নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

ইদানিং আমার জানালায় ভোর হয়

২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৩



সূত্রঃ তোমার জন্য নিখাদ ভালোবাসার কবিতা

পরজন্মে আশ্বস্ত হইনি
তোমাকে চেয়েছিলাম এই জন্মেই
অন্ধের মত ছুটে চলা এই পৃথিবীর পথে
হোঁচট খেয়েছি বহুবার।
অগত্যা তোমাকে পাবো বলে দু'পা শক্ত করে উঠে দাঁড়িয়েছি ,
সুতীব্র আকুলতায়।

বুভুক্ষ , আকন্ঠ কিংবা তৃষাতুর -
কোন উপমাই যুৎসই হয়না
নাকি চাতকের নির্বাক চাহনিতে নেমে আসবে ঈশ্বর ?
ঈশ্বর নয় , দেবী নয়
নয় রহস্যময়ী নেফারতিতি
একজন মানবী চেয়েছিলাম শুধু ।

মানব মাংসে গড়া , হৃদয়টা যার অতিমাত্রায় কোমল
নীল শাড়ির আঁচল বিছিয়ে দিলে সবুজ ঘাসে নামে আকাশ
অপ্রত্যাশিত বসন্ত নেমে আসে নির্বাক নাগরিকতায়
কাঁচের চুড়ির ঝিনঝিন শব্দে
নতজানু হয় সমস্ত মূর্ছনা
আমি তো মানবীই চেয়েছি , মানবীই শুধু !

ইদানিং আমার জানালায় ভোর হয়।
সূর্যের আলোক ছটা জানালার ফাঁক গলে উঁকি দেয়ার আগেই ,
আলোকিত হয় এক বিশুদ্ধ শুভ্রতায় ;
ঘরের প্রতিটি কোনে প্রতীয়মান এক মানবীর
সরব উপস্থিতি।
এই শুভ্রতার কোন উপমা নেই , নেই কোন বিশ্লেষণ আর
জ্ঞানগর্ভ আলোচনা ,
শুধু অবাধ্য পংক্তিমালার সুনিপুন সন্নিবেশ।

প্রিয়তমা আমার ,
এতকাল পর তোমার জন্য লেখা অবরুদ্ধ প্রেমবান
এই মুহূর্তে রচিত হলো।

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় কবিতা লিখেছেন ভাইসাহেব।

২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
লেখার চেষ্টা বলতে পারেন প্রিয় রাজীব ভাই। সবচেয়ে সুন্দর পংক্তিমালা আজ রচিত হয়নি , হবেও না।
মন্তব্যে ধন্যবাদ সমেত একরাশ ভালোবাসা।

২| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আহা কি মধুর কাব্য গাথাঁ। ভাল লেগেছে কবিবর। ভাল থাকবেন সবসময়।

২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেকদিন পর সুজন ভাই ! কেমন আছেন। আপনার লেখা নিচের কবিতায় আমার একটা আমার একটা মন্তব্য ছিল। আপনার কবিতাটা অসাধারণ ছিল। আপন কবিতা , আমার মন্তব্যের কথা আর এই কবিতার একটা সেতু বন্ধন পেলাম। :)
ভালো থাকবেন। কবিতা চাই আপনার থেকে।

বিষণ্ণতা

৩| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৯

এম ডি মুসা বলেছেন: ভালো লাগছে কবিতা

২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৪| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
৪ নং মন্তব্যের সাথে একমত আশ্বস্ত হয়নি হবে।

সুন্দর কথামালায় প্রেমিকের আর্তি ফুটে উঠেছে।+++

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

কিছু ঠিক করে দিয়েছি। প্রিয় পদাতিক ভাইকে অশেষ ধন্যবাদ জানাই।
আপনার প্রেরণা যোগানো মন্তব্যে ভালো লাগা। ভালো থাকবেন প্রিয় ভাই।

৫| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: ভীষণ সুন্দর। ++
শুভকামনা প্রিয় সৌরভ ভাইকে।

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

কিছু ঠিক করেছি। দেখতে পারেন। ব্লগ এক অর্থে রাফ খাতা। পরিবর্তনের সুযোগ থাকে।:)
ভালো থাকবেন আপনি।

৬| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। আমি কমেন্ট ডিলিট না বলে পোস্ট ডিলিট করা বলে ফেলেছি। আসলে আমার প্রথম কমেন্টটা ডিলিট করার অনুরোধ করেছিলাম।

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দিয়েছি ভাই। অকুন্ঠ বাদে আকন্ঠ দিলাম ভালোবেসে। :)

৭| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩২

নিভৃতা বলেছেন: দারুণ লিখেন আপনি। ভালো লাগলো খুব।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ জানবেন। আপনার লেখাও ভালো লাগছে। মাত্র দুই পর্ব শেষ করতে পড়েছি। ধীরে ধীরে পড়ে ফেলবো।
ভালো থাকবেন।

৮| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৪৮

আকতার আর হোসাইন বলেছেন: দারুণ

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পাঠ ও মন্তব্যে ভালো লাগা নিন।
ভালো থাকবেন।

৯| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:০৪

ইসিয়াক বলেছেন: চমৎকার উপস্থাপন।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

ধন্যবাদ প্রিয় ভাই। ভালো থাকবেন সব সময়।

১০| ২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.