নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
বহুকাল আগে ইলেক্ট্রিকের তারে একাকী শালিক দেখে বলেছিলে -
'One for Sorrow' ; পরক্ষনেই কোথা থেকে উড়ে এলো আরেকটি শালিক
বসলো গিয়ে একাকী শালিকের পাশে , ওরা জোড়া হল।
আমি বললাম - ‘Two for Joy’
এভাবেই চলতে থাকে দিন , কলতান
নিয়ম করে ইলেক্ট্রিকের বসে সময় কাটায় তারা
গা ঘেঁষা ঘেঁষি , ডানার নিচে আজন্ম আশ্বাস
নিদারুন খুনসুটি।
ওদের ভালোবাসা আর মাখামাখিতে আমাদের উষ্ণতা বাড়ে।
একদিন আচমকা জানি কি হলো!
চিলের তীব্র চিৎকারে--
ইলেক্ট্রিকের তারে বসা হতচকিত জোড় শালিক বেজোড় হল ।
ইলেকট্রিকের তারে রয়ে গেল একাকী ধান শালিক।
রোদে পোড়ে
বৃষ্টিতে ভেজে
একাকী ।
নিঃসঙ্গ বেজোড় শালিকটা ইচ্ছে করলেই উড়ে যেতে পারতো জোড়ার খোঁজে।
একাকী ওই বেজোড় শালিক সঙ্গী করে একাকীত্ব
ওখানেই বসবাস , রাত - দিন , দুপুর।
আসলে সবারই একটা জগৎ আছে
একাকী শালিক পাখি , আমার , তোমার কিংবা ওই
উড়ে যাওয়া শালিকটার।
Sorrow কিংবা Joy এ তাদের খুব একটা যায় আসে না।
বিশেষ কৃতজ্ঞতা : ব্লগার শিখা রহমান।
ছবিঃ ইন্টারনেট
১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মারা যায়নি হাবিব স্যার। উড়ে গেছে। আর ফিরে আসেনি।
২| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২০
রাজীব নুর বলেছেন: বনের পাখি বনে উড়ে যায়, পড়ে থাকে মায়া।
১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অবাক আলোয় বনের পাখি, মনের কথা কয়
বনের পাখি খাঁচায় থাকে, এমন কি আর হয়
৩| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪
কিরমানী লিটন বলেছেন: ওটা জোড় ছিল না- তাই ছেড়ে গিয়ে ভুলে গেছে।
নান্দনিক ভালোলাগা সুপ্রিয় স্বপ্নবাজ।
১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সবাই হয়তো নিজ জগতের বাসিন্দা।
মন্তব্যে ধন্যবাদ।
৪| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪
কিরমানী লিটন বলেছেন: অনুপ্রেশকারীও বলতে পারেন।
১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হতেও পারে। সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না।
৫| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অবাক আলোয় বনের পাখি, মনের কথা কয়
বনের পাখি খাঁচায় থাকে, এমন কি আর হয়
আহা বেশ বেশ-----
১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শিরোনামহীন ব্যান্ডের প্রিয় একটা গান।
ফিরে আসায় ভালোবাসা , রাজীব ভাই।
৬| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৯
নীল আকাশ বলেছেন: হাবিব স্যার বলেছেন: কিন্তু শালিকটি মারা যাবার কারন কি??
কিছুদিন হানিমুয়নে যেতে বলেছিল। কিন্তু সাথেরটা কিছুতেই রাজি হয় নি দেখে মনের দুঃখে হার্টে ফেইল করে.।.।.।
১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কিন্তু শালিক তো মারা যায়নি।
৭| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৮
নীল আকাশ বলেছেন: সেইজন্য তো বলেছি! হাবীব ভাই শালিক মারা যাবার কোথায় কোথায় পেল?
উড়ে গেছে তো চিলের চিতকারে!
১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হমম ! one for sorrow
৮| ১৮ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
কিরমানী লিটন প্রথম পেজে এমন করছে কেন?
আইডি হ্যাক হল না, শর্টসার্কিট হল!
...
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া আপনার পোস্টে মন্তব্য করেছেন।
এই নোটিফিকেশন টা দেখলি আতঙ্ক বিরাজ করে। ভাবি কি না কি প্রতিক্রিয়া পাবো !!
যাক এই যাত্রা লিটন কিরমানী ভাইয়ের উপর দিয়ে গেছে।
৯| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৭
শায়মা বলেছেন: উফ কিরমানী ভাইয়ার কমেন্টের ফ্লাডিং এর জ্বালায় কমেন্টই ভুলে গেলাম কবিতাশুদ্ধু......
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মাথা ঠান্ডা করে কবিতা পড়ুন আর মন্তব্য করুন। শুভকামনা শায়মা আপু।
১০| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫১
কিরমানী লিটন বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
কিরমানী লিটন প্রথম পেজে এমন করছে কেন?
আইডি হ্যাক হল না, শর্টসার্কিট হল!
ভাইয়া, নাশকতা! একটু চেষ্টা করলাম.....
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নাশকতা !!
১১| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩১
রাজীব নুর বলেছেন: লিটন ভাইয়ের কি হয়েছে??
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমিও ভাবছি।
১২| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: লিটন ভাইএর জ্বর-টর কিছু একটা হয়েছে নিশ্চয়ই! উনার জন্য দোয়া রইলো।
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দোয়া করি। আমিও ভাবছি কি হলো।
১৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ব্লগ ডের শুভেচ্ছা।
১৪| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫০
নার্গিস জামান বলেছেন: সুন্দর
১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ জানবেন। শুভেচ্ছা।
১৫| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫০
নীল আকাশ বলেছেন: কিরমানী লিটন ভাই?
ঘটনা কি?
এই পোস্ট ছাড়াও উনি শায়মা আপুর পোস্টে যেয়ে....।
উনি কি সুস্থ আছেন?
২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
১৬| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৮
রূপম রিজওয়ান বলেছেন: দারুণ কথামালা। একটু ভিন্ন ধাঁচের স্বাদ। মুগ্ধতা নিবেন।++
শুভকামনা রইল।
২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন। ভিন্ন স্বাদ দিতে পেরে ভালো লাগছে।
ভালো থাকবেন আপনি। শুভকামনা।
১৭| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৬
রূপম রিজওয়ান বলেছেন: টেকনিকাল গড়বড়ের কারণে কথা-কাজের অনিচ্ছাকৃত অসংগতির জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন খেয়াল করলাম।
২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কোথায় ?
১৮| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৮
রূপম রিজওয়ান বলেছেন: ঐ যে + পরে ঠিক করেছি।মাফ করবেন।
১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৫
শিখা রহমান বলেছেন: স্বপ্নবাজ কবিতাটা আগে পড়লেও মন্তব্য করা হয়ে ওঠেনি ব্যস্ততার জন্যে। আমার কবিতার একটা লাইন যে আপনাকে এমন দুর্দান্ত একটা কবিতা লেখার অনুপ্রেরণা যুগিয়েছে ভাবতেই মন ভালোলাগায় ভরে যাচ্ছে।
প্রিয়তে রাখলাম। শুভকামনা ও একরাশ ভালোলাগা প্রিয় স্বপ্নবাজ কবি।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন্তব্যে সীমাহীন অনুপ্রেরণা পেলাম শিখা আপু। চমৎকার সব কবিতা লিখতে থাকুন আমি শিরোনাম ধার করবো।
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৫
হাবিব বলেছেন: কিন্তু শালিকটি মারা যাবার কারন কি??