নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

যদি সহস্র শব্দের উৎসব থেমে যায়

০৭ ই জুলাই, ২০২১ রাত ১:৪১


১.
সকাল ৫: ৩০। ভোর আর সকালের মধ্যে পার্থক্যটা ঠিক ধরতে পারছি না। সাড়ে পাঁচটা কি ভোর? সারারাত ঘুমতে পারিনি। এপাশ ওপাশ করছি শুধু। ফ্যানের বাতাস যেন একফোঁটাও গায়ে লাগে না কিন্তু ফ্যান চলেছে ফুল স্পীডে। মাথার ভেতর হাজারটা মানুষ কথা বলে। ঘুমাতে দেয় না একটুও। কয়েক মাস ধরে এভাবেই চলছে । করোনা মহামারী তে ঢাকার রুজিরোজগার ছেড়ে বাড়িতে চলে এসেছি প্রায় এক বছর । বাড়িতেই আছি।
বিছানায় আর থাকতে ইচ্ছে করছে না। মাস্কটা পরে বাড়ি থেকে বের হলাম হাঁটতে । এতো সকালে অনেকদিন হাঁটিনা।
হাঁটতে ভালোই লাগছে। কিন্তু পরিবেশটা স্বাভাবিক না। চারিদিকে কেমন গুমোট ভাব। সময়টা করোনায় আক্রান্ত ।আমি হাঁটছি। চেয়ারম্যান মোড় হয়ে ক্যানেলের দিকে চলে যাবো। ঐখান দিয়ে হাঁটতে হাঁটতে সাবজোন রোড হয়ে বাড়ি । এই সাতসকালে বেপরোয়া ট্রাক গুলো শাঁ শাঁ করে চলে যাচ্ছে। সতর্কতার কোন বালাই নাই। আমি রাস্তা পাড় হবো। ঐ পাড়ে নাঈমদের বাড়ি। তারপর 'সুশীলা ভবন' , আর ঐতো বট গাছ আর ব্রীজ.....


২।
আম্মা..আম্মা। বেশ কয়েকবার ডাকলাম । কলিংবেল দিচ্ছি না। সবাই জেগে যাবে। এতো সকালে জাগাতে ইচ্ছা করছে না।
আম্মা.. আম্মা। আম্মার তো সকালে উঠে পড়ার কথা। শুনতে পাচ্ছে না নাকি?
'মিলি, মিলি। সৌরভ বাইরে ডাকছে। ' আব্বার গলা। আব্বা উঠে পড়েছে। নাকি ভোরে উঠে আর ঘুমায় নি। বুকের মধ্যে হঠাৎ একটা ধাক্কা লাগলো। দৃশ্যপট পরিচিত মনে হতে লাগলো। মনে হলো এমন ঘটনা আগেও ঘটে গেছে। হাঁটতে বের হওয়া , চেয়ারম্যান মোড়, নাঈমদের বাড়ি, সুশীলা, বেপরোয়া ট্রাক ....
আম্মা... আম্মা। আম্মা চাবি হাতে হেঁটে আসছে। পেছনে লাঠি ভর দিয়ে আব্বা।
'তাড়াতাড়ি গেট খোল। পুরো শরীর ভেজা। গোসলে যাবো। '--- আমি তাড়াহুড়া করি।
আব্বা বললেন , 'কোথায় গেছিলি?'
আমি বললাম, ' হাঁটতে। সারারাত ঘুম হয়না।'
আমি সোজা চলে এলাম কল পাড়ে। পানির মেশিন ছেড়ে গোসল করা আমার অভ্যাস ।
মনের অস্থিরতা যাচ্ছে না । প্রতিটি ঘটনা পুণঃপ্রচার মনে হচ্ছে । মনে হচ্ছে । মনে হচ্ছে আমি গোসল করবো আর আব্বার মোবাইলে কল আসবে। আচ্ছা আমার মোবাইলটা কোই?
আব্বার মোবাইলে নোকিয়া টিউন বেজে উঠলো। কে , কি ,কোথায়...? তিনটি শব্দ কানে ভেসে এলো।
আমি মাথায় পানি ঢালছি। ঠান্ডা পানি। আরে, পানি এতো লাল কেন? নাকি রক্ত??


৩।
গোসল শেষ। খুব ক্লান্ত লাগছে। ঘুম ঘুম লাগছে। বিছানায় গিয়ে ঘুমাবো। বারবার দেখা স্বপ্নের পরিচিত দৃশ্যপট এতো বাস্তবিক হতে পারে? আমার সাথে না ঘটলে হয়তো বুঝতে পারতাম না।
ভাবছি কাল সকালে আবার হাঁটতে যাবো।
চেয়ারম্যান মোড়, নাঈমদের বাড়ি, সুশীলা , বেপরোয়া ট্রাক ....

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




করোনা মানবজাতির কি কি ক্ষতি করবে আমি সঠিক জানিনা, তবে এই ব্যাপারে আমি নিশ্চিত করোনা সমগ্র বিশ্ববাসীকে অলস করে দিবে।



০৭ ই জুলাই, ২০২১ রাত ২:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মস্তিষ্ক অলস হয়ে গেছে। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । এক স্বপ্ন দুইবার দেখেছি । আজ সকালে হুট করে ঘটনা গুলো মিলতে ছিল। এটাকে কি বলে?

২| ০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:০৮

হাবিব বলেছেন: অনেকদিন পর আপনার দেখা পেলাম। কেমন আছেন?

২৯ শে আগস্ট, ২০২১ রাত ২:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জ্বী অনেকদিন পর। এই ঘটনাটাই ব্লগে লিখতে বাধ্য করলো। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি।

৩| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১:২৭

আমি সাজিদ বলেছেন: অনেকদিন পর। কেমন আছেন ভাই?

২৯ শে আগস্ট, ২০২১ রাত ২:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেকদিন পর। কেমন আছেন? আমি সুস্থ আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.