নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
আজ ১৮ ই নভেম্বর ২০২০। আমি দিন তারিখ খুব হিসেবে করে চলি। একেকটা দিনের প্রস্থান মানে আরো একটা হারিয়ে ফেলার আক্ষেপ। এই আক্ষেপ কে জড়ো করতে করতে , একেকটা দিন পার হয়ে যায়। বসন্তের পর বসন্ত , পূর্ণিমার পর পূর্ণিমা পেরিয়ে যায়। ছেলেবেলা থেকে হারিয়ে যায় - শেষ রমজানে চাঁদ দেখার উত্তেজনা ,ঈদের দিনের আগের রাতগুলোর উৎকণ্ঠা কিংবা ঈদের সকালে সবার আগে ঘুম থেকে ওঠা। সবচেয়ে মজার শৈশব নিমেষেই হারিয়ে গেলো।শৈশবের মাছ ধরা ছিপ আমার মতোই ছিপছিপে ছিল। ইমরান খান লেখা ক্রিকেট ব্যাটটা ঘুণে খেয়েও ঘুণ ধরাতে পারেনি স্মৃতিতে। শৈশবের বইয়ের ভান্ডারের কত বই উঁইয়ে কেটেছে , ইঁদুরে কেটেছে কিন্তু স্মৃতির নাগাল পাইনি। ইঁদুরের কি আর সাধ্যি ?
মনে আছে , জেনারেল এরশাদের আমলে শিক্ষক আন্দোলন চলছে। অনশন চলেছে।আব্বা আম্মার সাথে আমি প্রভাত ফেরিতে।খালি পায়ে হেঁটে যাচ্ছেন সাদা মানুষ গুলো।আমি ঘুরছি এই কোলে থেকে ওই কোলে , আমার আশে পাশে অনেক মানুষ। সাদা মানুষ। অস্পষ্ট স্মৃতি তবে বিভ্রম নয়। সেই ছোট্টবেলায় আমি আন্দোলনের সাথী হয়ে গেলাম। কি ভাগ্যবান আমি।
ইদানিং পাকা দাঁড়ির পরিমান বাড়ছে। কিছুদিন আগেও সংখ্যা দিয়ে নির্ণয় করা যেত , আজ পরিমানে পরিণত হয়েছে। চোখের নিচে স্পষ্ট দাগ আর কুঁচকানো কপালের ভাঁজে বয়স নামক ভয়ঙ্কর জিনিসটা প্রতিনিয়ত স্পষ্টতর হচ্ছে। বয়স বেড়ে যাওয়া খুব ভয়াবহ ব্যাপার। তীব্র আক্ষেপ টা খুব দ্রুত জমাট বাঁধে বুকে। তীক্ষ্ণ পেরেকের খোঁচা দেয়। সেই রকমারি শৈশব সেই তীক্ষ্ণ পেরেকে আরো বেশি শান দেয়।
শৈশবে একটা রাশিয়ান বই পড়েছিলাম। সাতরঙা ফুল।সাতটা পাঁপড়ি সাত রঙের। সেই ফুল কোন সাধারণ ফুল নয়। যেনতেন ফুল নয়। এইফুল ইচ্ছে পূরণ ফুল , সাতটি পাঁপড়িতে সাতটা ইচ্ছে। শুধু মন্ত্র পড়ে উড়িয়ে দিলেই হল , পাঁপড়ি মাটিতে পড়ার সাথে সাথেই ইচ্ছা পূরণ হয়ে যাবে। আমার একটা সাতরঙা ফুল চাই! মন্ত্র আমার জানাই আছে , ইচ্ছেটাও ঠিক করা আছে। শুধু , শুধু আমার একটা সাতরঙা ফুল চাই। আমি সেই ফুলের একটা পাঁপড়ি উড়িয়ে দেব ----
১৮ই নভেম্বরে শুরু করেছিলাম। আবার ফিরে আসি। নাহ , ভুল বললাম -- ফিরে যায়। বেশ কয়েকবছর আগে - ১৮ই নভেম্বরে। ভেড়ামারা হাইস্কুলের হেডস্যার চেয়ারে বসে আছেন , তার সামনে পরীক্ষার খাতা। তিনি খাতা দেখছেন। টেবিলের রাখা এককাপ চা। তার মন নেই। তার মন পড়ে আছে - ভেড়ামারা ফেরি ঘাট পেরিয়ে , পাকশী ঘাট হয়ে সাহাপুরের বিশাল আম গাছেরটার পাশের বাড়িতে। তিনি ছটফট করছেন। ভেড়ামারা জংশন থেকে ট্রেন ধরলে কিন্তু খুব সহজেই পাকশী চলে যাওয়া যায়। পরমুহূর্তেই তিনি একটা সুসংবাদ পেলেন। খবর এলো ওই বিশাল আম গাছওয়ালা বাড়ি থেকে। ঐ বাড়িতে এক শিশু জন্ম নিয়েছে । তিনি উঠে দাঁড়ালেন। তার তামাক আর হাতে সিগারেট বানানোর সরঞ্জাম তুলে রাখলেন টিনের সুটকেসে। ঠিক করলেন , তিনি আর কোনদিন সিগারেট খাবেন না।
তার সিগারেট ছেড়ে দেয়ার বয়স অনেক হয়ে গেছে। ঠিক আমার বয়সের সমান!
১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৩৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন সমসময়।
২| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া, সুন্দর সুস্থ ও নিরাপদে থাকুন আগামী দিনগুলোতে। অনেক দিন পর দেখলাম আপনাকে। আল্লাহ ভালো রাখুন স্বপরিবারে
২০ শে নভেম্বর, ২০২০ রাত ১:৪৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আপা। অনেকদিন ধরে অনিয়মিত আমি । ভালো থাকবেন ।
৩| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:২১
রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম ভাই সাহেব।
শুভ জন্মদিন। কেক আর কোক কি খাওয়াবেন?
১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৩৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কাল গাউছিয়া/কাঁটাবন এর দিকে আসবেন কি?
৪| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৮
রাজীব নুর বলেছেন: সাতরঙা ফুল তো হয় না। তবে যদি চান তো কাগজ দিয়ে বানিয়ে দিতে পারি।
২০ শে নভেম্বর, ২০২০ রাত ১:৪৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দিতে পারেন রাজীব ভাই
৫| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:২৯
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা জানাই অবিরাম হে সুপ্রিয়।
২০ শে নভেম্বর, ২০২০ রাত ১:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন । শুভকামনা রইল । হ্যাপি ব্লগিং
৬| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫১
কবিতা পড়ার প্রহর বলেছেন: শুভ জন্মদিন।
২০ শে নভেম্বর, ২০২০ রাত ১:৪৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । ব্লগে অনিয়মিত বলেই আপনার লেখা মিস করেছি । সময় করে পড়তে বসবো । ভালো থাকবেন ।
৭| ১৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩০
চাঁদগাজী বলেছেন:
জন্মদিনের অভিনন্দন।
চাকুরীর বদলে অন্য কিছু করা যায় কিনা দেখেন; আপনি কোথায় থাকেন?
১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১:০৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়। ভালো থাকবেন । মাথা ইদানীং কাজ করে না। কি করবো বুঝতে পারছি না।
২০ শে নভেম্বর, ২০২০ রাত ১:৪৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি কয়েকদিনের জন্য ঢাকাতে আছি । সামনের সপ্তাহে বাড়িতে ( কুষ্টিয়াতে) চলে যাব ।
৮| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৮:১০
মিরোরডডল বলেছেন:
আজ আমার নেফিও আর এক কাজিনের বার্থডে । ওদের দুজনকে জাস্ট উইশ করেই আমি ব্লগে আসলাম ।
আর এসেই দেখি আমাদের ব্লগের রাশান রাজপুত্র ইভানুস্কাটার আজ বার্থডে ।
শুভ জন্মদিন সৌরভ ! অনেকদিন পর দেখছি ।
১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: রাশান রাজপুত্র! ! কি চমৎকার না বললেন। অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন । ব্যক্তিগত ঝামেলায় আছি । তাই সময় দেয়ার মত মন তৈরি হচ্ছে না।
১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার খাইরুল আহসান আপনার এই মন্তব্য আর ছবি নিয়ে চমৎকার মন্তব্য রেখেছেন।
৯| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৪
এইচ তালুকদার বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা
২০ শে নভেম্বর, ২০২০ রাত ১:৫০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । আপনাকে দেখে ভালো লাগলো । ভালো থাকবেন ।
১০| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১:৩৫
নেওয়াজ আলি বলেছেন: শুভ জন্মদিন, শুভ কামনা।
২০ শে নভেম্বর, ২০২০ রাত ১:৫০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো থাকবেন ভাই । অনেক ধন্যবাদ । শুভকামনা ।
১১| ২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভেড়ামারা হাইস্কুলের হেডস্যারের জন্য দোয়া করছেন আরেকজন বাবা যিনি নিজেন জীবনের চেয়েও সন্তানদের ভালোবাসেন। আপনার আব্বার কাছে আমার দোয়া পৌছে দিবেন প্লিজ।
শুভ জন্মদিন সৌরভ ভাই।
১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেখতে দেখতে আরো একটা জন্মদিন চলি আসলো প্রায়। অনেক ভালো থাকবেন। আব্বা খুব অসুস্থ । আপনাদের দোয়া কাজে লাগবে। ভালো থাকবেন।
১২| ২৬ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৮
খায়রুল আহসান বলেছেন: জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন!
কততম হলো? অনুমান করছি, আপনি এখন মধ্য ত্রিশের কোঠায়।
আপনার শিক্ষক পিতা বেঁচে আছেন? তাঁকে সালাম ও শুভেচ্ছা!!!
ছোটবেলায় রেডিওতে "অনুরোধের আসর" এর গান শোনা আমার জন্য বিনোদনের একটি অন্যতম মাধ্যম ছিল। তখন শুনতে শুনতে পত্রপ্রেরকদের কয়েকটি জায়গার নাম আমার কন্ঠস্থ এবং কর্ণস্থ হয়ে গিয়েছিল। তার মধ্যে কয়েকটিঃ
ভেড়ামারা, কুষ্টিয়া।
পাকশী, পাবনা।
শান্তাহার, নওগাঁ।
ভুরুঙ্গামারি, কুড়িগ্রাম।
আপনিও সেই ভেড়ামারার সন্তান জেনে কথাটি মনে পড়ে গেল।
১৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:০৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন্তব্যে বড় কিছু লেখা উচিত ছিল। জমা করে লেখলাম। একদিন লিখবো। ভালো থাকবেন আপনি।
১৩| ২৬ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩২
খায়রুল আহসান বলেছেন: মিরোরডডল এর মন্তব্য, মন্তব্যের ছবি এবং ছবি'র কথা সবগুলোই খুব ভাল লেগেছে।
১৪| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:১৮
খায়রুল আহসান বলেছেন: আজ নোটিফিকেশনে দেখলাম, আপনি আমার দুটো মন্তব্যেরই উত্তর দিয়েছেন। কিন্তু পোস্টে এসে দেখলাম, কোন প্রতিমন্তব্য নেই। কয়েকবার রিফ্রেশ করলাম, দেখি তাও নেই। তাই আবার ফিরে গেলাম।
১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দুঃখিত । ভুল কোন উত্তর দিয়েছিলাম বোধহয় তাই মুছে দিয়েছি।
আমার বয়স ৩৫ এর উপরে ☺। ভালো থাকবেন আপনি। মূল মন্তব্যের জন্য ভালো প্রতিউত্তর খুঁজছে ।
১৫| ১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৮
পদ্মপুকুর বলেছেন: আপনি কই? আপনাকে মিস করছি।
১৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:০৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন্তব্য রেখে গেলাম।
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫০
করুণাধারা বলেছেন: শুভ জন্মদিন! শুভকামনা।