নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীতে শান্তি রক্ষিত হোক!

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:০৯

সফেদ জানালার পর্দায় পবিত্রতা ছড়িয়ে দিল
এক শুভ্র বাতাস, সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্নায়
চোখ ভেজায় দ্বায়িত্বরত ফেরেশতারা --
'পৃথিবীতে ভালো থেকো!'
সদ্যজাত শিশু চোখ পিটপিট করে চায়--
'আলো এতো আলো! এটাই আমার পৃথিবী ?'

ওখান থেকে বহুদূরে
পুকুরের ধার ঘেঁষে
বসন্তের আগমনী বার্তা শোনায়
জামগাছে সদ্য গজানো নতুন সবুজ পাতারা
মাথা উঁচু করে খোঁজে আলো।

কাঠবিড়ালী লাফিয়ে চলে
এ ডাল থেকে ঐ ডালে,
কিচিরমিচির করে ওঠে পাখিদের দল
কাজে নিমগ্ন কাঠঠোকরা ইতিউতি চায় আর
কোথা থেকে এক ঘাস ফড়িং বলে ওঠে--
'পৃথিবীতে স্বাগতম জেনো।'

সদ্য ভূমিষ্ঠ মানব শিশু ঠোঁট কাঁপায় প্রার্থনায়--
'পৃথিবীতে শান্তি রক্ষিত হোক!'

_____________________
বাবাই তুই এখন এসব বুঝবি না। যখন বড় হবি তখন বুঝবি।
বুঝবি -- কবিদের সমস্ত প্রার্থনা তো কবিতায়!
______________________________
৮ই ফেব্রুয়ারি দুপুর ২টা বেজে ১৫ মিনিটে যখন আমার সদ্য ভূমিষ্ট বাচ্চাটাকে কোলে নিলাম , তখন অদ্ভুত এক অনুভূতি হলো। মনে মনে বললাম , আলহামদুলিল্লাহ। পৃথিবীটতে শান্তি রক্ষিত হোক।

স্বপ্নবাজ সৌরভ
৮ই ফেব্রুয়ারী
ঢাকা ।



বিশেষ ধন্যবাদ:

মন্তব্য ৩১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
৮ই ফেব্রুয়ারি দুপুর ২টা বেজে ১৫ মিনিটে যখন আমার সদ্য ভূমিষ্ট বাচ্চাটাকে কোলে নিলাম , তখন অদ্ভুত এক অনুভূতি হলো। মনে মনে বললাম , আলহামদুলিল্লাহ। পৃথিবীটতে শান্তি রক্ষিত হোক।

ভালো থাকবেন রাজীব ভাই। দোয়া করবেন।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৩

নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক লেখনী ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
৮ই ফেব্রুয়ারি দুপুর ২টা বেজে ১৫ মিনিটে যখন আমার সদ্য ভূমিষ্ট বাচ্চাটাকে কোলে নিলাম , তখন অদ্ভুত এক অনুভূতি হলো। মনে মনে বললাম , আলহামদুলিল্লাহ। পৃথিবীটতে শান্তি রক্ষিত হোক।

ভালো থাকবেন ভাই। দোয়া করবেন।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

মুগ্ধ প্রার্থনা!

হুম। কবিদের সমস্ত প্রার্থনাতো কবিতাতেই। :)

+++++

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
৮ই ফেব্রুয়ারি দুপুর ২টা বেজে ১৫ মিনিটে যখন আমার সদ্য ভূমিষ্ট বাচ্চাটাকে কোলে নিলাম , তখন অদ্ভুত এক অনুভূতি হলো। মনে মনে বললাম , আলহামদুলিল্লাহ। পৃথিবীটতে শান্তি রক্ষিত হোক।

ভালো থাকবেন প্রিয় বিদ্রোহী ভৃগু দা । দোয়া করবেন।
কবিদের সমস্ত প্রার্থনাতো কবিতাতেই।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:১৯

সাইন বোর্ড বলেছেন: নির্মল কথামালা, মুগ্ধ হলাম পড়ে ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ৮ই ফেব্রুয়ারি দুপুর ২টা বেজে ১৫ মিনিটে যখন আমার সদ্য ভূমিষ্ট বাচ্চাটাকে কোলে নিলাম , তখন অদ্ভুত এক অনুভূতি হলো। মনে মনে বললাম , আলহামদুলিল্লাহ। পৃথিবীটতে শান্তি রক্ষিত হোক।

ভালো থাকবেন প্রিয় সাইন বোর্ড । দোয়া করবেন।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪১

শের শায়রী বলেছেন: আগে বলেন এত দিন কোথায় ছিলেন? কয়েক দিনই ভাবছি আপনার কথা। সহজ সরল কবিতায় ভালো লাগা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রথম বাবা হলাম প্রিয় ভাই!

৮ই ফেব্রুয়ারি দুপুর ২টা বেজে ১৫ মিনিটে যখন আমার সদ্য ভূমিষ্ট বাচ্চাটাকে কোলে নিলাম , তখন অদ্ভুত এক অনুভূতি হলো। মনে মনে বললাম , আলহামদুলিল্লাহ। পৃথিবীটতে শান্তি রক্ষিত হোক।

ভালো থাকবেন । দোয়া করবেন।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১১

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি পৃথিবীটা সদ্য ভূমিষ্ঠ শিশুদের জন্যই তাই একে বাসযোগ্য করা আমাদের দায়িত্ব।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

৮ই ফেব্রুয়ারি দুপুর ২টা বেজে ১৫ মিনিটে যখন আমার সদ্য ভূমিষ্ট বাচ্চাটাকে কোলে নিলাম , তখন অদ্ভুত এক অনুভূতি হলো। মনে মনে বললাম , আলহামদুলিল্লাহ। পৃথিবীটতে শান্তি রক্ষিত হোক।

ভালো থাকবেন তারেক ভাই । দোয়া করবেন।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৫৩

আকতার আর হোসাইন বলেছেন: দারুণ

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
৮ই ফেব্রুয়ারি দুপুর ২টা বেজে ১৫ মিনিটে যখন আমার সদ্য ভূমিষ্ট বাচ্চাটাকে কোলে নিলাম , তখন অদ্ভুত এক অনুভূতি হলো। মনে মনে বললাম , আলহামদুলিল্লাহ। পৃথিবীটতে শান্তি রক্ষিত হোক।

ভালো থাকবেন ভাই । দোয়া করবেন। অনেক ধন্যবাদ।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:১২

নজসু বলেছেন:



আপনার কবিতার মাঝে আমি মায়া খুঁজে পাই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেকদিন পরে আপনার মন্তব্য।

৮ই ফেব্রুয়ারি দুপুর ২টা বেজে ১৫ মিনিটে যখন আমার সদ্য ভূমিষ্ট বাচ্চাটাকে কোলে নিলাম , তখন অদ্ভুত এক অনুভূতি হলো। মনে মনে বললাম , আলহামদুলিল্লাহ। পৃথিবীটতে শান্তি রক্ষিত হোক।

ভালো থাকবেন সুজন ভাই । দোয়া করবেন। অনেক ধন্যবাদ।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবিতো দেখতে পাচ্ছিনা।

আর আপনার বাবুর জন্য শুভকামনা।

আপনাদের অভিনন্দন। আসলে বাব হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

মোবাইল থেকে পোস্ট দিয়েছিলাম। তাই ছবি আপলোড দিতে পারেনি। যদিও বাবুর ছবি ছিল না।

অনুভূতি প্রকাশ করতে পারছি না কিছুতেই। অনেক ভালো থাকবেন। দোয়া করবেন। অনেক ধন্যবাদ।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৪

পদ্মপুকুর বলেছেন: বা বাবা বাহ!
পৃথিবীর আর কোনো সদ্যভূমিষ্ট শিশু এ রকম কবিতাভ্যর্থনা পেয়েছে কি না কে জানে। ধন্য পিতার ধন্য ছেলে।
মনে হলো যেনো কবিতায় আবেগ গলে গলে পড়ছে।

শুভকামনা পিচ্চির জন্য।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আমার সদ্য ভূমিষ্ট বাচ্চাটাকে কোলে নেয়ার অনুভুতিটা অন্যরকম ছিল। ভাষায় প্রকাশ করা যায়না।
প্রিয় ব্লগার , আমি চাইনা। আমার বাবু আমার মতোই হোক। আবেগ পুঁজি করে চলা খুব কষ্টসাধ্য ব্যাপার। :(
দোয়া করবেন। ভালো থাকবেন।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৭

করুণাধারা বলেছেন: ৭-৯ ফেব্রুয়ারি ব্লগে ছিলাম না, তাই সুখবরটা পাইনি!

বাবা হবার জন্য আন্তরিক অভিনন্দন, আপনি যেন একজন ভালো বাবা হতে পারেন। শুভকামনা রইল বাবুটার জন্য।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আসলে সু সংবাদ টা সে ভাবে দেইনি। প্রথমে কবিতা পোস্ট করেছিলাম , পরে সুসংবাদটা যুক্ত করেছি। মন্তব্য গুলো দেখলে বুঝতে পারবেন। :)
অভিনন্দন গ্রহণ করলাম। সত্যি কথা কি জানেন ? ভালো বাবা হওয়া খুব কঠিন।আমার আব্বা একজন ভালো বাবা। কিন্তু উনার ছেলে সফল নয় , হতে পারে সে ক্ষেত্রে বাবা হিসেবে তিনি হয়তো বিফল।
:(

ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫

জুন বলেছেন: অভিনন্দন সৌরভ আর ছোট্ট বাবুটার জন্য আন্তরিক শুভকামনা ও দোয়া রইলো। পরবর্তী বংশধরদের জন্য পৃথিবীটা হয়ে উঠুক শান্তিময় ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ জুন আপু। ভালো থাকবেন।
পৃথিবীতে শান্তি রক্ষিত হোক .....
(শিরোনাম - ব্লগার আমিই রাকিব )

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৪

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,




অসম্ভব ভালোবাসায় ঘোষনা করলেন এক নবজাতকের আগমনী বার্তা। এই নবজাত আত্মজ যেন সৌরভ ছড়িয়ে যায় দিগ্বিদিক, সে প্রার্থনা রইলো।
আর আপনাকে অভিনন্দন নব পিতৃত্বের।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন। চমৎকার মন্তব্যে মন সতেজ হয়ে উঠলো। সমস্ত প্রার্থনা কবুল হোক। ভালো থাকবেন স্যার।

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৫

সোহানী বলেছেন: অনেক অনেক দেরিতে হলেও শুভেচ্ছা সৈারভ। বাবা হবার অনুভূতির সাথে পুথিবীর কোন কিছুরই তুলনা চলে না। অন্যরকম আনন্দ, অন্যরকম অনুভূতি, অন্যরকমম ভালোবানা, অন্যরকম দায়িত্ববোধ।

আপনার সন্তানের জন্য পৃথিবী কতটুকু বাসযোগ্য হবে তা জানি না তবে সত্যিকারের একজন বাবা হয়ে উঠুন এ প্রত্যাশায়।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা নিবেন সোহানী আপু।
ভালো থাকবেন সমসময়।

১৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় কবি। ভালো থাকবেন।

১৬| ১৮ ই জুন, ২০২০ দুপুর ১:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমি আপনি সহ পৃথিবীর সকল বাবা ও পৃথিবীর সকল সন্তান ভালো থাকুক - এই কামনা করি। ভালো থাকুন স্বপ্নবাজ সৌরভ ভাই। নতুন নতুন স্বপ্ন আপনাকে ঘিরে রাখুক প্রতিটি দিন প্রতিটি ক্ষণ।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.