নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
ভ' তে ভাষা
ভ' তে ভীষণ সর্বনাশা।
অ' তে অক্ষর
তুমুল রোষে
শ' তে শব্দ গঠন করে
স ' তে সশব্দে ফেটে পরে।
ম' তে লিখি মা
ম' তে মা।
ম' তে মিছিল ,
সারি সারি অক্ষরের একাত্মতা।
ব ' তে বাংলা ,
ভ 'তে ভাটিয়ালি গান
ন ' তে নদীর তীর ঘেঁষে চিরচেনা টান।
ব' তে বুলেট ,
ছ' তে ছিন্নভিন্ন ভাষা।
র' তে রক্তের রং
ল' তে লিখি লাল।
এ' তে একুশ
সংখ্যা নয় ,
শোক , ক্রোধ , প্রতিবাদ।
দ' তে দেশালয়ের কাঠি
ব' তে বারুদে আগুন লাগায়
আ' তে লিখি আগুন ।
আ ' তে আগুন !
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
যা লিখতে চেয়েছিলাম কিছুই হয়নি । এখন নিজের উপরেই রাগ লাগছে। আইডিয়া ছিল কাজে লাগাতে পারিনি।
২| ২৬ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৫
চাঁদগাজী বলেছেন:
এসব কবিতা বেঁচে থাকবে না; আপনাকে আরো ভাবতে হবে, কবিতা যেন বেঁচে থাকে।
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
একেবারে ঠিক । এটা কিছুই হয়নি । বাদ দেন স্যার। নিজের প্রতি আমি ভীষণ অখুশী ।
৩| ২৬ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৯
ফয়সাল রকি বলেছেন: ভ' তে ভালোই।
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ম' তে মিথ্যা ।
৪| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৪
রূপম রিজওয়ান বলেছেন: ভিন্ন ধাঁচের কবিতা। অক্ষরে অক্ষরে একেকটা অস্ফুট অনুভব মিশে আছে।
আপনার কবিতার আত্মবিশ্বাসী অভিনবত্ব সবসময়ই মুগ্ধ করে।
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আর বলবেন না। এটা ডিলিট করতে চেয়েও করিনি । ☺
৫| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৮
রাজীব নুর বলেছেন: অন্য রকম কবিতা।
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অন্য রকম কিন্তু সুবিধার না ভাই । অনেক ভালো হতে পারতো ।
৬| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১:১৪
এম ডি মুসা বলেছেন: ভালো লাগছে
২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৬
নীল আকাশ বলেছেন: কবিতা হিসেবে লিখেছেন?
বেশ মজা লাগলো পড়তে!