নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

সেখানে তুমি অনুপস্থিত ছিলে

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৬



স্নায়ুবিক ক্রান্তিলগ্নে বিবেক যেখানে এফোঁড় ওফোঁড়
সেখানে তুমি অনুপস্হিত ছিলে,
লক্ষ নারীর জনন কেন্দ্রে যখন
পাশবিক নিয়মে ছিন্নভিন্ন মহাকাল,
ছিল হায়েনার অট্রহাসি, তুমি ছিলে না !

মায়ের কোল থেকে ছিনিয়ে
আছড়ে ফেলে মগজ মজ্জা,
বেয়োনেটের সূচাগ্র খোঁচা
হাতে ধরা নোনতা বিস্কুট, শিশুটি খেলো কোই?
পিঁপড়েরা ছিলো কিন্তু
সেখানে তুমি অনুপস্হিত ছিলে!

শেষ মূহুর্তে তোমাকে ডেকেছে,
আত্ম চিত্কারে বাতাস ভারী হয়ে বৃষ্টি নামে,
প্লাবিত ফসল অথবা প্লাবিত রক্ত পলি মাটির মত জমাটবদ্ধ,
লাশের উপরে লাশ কবরের ভেতরে কবর,
রক্ত নদী ভেজা বালিশ, নীল শরীর,
কোঠরী হতে বেড়িয়ে আসা চোখ,
খোঁচানো চোখ, ভাঙ্গা চোয়াল, ছেঁড়া হাত,
ফিনকি দিয়ে রক্ত!
লাল রক্ত নীল রক্ত।
সবই তো ছিল শুধু
সেখানে তুমি অনুপস্থিত ছিলে।

ছাত্রাবাসে আগুন জ্বলেছে
আচমকা ঘুমোঘোরে বুলেটের কড়াঘাত,
পাঁজর ভেদ করা বুটের আঘাত,
নিমেষেই নতজানু পদতলে পিষ্ট মানবিক সভ্যতা,
নারী শরীরে আঁশটে বীর্যের গন্ধ,
লোভাতুর লালসায় কিছু শুকরের দল,
চেটেপুটে খায় "হাম সাব সাচ্চা মুসলমান হ্যায়"
চেটেপুটে খায়...
নারী শরীরে শুকরের আঁশটে বীর্যের গন্ধ,
চেটে পুটে খায়!
তিরিশ লক্ষ মা অথবা নারী অথবা মেয়ে...
সবাই তো ছিল!
শুধু সেখানে তুমি অনুপস্থিত ছিলে।


ছবি : ইন্টারনেট

মন্তব্য ৩৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৯

আলমগীর সরকার লিটন বলেছেন: লাল স্যালুট জানাই

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আর শুভকামনা নিন।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কিন্তু তুমি টা কে? কে অনুপস্থিত ছিলো

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

শাহিন বিন রফিক বলেছেন:
কবি কাজী ফাতেমা ছবি আপু, তুমিটা হচ্ছে স্রষ্টা, বিবেক, যিনি এই নৃশংসতা বন্ধ করার অধিকার রাখত।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর একটি কবিতা পাঠ করলাম।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬

শাহিন বিন রফিক বলেছেন:


কবি কাজী ফাতেমা ছবি আপু, তুমিটা হচ্ছে স্রষ্টা, বিবেক, যিনি এই নৃশংসতা বন্ধ করার অধিকার রাখত।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার শ্রদ্ধাঞ্জলি।
কাব্যে ভালোলাগা। ++

শুভকামনা প্রিয় সৌরভ ভাইকে।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো থাকবেন ভাই।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

ফয়সাল রকি বলেছেন: ছুঁয়ে যায়... ভালো লাগা রেখে গেলাম।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো থাকবেন ভাই। অনুপ্রেরণা বুঝে নিলাম।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৬

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো থাকবেন ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


একটু সহজ মহজ করে, কিছু ছন্দ মন্দ দিয়ে লেখেন

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আচ্ছা স্যার , চেষ্টা করে দেখবো। ভালো থাকবেন শ্রদ্ধেয় ।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২১

নুরহোসেন নুর বলেছেন: বাস্তবতা তুলে ধরেছেন কবিতায়!
ভালো লাগলো ভাই।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনি ভালো থাকবেন। শুভেচ্ছা।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২২

অগ্নি সারথি বলেছেন: সুন্দর!

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয় ব্লগার।

১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৬

হাবিব বলেছেন: নিদারুণ বাস্তবতা তুলে ধরেছেন কবিতায়

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। অনুপ্রেরণা পেলাম।

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩

জাহিদ হাসান বলেছেন: ভালো লাগল।

২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

শিখা রহমান বলেছেন: দারুন এই কবিতাটা কিভাবে যে মিস করে গিয়েছিলাম।

আসলেই স্বাধীনতা সেখানে ছিলো না!!

কবিতায় ভালোলাগা ও মুগ্ধতা রইলো।
ভালো থাকুন স্বপ্নবাজ কবি। শুভকামনা সতত!!

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

ধন্যবাদ কবিয়াপু। ভালো থাকবেন। স্বাধীনতায় থাকবেন।

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লাগলো +

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ অনুপ্রেরণায়। ভালো থাকবেন। কালকের সময়টুকু মনে থাকবে।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৫

রানার ব্লগ বলেছেন: এই তুমির কাজ কেবল অনুপুস্থিত থাকা !!!

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

এভাবে কি চিন্তা করেছিলাম ?? নাহ। চমৎকার একটা উপলব্ধি মাথায় ঢুকে গেল।
অশেষ ধন্যবাদ মন্তব্যে।

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩১

রানার ব্লগ বলেছেন: আস্তাকুরের পাশে আবহেলায় পড়ে থাকা শিশুটি যখন অর্ধ গোলিত মাংসের টুকরাটা পরম অনন্দে মুখে তুলে নেয় তখন কি উচিৎ ছিল না এই তুমির সেখানে উপস্থিতি ??

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হয়তো সেই 'তুমি' অন্যভাবে ফিরে আসেন। তুমি হয়তো উচিত অনুচিতের পরোয়া করে না । আমাদের বিবেক জাগ্রত হয়না। ফিরে মন্তব্য করে ভালোবাসা।

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১১

পদ্মপুকুর বলেছেন: শিরোনাম দেখে ভেবেছিলাম, আমাদেরকে (যারা গতকাল অনুপস্থিত ছিলো) বলছেন....

২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হা হা হা .... তবে সত্যি কথা হচ্ছে আপনার অনুপস্থিতি ভীষণ ভাবে অনুভূত হয়েছে।
ভালো থাকেন। দেখা হোক খুব চেয়েছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.