নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

ব্লগ ডে ২০১৯ : আর মাত্র ১৭ দিন বাকি !

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৬



প্লেন পোলাও সাথে মুরগীর রোস্ট আর খাসির রেজালা। আমার খুব প্রিয়। সেই সাথে বোরহানি আর জর্দা থাকলে মন্দ হয় না। না , আমি ঠিক ব্লগ ডে এর ডিনারের কথা বলছি না। গুণীজন বলেন , রাতের খাবার যত হালকা হইবে শরীরের পক্ষে উহা ততই মঙ্গলজনক !

আসলে আমি যে ব্লগ ডের ডিনারের কথা বলিনি এই কথা কেউ বুঝতে পারছে না।

তবে আমি যে খাওয়া দাওয়া পছন্দ করি না , তা কিন্তু না। কিন্তু দেখলাম বিখ্যাত রম্য ছড়াকার কিরমানী লিটন ভাই , আমার থেকে কয়েক হাত এগিয়ে। আমি এই তথ্য পেলাম কয়েক দিন আগে।

আমি এক মন্তব্যে উনাকে বললাম , -- " ব্লগ ডে তে একসাথে ভাত খাবো।" কিন্তু ভাতে কি উনার রোচে ?
উনার উত্তর -- " ভাই ব্লগডেতেতো বিরানি টিরানি - ভাতের কথা বলে রুচি নষ্ট করার পাঁয়তারা নাতো ভাই !! ''
শুনেছি উনি ষ্টার রেস্টুরেন্টের চার হাফ কাচ্চি একেই মেরে দিতে পারেন। তাও আবার ডিম সহ।

কিরমানী লিটন ভাই আবার প্রস্তাব রেখেছেন , যারা নাকি ডায়াবেটিক এবং অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছেন। তাদের জন্য ঐসব ভারি খাবার কমিয়ে আমাদের জন্য বরাদ্দ করা হোক। তাদের জন্য থাকুক পেঁপে ভাজি আর রুটি।
বোঝেন অবস্থা।

আমার বোনের মেয়েটা তখন একেবারে ছোট। আমার আম্মা নামাজে দাঁড়ানোর আগে বললেন , ' দ্যাখ ! আমি কিন্তু নামাজে দাঁড়াচ্ছি , তুই কিন্তু আবার জায়নামাজের উপর লাফালাফি করিস না !'
ব্যাস ! আম্মা নিয়ত করার সাথে সাথেই সিজদার জায়গায় পিচ্চি লাফালাফি শুরু করে দিল। আসলে সব কথা সবাই কে মনে করিয়ে দিতে নেই !

আমাদের বিখ্যাত কাভা ভাইয়া'র ক্ষেত্রে ঘটেছে সেই ঘটনা। আমাদের কথা শুনে তিনি অলরেডি কাঁচা পেঁপে খুঁজতে কাওরান বাজারে লোক পাঠিয়েছেন। কয়েক মণ লাগবেই। তবে পেঁপের বাম্পার ফলন হয়েছে কিনা বিটিভি এখনো সেই তথ্য ফাঁস করেনি। এই কারণে যদি পেঁপের দাম বেড়ে যায় তাহলে উপায় ?
আমাদের কাভা ভাইয়া গুণীজনের সাথে সহমত পোষণ করেন -- রাতের খাবার যত হালকা হইবে শরীরের পক্ষে উহা ততই মঙ্গলজনক ! তাছাড়া সকল ব্লগারের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর তো তাকেই দিতে হবে , এটা তো উনারই দায়িত্ব।

প্রিয় ব্লগার জুলভার্ন ভাইয়ার আমার সুস্বাস্থ্যের প্রতি বিশেষ নজর আছে। তিনি আমার জন্য কুড়মুড়ে টোস্ট বিস্কিট আর এককাপ লাল চা প্রেফার করেছেন। তবে আশার কথা চিনি বাদে এটা বলেন নি।

বিখ্যাত ব্লগার হামা ভাই খাওয়া দাওয়ার আইটেম নিয়ে খুব চিন্তিত ! প্লেন পোলাও , রোস্ট , রেজালার কথা শুনে তিনি চমকে উঠে বলেন -- " আরে ! এগুলো তো বিয়ের খাবারের আইটেম ! ব্লগ ডে তে কারো বিয়ে নাকি ? ''
গুরুজী নীল সাধু সব দেখেন আর মোক্ষম সময়ের অপেক্ষায় থাকেন , '' ব্লগে তো অবিবাহিত ব্লগারের অভাব নেই। একটা ঘোষণা দিলেই অভাব হবে না। দিন না বিয়ে পড়ায়ে !''
অবস্থা বেগতিক দেখে আমি পিছে হটি , বলি -- ''গুরু ঘোষণা দিয়ে দিন আমি আপনার পিছেই আছি !! ''

হাবিব স্যার কথা দিয়েছেন , আমার জন্য সামনের বেঞ্চে জায়গা রাখবেন।
আমি বলেছি , সামনে না। সামনে বসলে মুরুব্বিরা পড়া ধরতে পারেন।
যাইহোক জায়গা পাওয়া নিয়ে সমস্যা নাই।
ভালো লাগে যখন মেহরাব হাসান খান বলে --- জানেন, ব্লগ ডে এর এই গল্পটা লিখা শুরু করার আগে কেবল আপনার সাথে দেখা হওয়ার প্লটটাই ছিল।
আমি শিহরিত হই ! কতজনার সাথে যে দেখা হবে , কতজনের সাথে যে দেখা করার জন্য অপেক্ষায় আছি।

ঠাকুর মাহমুদ স্যার , জিএস স্যার ,খাইরুল স্যার , নুরু ভাই , গুরু বিদ্রোহী ভৃগু দা , ডঃ এম এ আলী স্যার , জুনায়েদ বি রাহমান স্যার , প্রিয় কবি সেলিম আনোয়ার ,ভীষণ প্রিয় বিজন দা ,প্রিয় কবি জাহিদ অনিক , প্রিয় কাল্পনিক ভালোবাসা, প্রিয় কবি সোনালী ডানার চিল , অনেক প্রিয় তারেক_মাহমুদ ভাই নীল আকাশ , নীল সমুদ্র,আরাফআহনাফ ,ব্লগার মুক্তা নীল ,কবি পবিত্র হোসাইন ,প্রামানিক ভাই, প্রিয় ব্লগার কাওসার চৌধুরী ,তারেক ফাহিম ভাই , সোনাবীজ; অথবা ধুলোবালিছাই , হাসান কালবৈশাখী , গিয়াস উদ্দিন লিটন ,ব্লগার অপু প্রিয় ব্লগার আখেনাটেন ,তানভীর , ব্লগার নাহিদ০৯ , প্রিয় ব্লগার শের শায়রী , প্রিয় অগ্নি সারথি , প্রিয় কবি সাইন বোর্ড , প্রিয় ব্লগার এমজেডএফ , প্রিয় কবি আপুরা , প্রিয় কবি শিখা আপু ,প্রিয় কবি মিথি আপু , শায়মা আপু , জুন আপু , প্রিয় মনিরা আপা ,ব্লগার সোহানী আপু ,কবি রুমী ইয়াসমীন আপু আরো কত আপুরা , ভাইয়ারা ,পদ্ম পুকুর , মোঃ মাইদুল সরকার , শ্রদ্ধেয় প্রিয় কবি জিএম হারুন অর রশিদ
ব্লগার বাকপ্রবাস , ব্লগার ওমেরা , যাদের নাম নিতে পারলাম না তারা সব্বাই এবং আপনি !

কত বিখ্যাত ব্লগার , কত লেখক , গল্পকার , কত কবি -- যাদের কাছে আমি প্রতিনিয়ত শিখছি , শিখেই যাচ্ছি , যারা শেখাচ্ছেন , অনুপ্রাণিত করছেন। কতজনের অপেক্ষায় আছি।

অনেকেই আসছেন না। প্রচন্ড জনপ্রিয় সুপরিচিত রাজীব নূর ভাই আসবেন না। কি আশ্চর্য ! সহজ সরল সুন্দর মানুষটাকে দেখতে পারবো না ?

ভোরের পাখি অমায়িক মানুষ ইসিয়াক ভাই আসবেন না। মোটামুটি নিশ্চিত। কেমন হলো ?
ওপার বাংলার পদাতিক চৌধুরী ভাই , সীমানার ওপারে শরীরটা রয় , কিন্তু মন? মনের কিন্তু সীমান্ত নেই !
প্রিয় ব্লগার মলাসইলমুইনা , আমার শৈশবের শহরের বাসিন্দা।আমার কল্পনার শহরের গল্প একদিন অবশ্যই শুনবো।
প্রিয় শ্রদ্ধেয় ল ভাই , অনেক দিন ধরে আপনাকে পাই না।ব্লগ ডে তে দেখা হবে এমন আশা কি করা যায় ?
শুনেছি ব্লগার ভুয়া মফিজ আর ব্লগার মা.হাসান ভাই , দীর্ঘ কবিতা লিখে পাঠিয়েছেন ম্যাগাজিনের জন্য :)। তবে তারা আসবেন কিনা জানিনা। উনাদের কথা মনে হবে।

ছবি আপার শনিবারে অফিস প্রোগাম। আমার ধারণা উনি আসবেন। ছটফটে ক্যামেরা হাতে আমাকে বলবেন , 'দেখি ঘোরেন তো আপনার ক্যামেরা ফেস কেমন একটু দেখি। দেখি কেমন ছবি হয়। আমি তো আসলে প্রকৃতির ছবি তুলি।'
আমি হেসে বলবো , তুলুন তুলুন। কবি তো নিজেই প্রকৃতি !

আসুন আবার খাবারে ফিরি। পেঁপে ভাজি , রুটি কিংবা ডায়াবেটিস ! ডায়াবেটিসে মিষ্টি খাওয়া মানা। আমি একজনকে কথা দিয়েছিলাম --- " স্যার , আপনার সাথে দেখা হলে আপনাকে কাঁচাছানার মিষ্টি খাওয়াবো। পিওর কাঁচাছানার মিষ্টি। মিষ্টি একেবারে কম। চার পাঁচটা খেলেও সমস্যা হবে না। "

মিষ্টি না নিয়ে গেলেও আমি ওই দিন অপেক্ষা করবো। আমার খুব সারপ্রাইজড হতে ইচ্ছে হয়।



*** এই লেখার সকল চরিত্র কাল্পনিক।

মন্তব্য ৬২ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমার মোরগ পোলাও প্লেট আপনাকে দিয়ে দিবো। আমাকে আপনার সালাদ প্লেট দিয়ে দিবেন। সালাদের বিনিময়ে মোরগ পোলাও প্লেট ইনজাস্টিজ হবে কি?

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ঘন করে নুন ছিটানো লালচে সূর্যটায় চোখ ধাঁধিয়ে গেল কলিয়ার। চোখে ওর ঝিলিক দিলে আনন্দের ছটা। স্বাদটা মনে হতেই মুখ ওর লালায় ভরে উঠল , হাত বাড়িয়ে দিলে চাপাটির দিকে। কিন্তু কী একটা অচেনা হৃদয়াবেগে হাত ওর থেমে গেল।দেখা গেল সেটা ক্ষিদের চেয়েও জোরালো , রুটির চেয়েও জরুরী।

এর চেয়ে ভালো প্রত্যুত্তর এই মুহূর্তে আমার মাথায় নেই স্যার।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৪

তারেক_মাহমুদ বলেছেন: বাহ চলতে থাকুক কাউন্টডাউন, আমিও আপনার মত বিশেষ দিনটির অপেক্ষায় আছি।

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেখা হবে। দেখা হবে নিশ্চয়।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: *** এই লেখার সকল চরিত্র কাল্পনিক।
....................................................................
নাম ধরে ধরে বল্লে আবার কাল্পনিক হয় কি করে ???
এমন খাবার থাকা উচিৎ যেন সবার তরে সহনীয় হয় ।

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আসলে খাওয়ার বিষয়টা তো মজা করে বলা। আপনি আসবেন আসবেন না ?

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কি আর হবে হিসেব কষে
একদিন তো মরেই যাব।
সুতরাং খাওয়াতে থাকবেনা কোন
নিয়ম শৃঙ্খলের ডান্ডা বেড়ী।
দেখা হবেই হবে মিলনে।

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

ঠিক বলেছেন।
মিলন মেলায় হচ্ছে দেখা ভাই ,
আমার সুখের সীমা নাই !

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: মনে মনে পরিকল্পনা করতেছি . কিতা করন যায় :(

আশাবাদী আমি। তিনটায় গিয়া পাঁচটায় চলে আসার আল্লাহ ভরসা

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আসুন তো... পরের টা পরে।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪

জুল ভার্ন বলেছেন: খুব ভালো লেগেছে। +

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আশা করি দেখা হবে। ভালো থাকবেন।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: এত মজা করে লিখেছেন। মুহুর্তের মধ্যে শেষ হয়ে গেল।

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
রাজীব নূর বিষয়ক বক্তব্য টা বদলাতে চাই। ভালো লাগছে না। আমাকে সাহায্য করুন।
এমন কি হতে পারে না। -- অবশেষে ব্লগার রাজীব নূর ভাইয়ের সাথে দেখা হবে। সহজ সরল সুন্দর মানুষ গুলো কেমন হয় খুব দেখার ইচ্ছে।

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০

ইসিয়াক বলেছেন: ভালো ই তো লাগলো......।

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি এলে আরো ভালো হবে... বিশ্বাস করুন !

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: লেখক বলেছেন: আসলে খাওয়ার বিষয়টা তো মজা করে বলা।
আপনি আসবেন আসবেন না ?

......................................................................................
এখন অষ্ট্রেলিয়া আছি,
ম্যাগাজিনের জন্য ভ্রমন কাহিনী লিখছি,
নিবন্ধন টাকা , বিকাশে পাঠায়ে দিয়েছি,
আমি আশাবাদী ।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আশা রাখি তবে।

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

কিরমানী লিটন বলেছেন: চামে রাস্তায় সবার জন্য দাঁড়িয়ে অপেক্ষার কথা ভুলে গেলেন ! নাকি রোদে মুখের ময়দা জুঁস হওয়ার ভয়? পাছে ছবি আপু ছবি উঠাতে না চান?

অনেক চমৎকার করে বললেন, পড়ার সময় মনে হলো ঈদের আগের চাঁদ রাত ! ভালোবাসা অশেষ.....

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আরে ভাই রাস্তায় থাকার বিষয়টা তো আরেক পর্বের জন্য রেখে দিয়েছি !!
তবে ছবি আপুর ছবি তোলা / না তোলার ব্যাপার টা মাথায় আছে। :)
ধন্যবাদ ভাই। সাদা ভাত , রুটি। বিরিয়ানি যাই হোক আমরা কিন্তু আছি।

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০০

ওমেরা বলেছেন: ব্লগডে নিয়ে আপনাদের আনন্দ উচ্ছাস আমাকেও ছুয়ে যাচ্ছে ।বেশ ভালো লাগল লিখাটা।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আসবেন তো ?

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


অনেক কল্পনা, জল্পনা; অনেক আশা, অনেক ভালোবাসা

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মিষ্টি না নিয়ে গেলেও আমি ওই দিন অপেক্ষা করবো। আমার খুব সারপ্রাইজড হতে ইচ্ছে হয়।

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

হাবিব বলেছেন: ভাই, আপনার জন্য ঠিক কোন বেঞ্চে জায়গা রাখলে ভালো হয় বলুন তো! আর হ্যাঁ, আপনার যখন ইচ্ছা আইসেন, আমি সক্কাল সক্কাল পৌঁছে যাবো খাতাপত্র নিয়ে,........ নো চিন্তা ডু স্লীপ উইথ সরিষার তেল টু দ্যা নুছ

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: থার্ড বেঞ্চে রাখুন , কোণার দিকে -- মাথা নিচু করে থাকলে যাতে না দেখা যায়। :)

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৮

নুরহোসেন নুর বলেছেন: আপনারা মিলন মেলায় মিলিত হোন,
আমরা সামুর পর্দায় উপভোগ করবো।
এটাও কিন্তু কম আনন্দের না!!

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার আবার কি সমস্যা ভাইজান ? এমন করলে কিন্তু পোস্টে আপনার নাম তুলে দেব।

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: একই শহরে থাকি দেখা হয়ে যাবে একদিন।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেখা হয়ে গেছে নাকি দু একবার , কে জানে ?
আপনি কিন্ত বলেছিলেন মিস করবেন না। মনে হয় আপনি দশের বাইরে যাবেন।

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৯

রুমী ইয়াসমীন বলেছেন: প্লেন পোলাও সাথে মুরগীর রোস্ট আর খাসির রেজালা। আমার খুব প্রিয়। সেই সাথে বোরহানি আর জর্দা থাকলে মন্দ হয় না। না , আমি ঠিক ব্লগ ডে এর ডিনারের কথা বলছি না। গুণীজন বলেন , রাতের খাবার যত হালকা হইবে শরীরের পক্ষে উহা ততই মঙ্গলজনক !

ভাইয়া ফেসবুক গ্রুপে আপনার এই পোস্টে কাল্পনিক চরিত্রের সবার করা কমেন্টগুলো পড়ে আগেই হাসতে হাসতে শেষ। এখন আবার হাসলাম... খুব ভালো লেগেছে পড়ে।
ব্লগ ডে সবার মনের মতন যেন আনন্দে খুশিতে কাটে এই প্রত্যাশা করি..... :)

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শিরোনামহীন কবিতা গুলো মুঠো বদ্ধ করে চলে আসুন।

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১:৪০

ডঃ এম এ আলী বলেছেন:

মানস চক্ষে নয়, মনে হল যেন অনুষ্ঠানের লা্‌ইভ ভাষ্যকারের ধারা বিবরনী শুনছি।
এত অল্পে শেষ হলো কেন! নাচা গানা বাজানা সাথে খানা পিনা কি মধুর মিলন মেলাটাই না হবে :)
এটা মিস হলে অনেক আনন্দ হতে বঞ্চিত হতে হবে ।
কাউন্ট ডাওনের সাথে চলুক জল্পনা কল্পনা আর সকলের প্রাণবন্ত আলোচনা ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কাউন্ট ডাউন চলবে ... কমবে আপনাদের সাথে দেখা হবার দিন! কি আনন্দ , আর মাত্র ১৬দিন !

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৯

ইফতেখার ভূইয়া বলেছেন: অন্তত একবার হলেও ব্লগ ডে তে সবার সাথে দেখা করতে চাই। বাকিটা উপরওয়ালাই ভালো বলতে পারবেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আসুন আসুন। দেখা হবে। আপনি সেই পুরোনো ব্লগার। আপনার সাথে দেখা হলে অবশ্যই ভালো লাগবে। ভালো থাকবেন।

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৫

নীল আকাশ বলেছেন: কাউন্ট ডাউন চলুক। দেখা হবে নিশ্চয়!

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হুমম , কাউন্ট ডাউন চলবে। কমবে অপেক্ষার ব্যবধান। ভালো থাকবেন। দেখা হবে।

২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫০

শাহিদা খানম তানিয়া বলেছেন: হ্যা! কাউন্ট ডাউন চলুক। দেখা হবে ইনশা আল্লাহ!

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হুমম , কাউন্ট ডাউন চলবে। কমবে অপেক্ষার ব্যবধান। দেখা হবে।ভালো থাকবেন।

২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৭

মনিরা সুলতানা বলেছেন: আমাদের ব্লগের এলিজিবল ব্যাচেলর চৌধুরী সাহেব (কাওসার চৌধুরী) সারপ্রাইজ দিতেই পারেন ;) উনার জলপাই এর আঁচার রেডি টু ট্র্যাভেল B-)

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দাঁড়ান , নীল সাধুজী আর হামা ভাইয়ের কানে কথাটা দিব। এই বিষয়টা উনারা হ্যান্ডেল করছেন। :)
আপনার সাথে দেখা হচ্ছে তো মনিরা আপা ?

২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৯

মনিরা সুলতানা বলেছেন: আমি তো দেখা করতে আড্ডা দিতে উদগ্রীব বাকি আল্লাহ ভরসা :)

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আল্লাহ ভরসা । দেখা হবে তাহলে। :)

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২১

রুমী ইয়াসমীন বলেছেন: লেখক বলেছেন: "শিরোনামহীন কবিতা গুলো মুঠো বদ্ধ করে চলে আসুন।"

ভাইয়া আমার কোনো শিরোনামহীন কবিতা নেই! B:-)

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেখলেন তো আবেগীয় মিসটেক !! দুঃখিত জেনে নিন । চমৎকার সব শিরোনামওয়ালা কবিতাগুলো মুঠোবদ্ধ করে চলে আসুন। :)

২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহাহাহা...
দারুণ জাঁকজমকময় পোস্ট। এভাবেই কাউনডাউন চলতে থাকুক....

ব্যক্তিগতভাবে এবার ব্লগিং দিবসে উপস্থিত থাকতে না পারলেও আগামীবার সাধ্যমত চেষ্টা করব। সুন্দর মিথস্ক্রিয়া ধর্মী পোস্টের জন্য ধন্যবাদ আপনাকে।

শুভকামনা প্রিয় কিরমানী লিটন ভাইকে।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হোক কিরমানী কিংবা সৌরভ , দিনশেষে ভাই ই তো !
ধন্যবাদ পদাতিক ভাই। ভীষণ মিস করবো। ভালো থাকবেন।

২৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী প্রিয় সৌরভ ভাই। উপরের কমেন্টে আমি অসাবধানতাবশত কিরমানী ভাইয়ের নাম উল্লেখ করেছি।

শুভকামনা জানবেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আরে কি যে বলেন ভাই । এটা হচ্ছে আবেগীয় মিসটেক , দেখুন না আমারো হয়েছে । কবি রুমী ইয়াসমিন আপুকে শিরোনামহীন কবি ভেবে বসে আছি।

২৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
অসাধারন উপস্থাপনা!
এত সাবলীল কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারলামনা। মনে হল আরো কত কথা বলার ছিল বলা হলো না!

দারুন হিউমারাস লেখায় মুগ্ধ !
চলকু কাউন্ট ডাউন - - ১৭, ১৬, ১৫ - - - অবেশেষে আসুক সেই কাংখিত মহেন্দ ক্ষন
লেখায়, ভাবনায় মুগ্ধ করা মানুষ গুলো মূখোমূখি আনুক আরো অবাক করা মুগ্ধতা :)
ব্লগ ডে সফল হোক।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ নিন প্রিয় ভৃগু দা। আমি আসলে লেখা বড় করতে চাইনি। আরো কাউন্ট ডাউন দিতে চাই । যা মনে এসেছে তাই লিখেছি । পুরোটাই আবেগ উৎকণ্ঠার বহিঃপ্রকাশ । ভালো থাকবেন ।

২৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগ ডে তে কথা হোক সবার সঙ্গে দেখা হোক এই শুভকামনা ।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেখা হবে প্রিয় কবি দেখা হবে নিশ্চয় !!

২৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

জানা বলেছেন: পোলাও রেজালা কিংবা রুটি পেঁপে ভাজি যাই হোক- আমার শুধু ব্লগের আপন মুখগুলো দেখতে পেলেই চলে। আমার দেখতে পাবার শক্তি প্রখর। আমি যেখানেই থাকি, প্রিয় মুখগুলো ঐদিন ঠিকই দেখতে পাবো। বিষয়টা ভুতুড়ে মনে হলেও আমি পারি, সত্যি সত্যিই পারি। আমি যেভাবেই হোক সবার সাথেই মিশে থাকবো। খুব মজার একটা লেখার জন্যে ধন্যবাদ স্বপ্নবাজ সৌরভ। ভালবাসায় সুরভিত থাকুন, স্বপ্নে এবং সৌরভেই রাখুন সবাইকে।

ভালবাসা সবার জন্যে।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জানা আপু , আপনাকে পেয়ে ভালো লাগছে। অনেক সুন্দর বলেছেন। প্রিয় মুখ গুলো একসাথে হোক। অনেক শুভ কামনা রইলো। সামু বেঁচে থাকুক স্বপ্নে আর সৌরভে।

২৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৮

মোঃমোজাম হক বলেছেন: সুন্দর পোষ্টএ ডাবল প্লাস

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো থাকবেন শ্রদ্ধেয় ! অনেক ধন্যবাদ আপনাকে। দেখা হলে ভালো লাগতো।

৩০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০০

শের শায়রী বলেছেন: ভার্চুয়াল থেকে বাস্তব। সীমান লংঘন করায় ও যে আনন্দ। আশা রাখি ২০ তারিখ অর্ন্তজাল আর বাস্তবতা এক হয়ে যাবে। দেখা হবে যদি ঢাকা থাকি। অবশ্যই আসব ইনশাল্লাহ।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেখা হচ্ছে তাহলে অর্ন্তজাল ছিন্ন করে। ভালো থাকবেন প্রিয় ব্লগার।

৩১| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭

মলাসইলমুইনা বলেছেন: স্বপ্নবাজ সৌরভ
হ্যা, এইবারের ব্লগারস ডে তে না হোক ।
একদিন কোনো দিন নিশ্চই দেখা হবে, কথা হবে দূর শৈশবের জমা করা গল্পগুলো নিয়ে ----
আরতো মাত্র পাঁচদিন এখনতো বহু অপেক্ষার শেষ প্রহরের প্রবল উত্তেজনা নিয়ে আরেকটা লেখা হয়ে যাবার কথা ।সেটা কই ?
ব্লগারস ডে নিয়ে ফিনিশিং টাচ একটা পোস্ট হোক না ।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনাকে মিস করবো আমার কল্পনার শহরের বাসিন্দা। ব্লগ ডে নিয়ে আরেকটি পোস্ট দিয়েছি তো। দেখতে পারেন।
ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.