নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

ভীষণ কবিতা বিদ্বেষীরা কবিতা লিখতে বসবে একদিন

২৮ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৮




ইদানীং এই শহরে চোখ কুঁচকানো মানুষের সংখ্যা
ক্রমশ বেড়ে যাচ্ছে , তিতিবিরক্ত মানুষগুলো লোকাল বাসের ভীড়ে
গায়ে গা ঠেকলেই ছ্যাৎ করে জ্বলে ওঠে।
জানালার পাশে সিট ফাঁকা থাকলেও
কেউ আর সরে বসতে চায়না , বরঞ্চ বসতে চাইলে
এমন ভাবে তাকায় - ' আর কি সিট ছিল না ?'

কবিদের এসব নিয়ে মাথা ব্যাথা নেই।
পা আর সিটের সামান্য জায়গা গলিয়ে বসে জানালার ঠিক পাশে ,
দুপা জড়ো করে , নির্বিষ নিরীহের মত।
তবে বড্ড বেশি অভিমান হলে , তাকায় -
জানালার বাইরে , রাস্তায় - ফুটপাতের ধার ধরে
অযত্নে ঝরে পড়া অকাল প্রয়াত অক্ষরমালা গুলোকে
একের পর এক সাজাতে থাকে পুনরায়।
নিমেষেই দৃশ্যপট বদলায় -
রাস্তার ধার ঘেঁষে সারি সারি তরুণীরা জলকেলিরত হয়,
কিন্নরী কণ্ঠে গেয়ে ওঠে , ছিটিয়ে দেয় শীতল পানি
আর ছড়িয়ে দেয় থোকা থোকা বকুল।
কবিদের রান্না ঘরে খুব একটা ভাত চড়ে না
শুকনো আধখানা রুটিতে চলে যায় দিব্যি
তবে যখন খুব খিদে পায় তখন , ঘোর লাগা চোখে -
পূর্ণিমার চাঁদটাকে চিবিয়ে খেয়ে ফেলতে পারে।
এই শহরে গাছ কাটা হলে কবিরা মন খারাপ করে খুব
পুকুর বোঁজালে বুক ভারী করে কষ্টে
কবিরা কিছু বলে না , শুধু প্রার্থনারত হয় কবিতায়।

এই শহরে বৃষ্টি এলে
আকাশ থেকে ঝরঝর করে পংক্তিমালা গুলো নেমে আসে
তখন কবিরা মুঠোবন্দি করে , ছড়িয়ে দেয় বিরাণভূমিতে
অনাবাদি ভূমি উর্বর থেকে উর্বরতা বাড়ায় আর
মাটির বুক ফুঁড়ে মাথা তোলে নিপীড়িত মানুষ।
ধু ধু বালুচরে রোপিত হয় স্বপ্ন , বিস্তৃতি বাড়ায় সবুজ ঘাসের গালিচা
আর বৃষ্টি কিংবা স্বপ্ন জমা থাকে পংক্তিমালায় ।

তবে এই শহরে একদিন কবিরা থাকবে না।
এই শহরে একদিন কিন্তু সত্যিই আর বৃষ্টি হবে না ।
গাছ কাটা শহরে শীতল বাতাস বইবে না , পানির স্তর নেমে যাবে
গভীর থেকে গভীরে।
একফোঁটা পানির জন্য হাহাকার হবে আর প্রলয় দেবে ডাক।
পুকুর বোঁজানো শপিং কমপ্লেক্সে ফাঁটল ধরবে
তাপের তীব্রতায় , কর্পোরেট আর বহুতল আবাস ভবন গুলো হেলে পড়বে একদিকে ।
কংক্রিটে নতুন চারার অংকুরোদগম
ঘটবে না কোন ভাবেই।

দু'হাত আকাশে তুলে প্রার্থনারত হবে মানুষ
কাঁদবে , অশ্রু ঝরাবে , বুভুক্ষের মত বুকে চাপড় মারবে
প্রচন্ড চিৎকারে মাতম তুলবে বাতাসে -
'' আমাকে জল দাও , আমাকে সিক্ত করো''।

এই শহরে একদিন সত্যিই আর কবিরা থাকবে না
থাকবে না স্বপ্ন , ছন্দ , কাব্য , কলা
জলাভাবে মরা কবিরা ছটফট করতে থাকবে
পুনর্জন্মের আশায় আর ভীষণ কবিতা বিদ্বেষীরা কবিতা
লিখতে বসবে একদিন।

কারণ কবিদের সমস্ত প্রার্থনা তো কবিতায় !


এই কবিতাটি প্রকাশিত হয়েছে ব্লগ ডে উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন '' বাঁধ ভাঙার আওয়াজ '' এ। সূচিপত্রে নিজের নাম খুঁজে পাওয়ার অনুভূতি অদ্ভুত ছিল , অচেনা ছিল। সামুর পরিবারের কাছে আমি কৃতজ্ঞ।






মন্তব্য ৪১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৬

তারেক ফাহিম বলেছেন: ব্লগডেতে আসতে পারিনি,
অন্য পোগ্রাম নির্ধিরিত ছিল একই তারিখে।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পরবর্তীতে দেখা হবে আশাকরি।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: আমারও বিশ্বাস এই শহরে একদিন বাঁধ ভাঙ্গার আওয়াজের ভার্চুয়াল জগতের পরে বাস্তবায়নে সূচিপত্রে আপনার নামটা দেখে পুলকিত হলাম। অনুভূতি ধর্মী কাব্য ভালোলাগা।

শুভকামনা জানবেন।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমার নাম দেখা আমি পুলকিত হয়েছেন। এটা বিশাল পাওয়া।
ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার-----------

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ জানবেন ভাই। ভালো থাকবেন।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অকবিরাই এখন শক্তিশালী।
তবুও কবি ও কবিতা থাকবে।
ভালোলাগা রইলো।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

কবিতায় কবি ভালোমানুষদের রূপক।
ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। কবি কবিতা বেঁচে থাক।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৪

সাইন বোর্ড বলেছেন: অসাধারন লিখেছেন, মুগ্ধ হলাম পড়ে !

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় সাইনবোর্ড। ব্লগ ডে তে মিস করেছি।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: সব মানুষই কবিতা ভালোবাসে।
যারা কবিতা লিখতে পারে না তারাই কবিতা বিদ্বেষী হয়।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এই পৃথিবী হাতে গোনা কয়েকজন মাত্র কবিতা লিখতে পারে।
তাদের মধ্যে জীবনানন্দ দাস একজন :)

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৭

শের শায়রী বলেছেন: আমরা মানে অকবিরাও একদিন কবিতা লেখব, সেই দিনের প্রত্যাশায়
কবিদের কবিতা মানে শুধু ভালোলাগা না
হৃদয় দিয়ে অনুভব করা।।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আবেগ শূন্য পৃথিবীর জন্য কবিতা অক্সিজেন। :)
মন্তব্যে ভালো লাগা। অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

আকতার আর হোসাইন বলেছেন:
শের শায়রী বলেছেন: আমরা মানে অকবিরাও একদিন কবিতা লেখব, সেই দিনের প্রত্যাশায়
কবিদের কবিতা মানে শুধু ভালোলাগা না
হৃদয় দিয়ে অনুভব করা।

কবিতাটি সত্যিই অতীব সুন্দর হয়েছে। আপনার এই কবিতাটি আমার স্মৃতির পাতায় লিখে রাখব। আর এখন এইটা প্রিয়তে নিচ্ছি।। শুভকামনা আপনার জন্য

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মন্তব্যে আলোড়িত হলাম ভাই। ভালো থাকবেন। শুভকামনা রইলো।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

আকতার আর হোসাইন বলেছেন: প্রচ্ছদ ও সূচীপত্রের হাই রেজুলেশনের একটা ছবি দিতে পারবেন ইমেইলে?

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

চেষ্টা করবো। ধন্যবাদ।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্লগ ডে শেষে ফেরার পথে বাসে বসেই বাঁধ ভাঙ্গার আওয়াজে নজর দিলাম!
আপনার শিরোনামই প্রথম পাটে বাধ্য করলো :)

অনেক অনেক ভাল লাগলো কবি, কাব্য আরবাস্তবতা নিয়ে গভীর ভাবনার কবিতায়।

স্বপ্নের সৌরভ ছড়াতে থাকুন এভাবেই :)

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আবেগে প্লাবিত হলাম। জলাভাবে মরা কবিরা এই প্লাবন থেকে জল জমা করে , পিপাসা মেটায় ।
সর্বক্ষণ অনুপ্রাণিত প্রদানের ঋণ অস্বীকার্য। ভালো থাকবেন আপনি।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৬

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,



অভিনন্দন, প্রকাশিত এই কবিতাটির জন্যে।

আসলে জীবন থেকে বেছে বেছে তুলে আনা কিছু সংবেদ যা মনের অতলে ঘাপটি মেরে থাকে, তা দিয়েই কবিরা আল্পনা আঁকে কবিতার আঁচলে। সে তার স্বপ্ন, তার প্রার্থনা, তার সংসক্তি।
তা যখন জলাভাবে মরে যাবে সেই ধংসস্তুপের ভেতর থেকে উঁকি দেবে নতুন সংবেদ- নতুন কবি..............

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
যখন ভাবলাম কবিতা পাঠাবো তখন শুধু ওই শিরোনাম টাই মাথায় ছিল। এভাবেই ঘুরে বেড়ালাম কয়েকদিন। মানসিক অস্থিরতা , ব্যক্তিগত ঝামেলা সবকিছুই বাধা দিলো। নিজেকে খুব অসহায় লাগলো ওই জড়সড় কবির মত। ওই কবির মত আমিও আবার প্রচন্ড অভিমানী!
জলাভাবে মরা কবিরা জীবিত হবে কারো না কারো মধ্যে। ভীষণ প্রতাশ্যা আমার।
ভালো থাকবেন স্যার।দেখা হবে খুব ভেবেছিলাম।জীবনধারা মিলছেনা কবিতায়।
ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন।

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৪৫

মলাসইলমুইনা বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,
কবিতার জন্যওতো পনেরো শব্দই বরাদ্দ ছিল ! আরো একটু বাড়ালেও খারাপ লাগতো না।
দীর্ঘ কবিতায় বাঁধ ভাঙার আওয়াজ তুলে সশব্দে সুদীর্ঘ ভালোলাগা জানিয়ে দিলাম কিন্তু ।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভালোবাসা রেখে দিলাম
বুকের বাম পাশে , সযত্নে
শুনেছি ওখানে নাকি হৃদয় থাকে।

হৃয়দয়ের হিসেব হৃদয়ই জানে
কে আপন? কে বা পর ?
কি বা তার মানে !

আপনার জন্য কয়েক লাইন।

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। কবিতা বিদ্বেষীরা বুঝলে হয় ।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ প্রিয় কবি।

দু'হাত আকাশে তুলে প্রার্থনারত হবে মানুষ
কাঁদবে , অশ্রু ঝরাবে , বুভুক্ষের মত বুকে চাপড় মারবে
প্রচন্ড চিৎকারে মাতম তুলবে বাতাসে -
'' আমাকে জল দাও , আমাকে সিক্ত করো''।


বুঝবে সেদিন বুঝবে। :)

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

নার্গিস জামান বলেছেন: অসম্ভব সুন্দর :)

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
শুভ নববর্ষ। ভালো থাকবেন। মন্তব্যে আর ভালো লাগায় কৃতজ্ঞতা।

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:১৯

সোনালী ডানার চিল বলেছেন: ঠিকই বলেছেন, যেদিন কবিতা থাকবে না- সেদিন উধাও হবে
স্বপ্ন, ছন্দ, মোহ আর আকাঙ্খার পারদ;

কবিতা সুন্দর হয়েছে; শুভকামনা কবি!

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

ধন্যবাদ জানবেন। কবিরা বেঁচে থাকে মহাপৃথিবীর জন্য।
শুভকামনা রইলো। শুভ নববর্ষ।

১৬| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিরে করনা অবহেলা
তবে সে দেখিয়ে দেবে সময়ের খেলা।
+++++

০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় সহযোদ্ধা। শুভ নববর্ষ।

১৭| ০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৮

রূপম রিজওয়ান বলেছেন: ড্রাফট করে রেখেছিলেন নাকি এটা? খেয়াল করলাম না কেন!
দারুণ কবিতা! তবে আমার ধারণা এখানে 'কবি' আর 'অকবি' টার্ম দুটো বৃহত্তর অর্থে ব্যবহার করেছেন।
সালাম জানবেন।

০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
না। ড্রাফটে ছিল না।
ঠিক বলেছেন - 'কবি' এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে বলে ধরে নিতে পারেন।
কবিতা দারুন জেনে ভালো লাগলো। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে।

১৮| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৩

অরূপ রতন আচার্য্য বলেছেন: সুন্দর কবিতা। শুভকামনা।

২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

১৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৩

মো:মাহবুব রেজা বলেছেন: অনেক ভাল! তবে কবিতার রূপক অর্থগুলো অনেকের বুঝতে সমস্যা হবে ! এ ক্ষেত্রে সাবলীল ভাষায় লিখা শ্রেয় !Keep writing!

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আমার ব্লগে স্বাগতম। সুন্দর মন্তব্য এবং পরামর্শের জন্য অনেক ধন্যবাদ নেবেন।
ভালো থাকবেন। আপনার ব্লগিং শুভ হোক। শুভকামনা।

২০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২০

কালো যাদুকর বলেছেন: আমার আশেপাশের লোকজন কবিতা পছন্দ করে না। কবিতা ছাড়া কি বাঁচা যায়।

দারুন সুন্দর কবিতা।

কবিতারা যেদিন প্রবাসে যাবে,
সেদিন কবিরা আসহায় হবে।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে কালোজাদুকর। আপনার পোস্ট গুলো অফলাইনে পড়া হয়। মন্তব্য রাখা হয়ে উঠে না। কবিতা ভালো লেগেছে জেনে খুব আপ্লুত হলাম।
এই মহাপৃথিবীর জন্য সকলের প্রার্থনার সময় হয়েছে। করোনা থেকে মুক্তি পাক পৃথিবী।

ভালো থাকবেন সবসময়।

২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৬

খায়রুল আহসান বলেছেন: "কবিদের এসব নিয়ে মাথাব্যথা নেই" - ঠিক, এবং থাকা উচিতও নয়।
অভিনন্দন, বাঁধ ভাঙ্গার আওয়াজ এ আপনার এ কবিতাটি প্রকাশিত হবার জন্যে।

কবিকে লালন করো; কবিতার বাগানে সহস্র ফুল ফুটবে, আকাশ বাতাস সুবাসিত হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.