নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

ধোঁয়ায় নিমজ্জিত মহাপৃথিবী অক্সিজেন হারায় প্রতিনিয়ত।

০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৩



তোমার জন্য লেখা কবিতাটা যখন তোমকে দিতে গেলাম
তুমি বললে - রেখে দিও সযতনে , চেয়ে নেবো একদিন।
এই একখান কবিতা লিখতে আমাকে জাগতে হয়েছে কয়েক রাত ,
সকালের নাস্তা বাঁসি হয়ে পড়ে ছিল টেবিলের এক কোনায় ,
অবলীলায় পড়ে থাকা গমের রুটিতে লাল পিঁপড়ের বিচরণ লক্ষণীয় ছিল খুব।
দুপুর গড়িয়ে বিকেল হলো
বিকেল আর সন্ধ্যের মিলনের আলো
নিভতে নিভতে আঁধার নামলো ঠান্ডা ভাতের থালায়।

তুমি বললে - সযতনে রেখে দিও, চেয়ে নেবো একদিন।
অতঃপর , তোমার জন্য লেখা কবিতাটা
বাক্সোবন্দী করি , সযতনে রাখি
গোপন থেকে গোপনতর কুঠিরে।
পাহারায় রাত জাগি আর দিনপঞ্জিতে বাড়তে থাকে লাল দাগের পরিমান।

এভাবে কেটে যায় দিনের পর দিন
মাস কিংবা বছরের পর বছর
অ্যান্টার্কটিকায় বরফ গুলো গলতে থাকে
সমুদ্রের তেলে ভেসে উঠে মৃত ডলফিন আর নীল তিমিদের দল
সাইবেরিয়ান পাখি গুলো উড়ে আসে শীতের আশায়
পৃথিবীর ফুসফুসে আগুন লাগে , ধোঁয়ায় নিমজ্জিত মহাপৃথিবী
অক্সিজেন হারায় প্রতিনিয়ত।
সেন্টমার্টিনে জমে উঠে পর্যটন আবর্জনা
ভেজে ওঠে প্লাস্টিক , পলিথিন আর চিপসের প্যাকেট
অনিয়ন্ত্রিত বাজারে টিসিবির লাইনে ক্রমশ বাড়তে থাকে মানুষের ভীড়
ফুটপাতে মাথা গোঁজা মানুষ গুলো
এই শীতে হাড়-জিরজিরে হাত বাড়ায় কয়েক ফালি উষ্ণতার আশায়।
আর আমি সামান্য কবিতার জন্য হাকাকার করি !
মাতম তুলি পূর্ব থেকে পশ্চিমে।

মন্তব্য ২২ টি রেটিং +৯/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।

০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

২| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন: এভাবেই কেটে যাবে দিনের পর দিন।

০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধোঁয়ায় নিমজ্জিত মহাপৃথিবী অক্সিজেন হারাবে আরো।

৩| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৫

শিখা রহমান বলেছেন: আপনার এই কবিতা চেয়ে নিলাম। কি দারুণ সব কথামালা আর রূপক!!

কবিতায় লাইক আর একরাশ মুগ্ধতা!!
শুভকামনা কবি।

০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এখুনি নিয়ে নিন। বহু কষ্টে লেখা কবিতার পাহারায় আর রাত জাগতে পারবো না।
মন্তব্য আর ভালো লাগে ধন্যবাদ নেবেন।

৪| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫

ইসিয়াক বলেছেন: অসাধারণ

০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ ইসিয়াক ভাই।

৫| ০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৩

জাহিদ হাসান বলেছেন: আপনার কবিতার জবাব নেই !
চালিয়ে যান মশাই

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক শুভ কামনা আপনার জন্য। ভালো থাকবেন।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৩

কিরমানী লিটন বলেছেন: এক কথায় - অসাধারণ.....

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। অনেক ভালো থাকবেন।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার লাগলো সঙ্গে দারুণ একটা অনুভুতিতে ডুব দিলাম।++
শুভকামনা প্রিয় সৌরভ ভাইকে।

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনুভূতি জেনে অনুপ্রাণিত হয় সদা। ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

ভালো থাকুন।

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ফিরে আসায় ভালোবাসা।

৯| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চমৎকার ভাবনার কবিতা।

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ মাইদুল ভাই। ভালো লেগেছে জেনে ভালো লাগছে।
ভালো থাকবেন।

১০| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:১২

সুনীল সমুদ্র বলেছেন: " এভাবে কেটে যায় দিনের পর দিন মাস কিংবা বছরের পর বছর
অ্যান্টার্কটিকায় বরফ গুলো গলতে থাকে
সমুদ্রের তেলে ভেসে উঠে মৃত ডলফিন আর নীল তিমিদের দল
সাইবেরিয়ান পাখি গুলো উড়ে আসে শীতের আশায়
পৃথিবীর ফুসফুসে আগুন লাগে, ধোঁয়ায় নিমজ্জিত মহাপৃথিবী
অক্সিজেন হারায় প্রতিনিয়ত।"

অসাধারণ হৃদয়ছোঁয়া উপমা সব ! খুব ভালো লাগলো কবিতাটা। ...

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। আপনাকে পেয়ে ভালো লাগছে। মন্তব্যের অনুপ্রেরণা আর ধোঁয়ায় নিমজ্জিত মহাপৃথিবীর জন্য শুভকামনা। ভালো থাকবেন আপনি।

১১| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৪

নীল আকাশ বলেছেন: অসাধারণ হৃদয়ছোঁয়া সব উপমা ব্যবহার করেছেন। কবিতা ভালো লেগেছে
ধন্যবাদ।

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লেগেছে জেনে অসম্ভব ভালো লাগছে। ভালো থাকবেন। শুভকামনা। মহাপৃথিবী ভালো থাকুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.