নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আসুন উপভোগ করি

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:০৪



আমার ছেলেটা অসুস্থ। হার্টে সমস্যা। তিনদিন ধরে ডাইরিয়া ।বাইরে নতুন বছর উদযাপন চলছে। একের পর এক বিকট শব্দ। ছেলেটা বারবার কেঁপে কেঁপে উঠে আমার হাত চেপে ধরছে। আমি ওর বাবা। ওর হাতটা শক্ত করে চেপে ধরি।
আবার শব্দ হয়।
ছেলেটা ডেকে উঠে, বাবা।
আমি হাত চেপে ধরে বলি, ভয় নাই বাবা আছি।

যারা বিকট শব্দে আনন্দরত তাদের অন্তত ৩০ পার্সেন্ট ওয়াজ এবং মসজিদের আযানে সমস্যা হয়। এই নিয়ে দিস্তা খানেক পোষ্ট লিখে ফেলতে পারে। না থাক আমি সেই তর্কের যাবো না। ধর্ম ব্লগ এড়িয়ে চললেও অনেক ক্ষেত্রে হয় না। শুধু এটুকুই বলবো, ইসলাম ধর্ম খুব খারাপ। ইসলাম ধর্ম জীবন উপভোগ করতে দেয় না। এই ধর্মে কোন উৎসব নেই। আছে ঈদ, সেটাও আবার ইবাদত।


কারো অসুস্থ মা থাকতে পারে। কোন বাসায় কেউ মারা যেতে পারে। গর্ভবতী মহিলা থাকতে পারে। হাসপাতালে আশেপাশে লেখা থাকে, 'সাবধান ! সামনে হাসপাতাল। হর্ণ বাজাবেন না।' আচ্ছা, হাপাতেলের রুগীদের কি অবস্থা?
আমার আব্বা কখনো এই ধরনের আনন্দ উদযাপনে উৎসাহিত করেন নি। বরং নিষেধ করেছেন। আমার বাবা আমার কাছে সবচেয়ে ভালো।
যারা করছে তাদের বাবারা নিশ্চয়ই ব্যাতিক্রম ছিলেন। বোমা হাবিজাবি ইত্যাদি সরঞ্জমাদি কিনে দিতেন। তাদের বাবাও নিশ্চয়ই তাদের কাছে সবচে ভালো।
নিয়তি হচ্ছে - পৃথিবীতে খারাপ বাবা বলে কিছু নেই!

থাক বাদ দিন । বরং চুপ থাকি। একদম চুপ হয়ে যান। গলা পর্যন্ত গিলে তারপর উগলিয়ে দিলেই হবে। তারচেয়ে বরং ছাদে উঠুন। আকাশের দিকে তাকান। আহা! কি চমৎকার চোখ জুড়ানো আতশবাজি! আসুন উপভোগ করি।

আরেকটা বিকট শব্দ এবং আমার ছেলের চিৎকার! আল্লাহ নিশ্চয়ই বিচার করবেন।
কাল নতুন বছর। বিবেক নয় একটা ক্যালেন্ডারই বদলাবে শুধু!





অফটপিকঃ ফানুস থেকে আগুন।

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:২১

জটিল ভাই বলেছেন:
পোস্টটা পড়ে প্রথমবস্থায় ভেবেছিলাম + দিবোনা যেহুতু এটা একটা অসুস্থতার খবর সেখানে + দেওয়া আহাম্মকি যেমনে ফেইসবুকে মৃত্যু সংবাদেও প্লাস তথা লাইকের বন্যা হয় :(
আর কত ডলার মাথাপিছু আয় হলে একটা জাতি সভ্য হতে পারে?
আর কত আধুনিক হলে একটা জাতির বিবেক জাগ্রত হতে পারে?
আর কত শিক্ষিত হলে একটা মানুষ মনুষত্ব্য লাভ করে?
ধর্ম যদি আধুনিকতার পথে বাঁধা নয়, মানুষ হবার পথে বাঁধা। :( কারণ, ধর্মে নতুন বছরে আসা মানেই এক বছরের আয়ু কমে গেলো। আর সেটা আনন্দ নয়, কষ্টের বিষয় :(
আপনার সন্তানের সুস্থ্যার জন্য আল্লাহ্'র নিকট দোয়া করি। আর তার হাত চেপে ধরে এটাও বলবেন, "ভুল করে ভুল সময়ে ভুল স্থানে জন্ম গ্রহণ করে ফেলেছো যার খেসারত সারা জীবনব্যাপী দিতে হবে :(
আর বলবেন, আমাদের ক্ষমা করে দিতে। তাদের যোগ্য আবাসস্থলের ব্যবস্থা করতে পারিনি :(

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে কিন্তু তাকে অন্য কথা বলেছিলাম। যখন ও জন্মে ছিল।


"সফেদ জানালার পর্দায় পবিত্রতা ছড়িয়ে দিল
এক শুভ্র বাতাস, সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্নায়
চোখ ভেজায় দ্বায়িত্বরত ফেরেশতারা --
'পৃথিবীতে ভালো থেকো!'
সদ্যজাত শিশু চোখ পিটপিট করে চায়--
'আলো এতো আলো! এটাই আমার পৃথিবী ?'

ওখান থেকে বহুদূরে
পুকুরের ধার ঘেঁষে
বসন্তের আগমনী বার্তা শোনায়
জামগাছে সদ্য গজানো নতুন সবুজ পাতারা
মাথা উঁচু করে খোঁজে আলো।

কাঠবিড়ালী লাফিয়ে চলে
এ ডাল থেকে ঐ ডালে,
কিচিরমিচির করে ওঠে পাখিদের দল
কাজে নিমগ্ন কাঠঠোকরা ইতিউতি চায় আর
কোথা থেকে এক ঘাস ফড়িং বলে ওঠে--
'পৃথিবীতে স্বাগতম জেনো।'

সদ্য ভূমিষ্ঠ মানব শিশু ঠোঁট কাঁপায় প্রার্থনায়--
'পৃথিবীতে শান্তি রক্ষিত হোক!'

_____________________
বাবাই তুই এখন এসব বুঝবি না। যখন বড় হবি তখন বুঝবি।
বুঝবি -- কবিদের সমস্ত প্রার্থনা তো কবিতায়!
______________________________
৮ই ফেব্রুয়ারি দুপুর ২টা বেজে ১৫ মিনিটে যখন আমার সদ্য ভূমিষ্ট বাচ্চাটাকে কোলে নিলাম , তখন অদ্ভুত এক অনুভূতি হলো। মনে মনে বললাম , আলহামদুলিল্লাহ। পৃথিবীটতে শান্তি রক্ষিত হোক।

স্বপ্নবাজ সৌরভ
৮ই ফেব্রুয়ারী
ঢাকা ।

২| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:৪৯

ডঃ এম এ আলী বলেছেন:
আনন্দের অতিশয্যে নব বর্ষ বরন
যেন না হয়ে যায় কারো জীবন হরণ
বিষয়টি গুরুত্বের সাথে ভাবার বিষয়্।
এ প্রসঙ্গে
নীচে তুলে দেয়া কথা গুলি মনে পড়ে

কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে
কভূ আশীবিষে দংশেনি যারে ”

- কৃষ্ণচন্দ্র মজুমদার

প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।

- রবীন্দ্রনাথ ঠাকুর
তেমনিভাবে নীশি রাতে আলোয় রাঙা
আতশবাজি দেখে সর্বনাশের কথাও
মনে বাজে । যাহোক,, নব বর্ষ
সকলের জন্য শুভ হোক ।

আপনার ছেলের সুস্বাস্থ্য কামনা করছি ।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি কাউকে মাফ করবো না। আমি আল্লাহ কাছে বিচার দিয়েছি।
আল্লাহ করতে গিয়ে ২০০ স্থানে আগুন লাগিয়েছে শুকরছানারা।

৩| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ২:০৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার ছেলের সুস্বাস্থ্য কামনা করছি ।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ২:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি পুরো জাতির সুস্থতা কামনা করি ভাই।

৪| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ২:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার ছেলের সুস্থ্যতা কামনা করছি। সে ভালো হয়ে উঠুক এই দোয়া করি।

আমার মেয়েটাও কেঁপে কেঁপে উঠেছে।

তবে, মানুষ হয়তো তা জানতে পারেনি। আমি জানাইনি।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ২:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি পুরো জাতির সুস্থতা কামনা করি ভাই। এই জাতি সুস্থ হয়ে উঠুক। মানুষ জন্ম দিক শুকর না।
পাশের বাসার নবজাতক শিশু এখনো কাঁদছে। আপনি জানাননি ভালো করেছেন । জানিয়ে লাভ কি? উপভোগ করতে দেন।

৫| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৮:৩৫

বিটপি বলেছেন: ভাই, এদেশের মানুষের যে মেন্টালিটি, একদিনের জন্য এই অরাজকতা মেনে নেয়া ছাড়া করার কিছু নেই। আমার এলাকায় এগুলো ছাড়াও অনেক বিশ্রি ব্যাপার আছে। রাস্তা ফাঁকা পেয়ে ইঞ্জিনের বিকট শব্দে বখাটেরা মোটরবাইক চালায়। বখে যাওয়া ্ধনীর দুলাল তার ফেরারী নিয়ে রাস্তায় নেমে পথচারীদের মধ্যে আতঙ্ক ধরিয়ে দেয় - এরকম আরো অনেক কিছু আছে।

০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: গতকাল সন্ধ্যায় নিউ সুপার মার্কেটে গিয়েছিলাম বাজার করতে। দেখলাম নার্সারীর বাচ্চাকাচ্চা এসেছে মা এর সাথে ফানুস কিনতে।

৬| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:



আপনার ছেলের হার্য়ের সমস্যা কত বয়সে ধরা পড়েছে? এখন কি চিকিৎসা চলছে?

০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বুকে একটা শব্দ পেয়েছিল ডাক্তার। নয় মাস বয়সে ইকো করা হলো। ডাক্তার বলেছিল থাইমাফ বড় কোন সমস্যাই নাই। আস্তে ঠিক হয়ে যাবে। এবার ঢাকায় ডাক্তার শব্দ পেলো আবার। বললো, নুরুন্নাহার ফাতেমা কে ইকো করাতে। ফাতেমা বললেন। একটা ভাল্ব সরু আছে। এই মূহুর্তে সমস্যা না থাকলেও আরো একটু সরু হলে সমস্যা। তখন আমরা সার্জারী করবো ( বেলুনের মাধ্যমে)।
চার মাস পর আরেকটা ইকো করাতে বলেছে।
ছেলেটার এমনি কোন সমস্যা নেই। দৌড়াদৌড়ির ওপর থাকে।

৭| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:


স্যরি, টাইপো:

আপনার ছেলের *হার্টের সমস্যা কত বয়সে ধরা পড়েছে? এখন কি চিকিৎসা চলছে?

০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বুঝেনিয়েছি।

৮| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:১৬

জুল ভার্ন বলেছেন: ফি আমানিল্লাহ্। আপনার ছেলের সুস্বাস্থ্য কামনা করছি।

০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি পুরো জাতির সুস্থতা কামনা করি । ধন্যবাদ আপনাকে।

৯| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:২০

চাঁদগাজী বলেছেন:



ছেলে যদি দৌড়াদৌড়িতে থাকে, ইহা আপনার থেকে ভালো থাকবে; ওকে অকারণে ছর্বিযুক্ত, তেলযুক্ত খাবার দেবেন না।

০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তেল ঝাল মশলা কিছুই দেয়া হয় না। মাছ আর ডিম খুব পছন্দ করে। বাইরের কেনা খাবার কিছু দেই না।

১০| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩১

শেরজা তপন বলেছেন: আপনার ছেলের সুস্থ্যতা কামনা করছি ভ্রাতা!
কেন যে মানুষ ভয়ঙ্কর শব্দ আর উজ্জ্বল আলোতে মাতোয়ারা হয় এইটাই আমার বুঝে আসল না :(

০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ ভাই।

মেন্টালিটি :
এতো কিছু চিন্তা করে লাইফ উপভোগ করবো কিভাবে ?
একদিনই তো এতে আবার এতো কি সমস্যা।
দেশে হাজার সমস্যা আছে সেগুলো নিয়ে তো ভাবেন না।
নিজেরা তো ইনজয় কোনো পারেনি এখন আমাদের পিছে লাগছে।
বাবা /মা -- যা সিমরান যা.. জি লে আপনি জিন্দেগী !

১১| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৫

ইসিয়াক বলেছেন:





আপনার ছেলের সুস্থতা কামনা করছি প্রিয় ব্লগার । অবশ্যই সব ধরণের শব্দদূষণ বন্ধ হওয়া উচিত। অন্যকে কষ্ট দিয়ে মানুষ কিভাবে আনন্দ পায় বুঝি না।
শুভকামনা সবসময়।

০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার ভাইপো সুস্থ হয়ে উঠুক । শুভকামনা আপনার জন্যেও। শুভ নববর্ষ।

মেন্টালিটি :
এতো কিছু চিন্তা করে লাইফ উপভোগ করবো কিভাবে ?
একদিনই তো এতে আবার এতো কি সমস্যা।
দেশে হাজার সমস্যা আছে সেগুলো নিয়ে তো ভাবেন না।
নিজেরা তো ইনজয় কোনো পারেনি এখন আমাদের পিছে লাগছে।
বাবা /মা -- যা সিমরান যা.. জি লে আপনি জিন্দেগী !

১২| ০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩২

জ্যাকেল বলেছেন: মানুষ খুব লোভী। অন্যের কথা ভাবার সময় তার নেই। তাই কাল রাতে ঢাকার আকাশে এত বেশি পটকা ফুটানো সম্ভব হল। এতে আপনার বাচ্চাটার মত আরো শত শত বাচ্চা আছে যাদের আসলে ক্ষতিটা হয়ে যায়। আমরা নিরীহ মানুষ, কি আর করা।

০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সমস্যা আমাদেরই। আমরা আমরা দরজা জানালা বন্ধ রাখিনি। দরজা জানালা বন্ধ রাখলে নাকী শব্দ শোনা কম যায়। আসলে আকাশে শব্দ হলে এতো নিচে তো শোনার কথা না। তারপর ঢাকা শহরের ৯৫ ভাগ মানুষ নাকি ছাদে গিয়ে আতশবাজী দেখেছে। তাতে বিষয় শিশুদের সমস্যা হলো কি হলো না , এই প্রশ্ন নাজায়েজ হয়ে পড়েছে।



ভালো থাকবেন ভাই। ব্যাঙ আর বালকদলের গল্পের কথা মনে পড়ে গেল।

১৩| ০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৬

মিরোরডডল বলেছেন:




আতশ বাজীতে মানুষ আনন্দ করে কিন্তু এটা সত্যি পরিবেশ দূষণ হয় ।
অরিজিনালি যেই কালচার থেকে এটা এসেছে, ওসব দেশে কিন্তু এভাবে বাসা বাড়ীতে করেনা ।
একটা নির্দিষ্ট এলাকায় খোলা পরিবেশে সবাই এক হয়ে আনন্দ করে ।
তাই ব্যক্তিগতভাবে কারো সেভাবে প্রবলেম হয়না ।

আমাদের দেশে যেভাবে ছাদে করে, স্বাভাবিকভাবেই অনেকের অসুবিধার কারন হয় ।
যেমন পৌষ সংক্রান্তিতে যেভাবে ভোররাত থেকে টিল নাইট হাই ভলিউমে মিউজিক চলে প্রতি ছাদে ছাদে,
সেটাও ভয়াবহ শব্দ দূষণ ।
যেকোনো আনন্দই অন্যের ক্ষতির কারন না হয় সেটা মাথায় রেখে লিমিটেশনের মাঝে করা উচিৎ ।

বাবুর অসুস্থথার কথা জেনেই মনটা খারাপ হয়ে গেলো ।
এতো ছোট বাবুর হার্টের সমস্যা !
আই উইশ ফ্রম হার্ট সো দেট হি ক্যান গেট ওয়েল সুন ।



০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই নিয়ে ক্যাচাল চলেছে সামুর এক প্রিয় ব্লগারের সাথে। অবশেষে তিনিই জিতেছেন। আমার ছেলেকে এইসব সহ্য করেই হার্ট ঠিক রাখতে হবে, বড় হতে হবে। ভালো থাকবেন আপনি। অনেক ধন্যবাদ।

১৪| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

রাজীব নুর বলেছেন: ভালো ডাক্তার দেখান। আশা করি আপনার ছেলে দ্রুত সুস্থ হয়ে যাবে।
এরকম শব্দ করে সারা আনন্দ উৎসব করে এদের ধরে আমার থাপড়াতে ইচ্ছা করে।

০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এইসব নিয়ে আর কিছু বলবো না। নতুন বছর ভালো কাটুক। রাজকন্যার জন্মদিন কেমন কাটলো ?

১৫| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৩০

আখেনাটেন বলেছেন: আতশবাজি শব্দদুষণের পাশাপাশি ভয়ঙ্করভাবে বায়ুকেও দুষিত করে। সরকারের উচিত যারা বিশ্বের অন্যতম শব্দ ও বায়ু দুষণের দেশ বাংলাদেশের শহরগুলোতে আইন করে এগুলো নিষিদ্ধ করা। তবে কেউ ফাটাতে বা ফুটাতে চাইলে তাদেরকে সরকারি খরচে ইলিশ ফাইল করে ট্রাকে করে শহরের বাইরে খোলা মাঠে ছেড়ে দিয়ে আসা যেতে পারে। ঘন্টাখানেক লাফালাফি/ফাটাফাটি করে ফিরে আসুক।

আর অতি ধার্মিক হুজুরেরা শীত আসলে যেরকম গলাবাজী শুরু করে, তাদেরকে কী করা যায় সে ব্যাপারে চিন্তা...।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শেষের লাইন যথেষ্ট উদ্বেগজনক। কারো সমস্যা যাতে না হয় সেইদিকেই খেয়াল রাখা উচিত।ধন্যবাদ আপনাকে।

১৬| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৫৩

শায়মা বলেছেন: বাজীর চাইতেও ভয়ংকর ফানুস। দেখলেই মনে হয় এখুনি উড়ে গিয়ে কারো বাড়িতে আগুন লাগাবে।

বাবুটার জন্য অনেক দোয়া।

০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ শায়মা আপু। নতুন বছরের শুভেচ্ছা।

১৭| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৯

ঢুকিচেপা বলেছেন: আহা, আপনার ছেলেটার জন্য খুব খারাপ লাগছে।
যাইহোক পিতা-পুত্রের জন্য রইল নববর্ষের শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আসলে ছেলে অসুস্থ না হলেও এই পোস্ট দিতাম। ভালো থাকবেন। নতুন বছরের শুভেচ্ছা রইলো।

১৮| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৮

সোহানী বলেছেন: তোমার ছেলের কথা শুনে মন খারাপ হলো। চিন্তা করো না, এখন চিকিৎসা অনেক উন্নত। ঠিক হয়ে যাবে।

আর ওই ফাজলামোর কথা কি বলবো। এরা মানসিকভাবে অসুস্থ্য। আর দেশে এমন অসুস্থের সংখ্যা বেড়েই যাচ্ছে। দরকার কঠোর আইন। নতুবা এগুলো বাড়তেই থাকবে।

০৯ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একদিন সব ঠিক হয়ে যাবে । শুভ কামনা সবার জন্য।

১৯| ১০ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




৩১শে ডিসেম্বর পালন করে দেশের মানুষের কি কি উন্নতি হচ্ছে কখনো জানতে পারিনি। আমার মনে হয় ৩১শে ডিসেম্বর ঢাকার বাইরে থাকা মানসিক ও শারীরিক স্বাস্থ্যর জন্য নিরাপদ।

১৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একটি আড়াই মাসের শিশু মারা গেছে আতশবাজীর শব্দে। ফানুস আগুন লাগিয়ে অনেক জায়গাতে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার মন্তব্যের প্রেক্ষিতে একটা পোষ্ট ভেবেছিলাম কিন্তু আর লিখবো না এসব নিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.