নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

মা হাতির পেটে একটা বাচ্চা ছিল

০৩ রা জুন, ২০২০ রাত ৯:৫৭



মা হাতির পেটে একটা বাচ্চা ছিল
আল্ট্রাসাউন্ড নেই, সনোগ্রাফি নেই
ছেলে বাচ্চা কি মেয়ে জানা নেই
জানতে চায়নি মা হাতি
শুধু জেনেছে একদিন বড় হবে
শূড় দুলিয়ে জল ফোয়ারা করবে
পাশের নদীতে, গা ঘেঁষবে
হাতিরা যেমন ঘেঁষে।

মা হাতির পেটে একটা বাচ্চা ছিল
ছেলে হাতি না মেয়ে
জানতে চায়নি মা কখনো
শুধু জেনেছিলো বাচ্চা টা বেশ দুষ্টু হবে খুব
গাছের আড়ালে লুকোবে, চোখের আড়াল হবে
মা খুঁজে না পেলেই ছুটে আসবে লেজ নাড়িয়ে
শূড় উঁচিয়ে, হাতিরা যেমন আসে।

মা হাতির পেটে একটা বাচ্চা ছিল
ছেলে বা মেয়ে জানা হয়নি কখনো
জানতে চায়নি মা হাতি
পেটে যে হাতিই ছিল , মানুষ তো আর নয়!



তাৎক্ষণিক প্রতিক্রিয়াঃ
ভারতের কেরালায় গর্ভবতী একটি হাতিকে বন্য শুয়োরের ফাঁদ হিসেবে ব্যবহার করা বাজি (এক ধরনের বিস্ফোরক) ভরা আনারস খাওয়ানো হয়। বাজি ফেটে মারাত্মক জখম হয়ে নদীতে দাঁড়িয়েই মারা যায় হাতিটি। হাতিটির পেটে একটা বাচ্চা ছিল। হাতিই ছিল। মানুষ নয়।
_______________
স্বপ্নবাজ সৌরভ
০৩.০৬.২০২০
এ্যালিফ্যান্ট রোড, ঢাকা।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২০ রাত ১০:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




আহারে। পৃথিবী ধ্বংস হতে হয়তো আর বেশী বাকি নেই। আমরা মনে হয় আর মানুষ হতে পারলাম না।

০৩ রা জুন, ২০২০ রাত ১০:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেকদিন পর ব্লগে এলাম। মনটা খুব বিষণ্ণ । মানুষই একমাত্র অমানুষ ।
কেমন আছেন আপনি?

২| ০৩ রা জুন, ২০২০ রাত ১০:২০

ওমেরা বলেছেন: কবিতাটা ভালো লাগছিল , নীচের খবরটা পড়ে খারাপই লাগল ।

০৩ রা জুন, ২০২০ রাত ১১:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমারো মনটা বিষন্ন খুব। কেমন আছেন?

৩| ০৩ রা জুন, ২০২০ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: আগে বলেন, এত দিন কই ছিলেন? ফেসবুকে দেখেছি। ব্লগে পাই নি কেন?

০৩ রা জুন, ২০২০ রাত ১১:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বাসায় বন্দি । পিসি নাই। মোবাইলে অভ্যাস নাই তেমন। অনলাইনে ব্লগে এসেছি। মিস করেছি আপনাকে।
মোবাইলে অভ্যস্ত হতে হবে। ধন্যবাদ প্রিয় ভাই । ভালোবাসা ।

৪| ০৩ রা জুন, ২০২০ রাত ১১:৩৩

ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ । ভালো আছি করোনা আতংক নিয়ে ।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: করোনা

৫| ০৩ রা জুন, ২০২০ রাত ১১:৪২

সত্যজিত নন্দন ১৬ বলেছেন: সৃষ্টির শুরু থেকে মানুষ অন্য প্রাণীদের ধ্বংস করেই যাচ্ছে, এ আর কি

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শেষ পর্যন্ত চলতেই থাকবে । ভালো থাকবেন আপনি।

৬| ০৩ রা জুন, ২০২০ রাত ১১:৫৬

নেওয়াজ আলি বলেছেন:


মানুষ দিন দিন অমানবিক হয়ে যাচ্ছে














১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অমানবিক হতে হলে আগে মানব হতে হবে

৭| ০৪ ঠা জুন, ২০২০ রাত ১২:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




আলহামদুলিল্লাহ ভালো আছি, গ্রামের বাড়ির জমিজমা নিয়ে কিছুটা ব্যস্ত ছিলাম এখন অনেকটা অবসর। সব মিলিয়ে ভালোই আছি। আপনি সম্ভবত বেশ কিছুদিন ব্লগে ছিলেন না।

২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি সেইসময় অনেকদিন ব্লগে ছিলাম না।

৮| ০৪ ঠা জুন, ২০২০ সকাল ৭:৫৬

ইসিয়াক বলেছেন:





মাঝে মাঝে নিজেকে মানুষ হিসাবে ভাবতে লজ্জাবোধ হয়। মানুষ আরো মানবিক হোক।
শুভকামনা ভাই।

২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মানুষই একমাত্র অমানুষ হতে পারে।

৯| ০৪ ঠা জুন, ২০২০ সকাল ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: মানুষ কতটা নির্মম হতে পারে।

২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মানুষই একমাত্র অমানুষ হতে পারে, নির্মম হতে পারে।।

১০| ০৪ ঠা জুন, ২০২০ সকাল ১০:৫৫

কালো যাদুকর বলেছেন: মানুষ বড় নির্মম হয়ে যাচ্ছে।

চারিদিকে সব আমানবিক কাজ দেখতে দেখতে নিজেকে অমানুষের সঙ্গি মনে হয় সব সময়।

২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মানুষই একমাত্র অমানুষ হতে পারে, নির্মম হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.