নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

প্রতিত্তুরে আমি ছিলাম চুপ

১৪ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩১



'রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা'র মত
তোমার সাথে আবার দেখা হয়েছিল আমার।
রেলগাড়ির ঝিক ঝিক কাঁপুনির মত
খানিকটা দোলা দিয়েছিল আমার হৃদয়ে ,
মানুষ তো ! কোমল হৃদয় আমারও যে আছে।

কেমন আছো ?
জানতেও চেয়েছিলে সবিনয়ে।
আমার কোন তাড়া ছিল না , ছিলো না
পরের স্টেশনে নেমে যাওয়ার তোড়জোড়
তবুও
প্রতিত্তরে কিছুই বলিনি আমি।

বলিনি আমি -
বিষণ্ণতার কথা
চেরির ডালে ঝাপ্টা লাগা বাতাসের কথা
গত শীতে ঝরে পড়া হলুদ বিষণ্ণ পাতার কথা
ঘামার্ত কপালে লেপটে থাকা চুলের কথা।

তোমার চুল ভালোবাসতাম খুব
গন্ধ নিতাম প্রাণ ভরে , মুঠোবন্দী করতাম
ছোঁয়াতাম আমার গালে।
ভালোবেসেছিলাম খুব
হটাৎ আউলা বাতাস এলোমেলো করে দেয়া চুল গুলোকে
ভালোবাসতাম খুব।

অঙ্কুরোদগম দ্রোহ গুলো
জাগতে চেয়েছিলো একসময়
খাতায় খাতায় , নোটবুকের পাতায় পাতায়
টুকে রাখতাম , লিখে রাখতাম
জড়ো করতাম দ্রোহ গুলোকে
অঙ্কুরোদগম থেকে কোন মহীরুহের আশায়।

জানো তো ,
হলদে পাতা গুলো একদিন ঝরে পড়ে আচমকা।
আমার নোটবুকের পাতা গুলো
কবে যে হলুদ হতে হতে
ঝরে পড়লো , টেরই পাইনি !

এতো কিছু তুমি আমার কাছে জানতে চাওনি
শুধু জিজ্ঞেস করেছিলে , কেমন আছো ?
প্রতিত্তরে কিছুই বলিনি আমি।

আমি বলিনি -
চারা হয়ে ওঠার আগেই
শুকিয়ে যাওয়ার কথা।
মলিন হয়ে যাবার কথা
বিলীনের কথা
ঝরে যাওয়ার কথা
হেরে যাওয়ার কথা।


অনেক কিছুই বলার ছিল আমার।
গুছিয়ে রেখেছিলাম এতদিনে
তবে তুমি জানতে চেয়েছিলে শুধুই -
কেমন আছি আমি ?

প্রতিত্তুরে আমি ছিলাম চুপ
এতো কিছু শোনার সময় কোথায় তোমার !



ছবি কৃতজ্ঞতায় : পূর্ব রেলওয়ে এর বিজ্ঞাপন।

মন্তব্য ৪০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২০ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৪ ই মার্চ, ২০২০ দুপুর ২:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

ধন্যবাদ রাজীব ভাই। অনেকদিন পর লিখলাম।

২| ১৪ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৭

মুক্তা নীল বলেছেন:
সৌরভ ভাই ,

জানি তোমায় আপন ভাবার কোন অধিকার নেই যে গো
এও জানি দেখা হয় কত বড় ভাগ্য আমার
শুধু বলো আজ আমায় ভুলে
সুখী তুমি হয়েছো কত বলো ভালো আছো তো
আজ আবার সেই পথে দেখা হয়ে গেল ....

প্রিয় গানের সাথে মিল রেখে একটি সুন্দর কবিতা লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৪ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আমি যেখানে যেতে চাই ট্রেনটা সেখানে যাচ্ছে না ! ---
বিজ্ঞাপনের কথা মনে হলো। মনে আছে ?
কিংবা বলতে পারেন ওয়েটিং রুম নাটকের কথা।

অনেক ধন্যবাদ নীল আপু। ভালো থাকবেন।

৩| ১৪ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৭

রানার ব্লগ বলেছেন: রবীন্দ্রনাথের কবিতা !!!! কিছুটা পরিবর্তিত !!!

১৪ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
রেলগাড়ির কামরায় হটাৎ দেখা - এই লাইন থেকেই লেখা !
তার সাথে দেখা হওয়ার মত খুব ভালো জায়গা মাথায় এলোনা।
ঝিক ঝিক একটা কাঁপুনি তুললো হৃদয়ে .... এই তো এটুকুই ! :)

অনেক ধন্যবাদ রানা ভাই। ভালো থাকবেন।

৪| ১৪ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:




স্বপ্নবাজ সৌরভ ভাই, আপনার কবিতার জন্য সামান্য ভিডিও মন্তব্য। আশা করি এই ভিডিও টি দেখে ভালো লাগবে আপনার।

পৃথিবীর কেউ যেনো তার আপনজনকে না হারান। হারানোর ব্যথা গলায় কাঁটার মতো বিঁধে থাকে অনন্তকাল আমরণ।

১৪ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

এই মুহূর্তে ভিডিওটা দেখতে পারছি না। একসময় দেখে নিবো। আমার সামান্য কবিতায় ভিডিও মন্তব্য করেছেন , খুব ভালো লাগছে।
ভালো থাকবেন শ্রদ্ধেয় ঠাকুর মাহমুদ ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।
পৃথিবীর কেউ যেনো তার আপনজনকে না হারান -- :(

ভাই কে অনেকদিন পাইনা। নভেম্বরের মাঝামাঝি থেকে উনি নাই। কোন খোঁজ জানেন ?

৫| ১৪ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমি ল ভাইয়ের খোঁজ করছি, খোঁজ পেলে অবস্যই জানবো।

১৪ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
পৃথিবীর কেউ যেনো তার আপনজনকে না হারান --- সামুর ব্লগাররা একঅর্থে আমার আপনজন। :(

৬| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৬

করুণাধারা বলেছেন: কেমন পুরোনো দিনের গন্ধ বয়ে আনা কবিতা! ভালো লাগলো।

টাইপো: প্রাণ ভোরে< প্রাণ ভরে

১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কবিতায় পুরোনো দিনের ঘ্রান পেয়েছেন , সেইসাথে ভালো লেগেছে জানে খুব ভালো লাগলো আপু।
টাইপো ঠিক করে দিলাম। ধরিয়ে দেয়ার জন্য আবারো ধন্যবাদ নিন।
এই টাইপোই খাইলো। :(

ভালো থাকবেন। শুভেচ্ছা।

৭| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪৬

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ মাহমুদ ভাই। ভালো থাকবেন।

৮| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৬

শের শায়রী বলেছেন: গানটা কি শুনছেন? কবিতাটা পড়ে মনে পড়ে গেল শেষ ট্রামে দুজনাতে ফাগুনের এক রাতে

১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বাপ্পী লাহেরীর গান না ?

"বললে আমায় তুমি আছো গো কেমন
উত্তরে বললাম রেখেছো যেমন।
মনে সুখের এক ঝড় বয়ে গেল।"

ভিডিও টা পরে দেখে নেব। :)

৯| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ধন্যবাদ রাজীব ভাই। অনেকদিন পর লিখলাম।

প্রতিদিন লিখুন। লিখতে থাকুন।
লেখালেখিতে দারুন আনন্দ আছে।

১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মোটামুটি ১ মাস ৫ দিন পর কবিতা লিখলাম।
চমৎকার বলেছেন। লেখালেখিতে আনন্দ আছে।

১০| ১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৭

নিভৃতা বলেছেন: উপস্থিতি জানান দিলাম। পরে পড়িয়া মন্তব্য করিব।

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

যাক , রোল কলের আগেই হাজির হয়েছেন ! তা নাহলে ক্লাসের বাইরে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে হতো। :)

১১| ১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩১

নৃ মাসুদ রানা বলেছেন: হলদে পাতাগুলো একদিন ঝরে পরে আচমকা...

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
:(

নতুন পাতা গজাবে .... কিন্তু যেটা ঝরে গেল ?

পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ভাই।

১২| ১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

মিরোরডডল বলেছেন: এই লেখাটা আমাকে মনে করালো সুবোধ ঘোষের গল্প ‘জতুগৃহ’

আর সেই গান
‘শেষ ট্রামে দুজনাতে
ফাগুনের এক রাতে'

ওয়েল ডান সৌরভ

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
"মাধুরীর হাতটা বড় শক্ত করে ধরেছিল শতদল ৷ যেন পাঁচ বছর অতীতের এক পলাতক মায়াকে অনেক সন্ধানের পর এতদিনে কাছে পেয়েছে। দুহাত দিয়ে ধরে রেখেছে তার এক হাত, যেন আবার হারিয়ে না যায় ।" -- জতুগৃহ’

"বললে আমায় তুমি আছো গো কেমন
উত্তরে বললাম রেখেছো যেমন।
মনে সুখের এক ঝড় বয়ে গেল।" --‘শেষ ট্রামে দুজনাতে
ফাগুনের এক রাতে'

কবিতা ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে। আপনি ভালো থাকবেন।


১৩| ১৪ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন আগে বিজন ভট্টাচার্যের রাজধানী এক্সপ্রেস পড়েছিলাম। আপনার কবিতাটি পড়ে হঠাৎ করে ছোট্ট উপন্যাসটির কথা মনে পড়ে গেল। ভালো লিখেছেন।

শুভকামনা প্রিয় সৌরভ ভাইকে।

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

বিজন ভট্টাচার্যের রাজধানী এক্সপ্রেস পড়া হয়নি। খুব ইচ্ছা জাগছে।
প্রিয় ভাই আপনি আমাকে প্রতিনিয়ত প্রেরণা দিয়ে গেলেন। ভালো থাকবেন।
রেললাইনের কামরায় , একদিন আমরা বসবো। দেখা হবে একদিন।

১৪| ১৪ ই মার্চ, ২০২০ রাত ১১:০৯

(লাইলাবানু) বলেছেন: ভালো লাগল কবিতা।

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

১৫| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:১৭

নিভৃতা বলেছেন: অসাধারণ! মনটা ছুঁয়ে গেলো। দারুণ লিখেন আপনি।

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

হাজিরা দিলেন , সিটে বসলেন , মন দিয়ে পড়লেন এবং অনুপ্রেরণাদায়ক মন্তব্য রেখে গেলেন। অনেক ভালো লাগলো আপু। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে।

১৬| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৫৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
মোটামুটি ১ মাস ৫ দিন পর কবিতা লিখলাম।
চমৎকার বলেছেন। লেখালেখিতে আনন্দ আছে।

আমি হাবিজাবি যাই লিখি, আমি নিজে চরম আনন্দ পাই।

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আপনি টাইপ মেশিন / কীবোর্ড , যায় বলি না কেন। শুধু পার্থক্য একটাই আপনার একটা চমৎকার মন আছে , চিন্তাশীল বিবেক আছে। ওদের নেই।

ভালো থাকবেন ভাই আমার।

১৭| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ৮:০০

হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দর কবিতা লিখেছেন।
আর ছবিটা দেখে ভাবছি, মানে ব্রিটিশ আমলের রেলওয়ের বিজ্ঞাপন এত সুন্দর?

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ' নামে একটা লেখা পড়তেছিলাম। ওখানে ছবিটা পেলাম। অবাক হয়ে ভাবলাম , কি চমৎকার বিজ্ঞাপন। আমার এই কবিতাটার প্রথম উৎসই হলো ছবিটা। ভেবেছি ছবিটা কোথায় ব্যবহার করা যায়।
অবশেষে রবীন্দ্রনাথের কবিতার লাইন আর ছবিটা দিয়ে লিখে ফেললাম আর কি ?

কবিতা ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

১৮| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ৮:৪৬

নেওয়াজ আলি বলেছেন: সাবলীল সুন্দর উপস্থাপন

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

অনেক ধন্যবাদ নেওয়াজ ভাই। ভালো থাকবেন।

১৯| ১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ কবি। ভালো থাকবেন।

২০| ১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫১

নীল আকাশ বলেছেন: রেলগাড়ির কামরায় হটাৎ দেখা হবে না হবে রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। কবিতা মাঝেও বেশ ক ইয়েকবার এই হঠাৎ বাবনান ভুল হয়েছে। দেখতে খারাপ লাগছে। ঠিক করে দিন।
রবি ঠাকুরের এই 'রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা' আমার খুব প্রিয় কবিতা। একসময় পুরোটাই মুখস্ত করে ফেলেছিলাম। এখন আর মনে নেই।
আপনার কবিতায় ২য় লাইনে আবার শব্দটা আসলে মনে হয় ভালো হতো।
'রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা'র মত
তোমার সাথে আবার দেখা হয়েছিল আমার।

তবে তুমি জানতে চেয়েছিলে শুধুই -
কেমন আছি আমি ?
প্রতিত্তুরে আমি ছিলাম চুপ
এতো কিছু শোনার সময় কোথায় তোমার!

আমি হলে লিখতাম-
সুতীব্র অলসতা নিয়ে তুমি জানতে চাইলে
কেমন আছি আমি?
উত্তর দিতে যেয়ে থমকে গেলাম-
মনের গভীরে সময়ের দাড়িপাল্লায়
অনেকবার মেপে দেখলাম
স্মৃতিরা আজ বিস্মৃতির অতলে হারিয়ে গেছে
জীবনের দেনা পাওনা মিটে গেছে অনেক আগেই
নাহ কিছু নেই, আজ আর সত্যই কিছুই নেই
পুরাতন হারিয়ে ফেলাকে পাশ কেটে আমি
চলে আসলাম, একদম চুপ করে।

শুভ অপরাহ্ন।


১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

'রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা'র মত
তোমার সাথে আবার দেখা হয়েছিল আমার।
আপনার কবিতায় ২য় লাইনে 'আবার' শব্দটা আসলে মনে হয় ভালো হতো।
দিলাম :)

আপনার অংশটা চমৎকার হয়েছে প্রিয় নীল আকাশ ভাই।
কবিতাটি ভালো লাগা'তে নিয়েছে দেখে অনেক ভালো লাগলো।
ভালো থাকবেন আপনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.