| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
 
কবির সাথে দেখা হয়না অনেকদিন।
আগে দেখা হতো নিয়মিত।
সকালটাকে তিনি বিকেলের 
চৌরাস্তায় নিয়ে যেতে পারতেন, তীব্র গ্রীষ্মে বর্ষা নামাতেন তুমুল তোড়ে। 
রোদের আক্রোশে গা এলিয়ে তিনি
ভাসতেন জোছনাবিহারে। 
শহরের অবাঞ্ছিত ধুলিকণায় তিনি লিখতেন বকুল আখ্যান ।
এই শহরে সন্ধ্যা নামলেই তিনি ভীষণ প্রেমে পড়তেন প্রেমিকার খোলা চুলে, 
গরম চায়ের কাপে লেপ্টে দিতেন দুটো ঠোঁট 
যেন সুতীব্র চুম্বনে!
কবির সাথে অনেকদিন দেখা হয়না।
মনে আছে শেষ দেখা হয়েছিল-
"বাটা সিগন্যাল থেকে তেলের মিলের গলি 
 এ শহরে নামে আচমকা গোধূলি ।"
তিনি খানিক চুপ করে থেকে বললেন,  এতো অভিমান কেন কবি?
আমিও চুপ করে থেকে বলিনি কিছু ।
কবির সাথে দেখা হয়না ইদানীং।
দেখা হয়নি বহুদিন।
আসলে কবির সাথে কোনদিনই দেখা হয়নি স্বশরীরে!
না মাঠে না বিলাসবহুল শপিং কমপ্লেক্সে , এমন কি শীতাতপ নিয়ন্ত্রিত কর্পোরেট অফিসে। 
কোথাও সেভাবে মুখোমুখি বসিনি
হাই হ্যালো যাবতীয় কুশলাদি বিনিময়, কোনটাই হয়ে ওঠেনি।
 কারণ কবিদের সাথে সাক্ষাত হয় ভীষণ অভিমানে
আক্ষেপে, যাতনার তীব্রতায় , দ্রোহে আর আকাশ থেকে নেমে আসা অজস্র  পংক্তিমালায়! 
______
উৎসর্গঃ কবি জাহিদ অনিক।
 
১৮ ই অক্টোবর, ২০২১  বিকাল ৫:২৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার । আশাকরি কবি ফিরে আসবে। আপনি নিয়মিত পোষ্ট দিচ্ছেন দেখে ভালো লাগছে ।
২| 
১৮ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে।
 
১৮ ই অক্টোবর, ২০২১  বিকাল ৫:২৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বৃষ্টি হচ্ছে । আপনার ছাতাটা দেন।ভালো থাকবেন আপু। অনেক ধন্যবাদ ।
৩| 
১৮ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:১৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালো লেগেছে। উৎসর্গটাও। + +
 
১৮ ই অক্টোবর, ২০২১  বিকাল ৫:৩১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বেশি চিন্তা না করেই লেখা, কোন ড্রাফট ছাড়া । বাজে অভ্যাস টা ছাড়তে পারছি না। তবে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে । আর উৎসর্গ করতে ভালোই লাগে। ভালো থাকবেন আপনি ।
৪| 
১৮ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন: জাহিদ অনিক অনেকদিন আসেনা ব্লগে। কবিতা সুন্দর হইছে।
 
১৮ ই অক্টোবর, ২০২১  বিকাল ৫:৩৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: উনি সম্ভবত ব্যস্ত । লেখা লেখি নিজের ব্লগেও লেখালেখি করতে পারেন। উনি আমার খুব প্রিয় কবি। আপনাকে অনেক ধন্যবাদ ।
৫| 
১৮ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:৪০
মনিরা সুলতানা বলেছেন: ওয়াও !! 
মুগ্ধতা আর মুগ্ধতা।
 
১৮ ই অক্টোবর, ২০২১  বিকাল ৫:৩৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ বুবু। কবি ফিরে আসুক। ভালো থাকবেন ।
৬| 
১৮ ই অক্টোবর, ২০২১  দুপুর ১:০২
শায়মা বলেছেন: কবি এখন বিজি আছে মনে হয় তাই কবিতায়ও দেখা নেই।
সংসার সমুদ্দুরে ডুবে গিয়ে বা পার্থীব জগতের লীলাখেলায় কবিরা আজকাল কবিতা হারাচ্ছে। 
 
১৮ ই অক্টোবর, ২০২১  সন্ধ্যা  ৭:৪৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিরাও তো মানুষ! !
৭| 
১৮ ই অক্টোবর, ২০২১  বিকাল ৩:৩৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন। ভাষা সুন্দর এবং শ্রুতিমধুর।  
জাদিদ অনেক ভালো একটা ছেলে। কবিতাও ভালো লাগে। ইদানং সে ব্লগে আসে না। হয়তো অফিস নিয়ে ব্যস্ত।
 
১৮ ই অক্টোবর, ২০২১  সন্ধ্যা  ৭:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।একজন প্রিয় কবি ফিরে আসুক। আহবান জানায়।
৮| 
১৮ ই অক্টোবর, ২০২১  রাত ১০:৪৭
রূপক বিধৌত সাধু বলেছেন: রমনাপার্কে গেলাম সেদিন। যে জায়গায় বসেছিলাম, সেখানে অনেক বকুল গাছ। মহিলারা ফুল কুড়িয়ে মালা বানাচ্ছিল।
 
১৯ শে অক্টোবর, ২০২১  রাত ১২:২৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নমনায় বহুদিন যায়না। একদিন গিয়ে দেখে আসবো। বকুল মালায় সুখ দুঃখের কাব্য বুনবেন কোন এক কবি। ভালো থাকবেন আপনি।
৯| 
১৯ শে অক্টোবর, ২০২১  ভোর ৫:৫০
আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,
মগজের গলি থেকে বাঞ্ছিত আখ্যানগুলো গোধূলির চৌরাস্তায় নামিয়ে দিতে পারে যে কবি, অভিমানী হওয়া তাকেই মানায়!
সে অভিমান ভাঙাতে নেই! অভিমানের জোছনাবিহার একমাত্র তারই পুরুষকার ! 
স্বপ্নের মতো ঘোর লাগা কবিতা.....
 
১৯ শে অক্টোবর, ২০২১  সকাল ১১:৪০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 
শ্রদ্ধেয় আহমেদ জী এস স্যার, 
আপনি কবির কবিতার সাথে কবিকেও পড়ে ফেলতে পারেন। অনেকদিন পর একটা কবিতা পোষ্ট করলাম একজন কবির উদ্দেশ্যে। আশাকরি আহবানে সাড়া দিবেন তিনি।  
আমার ভীষণ বদ অভ্যাস হচ্ছে কবিতা গুলো আমি কাগজ কলমে লিখিনা। সরাসরি লিখে পোস্ট করি। ড্রাফট রাখা হয়না। কোন সংশোধন করা হয়না । অনেক শব্দ আর অনেক বাক্য চোখে লাগে কিন্তু পরবর্তীতে আর ইচ্ছা হয়না। 
আমার কবিতা আপনাকে স্বপ্ন আর ঘোরে নিয়ে গেছে। বলতে পারেন পরম পাওয়া আমার কাছে । 
ভালো থাকবেন প্রিয় মানুষ ।
১০| 
২৯ শে অক্টোবর, ২০২১  দুপুর ২:৩২
জাহিদ অনিক বলেছেন: স্বপ্নবাজ সৌরভ ভাই, 
আপনার এই পোষ্টটা আমি বেশ কয়েকবার পড়েছি। 
কবিতাটা সত্যিই দুর্দান্ত হয়েছে। আমাকে উৎসর্গ করে লিখেছেন এতে একইসাথে আমি উদ্বেলিত এবং ব্রিব্রতবোধও করছি কিছুটা। 
 
  
 
একটা মিশ্র, তবে ভালো মিশ্র অনুভূতি হচ্ছে। আমাকে নিয়া এইভাবে কেউ ভেবে লিখবে এ আশা করি নি তো আসলে! 
অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর কৃতজ্ঞতা জানবেন।
 
০৬ ই নভেম্বর, ২০২১  রাত ১২:২২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একদিন দেখা হবে কবি। তখন ধন্যবাদ ফেরত দিব। কে জানে ঐ বাটা সিগন্যালেই...
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:০১
জুল ভার্ন বলেছেন: চমতকার কবিতা।