নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

ফড়িংয়ের সাথে তেপান্তর.....

০৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:১৭



ফের ফিরে দেখা ফেলে আসে শৈশব
ওয়েস্ট বাস্কেটে মোচড়ানো কাগজের মত পড়ে থাকা স্মৃতি।

ভেবেছিলাম পাখি হব অথবা আকাশ, পাখির জন্য আকাশ;
সুবিশাল নীল!
অতপর আকাশ খুঁজিনি,
খোঁজা হয়নি পাখির হলদে ডানায়
ঝলমলো রৌদ।
আকাশের নীল সুবিশালতার সীমানে পেড়িয়ে হন্যে হয়নি।

একসময় শখ ছিলো ছোট্ট ডানার সবজে ঘাস ফড়িং, কাশবন
কুমড়ো ডগায় তিড়িং বিড়িং।

সবুজ খোঁজা হয়নি
ফড়িংয়ের সাথে তেপান্তর
দেখা হয়নি।
বড় হয়েছি আর শুধু বুড়ো হয়েছি।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:৩৬

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,




সুন্দর বলেছেন - বড় হয়েছি আর শুধু বুড়ো হয়েছি। খোঁজা হয়নি নাকি অনেক কিছুই।
আপনার মতো কেউ কেউ কিছু খুঁজে পেলেও ধরে রাখতে পারেনি । ধরে রাখতে পারেনি অনন্ত সময়, উথাল কৈশোর, সুবাতাস, পৌষের মেলা, অরণ্যের দিনরাত্রি, পূর্নিমার চাঁদ, হরিদ্র সকাল, ইছামতির ঢেউ, নীলাঞ্জনার শাড়ীর আঁচল । 

ফেলে আসা শৈশবের দোমড়ানো স্মৃতি নিয়ে আমার লেখার একটি লিংক দিলুম -
মাঝে মাঝে ........

০৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
স্যার অনেক দেরি করে উত্তর দিচ্ছি। তবে কবিতা পড়ে ফেলেছি তখনই।

ভালো থাকবেন আপনি। আপনার মন্তব্য বরাবরই আমার পোস্টার চেয়ে অর্থবহ। অনেক ধন্যবাদ।

২| ০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৮

জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন।

০৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভালো থাকবেন আপনি। অনেক ধন্যবাদ।

৩| ০৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
ভাষা সুন্দর।

০৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।

৪| ০৬ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২০

মিরোরডডল বলেছেন:



বড় হয়েছি আর শুধু বুড়ো হয়েছি।

তা কেনো !
প্রতিটা বয়সের একটা নিজস্ব সৌন্দর্য আছে ।
কৈশোর শৈশব যেমন মিস করছে এখন, কিছুদিন পর ঠিক একইভাবে এই সময়টাকে মিস করবে ।
বর্তমানকে ভালোবেসে এঞ্জয় করে মেমরেবল করে তোলার মাঝেই আনন্দ !

আমার সৌরভ এখনো বালক ইভানুস্কা । বড় হয়নিতো :)


০৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা করছি। প্রতি সময়ই উপভোগ্য। ভালো থাকবেন। ছোট ইভানুস্কা ভালো আছে।

৫| ২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫২

প্রত্যাবর্তন@ বলেছেন: আহা! এই দীর্ঘশ্বাস অনেকেরই।

০৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হমম দীর্ঘশ্বাস!!

কি আর করা বলুন।

ভালো থাকবেন। ধন্যবাদ জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.