নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
বহুকাল আগে ইলেক্ট্রিকের তারে একাকী শালিক দেখে বলেছিলে -
'One for Sorrow ; পরক্ষনেই কোথা থেকে উড়ে এলো আরেকটি শালিক
বসলো গিয়ে একাকী শালিকের পাশে , অতঃপর ওরা জোড়া হল।
আমি বললাম - ‘Two for Joy’
এভাবেই চলতে থাকে দিন , কলতান
নিয়ম করে ইলেক্ট্রিকের তারে বসে সময় কাটায় তারা
গা ঘেঁষা ঘেঁষি , ডানার নিচে আজন্ম আশ্বাস
আর নিদারুন ঠোঁটের খুনসুটি।
ওদের ভালোবাসা আর মাখামাখিতে আমাদের উষ্ণতা বাড়ে।
দুহাত মুঠিবদ্ধ করে অপেক্ষা করি বৃষ্টির।
একদিন আচমকা জানি কি হলো!
চিলের তীব্র চিৎকারে--
ইলেক্ট্রিকের তারে বসা হতচকিত জোড় শালিক বেজোড় হল ।
ইলেকট্রিকের তারে রয়ে গেল একাকী ধান শালিক।
রোদে পোড়ে
বৃষ্টিতে ভেজে
একাকী ।
উড়ে যাওয়া শালিকটা আর এসে বসে না ।
নিঃসঙ্গ বেজোড় শালিকটা ইচ্ছে করলেই উড়ে যেতে পারতো জোড়ার খোঁজে।
একাকী ওই বেজোড় শালিক সঙ্গী করে একাকীত্ব
ওখানেই বসবাস , রাত - দিন , দুপুর।
ইলেক্ট্রিকের তারে প্রতিনিয়ত বিষাদ নামে।
আসলে সবারই একটা জগৎ আছে
একাকী শালিক পাখি , আমার , তোমার কিংবা ওই
উড়ে যাওয়া শালিকটার।
Sorrow কিংবা Joy এ তাদের খুব একটা যায় আসে না।
ছবি : ইন্টারনেট
আয় ঝগড়া করি!!(শিখা রহমান আপার কবিতা থেকে অনুপ্রাণিত )
এক জোড়া শালিক আর এক জোড়া চিল এর গল্প। (জুন আপার লেখা)
১২ ই মে, ২০২২ দুপুর ১২:৫২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার তো এইটা মনে মরছে --
"পথ ছুটে যায় যার আঙ্গিনায় সেই পথ মেলে না কো
আজ ও ডানাভাঙ্গা একটি শালিক হৃদয়ের দাবি রাখো!"
২| ১২ ই মে, ২০২২ দুপুর ১২:৫৬
বিজন রয় বলেছেন: ..............
.................
..................
ওই ধান শালিকের কাছে আমার অনেক ঋণ আছে,
যার সাথে হয়েছিল হৃদয়ের লেনদেন,
কোন এক তেপান্তরের হলদে মাঠের পরে,
ঝিরিঝিরি বাতাসে, শিরি শিরি উল্লাসে
মুখরিত কুজনে, দুজনে দুজনে, দুজনে...........
আপনার এই কবিতাটিতে কিভাবে যে মজে গেলাম, ডুবে গেলাম!
আমি ঠিক চলে গেলাম আমার সেই নাড়িপোঁতা গায়েঁর সবুজ প্রান্তরে........
কবিতার এমনই ক্ষমতা, হায়..............!!
১২ ই মে, ২০২২ দুপুর ১:০০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কোন এক তেপান্তরের হলদে মাঠের পরে !!!
মহাকাব্য হতে পারে এই একটা লাইনে .....
৩| ১২ ই মে, ২০২২ দুপুর ১:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে
১২ ই মে, ২০২২ দুপুর ১:০৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ প্রিয় জলদস্যু
৪| ১২ ই মে, ২০২২ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১২ ই মে, ২০২২ দুপুর ২:৪৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ১২ ই মে, ২০২২ বিকাল ৪:৪৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওহ্ ! অনেক চমৎকার কবিতা।
১২ ই মে, ২০২২ রাত ৮:৩২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন।
৬| ১২ ই মে, ২০২২ বিকাল ৫:১৮
জ্যাকেল বলেছেন: আশার কিছু লেখেন কবি।
১২ ই মে, ২০২২ রাত ৮:৩২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লিখবো। খুব শীঘ্রই।
ধন্যবাদ জানাই।
৭| ১২ ই মে, ২০২২ রাত ৯:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ইউনিক ভাবনা। কাব্যে ভালোলাগা রইলো।
শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।
১২ ই মে, ২০২২ রাত ১০:৪৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ভাই ।
নতুন করে ভাবতে হচ্ছে।
ব্লগার জ্যাকেলের কথা মনে ধরেছে।
©somewhere in net ltd.
১| ১২ ই মে, ২০২২ দুপুর ১২:৪৮
বিজন রয় বলেছেন: হৃদয়ের দাবি রাখে এক ঝাঁক ঘরে ফেরা শালিক, কার যেন এই লাইনটি মনে করতে পারছি না।
মনে পড়লে পরে জানাবো।