নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

তবু যদি থেমে যায় সব কল্পনা

১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৪



জাঁকালো শীত পড়েছে। রেল লাইনের ধারে কালাইয়ের রুটির দোকানে ভীড়। স্টেশন সরগরম - সেদ্ধডিম , ঝাল মুড়ি। অপেক্ষা আর ব্যস্ততা। জবুথুবু যাত্রীরা চায়ের দোকানে , অনবরত টুংটাং শব্দে চা চিনি আর দুধের মিশেল। কিছুক্ষন পরে হাজির হবে আন্তঃনগর। দীর্ঘশ্বাস ফেলে ফের ছোট শুরু করবে। ট্রেন দীর্ঘশ্বাস ফেলে। আপনারা হয়তো খেয়াল করেননি। স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় নিঃশ্বাস ফেলার মত একটা শব্দ হয়। আমি অনেক খেয়াল করেছি। সামান্য একটু সময়ের অবসর , আবার ছুটে চলা। দীর্ঘশ্বাস বৈকি। দীর্ঘশ্বাস নিয়ে ভাবি খুব। স্টেশনে কোলাহল বাড়ছে। সবারই সামান্য অবসর। তারপর আবার ছুটে চলা। গৌন্তব্যে পৌঁছনো। আমি চুপচাপ বসে আছি। কিছুক্ষন পর আমিও উঠে দাঁড়াবো। আন্তঃনগরের মত দীর্ঘশ্বাস ফেলে আবার পুউউ ঝিক ঝিক.....
প্রিয়মুখ গুলো ফেলে কিংবা কে জানে ভুলে যাওয়া মুখ গুলো আচমকা স্মৃতির জানালায় আবছা আবছা আলোয়। কোনো এক আন্তঃনগর ট্রেন ছুটে চলতে চলতে এই লাইন থেকে ওই লাইনে মোড় নেয় , ঠিক যেন গল্পের মত। জীবনের গল্পের মত।
ছুটে চলা ট্রেন এক লাইন থেকে আরেক লাইনে গিয়ে নিরন্তর জীবনের গল্প বলে। সবার ই আসলে গল্প থাকে, দীর্ঘশ্বাস থাকে ! মানুষের জীবন ঠিক ছুটে চলা কোন ট্রেনের মত। ফেলে আসা শহর ছেড়ে , সুদূরের কোন আনন্দ নগরের সন্ধানে। ছুটেই চলা শুধু।

শিরোনামহীন আমার খুব পছন্দের ব্যান্ড। তাদের একটা গান ট্রেন। স্বপ্নচূড়া – ৩ নামের একটা মিক্সড অ্যালবাম এ বের হয়েছিল ২০০৭ সালে। ওই সময় গুলোতে অনেক গান শুনেছি। ইদানিং আর শোনা হয় না।

কিছুটা জেনে কিছুটা না জেনে
আঁধার নামা পুরনো শহরে
প্ল্যাটফর্ম ছুয়ে ক্লান্ত দেহে
অভিমানী পদচিহ্ন রাখে
অভিমানী এক ট্রেনে
করিডর ধরে হেঁটে যায়
একা একা স্বপ্ন অচেনা
জানালার বুকে চোখ জুড়ে
সুদূরের আনন্দনগর ।

ধীরে ধীরে ভেসে যায় চোখে শেষ প্রিয়মুখ
তবু যদি থেমে যায় সব কল্পনা
ছুঁয়ে দেখা স্মৃতি আর ছুঁয়ে দেখা আঁধার
ভেবে নেয়া শহরের ফেলে আসা পথ।






ছবিঃ ইন্টারনেট থেকে

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: শুরুটা দেখে মনে করেছিলাম, ছোটগল্প!
এখন দেখি স্মৃতিরোমন্থন। ;)

১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চলতি পথের গল্প। :)
এই স্টেশন থেকে আরেক স্টেশন। ট্রেনের মতো। :)

২| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫০

মুক্তা নীল বলেছেন:
ট্রেনের সাথে স্মৃতিচারণ গভীর অনুভব করে বিভিন্ন বিষয়ের
সাথে মিলে সাদৃশ্য তুলে ধরেছেন । আঁকাবাঁকা পথের পরে
নির্দিষ্ট গন্তব্য।

১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ট্রেনের দীর্ঘশ্বাস শুনেছেন ?
ছুটে চলা ট্রেন এক লাইন থেকে আরেক লাইনে গিয়ে নিরন্তর জীবনের গল্প বলে।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০২

বিজন রয় বলেছেন: এখনই ভাবছি, আপনার কোন পোস্টে যেয়ে কথা বলে আসি, ভাবতেই আপনার এই নতুন পোস্ট পেলাম।

ভেবেছিলাম গল্প, এখন দেখি অন্য কিছু।

১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হা হা হা। শিরোনামহীনের ট্রেন গানটা মাথায় ঘুরতে ছিল। শুধু গান তো আর পোস্ট করা যায় না ! :)
কিন্তু কিছু একটা পোস্ট করতে ইচ্ছে হলো খুব। নতুন কবিতা মাথায় নেই , আসি আসি করেও আসছে না। অবশেষে এই পোস্ট। এই আর কি !
আপাতত দুইজন বিভ্ৰান্ত হলেন। :(

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৯

বিজন রয় বলেছেন: হিমালয়ের পাদদেশ, শিলং-এর পাইর বন আর নেত্রকোনার সোমেশ্বরী নদী এটা এসব নিয়ে একটা কবিতা লিখুন।

১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঐসব জায়গায় তো যায়নি। :(
তবে আমার পাইন বন নিয়ে লেখার ইচ্ছা আছে।

পাইনের বনে রোদ্দুর খেলা করে
পাতার ফাঁক গলে এক চিলতে আলো তোমার অগোছালো চুলে
সুপ্রভাত মায়াবতী ! -- জানান দেয় সকালের পবিত্রতায়।
ছুটে চলা ট্রেন , ছুটতে থাকে দ্রুত
দোলা দিয়ে যায় সমস্ত কামরায়
----- এমন কিছু :)

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৯

বিজন রয় বলেছেন: এই তো প্রায় কবিতা হয়ে উঠছিল।
গুগল ম্যাপে ওই অঞ্চল সার্চ করে জেনে নিন, তারপর লেখা শেষ করুন।

আপনি অবশ্যই পারবেন।

১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হা হা হা। দেখি দেখবো চেষ্টা করে।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ ছবি আপু।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০০

বিএম বরকতউল্লাহ বলেছেন: কল্পনারা কখনো থামবে না।
ভাল লেগেছে। চালিয়ে যান।

১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কল্পনারা থামবে না ! অনেক ধন্যবাদ স্যার।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: বাসের চেয়ে ট্রেন ভ্রমন বেশি আনন্দময়।
আপনি খুব সুন্দর লিখেন। ভাষাও সুন্দর।

১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রেরণাদায়ক মন্তব্যে ভালোবাসা।

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭

এম ইসলাম বলেছেন: 'ছুটে চলা ট্রেন এক লাইন থেকে আরেক লাইনে গিয়ে নিরন্তর জীবনের গল্প বলে....' - সত্যিই তাই। ছুটে চলা ট্রেন আমাকেও স্মৃতিতাড়িত করে ..।

১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হমম... নিরন্তর জীবনের গল্প বলে। মন্তব্যে ভালোলাগা। ভালো থাকবেন।

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:



স্বপ্নবাজ সৌরভ ভাই,
সান্তাহার জংশন - ফকির আলমগীর এর গানটি শুনতে পারেন। আমার মনে হয় আপনার ভালো লাগবে।

১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সান্তাহার জংশনে দেখা হলো দুজনে ...
ধন্যবাদ শ্রদ্ধেয় ঠাকুর মাহমুদ স্যার।

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: সহমত সৌরভ ভাই আপনার সঙ্গে। মানুষের জীবনটা ঠিক ট্রেনের মতো,যার গতি নিয়ত পরিবর্তনশীল।যে গতির সঙ্গে সামঞ্জস্য বজায় না রাখতে পারলে আমরা বেসামাল হয়ে পড়ি।
পোস্টে ষষ্ঠ লাইক।
শুভকামনা জানবেন।

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। সুন্দর মন্তব্য করেছেন। ভালো থাকবেন অনেক।

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:

স্মৃতির সাথে মিশে থাকে অতীত কথন, রং, রূপ, ঘ্রাণ।

১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: .... আর মাঝখানে ট্রেনের মত দীর্ঘশ্বাস।
ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: প্রেরণাদায়ক মন্তব্যে ভালোবাসা।

শুকরিয়া।

১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসীম শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.