নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

কি মায়া! কি অদ্ভুত মায়া।

৩০ শে মার্চ, ২০২০ রাত ২:২৯


১।
সকালে রাস্তায় তাকায়। ফাঁকা রাস্তা । কয়েকটা কুকুর পায়চারী করে। রাস্তার রাজত্ব পেয়ে গেছে তবু ভীষণ অস্বস্তি নিয়ে তাকায় এদিক ওদিক । অস্বাভাবিকতা কুকুরগুলোও পছন্দ করছে না। খুব রাতে নীরবতা ভেদ করে এই কুকুর গুলো কেঁদে উঠে। কি ভয়ংকর!

২।
গত পরশু বাসা থেকে বের হয়েছিলাম। জরুরী ওষুধ আর বাচ্চার দুধ কেনার জন্য । রিক্সায় উঠতে যাবো দেখি অনেক বাজার - চাল , ডাল, তেল,আলু,পেঁয়াজ । ভাবলাম কারো বাসায় পৌঁছে দিতে যাচ্ছে । রিক্সা চালক বললো, মামা উঠেন।
আমি বললাম, কিন্তু বাজার?
'ঐটা আমার । ভাইয়ারা দিছে।'--
রিক্সা চালকের মুখে মাস্ক। তাই মুখ না দেখা গেলেও চোখ দুটো ঠিকই জ্বলজ্বল করে উঠলো। চোখ অনেক কথা বলে।
চরম দুঃসময় অপেক্ষা করছে আমাদের। আমি আকাশের দিকে তাকালাম। আমার চোখের অজস্র প্রার্থনা দূর আকাশে মিলিয়ে গেল।

৩।
৭১ টিভিতে দেখলাম, হাজারবার বলার পরেও ঠুনকো অজুহাত নিয়েও মানুষ ঘর থেকে বের হচ্ছে । কারো ঘরে থাকতে ভালো লাগছে না। কেউ বাতাস খেতে বের হয়েছে। সেনাবাহিনী বল প্রয়োগ করছে না। একজন বলছে, "ডাব খেতে এসেছি । ডাব খেয়ে চলে যাব।"
এই ডাব খাওয়া লোকদের জন্য "বিশেষ পরিস্থিতিতে ডাব খেতে ঘর থেকে বের হওয়া যাবে না" টাইপের একটা দীর্ঘমেয়াদী সচেতনতামূলক প্রোগ্রাম হাতে নিতে পারে ইউনিসেফ/ইউনেস্কো । আশাকরা যায় আগামী ৫৫ বছর পর খুব ভালো ফল পেতে শুরু করবে বাংলাদেশ । আশায় থাকুন।

৪। এয়ারপোর্টে বসানো থার্মাল স্ক্যানারে টেম্পারেচার ধরা পড়েনি। যারা বিদেশ থেকে দেশে ফিরেছেন তারা প্লেনে উঠার আগে দুই তিনটা প্যারাসিটামল খেয়েছে। তাই টেম্পারেচার ধরার কোন উপায় নেই ।
যমুনা টিভিতে প্রায় এমন কথাই বললেন একজন বিশেষজ্ঞ ।
কোয়ারেন্টাইন বোঝে না কিন্তু জ্বর যেনো না ধরা পরে তার জন্য কি করতে হবে সেটা বোঝে আমাদের অবুঝ 'রেমিটেন্স যোদ্ধারা '।

৫।
আগামী দশদিন কিযে ভয়াবহ হতে পারে। ভাবতেও চাই না। দুপুর থেকে মাথাটা দপদপ করছে। ব্যথা কমেনা। উপায় না থেকে টাফলিন খেলাম। এখন ঘুমাবো। মাথা ব্যথা নিয়ে চিন্তা করা যায় না । প্রচন্ড গরম । জানালা খোলা। ঘড়িতে রাত ১টা বেজে ৫৫ মিনিট । রাস্তায় পায়চারীরত কুকুরের পাল কেঁদে উঠলো ।

৬। আমার ছেলেটার খুব ভাঙে সকাল ৮ টায়। এর পর একঘন্টা নিজে নিজেই খেলে। ঘুম ভেঙ্গে যখন আমি তাকাই দেখি আমার দিকে তাকিয়ে আছে । কি অদ্ভুত মায়া !কি অদ্ভুত মায়াময় চোখ!! বাঁচতে ইচ্ছা হয় খুব। এই পৃথিবী যথেষ্ট সুন্দর । জীবনটাও খারাপ না।

মন্তব্য ৩২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২০ রাত ২:৪২

সোহানী বলেছেন: এ পৃথিবী খুব সুন্দর। শুধু কিছু অসভ্য মানুষের জন্য আজ আমাদের এ হাল।

ভালো লাগলো জেনে এরকম কেউ হাত বাড়িয়েছে একজন রিক্সাওয়ালার জন্য।

পুঁচকার জন্য অনেক আদর। ও যেন একটি বাসযোগ্য পৃথিবীর দেখা পায় এ প্রার্থনায়।

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কোন টেনশন নেবো না। বাইরে বেশ বাতাস হচ্ছে । বারান্দা থেকে দেখা যায় সবজি বিক্রেতার ভ্যান। অনেক রকম সবজি।
পৃথিবী শান্ত হোক।
পুঁচকার আদর পৌঁছে দিলাম। ভালো থাকবেন সোহানী আপু।

২| ৩০ শে মার্চ, ২০২০ রাত ২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দ!+

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। ভালো থাকবেন। সব কিছু শান্ত হলে একদিন মাছ ধরতে যাবো।

৩| ৩০ শে মার্চ, ২০২০ রাত ৩:০৩

শের শায়রী বলেছেন: এমনিও রাতে আমার খুব একটা ঘুম হয় না, ইদানিং আরো খারাপ অবস্থা। সকালের আলো না ফুটলে ঘুম আসে না, মৃত্যুকে খুব কাছ থেকে দেখগার অভিজ্ঞতা আছে, মৃত্যুকে ভয় করিনা, কিন্তু কেন যেন ........ ভালো থাকুন প্রিয় ভাই।

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার মুখ থেকে কিন্তু /কেন শব্দ গুলো নিতে পারছি না। খুব ভয়ে আছি । ভালো থাকবেন প্রিয় ভাই । বেঁচে থাকলে দেখা হবে।

৪| ৩০ শে মার্চ, ২০২০ ভোর ৬:২৭

ইসিয়াক বলেছেন: সৌরভ ভাই পোষ্টে ভালো লাগা।
ভালো থাকুন সবসময় ।
সাবধানে ও সতর্ক থাকুন আপনজন নিয়ে।
বাবুটার জন্য অনেক আদর রইলো।

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। আপনিও ভালো থাকুন । বাসাতেই থাকুন।
ভাতিজার আদর পৌঁছে দিলাম ।

৫| ৩০ শে মার্চ, ২০২০ সকাল ৯:০৬

নেওয়াজ আলি বলেছেন:   চমৎকার  উপস্থাপন ।

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ ভাই আপনাকে। সাবধানে থাকবেন । ভালো থাকবেন।

৬| ৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
করোনায় সবচেয়ে বিপর্যস্ত চীন বর্তমানে সামলে উঠে ঘুরে দাড়িয়েছে।
নতুন কোন আক্রান্ত নেই বললেই চলে।
রাস্তায় মানুষ চলাচল শুরু, অফিস, কারখানা প্রডাকশান লাইনগুলো চালু হওয়া শুরু করেছে। তবে এখনো ৩ ফুট সামাজিক/দৈহিক দুরত্ব বহাল রেখে।
চীন কঠিন ব্যাবস্থা নিতে পেরেছে, ৩ সপ্তাহের বেশি মানুষকে ঘরবন্দি রাখতে সক্ষম হয়েছে। যারা করোনা ক্যারিয়ার ৭দিনে ইনফেক্টেড হয়ে বাকি দিনে ভাল হয়ে গেছে ও অল্পকিছু মারা গেছে। এই ৩ সপ্তাহে মরে-বেচে সমগ্র কমুনিটি করোনা মুক্ত হয়েছে।
চীন বাকি বিশ্বকে পথ দেখাবে।

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: গত দুই দিনের তুলনায় রাস্তায় মানুষজন গাড়ি চলাচল বেশী । মানুষ ডাব খেতেও বের হচ্ছে রাস্তায়।
ঘরে থাকতে চায় না।

৭| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫৪

ফয়সাল রকি বলেছেন: সুন্দর পৃথিবীর কিছু সুন্দর (!) চিত্র।

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসম্ভব সুন্দর এ পৃথিবী ।

৮| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: ভাই আসসালামু আলাইকুম।
আমি ঘরে বন্ধী। মা মেইন গেটে তামা মেরে রেখেছে। চাবি তার কাছে।

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ওয়ালাইকুম আস সালাম ভাই ।
আপনার মা সঠিক কাজ করেছেন। আপনার পায়ে শেকল পড়ানো উচিত ।
আপনার আম্মা কে গভীর শ্রদ্ধাসহ অভিনন্দন পৌঁছে দেবেন। ☺

৯| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: মানুষ কি জ্বর শ্বাসকষ্টসহ করোনার লক্ষণ গোপন করছে? আপনি কি তা মনে করেন? হ‍্যাঁ অথবা না?

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হ্যাঁ গোপন করছে। শুধু জ্বর আর শ্বাসকষ্ট না , অনেকেই অনেক কিছু গোপন করছে রাজীব ভাই ।

১০| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৫১

আলআমিন১২৩ বলেছেন: লেখক বলেছেন: অসম্ভব সুন্দর এ পৃথিবী----কথাটি কত সুন্দর।আমরা না পেলেও আমদের সন্তান আর নাতি-নাতনীরা যেন পায়।

৩০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চমৎকার বলেছেন। পৃথিবীর জন্য শুভকামনা ।

১১| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ২:০৩

মিরোরডডল বলেছেন: শেষে যে দুটা কথা লিখেছেন ‘পৃথিবী যথেষ্ট সুন্দর, জীবনটাও খারাপ না’ এটাই সত্যি ।
Try not to overthink. Otherwise you’ll be mentally stressed which is not good at all.
You can do your best and relax.
জীবনতো সবে শুরু হোল ।
সামনে আরও অনেকি সুন্দর কিছু অপেক্ষা করছে এই মায়াময় চোখের বাবা আর ছেলের জন্য ।
ভালো থাকবেন ।

৩০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনিও ভালো থাকবেন। অনেক অনেক মৃত্যুর পর হয়তো শান্তি ফিরবে।
প্রচন্ড আতঙ্কে সময় কাটছে।

১২| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ২:০৮

করুণাধারা বলেছেন: মনে হয় এই অবস্থায় ভালো ভাবাই ভালো। সুন্দর পৃথিবী, চারপাশে প্রাণ প্রাচুর্য, এর মাঝে সন্তানসহ আনন্দময় এক জীবন পার করুন, শুভকামনা।

৩০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভাবতে না চাইলেও ভাবনা চলে আসে। আটকাতে পারছি না। পরম করুনাময় সহায় হউন।

১৩| ৩০ শে মার্চ, ২০২০ রাত ৮:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: ভয়াবহতার মধ্যেও সুখানুভুতি। ছয় নম্বরটা হৃদয় ছুঁয়ে গেল। ++
শুভকামনা প্রিয় সৌরভ ভাইকে।

০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেরিতে রিপ্লাই দিচ্ছি। কি লিখবো বুঝতে পারছি না।

০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেরিতে রিপ্লাই দিচ্ছি। কি লিখবো বুঝতে পারছি না।

১৪| ৩০ শে মার্চ, ২০২০ রাত ১১:৩৭

ইমরান আশফাক বলেছেন:

১৫| ২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৯

মেহরাব হাসান খান বলেছেন: আমি প্রায়ই সিদ্ধান্ত নেই বিয়ে করবো না। কিন্তু আপনারা যখন ছেলেপেলে নিয়ে সুন্দর সুন্দর কথা লিখেন তখন মনে হয়, একটা ছানাপোনা না থাকলে জীবন বৃথা।

জানেন? হাটাহাটি ছাড়া লিখতে পারি না, বাইরেও যেতে ইচ্ছে করে না, যাইও না। গত একমাসে তিনদিন বাজারে গিয়েছি মাত্র। ঘরের জানালা থেকে রাস্তা দেখা যায়, যেখানে হেটে লিখতাম। আগের মত একটানা লিখতে পারি না, ধৈর্য্য, কল্পনা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে।

০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি কেমন আছেন? ভালো থাকবেন ।

১৬| ২৫ শে মে, ২০২০ সকাল ৭:৩১

ডঃ এম এ আলী বলেছেন:

কি মায়া! কি অদ্ভুত মায়া
সত্যিই মায়াময় পোষ্ট ।

ঈদের শুভেচ্ছা রইল

০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মায়া নিয়েই বেঁচে আছি । ভালো থাকবেন আপনি। ঈদ মোবারক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.