নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি অশ্লীল কবিতার একটি......

১৬ ই জুন, ২০২০ রাত ১২:০৫


আমজনতা নাম লেখাচ্ছে
দামড়া গরুর দলে...
কি অশ্লীল! কি অশ্লীল... এও কি হয়?
কেন হবেনা!-ঝামটা দিলো খ্যামটা বুড়ি।
খ্যামটা বুড়ির মাথায় ঘোমটা
লাজুক নববধু , সতী... অক্ষত হাইমেন!
কি অশ্লীল! কি অশ্লীল...

দামরা গরুরা ফুলে ফেঁপে ঢোল হয়
ডোবায় মরা ব্যাঙের মত ফুলে ওঠে পেট
পুঁজিবাদ মুচকি হাসে
আর খ্যামটা বুড়ি অক্ষত হাইমেনে
অসংখ্য কীট পতঙ্গের ছোঁয়ার আনন্দে খ্যাঁকখ্যাঁক করে হাসে আর বলে কি অশ্লীল! কি অশ্লীল...

বিলবোর্ড থেকে বেডকাভার
খাটের কোনায় কামার্ত আঁচড়
দুমড়ে মুচড়ে বালিশ চাদর
খ্যামটা বুড়ির মাথায় ঘোমটা
লাজুক নববধু...ঝামটা দিয়ে বলে-
'আমি এমন কিছু করবো না, যেখানে ভালোবাসা নেই!'
আহা... কি অশ্লীল! কি অশ্লীল..

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২০ রাত ১২:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




সোস্যাল মার্কেটিং কোং এসএমসি’ ও তাদের বিজ্ঞাপণ প্রতিষ্ঠান এর কিছু অসুস্থ মানুষ মিলে বিলবোর্ডে এই ছবিটি টানায় স্থান ঢাকা বিমান বন্দর রোড, রেডিসন হোটেল। পরবর্তীতে ঢাকা ক্যান্টনমেন্টের অভিযোগে বিলবোর্ডটি তারা নামাতে বাধ্য হয়।



১৬ ই জুন, ২০২০ রাত ১২:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই বিলবোর্ড নিয়ে আমার আরো একটা কবিতা আছে ।
আমার এই কবিতা মুলতঃ লোলুপ আমজনতা, পুঁজিবাদ, নারী সর্বস্ব বিজ্ঞাপন, সুন্দরী প্রতিযোগীতার আড়ালে পুরুষের ফাইদা আর সতী সাবিত্রী কিছু খ্যামটা বুড়িকে ভেবে লেখা।
ধন্যবাদ মন্তব্যে প্রিয় শ্রদ্ধেয়। একসময় উত্তরা যাওয়ার পথে বিলবোর্ড টা চোখে পড়তো। বিলবোর্ড উত্তোলনের নীতিমালা কি সেন্সর বিহীন?

২| ১৬ ই জুন, ২০২০ রাত ১২:৪৭

নেওয়াজ আলি বলেছেন: পরিপাটি লেখা ।

১৬ ই জুন, ২০২০ রাত ১২:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ নেওয়াজ ভাই। ভালো থাকবেন । বহু দিন পর বোধহয় প্রতিত্তুর দিচ্ছি ।

৩| ১৬ ই জুন, ২০২০ রাত ১:২২

অগ্নি সারথি বলেছেন: আহা কি অশ্লীল! কি অশ্লীল!

২০ শে জুন, ২০২০ সকাল ৭:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জাত গেল জাত গেল ☺

৪| ১৬ ই জুন, ২০২০ সকাল ৯:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অমন করে বলতে নেই কবি!

শ্লীল অশ্লীলের পর্দা উঠে যাবে যে ;)

২০ শে জুন, ২০২০ সকাল ৭:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আর বলবো না গুরুজী! ভালো থাকবেন।

৫| ১৬ ই জুন, ২০২০ সকাল ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: শ্লীল অশ্লীল। বিষয়টি এমন পাঁচ সন্তানের জননী জানে না লীলা কি। শুধু জনসংখ্যা বাড়ে। হা হা হা।

২০ শে জুন, ২০২০ সকাল ৭:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শ্লীলতার লীলা প্রিয় কবি।

৬| ১৬ ই জুন, ২০২০ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: ভরপুর অশ্লীলতায় লেখা আপনার পক্ষে সম্ভব না।

২০ শে জুন, ২০২০ সকাল ৭:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
তা ঠিক রাজীব ভাই।

৭| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:১৫

সাইন বোর্ড বলেছেন: অনবদ্য !

২০ শে জুন, ২০২০ সকাল ৭:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ সাইন বোর্ড আপনাকে।

৮| ১৬ ই জুন, ২০২০ রাত ৮:২৯

বিজন রয় বলেছেন: আপনি কেমন আছেন?

ব্যতিক্রমী কবিতা।

আর একটু নিয়মিত হবেন?

২০ শে জুন, ২০২০ সকাল ৭:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নিয়মিত হতে পারছি না বিজন দা।
মানসিক পরিস্থিতি ভালো না।

৯| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১২:৫৪

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ভাল লাগলো। শুভেচ্ছা।

১০| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ৮:০৭

খায়রুল আহসান বলেছেন: কেন জানি কবিতাটা ভাল লাগলো না। অথচ জানি যে আপনি ভাল কবিতা লেখেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.