নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
সন্ধ্যেবেলার নাস্তাটা বেশ
বিস্কিট আর চায়ে
গাজায় মরছে মানুষ গুলো
রক্ত মাখায় গায়ে
মগজ গুলো ছিটকে বেড়োয়
ছিন্ন দুখান পা
এমন রাতে বড্ড ভালো
দুধ ছাড়া রং চা
ভীষণ রকম মানববাদী
সাম্যের কথা বলে
তারাই আবার স্নান করে
মগজ গলা জলে!
-----
শুভ রাত্রি । মহাপৃথিবীর জন্য শুভকামনা রইলো ।
২৯ শে আগস্ট, ২০২১ রাত ২:২২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ১৭ ই মে, ২০২১ রাত ৩:৪১
রাজীব নুর বলেছেন: আজকাল ব্লগে আপনাকে দেখি না।
আপনাকে নিয়মিত ব্লগে দেখতে চাই।
২৯ শে আগস্ট, ২০২১ রাত ২:২২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নিয়মিত হতে আমারো মন চাই।
৩| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১:২৯
আমি সাজিদ বলেছেন: গাজা যতোটা না হাইলাইটেড হওয়া দরকার, তার চেয়ে বেশী হচ্ছে৷ ইয়েমেনে এদিকে খাবারের অভাব, সিরিয়ানরা খুব কষ্টে আছে৷
২৯ শে আগস্ট, ২০২১ রাত ২:২৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠিক বলেছেন । ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৭ ই মে, ২০২১ রাত ৩:৪০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।