মাথা তোলে নিপীড়িত মানুষ।'
৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: গল্পটা ঠিক বুঝলাম না।
২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বৃষ্টি হলো। নিউমার্কেট ফুটওভার ব্রীজের দাঁড়িয়ে হারিয়ে যাওয়া সময় আর হারিয়ে যাওয়া বন্ধুর কথা ভাবলাম। এই তো গল্প।
বুকে আশা নিয়ে থাকি একদিন হয়তো দেখা হয়ে যাবে , অপরিচিত মানুষের ভিড়ে।
৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: বৃষ্টি পুরানো স্মৃতি জাগিয়ে তুলেছে!
সময় বন্ধুবান্ধবের মাঝে দূরত্ব বাড়িয়ে দেয়!
২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠিক বলেছেন জুনায়েদ ভাই।পাঠ আর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৮
ওমেরা বলেছেন: অাপনার বন্ধু যদি বেঁচে থাকে তা হলে তো যোগাযোগ করা কঠিন কিছু না ।
২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কিছু কিছু সময় বেঁচে থাকাও মৃত্যুর মত। বন্ধুত্বের মৃত্যু বলতে পারেন।
পাঠ আর মন্তব্যে অনেক ধন্যবাদ আপু।
৬| ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন: কষ্টের কষ্ট আর মিষ্টির মিষ্ট!
২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পাঠ আর মন্তব্যে ধন্যবাদ স্যার।
৭| ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১২
কিরমানী লিটন বলেছেন: দারুন সুখপাঠ্য - মুগ্ধতা রেখে গেলাম প্রিয় স্বপ্নবাজ.....
২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। ভালো থাকবেন।
৮| ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২০
ভুয়া মফিজ বলেছেন: আপনার র্ব্ণনা করা জায়গাগুলোতে আমার বড় একটা জীবন কেটেছে। অত্যন্ত প্রিয় জীবন......আমার ছাত্র জীবন। পড়তে পড়তে হারিয়ে গিয়েছিলাম ফেলে আসা সেই দিনগুলোতে।
আপনার মতোই, সময়ের সাথে সাথে প্রয়োজন কে প্রাধান্য দিতে দিতে গিয়ে হারিয়ে ফেলেছি কত নাম, কত মুখ! একসময়ের আনন্দের দিনগুলো এখন শুধুই দীর্ঘশ্বাস!!
২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তবুও জানেন স্ন্যাকস কর্নারে এখনো তুমুল ভীড়। হৈ হুল্লোড়।
আপনার মন্তব্য বুকে লাগলো। দীর্ঘশ্বাস দীর্ঘতর হলো।
ভালো থাকবেন। শুভ কামনা।
৯| ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৬
ভুয়া মফিজ বলেছেন: তবুও জানেন স্ন্যাকস কর্নারে এখনো তুমুল ভীড়। হৈ হুল্লোড়। তা তো হবেই। নতুনদেরকে তো জায়গা করে দিতেই হবে। সময়ের বিবর্তনে এরাও একদিন পুরানো হবে, তারপর নষ্টালজিক হবে! মান্না দে'র কফি হাউজের সেই গানে যেমনটা বলা হয়েছে,
একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি,
শুধু সেই সেদিনের মালী নেই!!
ভালো থাকবেন।
২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হমম। ওই জন্য ই কথা বললাম- স্ন্যাকস কর্নারে এখনো তুমুল ভীড়।
আপনিও ভালো থাকবেন
১০| ২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০১
চাঁদগাজী বলেছেন:
লেখকদের অতীত কি রকম কে জানে, মনে হয় অনেক দু:খের! আমাদের মতো সাধারণ মানুষের অতীত শিকড়ের মতো
২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়। অতীত মোটেও দুঃখের নয় , প্রচন্ড সুখের। অনেক সুখ স্মৃতিময়।তাই হয় তো ফেলে আসা অতীত মনে হয় খুব।
ভালো থাকবেন আপনি। শুভকামনা রইলো।
১১| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৪
আপেক্ষিক মানুষ বলেছেন: আপনার বন্ধুটি এখন কোথায় আছে?
অসম্ভব কল্পনা শক্তি আপনার, অনেক ভাল হয়েছে।
২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আছে , পৃথিবী আছে । ভালো থাকবেন আপনি। পাঠ আর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।
১২| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। মন্তব্যের উত্তর দেওয়ার জন্য। ভালো থাকুন। সুস্থ থাকুন।
২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই। আপনিও অনেক ভালো থাকবেন।
১৩| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৪
মাআইপা বলেছেন: আপনার লেখা বলে দিচ্ছে সত্যিকার অর্থে আপনি একজন ভাল বন্ধু আর ভাল বন্ধু আজীবন কষ্ট পায়।
আশা করছি সুন্দর পরিবেশে যেন আবার দেখা হয়।
২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেখা হবে নিশ্চয়ই একদিন।আশায় আছি।
ভালো থাকবেন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে।
১৪| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৫
ল বলেছেন: মাটির বুক ফোঁড়ে মাথা তুলে নিপিড়ীত মানুষ ++++ তাইতো
ভালো লাগলো।।
২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্। পংক্তিটা ভালো লেগেছে আপনার। এটা কিন্তু আকাশে থেকে নেমে এসেছিলো।
ভালো থাকবেন প্রিয় ব্লগার। ধন্যবাদ আপনাকে।
১৫| ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৬
মিথী_মারজান বলেছেন: গল্পটার খুব গহীনে হারিয়ে গিয়েছিলাম।
গল্পটা শেষ হবার পরও গল্পটার ভেতর থেকে বের হতে ইচ্ছে করছিলনা।
অসম্ভব সুন্দর লিখেন আপনি।
২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন্তব্যেই প্রেরণা পেলাম মিথী আপু । হুট করে মাথায় আসা গল্প। বলতে পারেন ওভার ব্রীজের উপর দাঁড়িয়ে ভাবতে ভাবতে।
ভালো থাকবেন আপনি। শুভকামনা।
১৬| ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৯
আখেনাটেন বলেছেন: বৃষ্টির রিমঝিম শব্দের মতো লেখাটুকুও উপভোগ করলুম।
২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বৃষ্টির ধারার মত শুভেচ্ছা বর্ষিত হোক আপনার উপর। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে।
১৭| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: গল্পটা আরও সুন্দর হতে পারতো.......................
২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চেষ্টা করেছিলাম কিন্তু ।
ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৩
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।