নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আরেকটা ব্লগ ডে চলে আসছে !! সামু মুক্ত উপলক্ষে কি আলাদা কিছু হতে পারে না ?

০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৩


শিরোনাম টা হুট করে মাথায় এলো।১৯ ডিসেম্বর বাংলা ব্লগ দিবস।আর মাত্র ৪০ দিন ! মাত্র কিছুদিন আগে সামু মুক্ত হলো , সেই খুশি এখনো বিরাজমান। পুরোনো ব্লগার ধীরে ধীরে ফিরে আসবেন আশা করা যায়।
বামপাশে সবুজ আলোয় জ্বলজ্বল করে অনেক গুলো নাম। তালিকাটা আরো দীর্ঘ হবে আশা করি।

গত বছর ২১শে ডিসেম্বর, শুক্রবার ব্লগ ডে উপলক্ষে একটি ইনফরমাল পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়। আমি মাঝে মাঝে নাহিদ ভাইয়ের ওই পোস্টে এক ঝাঁক হাসিমুখ - ব্লগারদের পুণর্মিলনী অনুষ্ঠান ২০১৮ ঢুঁ মারি। নিজেকে খুঁজি। ভালো লাগে। আগের সময়ের সামুতে অনেক কিছু হত ব্লগ ডে উপলক্ষে। জানি কিংবা ধরেই নেই , সামু আগের অবস্থায় ফিরবে না। তবুও.......

ব্লগ ডে আর সামুর মুক্তির সমন্বয়ে অন্য কিছু হবে এই আশা করতেই পারি। বক্তব্য দীর্ঘায়িত করবো না। প্রস্তাবনা লিখে গেলাম মাত্র। শুভকামনা।

সামুর প্রথম পোস্ট

মন্তব্য ৪০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৯

করুণাধারা বলেছেন: ব্লগারদের পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য শুভকামনা রইল।

০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হবে কি ? আমি শুধু মনে করিয়ে দিলাম আপু ।

২| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২২

বিজন রয় বলেছেন: অবশ্যই হতে পারে।
সবাই পরিকল্পনা দিলে ভাল হয়।

০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এটা একটা প্রস্তাবনা মূলক পোস্ট। দেখা যাক কি হয়। হলে খুবই ভালো হয়। :)
ধন্যবাদ আপনাকে। সামুতে কবিতা / গল্প সংকলনের মত ব্লগারদের সাথে সমন্বয় সাধন আপনার থেকে কেউ ভালো পারবে না।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৫

পদ্মপুকুর বলেছেন: এবারের প্রোগ্রামে কিছু স্যুভেনির/টি শার্ট জাতীয় কিছু করা যেতে পারে।

০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো বলেছেন। স্যুভেনির / টি শার্ট থাকতেই পারে।
তবে মনে হয় আগে মোটামুটি নিশ্চিত হওয়া দরকার প্রোগ্রাম হবে কি না সম্পর্ক্যে।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮

তারেক_মাহমুদ বলেছেন: গতবার ছিলাম এবারও চাই একটা ভাল অনুষ্ঠান হোক

০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: গতবার সবাইকে মিস করেছি। :(
খালি ঘুরেফিরে সেই পোস্ট গুলো দেখি। ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠান হলে ভালো হয়।

৫| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৭

সোনালী ডানার চিল বলেছেন: শুভকামনা!
২০১৪ ব্লগডে তে ঢাকায় ছিলাম, সামহয়্যারইনের আয়োজনে পরিচিত অনেকের সাথে দেখা হয়েছিল-
২০১৩ - ৫ম বাংলা ব্লগডে লন্ডনে আমরা উদযাপন করেছিলাম!

০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্। ২০১৪ এর স্মৃতি কি ফিরে আসবে ? ফেলে আসা সময়ের মত।
অনেক ধন্যবাদ আপনাকে। জানি না এই বার কি হবে। তবে হলে খুব ভালো হয়।
ভালো থাকবেন প্রিয় ব্লগার।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৭

ইসিয়াক বলেছেন: ভালো প্রস্তাব ।

০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: খালি হাতে আসবেন না।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫

ইসিয়াক বলেছেন: আমি কি আসবো ? মনে হয় না।
আমি তো অধরা অদেখাই থাকতে চাই।
জীবন থেকে সেচ্ছায় নির্বাসিত আমি ।......।

০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আগে তো প্রোগ্রাম নিশ্চিত হোক।
জীবন থেকে স্বেচ্ছায় নির্বাসন! --- ফিরে আসুন।
কিংবা আমিও চলে যেতে পারি। খেজুর গাছ তলায় , ঠান্ডা রস খাওয়া যাবে। খাওয়াবেন তো ?

৮| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৪

গোধুলী বেলা বলেছেন: ঢাকার সাথে সাথে চট্টগ্রামে যদি হতি তাহলে আমার জন্য সুবিধা হত। গত বছর মিস করেছি।

০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আসলে কোন কিছুই এখনো নিশ্চিত না। এটা একটা প্রস্তাবনা পোস্ট। এর আগে একবার সিলেটের ব্লগার রা সিলেটে ব্লগ দিবস উদযাপনের আয়োজন করেছিল।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: যাক হাতে চল্লিশ দিন সময় পাওয়া গেল। গুছিয়ে চিন্তা করে যাবে।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হমম... তাই আগে থেকেই মনে করিয়ে দিলাম।

১০| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হমম... তাই আগে থেকেই মনে করিয়ে দিলাম।

খুব ভালো করেছেন।
এটা একটা বিরাট মিলনমেলা হতে পারে।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সবাই মিলে চেষ্টা করলেই হবে। ধন্যবাদ রাজীব ভাই।

১১| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩১

বলেছেন: ব্লগ ডে হোক বিগ ডে।।।।।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আশায় আছি। ধন্যবাদ আপনাকে

১২| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হোক আবার মিলন মেলা

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হবে কি ? হলে তো ভালোই হবে কি বলেন ?

১৩| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্লগ ডে নিয়ে উৎসাহ ও উদ্দীপনা আছে, তবে এ নিয়ে হাউকাউ করার কিছু নেই। কারণ এটা এখন জাতীয়ভাবে পালনের মত বিষয় হয়ে গেছে।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুধু ব্লগ ডে না , এর সাথে সামুর মুক্তি জড়িত আছে। যাইহোক , প্রস্তাবনা কে আপনার কাছে হাউকাউ মনে হলে কিছু করার নেই। ধন্যবাদ মন্তব্যে।

১৪| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৮

নীলসাধু বলেছেন: ব্লগ ডেতে আয়োজন হবে। এমন একটি দিন একেবারে চুপচাপ যাবে তা হবে না।

আসবে ঘোষণা।
পেছনে কাইমকাইজ আলাপ আলোচনা চলছে।

ধন্যবাদ রইলো।

০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সত্যিই ভরসা পেলাম । আপাতত ঘোষণার অপেক্ষায় থাকি । অনেক ধন্যবাদ প্রিয় মানুষ ।

১৫| ০৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অপেক্ষায় রইলাম ঘোষনার :)

মুক্তির আনন্দে স্মরনীয় হোক এবারের আয়োজন



০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আশা করতেই পারি । আপাতত ঘোষণার অপেক্ষায় রইলাম । ধন্যবাদ স্যার ।

১৬| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তবে তাই হোক

০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠিক বলেছেন । তাই হোক। ঘোষণার অপেক্ষায় রইলাম ।

১৭| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০৬

সাইন বোর্ড বলেছেন: এ ধরণের আয়োজন করা গেলে অনেকটা ঝিমিয়ে পড়া ব্লগে আরো প্রাণ সঞ্চার হবে এবং নতুন উদ্যমে এগিয়ে যাবে সামু ।

০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হমম আমি আপনার সাথে একমত ।

১৮| ০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৩

মলাসইলমুইনা বলেছেন: অনেকদিন যেহেতু ব্লগ ডে বড় করে করা হয় না তাই ব্লগ ডে-র নির্দিষ্ট তারিখে না করে এবারের ব্লগ ডে-টা একটু পিছিয়ে বই মেলার সময়ে একটা 'বিশেষ ব্লগ ডে' উদযাপন করা যায় না ? তাতে ব্লগ নিয়ে সাধাৰণ আলোচনার সাথে সাথে বই মেলায় প্রকাশিত সামুর ব্লগারদের বই, এবারের ঋদ্ধ (যদি প্রকাশ হয় ), একরঙা ঘুড়ির ব্লগারদের লেখা নিয়ে প্রকাশনা (নীল সাধু মনে হয় বলেছিলেন এসব নিয়ে একটা ভাবনার কথা) ব্যাপারটা আরো জমজমাট অনুষ্ঠান হতে পারতো । বই মেলায় যেহেতু দেশের সব জায়গা থেকেই ব্লগাররা আসেন আর দেশের বাইরের ব্লাগররাও দেশে যান এই সময়ে তাই আগে থেকেই একটা দিন ঘোষণা করে দিলে সবাই সেই অনুষ্ঠানে আসতেও পারতো। এতে ব্লগ ডে তে পার্টিসিপেন্টও অনেক বেশি হতো ।আর অনেক বেশী ব্লগারের উপস্থিততে ব্লগারদের বই কেনা বেচা, জলযোগ (আপনি যে ফটো দিয়েছেন কমেন্টে!),ফটো সেশন সব মিলিয়ে সুন্দর আর সবাইকে এনগেজড করে একটা ভালো অনুষ্ঠান আপনারা করতে পারতেন । এটা দাবি দাওয়া না কিন্তু, জাস্ট একটা সাজেশন । স্বপ্নবাজীও বলতে পারেন !হাহাহাহা ।

০৮ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার মন্তব্য । আপনার আইডিয়া ভালো লেগেছে । সবাই মিলে ভালো একটা কিছু হোক, এই আশাই করি। ধন্যবাদ

১৯| ০৮ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ২০১৩ সালে লন্ডনে অনুষ্ঠিত ব্লগ ডে-তে ছিলাম। খুব ভালো লেগেছিলো। ২০১৮ সালেও থেকেছি। ২০১৯ সালে দেশে থাকলে অবশ্যই আসবো।

প্রস্তাবনার জন্যে অনেক ধন্যবাদ।

০৮ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ব্লগ ডে নিয়ে আমার কোন অভিজ্ঞতা নেই । কোনবারই আমি উপস্থিত ছিলাম না। সামুতে তেমন সময় দিতে পারিনি । তবে এবার মনের মধ্যে একটা উৎকন্ঠা কাজ করছে। মন্তব্যে ভালো লাগা জানবেন। সব কিছু ঠিক থাকলে হয়তো দেখা হবে।

২০| ০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৩

লুৎফুর হুমায়ূন বলেছেন: শুভ কামনা, প্রস্তাবের জন্যে অশেষ ধন্যবাদ।

০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । অফিসিয়ালি ঘোষণা আসবে আশাকরি । আপনি ভালো থাকবেন ।শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.