নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তমা তুমি বরং বিদ্রোহ হও!

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৮



বুকের বাম পাশে খসখসে স্পর্শ অথবা অভিমান,
হৃদয়ে আগুনের ফুলকির মত জমে থাকা আহবান,
ভালোবাসা অথবা বিপ্লব দুটো ঠিক পাশাপাশি রয়ে গেছে।
বলেছিলে, ফেলানী ঝুলেছে তোমার কি মত?
তোমার লেখায় কি এখনো
ভালোবাসা উড়ছে লাশের গন্ধ মাখা বাতাসে!
অথবা ধরো সীমান্তে আততায়ী বুলেট আর উলঙ্গ বাংলাদেশ,
রক্তাক্ত শরীর , ক্ষুধার্ত পেট , শীতার্ত আকুতি , উত্তপ্ত রাজপথ এই সব ?
তুমি চুপচাপ বসে ভাবো,
সবচেয়ে প্রেমময়ী কোন ছন্দের খোঁজে?
নপুংশকের মত তোমার কথামালা
উচ্চারিত হবে কাব্যের পৃষ্ঠায়...
এতেই তুমি খুশি, তুমি কবি তোমার বেশ বাজার দর!

সেদিনের কথাগুলো আমি শুনেছি,
বলার কিছু পেয়েও কিছু বলতে গিয়েও বলে ফেলা হয়নি।
আজো পারবো না, প্রিয়তমা তুমি বরং বিদ্রোহ হও!
আজ আমায় নিয়ে একটা কবিতা লিখবে
কোন এক কবি
আজ যে আমি লাশ হয়ে ঝুলছি!





**এই ডিসেম্বরে মাটি , মেয়ে আর মায়েদের জন্য জন্য শ্রদ্ধা রইলো।

মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩১

চাঁদগাজী বলেছেন:


"প্রিয়তমা তুমি বরং 'বিদ্রোহ' হও", নাকি "প্রিয়তমা তুমি বরং 'বিদ্রোহী' হও"?

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রিয়তমা ই আসলে বিদ্রোহ ! ধন্যবাদ স্যার।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে। বিদ্রোহী হবে

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রিয়তমা ই বিদ্রোহের রূপ ! ধন্যবাদ ছবি আপু।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭

নার্গিস জামান বলেছেন: দারুন সুন্দর :)

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। সুন্দর কবিতা লিখতে থাকেন। শুভ কামনা। :)

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




শ্রদ্ধা রইলো ৭১ এর সকল শহীদের প্রতি। শ্রদ্ধা রইলো যারা তাদের প্রিয়জন হারিয়েছেন। শ্রদ্ধা রইলো যারা আজো প্রিয়জনদের জন্য অশ্রু - - - - আর লিখছি না। থাক না - -

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ৭১ আমাদের কেউ শহীদ হননি তবে আমারদের বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছিল। আব্বা কে ধরে নিয়ে গেছিলো দুইবার। পতাকা তোলার অপরাধে, স্কুলের রাসায়নিক দ্রব্য পাচার আর তথ্য পাচারের অপরাধে আব্বা কে অনেক খুঁজেছে। অবশেষে বাড়ি পুড়িয়ে ফেলা হয় অপরাধ :
১. আমার আব্বার ভূমিকা
২. আমার দাদা মওলানা নুরুল ইসলাম (পীর সাহেব ) একজন পরহেজগার মানুষ হওয়ার পরেও তিনি এবং তাঁর পরিবার কেন 'ইসলামের পক্ষে' (!) কাজ করলো না।

ভালো থাকবেন আপনি।
শ্রদ্ধা রইলো ৭১ এর সকল শহীদের প্রতি। শ্রদ্ধা রইলো যারা তাদের প্রিয়জন হারিয়েছেন। শ্রদ্ধা রইলো যারা আজো প্রিয়জনদের জন্য অশ্রু - - - - আর লিখছি না। থাক না - -

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০০

পদাতিক চৌধুরি বলেছেন: শক্তিশালী কথামালায় মুগ্ধতা।

পোস্টে লাইক।

শুভকামনা প্রিয় সৌরভ ভাইকে।

০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ভাই। মন্তব্য আর লাইকে ভালোবাসা , প্রেরণা ।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪২

ইসিয়াক বলেছেন: চমৎকার শব্দ চয়ন।
কবিতায় ভালো লাগা।

০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ কবি। আমার ভাণ্ডারে সব একই শব্দ।
মন্তব্যে অনুপ্রেরণা। ভালো থাকবেন।

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৭

অধীতি বলেছেন: ওহ! কি লিখেছেন দাদা। ডিসেম্বরের শুরুতেই ঝলমলে লাগল

০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন। আপনিও চমৎকার কবিতা উপহার দিতে থাকুন। শুভকামনা।

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত কবিতা।

০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। ভালোবাসা জানবেন।

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

নুরহোসেন নুর বলেছেন: বিদ্রোহ পুর্ণ কবিতা যেন ফেলানী কাটাতার থেকে নেমে আসছে হেটে হেটে।
অসাধারণ লিখেছেন প্রিয় ভাই।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন। শুভকামনা নিরন্তর ভ্রাতা ।

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

আরোহী আশা বলেছেন: দারুণ

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ নিন। আমার রাজ্যে আপনাকে স্বাগতম। ভালো থাকবেন।

১১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

হাবিব বলেছেন: এমন করেই ডিসেম্বর আসুক কবিতার পিঠ চেপে

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো বলেছেন , ডিসেম্বর আসুক কবিতার পিঠ চেপে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ২:৫৯

মুক্তা নীল বলেছেন:

প্রিয়তমা তুমি বরং বিদ্রোহ হও -----
এমন কবিতায় কৃতজ্ঞতা রইলো আপনার জন্য ।
পোস্টে ভালোলাগা ও শ্রদ্ধা রইলো।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ নিন। অনুপ্রাণিত হলাম।আপনার জন্য শুভকামনা রইলো ।

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৪৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: 'বিদ্রোহ'কে 'প্রিয়তমার' স্থান দেওয়া মানেই তো বিদ্রোহী হয়ে ওঠা।
কবিতা ভালো লেগেছে। +

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: যথার্থ বলেছেন। এটাই আমি বলতে চেয়েছি ! ভালো থাকবেন শ্রদ্ধা নিন। ভালো থাকবেন।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সময়োপযোগী আহ্বান।+

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ নিন। ভালো থাকবেন প্রিয় কবি। অনুপ্রেরণা পাই প্রতিনিয়ত।

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪১

বিএম বরকতউল্লাহ বলেছেন: হৃদয় ষ্পর্শ করেছে।

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত। ধন্যবাদ আপনাকে। শ্রদ্ধা রইলো।

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪০

এস সুলতানা বলেছেন: অসাধারণ লেখনী , হৃদয় ষ্পর্শ করেছে কবি । শুভ কামনা রইলো ।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনিও ভালো থাকবেন। মন্তব্যে অনুপ্রেরণা পেলাম। ধন্যবাদ।

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৯

শিখা রহমান বলেছেন: "প্রিয়তমা তুমি বরং বিদ্রোহ হও!" --- শুধুমাত্র এই একটা লাইনটার জন্যে হলেও কবিতাটাকে ভালোবাসা যায়। দুর্দান্ত লিখেছেন।

শুভকামনা প্রিয় কবি। ভালো থাকুন কবিতায় ও বিদ্রোহে।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ শিখা আপু। কবিতা বিদ্রোহ হোক , প্রিয়তমার মত !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.