নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য নিখাদ ভালোবাসার কবিতা

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৮



জীবনানন্দের মত কোন নির্ভেজাল উপমা
আমার মাথায় কখনো আসেনা।
রবি ঠাকুরের কাব্যে নিখাদ প্রেমময়ী গীতবান,
উচ্চারিত হয়নি আমার কবিতায়।
শ্রাবনের ঘনঘটা আকাশ কে দেখে,
তোমার জন্য কোন ছন্দ জোগাড় করতে পারিনি কখনো?
শরতের কাশফুল কি শুধুই সাদা?
নাকি সেই শুভ্রতা বিলীন হয় তোমার পবিত্র শরীরে?
ঠিক সেভাবে ভাবা হয়ে উঠেনি আমার!

তোমার জন্য যে একেবারেই ভাবিনা,
এমনটা বলছি না।
শুধু আমার কলমের অগ্রভাগ নিষ্প্রান হয়ে উঠে
তোমাকে নিয়ে লিখতে গেলে।
যেমন ধরো ,
বৃষ্টি আসি আসি বলে আসেনা,
আকাশে শুধু কালো মেঘমালা খেলা করে!
তবু দেখো,
মুঠোফোনে তুমি প্রতিনিয়ত বাজো,
তোমার রিনঝিন কন্ঠস্বরে কেটে যায় আমার প্রতিটি দিবস।

জানো,
রাতে আমার ঘুম হয়না, আমি ভাবি, তোমার জন্য লিখবো বলে ভাবি!
অনবরত বলে যায় 'ভালোবাসি',
কিন্ত কলম কোন ছন্দ প্রসব করে না আমার কবিতায়।

নিজেকে বড় অসহায় মনে হয়,
ঘামে ভেজা শরীরে তোমার উষ্ণ স্পর্শ আমাকে আন্দোলিত করে,
কোই কখনো তো আমার কবিতায় সেগুলো বাঁধতে পারিনি?

প্রিয়তমা আমার তবু
মনে রেখো,
তিলে তিলে রক্ত শিরায় যে আহবান আমি তোমার জন্য বয়ে বেড়াচ্ছি ,
সেই আহবান আকাশে বাতাসে তোলপাড় তুলে
নিয়ে আসবো আমার খাতায়,
প্রেমময়ী বধু আমার
তোমার জন্য নিখাদ ভালোবাসার কবিতাটি খুব শীঘ্রই রচিত হবে।

মন্তব্য ৪৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২

জুল ভার্ন বলেছেন: অসাধারণ!!! +

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রথম মন্তব্য আর লাইকে ভীষণ অনুপ্রাণিত প্রিয় ব্লগার। শুভকামনা। ভালো থাকবেন।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪

বিজন রয় বলেছেন: ওওওও তাহলে এই কাহিনী!!!

কাশফুল সাদা হতে পারে, কিন্তু দ্রোপদীর শাড়ি সাদা না হোক।

আবার আসবো পরে.......................!!

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: :)

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার লাগলো কবিতা পাঠ করে।++
কয়েকটি টাইপো হয়ে আছে।

শুভকামনা প্রিয় সৌরভ ভাইকে।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই। দাঁড়ান টাইপো গুলো ধরতে পারি কিনা দেখি। ভালো থাকবেন।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত !

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ নিন রাজীব ভাই।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৮

শায়মা বলেছেন: কবিতার জন্য এই গানা

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অফিস করছি। ব্লগিং ব্লগিং ফাঁক তালে। অফিসে ইউটিউব ব্লক ! :(

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




তোমার জন্য নিখাদ ভালোবাসার কবিতাটি খুব শীঘ্রই রচিত হবে।
- কবিতা তার নিজ গতি ধরে রাখুক।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতার জন্য শুভকামনা। :)
মন্তব্যে ভালোবাসা।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৪

শায়মা বলেছেন: আহালে আহালে ! শনিবারেও অফিস!!!!!!! কি কত্ত! জীবন নত্ত!

একদিনের ছুটিতে কিছু হয় নাকি!!!!!!!! X(

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার জন্য কিন্তু সাতদিন ছুটিই ভালো। :(
সাত বন্ধু ইয়ুসিকের -- ( আমার সোভিয়েত শৈশব )

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪০

ইসিয়াক বলেছেন: অনবদ্য

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ ভোরের পাখি প্রিয় ইসিয়াক ভাই।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নিন রাজীব ভাই।
শুধু ধন্যবাদে আমার পোষাবে না।
বার্গার এবং কোকের ব্যবস্থা করুন।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কখন খাবেন ? কোথায় খাবেন ?

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২১

সোনালী ডানার চিল বলেছেন:
আপনার কবিতাটি খুব প্রেমের কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে-
কিন্তু প্রেম তো আসে না! আহা-

শুভকামনা রইল

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার কোন ভাবেই হচ্ছে না। :(
প্রেমের কবিতা লেখা দরকার প্রিয়তমার জন্য।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০১

বিজন রয় বলেছেন: আপনার লেখার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আপনার উপস্থাপনা সরল এবং সাময়িক।

মাঝে মাঝে ভাবি ভাব বড় না ভাষা বড়!!
ভাবকে যদি ভাষায় তার মতো ফুটিয়ে তোলা না যায় তাহলে ভাব থেকে যায় অপ্রকাশিত।
আবার ভাষা আছে কিন্ত ভাব সেভাবে প্রকাশিত হলো না, তাহলে কি লাভ!

ভাব এবং ভাষার সংমিশ্রণ আপনার ভাল হয়।
সেজন্য এই কথাগুলো বললাম।

উচ্চরিত হয়নি আমার কবিতায়....... সম্ভবত উচ্চারিত হবে?

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ফিরে এসে কি চমৎকার মন্তব্য রেখে গেলেন। ভালোবাসা নিন। একরাশ সুবাতাস আপনার জন্য।

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৯

শিখা রহমান বলেছেন: স্বপ্নবাজ ভালোবাসাকে শব্দে আঁকার চেস্টা করে চলুক আমৃত্যু কবি।

কবিতাটা চমৎকার লেগেছে। শুভকামনা কবি।
ভালো থাকুন কবিতায় ও ভালোবাসায়।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসম্ভব সুন্দর মন্তব্যে ভালো লাগা নিন। শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন নিরন্তর।

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১২

নুরহোসেন নুর বলেছেন: অনবদ্য কাব্য ভালো লাগা সাথে+++

০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অশেষ ধন্যবাদ আর শুভকামনা।

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কখন খাবেন ? কোথায় খাবেন ?

যথা সময়ে জানিয়ে দিব।

১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অপেক্ষায় রইলাম। একদিন আগে জানাবেন কিন্তু।

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:


ভালোবাসার কবিতা, সেটাও আগামীতে, বর্তমান বলতে কিছু নেই? ওমর খৈয়াম আগামীকালে বিশ্বাস করতেন না।

১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বিফল মানুষের আগামীকাল ই একমাত্র সম্বল। :(

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

মনিরা সুলতানা বলেছেন: জমে থাকে প্রেমে, অগোছালো দিনে ঠিক রচিত হবে নিখাদ ভালোবাসার কবিতা!
আপনার কবিতায় ভালোলাগা।

১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো মনিরা আপা। ভালো থাকবেন। সুস্থতা কামনা করি।

১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২১

নার্গিস জামান বলেছেন: খুব খুব সুন্দর :)

১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ নিন। ভালো থাকবেন। শুভকামনা।

১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আচ্ছা অপেক্ষায় রইলাম ;)

১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমিও অপেক্ষায় আছি স্যার !! দেখি কবে পয়দা হয় :)

১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৪

ওমেরা বলেছেন: নিখাত ভালোবাসার কবিতা তো এখনো রচিত হয়নি । তাই এটার নাম নিখাত ভালোবাসার প্রস্তুতি কবিতা। অবশ্য এই কবিতাও ভালোবাসা উপচে উপচে পরছে ।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: রচিত হবার কোন সম্ভবনা দেখছিনা। :)
মন্তব্যে অনেক ধন্যবাদ।

২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: ছন্দে ছন্দে উপমা, কিছু না বলেও অনেক কথা বলেছেন।

১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

অনেক কথা বলার মাঝে তোমার কথা হয়নি বলা
অনেকটা পথ চলার পরেও তোমার সাথে হয়নি চলা !


ভালো থাকবেন। একদিন নিশ্চয় লিখে ফেলবো।

২১| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: ছন্দে ছন্দে উপমা, কিছু না বলেও অনেক কথা বলেছেন।

১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:



অনেক কথা বলার মাঝে তোমার কথা হয়নি বলা
অনেকটা পথ চলার পরেও তোমার সাথে হয়নি চলা !


ভালো থাকবেন। একদিন নিশ্চয় লিখে ফেলবো।

২২| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সেই কবিতা রচনার অপেক্ষায়।

১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হবে প্রিয় ব্লগার।

২৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০

ভ্রমরের ডানা বলেছেন: কবিতার লাইনে লাইনে নিখাদ প্রেম

২৮ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
তবে সত্যি বলছি নিখাদ ভালোবাসার কবিতা কিন্তু লিখেই ফেলবো।
মন্তব্যে ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন।

২৪| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৪৭

আকতার আর হোসাইন বলেছেন: অসাধারণ

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.