নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

সামুতে ব্লগঃ একজন চাঁঁদগাজী , নূর মোহাম্মদ নূরু এবং ব্লগার রাজীব নুর

০৬ ই জুন, ২০২০ দুপুর ১২:৪১

শিরোনামটা ঠিক করে ফেললাম । মূল পোস্টটাও মাথায় গাঁথা আছে । আর আমিও এই মাত্র লেখা শুরু করলাম।

গত বছর ব্লগ ডের কথা। সবাই সবার অভিজ্ঞতা আর অনুভূতির প্রকাশ করছে। আমিও দাঁড়িয়ে গেলাম মঞ্চে । ঠোঁটে শ্রদ্ধেয় চাঁদগাজী স্যারের কথা চলে এলো । অনুভূতির প্রকাশ যখন করছি তখন বললাম । আমার পোস্টে আহমেদ জীএস স্যারের মন্তব্যের জন্য সবসময় অপেক্ষা করি এবং মন্তব্য পেলে আপ্লুত হই। আর সবচেয়ে ভয় হয় যখন নোটিফিকেশন পাই চাঁদগাজী আপনার পোস্টে মন্তব্য করেছে । তিন 'কুল' পড়ে ক্লিক করি ।
ধরেই নেই খুব এটা কড়া মন্তব্য ছুঁড়ে দেয়া হয়েছে ।


আমার ব্লগে উনি খুব বেশি মন্তব্য করেন না। কারণ উনার জন্য আমার ব্লগে তেমন কিছু থাকেনা।
সামুর ইতিহাসে সর্বাধিক মন্তব্য তিনি করে ফেলেছেন। সামুতে তাঁকে উপেক্ষা করার উপায় নেই । উনাকে অভিনন্দন জানিয়ে আমার পোস্ট শুরু করছি।


ইন্ট্রো আপাতত দিলাম লেখা চলবে ।


মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২০ দুপুর ১:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:



স্বপ্নবাজ সৌরভ ভাই লেখাটিকি অসম্পূর্ণ রাখলেন
নাকি ধারাবাহিকভাবে্ পর্ব আকারে চলবে। ভূমিকা
জানলাম এবার মূল পর্ব শুরু হোক।। তা না হলে
শিরোনামের অন্য দূজন অনউজ্জল তারার মতো
দূর আকাশে রয়ে যাবে। :-<

জেলে না গেলে যেমন নেতা হওয়া যায়না তেমনি
জেনারেল না হলে আেলোচনায় আসেন। গাজীসাব
ও তার শিষ্যের এই অভিজ্ঞতা হলো তাই তারা আজ
আলোচিত ব্লগার। আমার কপালে নেতা হবার সৌভাগ্য নাই। :(
তবে এলার্মিং !!! =p~

@ সায়মা মন্ডল আমার দৃঢ় বিশ্বাশ আপনি আমার প্রিয় শায়মা আপুর মাল্টি নন :`>
মন্তব্য বা লেখার সময় বানানের দিকে একটু খেয়াল রাখবেন যাতে করে আমরা কিছু
শিখতে পারি। এখানে লেখালেখি করি কিছু জানানর জন্য তবে ভুল নয়!! আপনারা না শিখালে
আবার পাঠশালার উপর নির্ভর করতে হবে যে :-P

০৬ ই জুন, ২০২০ রাত ৯:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এই পোস্ট দিবো নাকি এখনো দ্বিধায় ভুগছি। সামুর ব্লগারদের নিয়ে একটা সিরিজ চালাতে চেয়েছিলাম । প্রথমেই আপনারা তিন জন চলে আসলেন। কারণ তিনজন একই সুতোয় বাঁধা। আমার খুব প্রিয় । আপনার আর চাঁদগাজীর মধ্যে খোঁচাখুঁচিটা উপভোগ্য
আপনারা দুজন যে অন্তঃপ্রাণ সেটা বলার অপেক্ষা রাখেনা।আর এই কারনে শ্রদ্ধা টা বাড়ে।

ভালো থাকবেন । ব্লগ ডের সাক্ষাতটা মনে থাকবে।

২| ০৬ ই জুন, ২০২০ দুপুর ১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নূর এবং চাঁদগাজী সবার পোস্টে কমেন্ট করেন। এটা তাদের অনন্য বৈশিষ্ট্য। চাঁদগাজীর জন্য রীতিমতো পোস্ট দিয়ে নূর মোহাম্মদ নূরু তাকে ব্লগে ফেরার উদাত্ত আহবান জানিয়েছেন আমার মনে আছে। তবে আপনার পোস্ট অসম্পূর্ণ মনে হচ্ছে কেন যেন। চাঁদগাজী সবচেয়ে বেশি কমেন্ট করেছেন। এ বিষয়ে তিনি হাসান মাহবুব কে টপকে গেছেন। রাজীব নূর ও অনেক কমেন্ট করছেন।

০৬ ই জুন, ২০২০ রাত ৯:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সর্বাধিক মন্তব্যের বিষয়ে একটা টাইপো ছিল ওটা ঠিক করে দিয়েছি। পোস্ট লেখার চেয়ে মন্তব্য করা বেশ কঠিন। পড়তে হয় বুঝতে হয় ভাবতে হয় তারপর মন্তব্য করতে হয়। শ্রদ্ধেয় চাঁদগাজী এই কাজটা করেন তবে কিছু ক্ষেত্রে মনে হয়েছে উনি পুরো পোস্ট না পড়ে ই মন্তব্য করেছেন। এমন হতে পারে কিংবা আমারে ভুল হতে পারে।

শ্রদ্ধেয় নুরু মোহাম্মদ নুরু আর চাঁদগাজীর দুজনার একে অপরের ভালোবাসার কমতি নাই । ব্লগার রাজীব ভাইকেও নুর মোহাম্মদ নুর অনেক স্নেহ করেন।

আমার পোস্টটা অসম্পূর্ণই। চালিয়ে যাব কিনা বুঝতে পারছি না।সামুর ব্লগারদের নিয়ে একটা সিরিজ চালাতে চেয়েছিলাম ।ইনারা তিন জন প্রথমেই চলে আসলেন।

৩| ০৬ ই জুন, ২০২০ দুপুর ১:৩৯

নেওয়াজ আলি বলেছেন: সবই রসুন

৪| ০৬ ই জুন, ২০২০ দুপুর ২:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিক আছে।

৫| ০৬ ই জুন, ২০২০ দুপুর ২:১৫

হাসান মাহবুব বলেছেন: এত স্লো কেন?

৬| ০৬ ই জুন, ২০২০ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: লেখা চলুক--- চলতে থাকুক।

৭| ০৬ ই জুন, ২০২০ বিকাল ৩:২৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

কী যে শুরু হইছে! আচ্ছা, ব্লগ কি এক দু'জনের মধ্যে সীমাবদ্ধ? নাকি এক-দুজনের উপর আরোপিত ব্লগীয় নিয়ম অমান্যকরণের শাস্তির বিরোদ্ধে আমরা যাচ্ছি?
আমাদের অবস্থান কোথায়?

৮| ০৭ ই জুন, ২০২০ ভোর ৬:৫২

সোহানী বলেছেন: চলুক আপনার সিরিজ। এটাও একসময় কালের সাক্ষী হবে!

৯| ০৭ ই জুন, ২০২০ সকাল ৭:২৮

কামরুল ইসলাম রুবেল বলেছেন: সামুতে প্রতিদিনই আসি। সবার লেখাগুলো খুঁটিয়ে পড়ি কিন্তু কেন যেনো কমেন্টস করিনা। পরে ভেবে পেলাম যে জীবনে এখন খুবই সময় সংকট। অন্যেরটা জানবো ঠিকই কিন্তু নিজেরটা বলার মতো সময় করতে গেলে কৃপণতা চলে আসে। পড়ি, চলে যাই। যারা সামুকে নিয়মিত মুখরিত রেখেছেন, তাদের প্রতি শ্রদ্ধা রইলো।

১০| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৬

পদ্মপুকুর বলেছেন: নেওয়াজ আলি বলেছেন: সবই রসুন =p~ =p~ =p~

১১| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৭

পদ্মপুকুর বলেছেন: বাই দ্য ওয়ে, আপনার ছেলেটা কেমন আছে?

২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আপনি অনেকদিন নেই। অনেক কথা ছিল।

১২| ০৭ ই জুন, ২০২০ রাত ৯:২০

ডি মুন বলেছেন: হা হা হা B-)

১৩| ০৭ ই জুন, ২০২০ রাত ৯:২২

নগর মানব বলেছেন: চাঁদগাজী কি কমেন্ট মাফিয়া ।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৫৪

খায়রুল আহসান বলেছেন: সেই সে কবেকার ইন্ট্রো'র পরে তো আজ অবধি আর নতুন কিছু এলো না!
লেখাটা তো খুব ইন্টারেস্টিংই হবে বলে মনে হচ্ছে, যদি নিয়মিত চালিয়ে যেতে পারেন।

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ইন্ট্রো দিয়ে আর কতদিন আমাদের অপেক্ষায় রাখবেন ?

১৬| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:





স্যরি, আপনার এই পোষ্টটা আমি দেখনি; আমার মন্তব্য আোনেক আলোচনা হয়েছে, আমার নিজের ষ্টাইল বডলাতে হয়েছে; কারণ, মন্তব্যের কারণে, শুধু সামুতে আমার ৬টা নিক ব্যান খেয়েছে।

১৭| ১৪ ই অক্টোবর, ২০২১ ভোর ৬:৩০

কামাল১৮ বলেছেন: @মোহাম্মদ সাজ্জাদ হোসেন,অনেক দিন পর দেখলাম। কেমন আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.