নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

জানো তো , আজ নারী দিবস!

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০৮



জানো তো ! আজ নারী দিবস-
এই তো সেইদিনের কথা, মনে আছে? তোমার পেটে তখন সাত মাসের বাবু। সুউচ্চ পেট বেশ সুদৃশ্যমান। প্রয়োজনের তাগিদে বাসার বাইরে বেরুতেই হয়। খুব সাবধানে আমার সাথে হেঁটে চলো তুমি।ফুটপাত , রাস্তাতে এমিনেই ভীড়। কফ , থুথু , পানের পিক এড়িয়ে খুব সতর্কতায় হেঁটে চলি আমরা। গাড়ির হর্ন আর নাগরিক কোলাহল পেটের ভেতর ঘুমিয়ে থাকা বাবুটার কানে পৌঁছায় ঠিকই। লাথি মেরে জানান দেয়। "দেখছো , দেখছো.... লাথি মারে!"- লাথিতে আপ্লুত হও তুমি। আমরা যখন হাত ধরে খুব সাবধানে ধীর পায়ে এগুচ্ছি তখন আসে পাশের লোক গুলো উদ্ভট এক বিরক্তির দৃষ্টিতে তাকায় তোমার দিকে। এই দৃষ্টি খোলা বইয়ের পাতার মত , অতি সহজেই পড়ে ফেলা যায়।

জানো তো , মেয়েরা এমনিতেই উদ্ভট (!) তার উপর আবার সুউচ্চ পেট ! আমাদের একটু ধীরে চলাতে পেছনের মানুষ গুলোর সমস্যা হচ্ছে খুব। চরম ব্যস্ত এই শহরে ফুটপাতে হাঁটা এক গর্ভবতী উটকো ঝামেলাই বটে। কেউ কেউ পাশ কাটিয়ে চলে যায় , যেতে যেতে কিছু অদ্ভুত বাণী নিক্ষেপ করে যায়।
ওরা সকলেই পুরুষ ! ওদের মা প্রেগন্যান্ট হন , মেয়ে প্রেগন্যান্ট হয় , বোন প্রেগন্যান্ট হয় এমন কি বৌও প্রেগন্যান্ট হয়। কি আর্শ্চয !

তবে এর চেয়ে আশ্চর্যজনক ব্যাপার ঘটে গেল। পেছনের মেয়েটা ধাক্কা মেরেই নিজের রাস্তা করে নিল। হন হন করে হেঁটে গেল নিজ গন্তব্যের দিকে। তুমি আমার দিকে তাকাও , তোমার চোখে পানি , আমি তোমার হাত শক্ত করে ধরে থাকি। পেটের সাত মাসের বাচ্চা টা লাথি মারে , তোমাকে বলতে চাই – ‘’মা , আমি পুরুষ কিংবা নারী কিছুই হতে চাই না ! মা , আমি মানুষ হতে চাই।‘’

জানো তো , আজ নারী দিবস ! তোমাকে ধাক্কা মেরে চলে যাওয়া ওই মেয়েটাও আজ নারী দিবসের স্ট্যাটাস দেবে। তার ফেসবুক আছে , আছে চরম স্মার্ট ফোন।


মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১২:২৪

প্রেক্ষা বলেছেন: সবাই যদি আপনার মতো করে বুঝতো তাহলে দেশটাই পাল্টে যেতো।

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
"পাল্টায় মন, পাল্টায় বিশ্বাস
শ্লোগান পাল্টে হয়ে যায় ফিসফাস
ফিসফাসটাও পাল্টে যেতে পারে
হঠাৎ কারও প্রচণ্ড চিৎকারে। " ---- কবীর সুমনের গান।

২| ০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩১

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক ভাল লেখেছেন সৌরভ দা
নারী দিবসের শুভেচ্ছা রইল---------------

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে। আপনার অসাধারণ কবিতাটা পড়লাম। অনেক ভালো থাকবেন আপনি।

৩| ০৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: প্রিয় ভাই, সমাজে কিন্তু অনেক দুষ্ট নারীও আছে।

অফিসে আমার এক সহকর্মী ছিলো নারী।
বিরাট বদ। এমন বদমাশ নারী আমি আমার জীবনে দেখি নাই।
বলতে আমার একটুও লজ্জা লাগছে না যে- এই মহিলাকে মনে মনে অকথ্য ভাষায় গালাগালি করেছি। এবং যতবার অর কথা মনে হয় নিজের অজান্তেই মুখ দিয়ে খালি বের হয়।

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
একজন গর্ভবতী রাস্তায় বের হলে দেশের মানুষ মেনে নিতে পারে না কেন ?

৪| ০৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩৪

শের শায়রী বলেছেন: প্রিয় ভাই, যতবার আপনার লেখা পড়ি ততবার ভাবি কেন এত কম লেখেন? বাবা হবার অনুভুতি সাথে মা হবার গৌরবে বোনকে অনেক অভিনন্দন। আর পৃথিবীতে ভালো মন্দ মিশিয়েই আমরা সবাই। এখানে যেমন পিশাচ শ্রেনীর মানুষ আছে তেমনি আছে পিশাচিনী টাইপের মানুষ। তেমনি আছে আলোকিত কিছু মানুষ যে মানুষ গুলো বোনের সন্তান ধারন সময়ে কেউ না কেউ সহানুভুতির হাত বাড়িয়ে দিয়েছিল কোন না কোন ক্ষেত্রে নিশ্চয়ই।

ভালো থাকুন সবাই নতুন অতিথিকে নিয়ে।

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

নারী দিবস নিয়ে অন্য কিছু লিখতে চেয়েছিলাম কিন্তু হুট করে এই ঘটনাটা মনে হলো। সত্য কথা কি জানেন , মেয়েদের সাহায্যে মেয়েরাই এগিয়ে আসে না। বাসের সিট ছেড়ে দিয়ে সড়ে গিয়ে জানালার পাশের সিটে বসে না। আমি এমন অনেক দেখেছি।
গাউছিয়া মার্কেটে অনেক ভিড় থাকে। এই ভিড়ের মধ্যে বদমাইশেরা ওৎ পেতে থাকে সুযোগের। এই ভিড়ের মধ্যে আন্টিদের উচিত মেয়েদের আগলে রাখা। একদিন একটা মেয়ে এক আন্টির কাঁধে হাত রেখে চলতে চেয়েছিল , যাতে ভিড়ের মধ্যে চলতে সুবিধা হয়। কিন্তু ওই মেয়েটাকে সাহায্য বাদ দিয়ে আন্টি ক্ষেপে গেল।
এমন অনেক কিছু ঘটে।

প্রিয় ভাই , ভালো মানুষের সংখ্যা অনেক। একদিন ভালো মানুষের গল্প বলবো।
সেই ভালো গল্প কিন্তু হবু মায়ের সাথেই ঘটেছে।

ভালো থাকবেন ভাই। অনেক ধন্যবাদ।

৫| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। আন্তর্জাতিক নারী দিবস সফল হোক ।

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক নারী দিবস সফল হোক ।

৬| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৫

নেওয়াজ আলি বলেছেন: অনুপম, অতুলনীয় লেখা।

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনাকে। নিয়মিত মন্তব্য আর প্রেরণা দেন আপনি। ভালো লাগে।
ভালো থাকবেন। নারী দিবস সার্থক হোক , সফল হোক।

৭| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:

০৯ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ স্যার।

৮| ০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


কোন প্রকারে চলে

০৯ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এটা সত্য ঘটনা। এর চেয়ে খারাপ কিছু ঘটেনি সেটাই সুখের কথা।

৯| ০৯ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪৯

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,





পথেঘাটের একটি তিক্ত অভিজ্ঞতার বাস্তব দৃশ্য।

আমরা তো অনেক কিছুই জানার ভান করি আসলে জানিনে কিছুই। সবকিছুতেই আমরা হুজুগে ঝাঁপিয়ে পড়ি , ভেতরের মর্মবাণীর খোঁজ মোটেও রাখিনে। ফেসবুক আর স্মার্টফোনের তথাকথিত আধুনিকতায় আমাদের সকল প্রজ্ঞা, জ্ঞান, বিবেচনা, শিক্ষা সমূলে চাপা পড়ে গেছে। এ এক অশনি সংকেত................

শেষ থেকে ৩য় লাইনে " আমি মানুষ হতে চায়" বাক্যটির "চায়" শব্দটিকে " চাই " করে দিন।

০৯ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ স্যার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য। আসেপাশের মানুষ গুলোর বিরক্তিকর চাহনি আসলেই অবাক করার মত আর ওই মেয়েটার আচরণ মেনে নেয়া সম্ভব নয়। বারবার মনে হয়।
সেই সমাজে অশনি সংকেত .......
ভালো থাকবেন স্যার। ভালোমানুষের উপর ভরসা রাখি।

১০| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১১:৫৪

মুক্তা নীল বলেছেন:
সৌরভ ভাই ,
লেখার ভাবার্থ মানবতাবোধের প্রশ্ন রেখে যায় সত্যিই ।
আমি নিজেও একজন নারী হয়ে বলতে দ্বিধাবোধ করিনা কিছু ক্ষেত্রে নারীরাই নারীদের শত্রু । ক্ষীণমন্যতার মানুষ সর্বক্ষেত্রেই আছে ,সে নারী কিংবা পুরুষই হোক ।
অনেক ধন্যবাদ।

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

ক্ষীণমন্যতার মানুষ সর্বক্ষেত্রেই আছে ,সে নারী কিংবা পুরুষই হোক ।


ভালোমানুষেরাও আছে ! এটাই আশ্বাস।

ভালো থাকবেন নীল আপু। অনেক ধন্যবাদ। চমৎকার মন্তব্য পেলাম আপুদের পক্ষ থেকে।
নারী দিবসের শুভেচ্ছা দিন। শুভকামনা।

১১| ৩০ শে আগস্ট, ২০২২ রাত ১২:৫২

জহিরুল ইসলাম সেতু বলেছেন: প্রাঞ্জল বর্ণনায় সুন্দর লিখেছেন ভাই। লেখার ভিতর দিয়ে গল্পের মতো করে কঠিন কথাগুলোর সাবলীল প্রকাশ!
শুভেচ্ছা।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ সেতু ভাই।
সাবলীল মন্তব্যে ভালো লাগা।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৫২

মোহাম্মদ গোফরান বলেছেন: নারী দিবসে আমি খুব বড় একটা শো করি প্রতিবছর।

সকল নারীদের প্রতি রইল সম্মান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.