নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আমি কোন ব্লগার নই তবে আমার একটা রাশিয়ান শৈশব আছে

২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৯



শুভ অপরাহ্ন। এই দুপুরে ঘুমঘুম চোখে খুব সহজেই কিন্তু শৈশবে ফিরে যাওয়া যায়। আমার দিব্যি মনে আছে দুপুরের খাওয়ার পর রাশিয়ান বই পড়তে পড়তেই ঘুমিয়ে যেতাম খুব ছোট বেলায়।

প্রগ্রতি প্রকাশনের ছাপাখানা বন্ধ হয়েছে বহু বছর আগে।এখনকার বাচ্চাদের কাছে সেই বই গুলো নেই। অনেকে শৈশবের মহামূল্যবান সম্পদ গুলো আজ আগলে রেখেছেন , বুক সেলফে রঙিন সেই শৈশব সবচেয়ে বেশি ঝলঝল করে , ঝকঝকে সোভিয়েত শৈশব।

খুব ছোটবেলায় যখন আব্বা আমাকে বই পড়ে শোনাতেন , যখন আমি বানান করেও পড়তে পারতাম না , যখন আমি স্কুলেও যেতাম না -- তখন থেকেই রাশিয়ান বইগুলো আবার সাথেই আছে। তাই সেই 'ছোটমানুষের ' বইগুলোকে মাঝে মাঝে আমি শৈশবের স্কুল বলে ডাকি !

আমি বই অনেক বই পেয়েছিলাম উত্তরাধিকার সূত্রে , বড় বোনদের থেকে। আব্বা ঢাকা অথবা যোশরে গেলে নতুন বই কিনে আনতেন। এরপর তো প্রকাশনা বন্ধই হয়ে গেলো। আমার সব বই আব্বা কিনে দিয়েছেন। আব্বা ঢাকা অথবা যশোর গেলেই বইয়ের জন্য অপেক্ষা করতাম। আমাদের ওদিকে পাওয়া যেত না তেমন। একদিন অনেক রাত করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভেঙে দেখি মাথার কাছে দুইটা বই আর বেশ কয়েকটা লজেঞ্চ। অরেঞ্জ লজেঞ্চ কমলার কোয়ার মত দেখতে। সম্ভবত ২৫ পয়সা করে নিতে। সেই সকালের অনুভূতি আর বই দুটোর কথা কোনদিন ভুলবোনা। বই দুইটা ১৯৮৬ সাল থেকে আমার মাথার পাশেই থাকে।

কি চমৎকার বই গুলো ! আর কি চমৎকার ছবি ! কি চমৎকার অনুবাদ ! হুট্ করেই সময় ছুটে পালাতো।

আচ্ছা সেই বইগুলো আসলেই শিশুদের বই ছিল ? রূপের ডালি খেলা , বীর ছেলে কলিয়া কিংবা বাবা যখন ছোট ? না ! ধীরে ধীরে যখন বড় হতে লাগলাম , দেখলাম এগুলো প্রতিনিয়ত শেখাই আমাকে। বড় হবার সাথে সাথে শিখছি। রূপের ডালি খেলার বইয়ের রুটির ফুলের সেই ছেলেটা , রুটির জন্য আকুতি যার হৃদয়াবেগে জেগে উঠলো , হাত ওর থেমে গেল।দেখা গেল সেটা ক্ষিদের চেয়েও জোরালো , রুটির চেয়েও জরুরী। আচ্ছা এটা কি সত্যি ছোটদের গল্প !

কিংবা রূপের ডালি খেলার নিন্ কা মেয়ে মেয়েটা। কুৎসিত দর্শন মেয়েটা কি দেখলো কাঁচের আয়নায় ? রূপের ডালি খেলার আয়নায় সে সুন্দর ছিল। কারণ - যে ন্যায়পর অজ্ঞতায় আমরা তখন ছিলাম তাতে ভালো মানুষকে ধরা হতো সুন্দর আর খারাপ কে অসুন্দর !

কিন্তু আসলে তো এটাই হওয়া উচিত !

আমাদের কথা গুলো হয়ে উঠতো আয়না, নিনকা তাতে নিজেকে দেখতো সত্যিকারের রূপসী !

কিন্তু হাসিখুশি , মায়াময়, জীবন্ত আয়নার বদলে দেখা দিল ঠান্ডা , মসৃণ , নিস্করুণ একটা জিনিস। জীবনে এই প্রথম তাতে একদৃষ্টে তাকিয়ে দেখল নিনকা --- রূপসীকে খুন করলে আয়না। যতবারই আয়নার কাছে গেছে নিনকা, ততবারই কী একটা যেন মরে গেছে তার ভেতর। অদৃশ্য হলো মোরাল গ্রীবা , প্রবল দাঁত, সাগর-নীল চোখ।

ছোটবেলায় পড়া রাশিয়ান বইগুলো কোনো সময় ছোটবেলার বই ছিল না। যত বড়ো হচ্ছি ততই বুঝছি।

আমি ঠিক করেছে আমার কাছে অবশিষ্ট বইগুলো যত্নে রেখে দেব , এতদিন যেভাবে রেখেছি। কিছু বই প্রিন্ট করব। ব্লগে লিখবো আর প্রচুর গল্প শোনাবো। তাতে আগ্রহ এমনিতেই বাড়বে। শিশুদের যা শেখাবেন তাই শিখবে , যা দেবেন তাই নেবে। আমি না হয় আমার রাশিয়ান শৈশব ই দেব। ঐটাই তো আমার সম্পত্তি। আমার একান্ত সম্পদ।

আর বেশি কিছু লিখবো না। লিখে শেষ করতে পারবো না। ভালো থাকবেন। আমার রাশিয়ান শৈশব বেঁচে থাকুক।

অসংখ্য রাশিয়ান বই আমার শৈশব। আমার একান্ত শৈশব। আমার শৈশবের স্কুল। অনেক বই আমি আজও আগলে রেখে গেছি। বেশ কিছু বই হারিয়ে ফেলেছি। মাঝে মাঝেই আমি পুরোনো বই গুলো খুঁজি পুরোনো বইয়ের দোকানে। জানি পাব না , তবুও খুঁজি। রাশিয়ান বই , ননী ভৌমিক কিংবা হায়াৎ মাহমুদের কাছে আমার শৈশব চিরঋণী !
আর আর আমার বাবা ?? আপনারা কি চমৎকার শৈশব দিয়েছেন আমাকে !!



প্রিয় সামুতে ব্লগিং করছি বেশ কয়েক বছর ধরে। ব্লগিং করছি বললে ভুল হবে , বলা যেতে পারে পোষ্ট দিচ্ছি। ব্লগিং অন্য লেভেলের জিনিস। এই পোস্টগুলোর অধিকাংশই রাশিয়ান শিশু সাহিত্য বিষয় , কিছু স্মৃতিচারণ আর বেশ কিছু কবিতা। কবিতা গুলো আবেগ তাড়িত। জীবনের কথা কমই বলে। আসলে এই গুলোর আমার পোষ্টের রসদ। এর বাইরের কিছু লেখার সক্ষমতা গড়ে উঠেনি আজো। ব্লগিং বলতে যেটা বলে সেটাও হয়নি। ইচ্ছা যে হয় না তা কিন্তু না। তবে আক্ষেপ নেই এতোটুকু। কারণ আমার চমৎকার একটা রাশিয়ান শৈশব আছে। আমার শুরুটা তো সেখানেই ....






আমার সোভিয়েত শৈশব :

মানুষ উঠল আকাশে : গল্প সত্যি করার গল্প ।
নববর্ষের রাশিয়ান শৈশব : ফার গাছ
রাশিয়ান শৈশবঃ এই শীতে যারা জল ছোঁবেন না বলে পণ করেছেন
রাশিয়ান শৈশব : বাবা যখন ছোটো - ২
রাশিয়ান শৈশব : বাবা যখন ছোটো - ১
সাহসী রাশিয়ান শৈশব : বীর ছেলে কলিয়া ( শেষ অংশ )
সাহসী রাশিয়ান শৈশব : বীর ছেলে কলিয়া ( ১ম অংশ )
ঝলমলে সোভিয়েত শৈশব: আপেল
ঝলমলে সোভিয়েত শৈশব: বিপদ তারণ পাঁচন
রাশিয়ান শৈশব: ছবি ব্লগ ( বাচ্চা এবং বাচ্চাদের বাবা মায়েদের জন্য )
রুটির ফুল --- আমার সোভিয়েত শৈশব (আমার শৈশবের স্কুল !)
সাত বন্ধু ইয়ুসিকের - ( আমার সোভিয়েত শৈশব )
রূপের ডালি খেলা - (আমার সোভিয়েত শৈশব)
জ্যান্ত টুপি (আমার সোভিয়েত শৈশব)
সভ্য হওয়া - (আমার সোভিয়েত শৈশব)
মালপত্র (আমার সোভিয়েত শৈশব)
শেয়ালের চালাকি ১ (আমার সোভিয়েত শৈশব)
মোরগ ভাইটি (আমার সোভিয়েত শৈশব)
বীরব্রতী ভাসিয়া -- আমার সোভিয়েত শৈশব (আমার শৈশবের স্কুল !)
আমার সোভিয়েত শৈশব - আমার শৈশবের স্কুল !
শুনছি , ঘাস বাড়ছে...






মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩১

জুল ভার্ন বলেছেন: আমিও ব্লগে হাবিজাবি ছাইপাশ লিখে নিজেকে বিরাট কিছু মনে করিনা। বরং একজন সাইলেটন্স রিডার ভাবতেই পছন্দ করি। আর সব চাইতে বড়ো কথা-আমি দুই চার লাইন লিখে এমন কোনো লাট বাহাদুর হয়ে যাইনাইয়- যে যাকে তাকে শ্রেষ্ঠত্ব দিয়ে দিতে পারি।

২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি আমার প্রিয় ব্লগারের একজন। সেরা বা শ্রেষ্ঠ বিচারের ক্ষমতা আমার নাই। কারণ আমি নিজেও ব্লগার না।

২| ২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪০

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর করে লেখেছেন ব্লগার নয় ঠিক না কারণ আপনি নিয়মত লেখছেন এক ভালবাসা থেকেই লেখেন----
ভাল থাকবেন--------

২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ ভাই। আমি কিন্তু নিয়মিত লিখি না। নিয়মিত লেখা খুব কঠিন , অনেক পড়শোনা করতে হয় , মাথা খাটাতে হয় , লেখায় কঠাক্ষ হজম করতে হয়। তবে ভালোবাসা আছে এটা সত্য।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: রাশিয়ান আমার শৈশবে ছিলো না। ভাগ্যে জুটেছিলো ঠাকুরমার ঝুলি।

২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠাকুরমার ঝুলি আপনার জীবনে / লেখায় কোন প্রভাব ফেলেনি। মন্তব্যে ধন্যবাদ।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: রাশিয়ান শৈশব ভালো লাগলো। এমনই থাকেন। অহংকারী হইয়েন না কখনো। আমি আপনি হলো সাধারণ ব্লগার
এই ব্লগে আমি এগারো বছর আছি। নিয়মিত অনিয়মিতভাবেই আছি। সামু ব্লগ হলো সেরা ব্লগ। দুঃখজনক হলো প্রজন্ম ফোরাম টা এই মাসে বন্ধ হয়ে গেলো চিরতরে ।

শুভ ব্লগিং ভালো থাকুন

২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি সাধারণ ব্লগার না অহংকারী ব্লগারও না ! ভালো থাকবেন ছবি আপু। অনেক ধন্যবাদ।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমিও রাশিয়ান রূপকথা কথা পড়েছি। সুন্দর। +++++

২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি মাঝে মাঝেই নীলক্ষেতে ঢুঁ মারি। হারিয়ে যাওয়া শৈশবের খোঁজে। ভালো থাকবেন ভাই, অনেক ধন্যবাদ।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

সোবুজ বলেছেন: প্রগতির বই খুব সস্তা ছিল।রাশিয়ার রূপ কথা পড়িনি তবে সমৃদ্ধ।আমি বেশি পড়েছি লেনিনের বই।
আপনার শৈশব স্মৃতি পড়ে ভাল লাগলো।

২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বই গুলো সব আব্বা কিনে আনতেন। কিশোর বয়েসে হাতে পেলাম' ইশকুল'। এরপর আর রাশান ছাড়তে পারিনি। ইস্পাত পড়েছেন? মন্তব্যে ধন্যবাদ।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:



আমি যখন রাশিয়ান শৈশবের কথা বলতেন, আমি মনে করতামযে, আপনার শৈশব কটেছে সোভিয়েতে ও রাশিয়ায়।

২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আসলে এই ভুলটা আমারই। এমন ভাবে বলি। ব্লগডেতে একজন জানতে চেয়েছিল আমি রাশিয়ায় ছিলাম নাকি। দাড়ি দেখে নাকি মনে হয়।
ধন্যবাদ আপনাকে। লিংকে একটা লেখা পাবেন ,' রুটির ফুল'। সময় পেলে পড়বেন। কেন পড়তে বললাম হয়তো বুঝতে পারবেন । খুব কষ্ট করে টাইপ করি আনুরোধ করতেই পারি।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৭

সোবুজ বলেছেন: ইস্পাত কেন লোহা লক্কর সব পড়া শেষ।দুনিয়া কাঁপান দশ দিন ভাল লেগেছে।রাশিয়ার সাহিত্যিকরা আমার প্রিয় লেখক।বেশির ভাগই পড়া ষাটের দশকে।

২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ইস্পাত আমার উঠতি বয়সে পড়া। দুনিয়া কাঁপানো দশ দিন সেরার সেরা। ধন্যবাদ ভাই।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: প্রিয়তে রাখলাম। কয়েকটা গল্পের নাম মনে করতে পারছি; সবগুলিই একই বইতে ছিলো।

২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আরো লেখা নিয়ে আসবো।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঠাকুরমার ঝুলি আপনার জীবনে / লেখায় কোন প্রভাব ফেলেনি। মন্তব্যে ধন্যবাদ।

আমি হলাম রাক্ষস খোকশ এঁর গল্পের মতো।

২৮ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: গল্পটা মনে করতে পারছি না কিন্ত!

১১| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৮

মনিরা সুলতানা বলেছেন: আমার যদিও মিশ্র, তবুও অনুবাদের বই গুলোর কাছে আমি ঋণী! খুব কয়েকদিন থেকে ভাবছিলাম শৈশবের বই পড়া নিয়ে একটা পোষ্ট করি হয়ে উঠছে না। আপনার স্বপ্নময় শৈশব আজন্ম ঘিরে রাখুক আবেশে, গ্লানিময় দিনে একপশলা বৃষ্টির স্নিগ্ধতা বিলাক।

২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ মনিরা আপা ,
অনেকেরই শৈশবের বই নিয়ে দারুন স্মৃতি থাকার কথা। আমি আপনার পোস্টার অপেক্ষায় রইলাম। আমিও আরো কিছু লিখবো। কারণ এইগুলো ছাড়া আমার ব্লগিং অচল।

১২| ২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩২

মনজুর মোরশেদ বলেছেন: রুশ ভাষার এই বই গুলিই আমাকে প্রেরণা জোগায় রাশিয়ায় পড়তে যাওয়ার। অসাধারণ এই বইগুলির কোন তুলনা হয় না। আলেকজান্দার বেলায়েভের উভচর মানুষ আমার পড়া one of the best fiction।.সেই ছোটবেলা কোথায় চলে গিয়েছে। রুশি ছাপাখানার ডাস্টবিনে হারিয়ে গিয়েছে এই অসাধারন বইগুলো। তারপরও কিছু মানুষ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বইগুলির ডিজিটাল ভারসন ধরে রাখার জন্য। প্রগতি প্রকাশনের নতুন বই গন্ধ পাওয়া না গেলেও দুধের স্বাদ ঘোলে মিটতে পারে।নিচের লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন।

https://sovietbooksinbengali.blogspot.com/

২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে। https://sovietbooksinbengali.blogspot.com/ আমি কৃতজ্ঞ। হারিয়ে যাওয়া অনেক বই ওখানে পাওয়া যায়। আমি নিয়মিত বিচরণ করি ওখানে। উভচর মানুষ আমার পড়া অন্যতম সেরা একটা বই। একটা মুভিও আছে। তবে আরো ভালো একটা মুভিতে হতে পারতো এই সময়। আমার সৌভাগ্য , অরিজিনাল কপি আমার কাছে আসছে আজও।
ভালো থাকবেন আপনি। https://sovietbooksinbengali.blogspot.com/ এর সবাইকে শুভেচ্ছা জানাবেন।

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৯

হাসান মাহবুব বলেছেন: ছোটবেল;আয় রাশিয়ান বই তেমন পড়া হয় নি। তবে আমার স্ত্রী খুব ভক্ত ছিলো। আমার ছেলেমেয়েদেরও কিছু বই কিনে দিয়েছি।

২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: https://sovietbooksinbengali.blogspot.com/ সাইটের সাথে নিশ্চয় পরিচিত আছেন। ঢুঁ মারতে পারেন। ভাবীর জন্য সারপ্রাইজ থাকতে পারে।
ধন্যবাদ প্রিয় হামা ভাই।

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ এই স্বর্ণখনির সন্ধান দেয়ার জন্যে। আমার স্ত্রী খুব খুশি তো বটেই, আমিও অনেক কিছু পড়ার পাবো এখান থেকে।

২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার লেখা পড়তে ভুলবেন না কিন্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.