নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

জানি , সবকিছুই পাল্টে যাবে

১২ ই মে, ২০২২ রাত ১১:০৯



অবসর সময়ে খুব বেশি কথা হয় না
অবসর বলতে ধরো এই রাতের কিছুটা সময়
ঘুমের আগ মুহূর্ত, পরবর্তীতে ঘুম ভেঙে সকাল
আবার সেই সময়হীনতা, ব্যস্ততা।

জানালার শার্সির ওপাশে রুপালী চাঁদ
আচমকা নিচে নেমে এলেও
চোখ মেলে দেখার সময় মেলেনি বহুদিন
রাফখাতায় শব্দ গুলোকে ছড়িয়ে ছিটিয়ে
পংক্তিমালাগুলো জ্বলজ্বল করেনি , রাতের আকাশের তারার মত।

আজ আচানক কি যেন হলো
আজ দুপুরে ভীষণ রোষে বৃষ্টি নেমে এলো
দিনের আলো হারিয়ে গেল কালো মেঘের আড়ালে
সমস্ত আকাশ কালো করে কি ভীষণ বৃষ্টি আর বৃষ্টি!
পরক্ষনেই সরে গেল মেঘ , আলো ফুটলো নীল আকাশে
তুলো তুলো সাদা মেঘ দখল করলো পুরো আকাশটা!


আসলে এটাই নিয়ম!
কোন এক সময় বহুদিন না দেখা রাতের আকাশটাকে
দেখতে ইচ্ছে হবে খুব।
বহুদুরের চাঁদটাকে কাছে ডেকে নেব একদিন।
তোমার সাথে একান্ত কথা বলার জন্য
অজুহাত খুঁজতে হবে না কোন ।

জানি, সব কিছুই পাল্টে যাবে।
কালো মেঘ সরিয়ে, তুলো তুলো সাদা মেঘের দল
সুবিশাল নীল আকাশে বিচরণ করতে সময় নেয় না।
সেটা তো আজকেই দেখলাম!

ছবিঃ ইন্টারনেট



--‐----------
ব্লগার জ্যাকেল এর মন্তব্যের প্রেক্ষিতে তাৎক্ষণিক ভাবনা থেকে লেখা।
ধন্যবাদ মিঃ জ্যাকেল


মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০২২ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১২ ই মে, ২০২২ রাত ১১:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

২| ১২ ই মে, ২০২২ রাত ১১:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: কোন এক সময় বহুদিন না দেখা রাতের আকাশটাকে
দেখতে ইচ্ছে হবে খুব।



ভালো হয়েছে।
তবে ঢাকার আকাশে দেখার কিছু থাকে না।

১২ ই মে, ২০২২ রাত ১১:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মাঝে মাঝে থাকে। তবে আজ নেই।
ধন্যবাদ প্রিয় ব্লগার। ভালো থাকবেন।

৩| ১৩ ই মে, ২০২২ রাত ১২:৫৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সুন্দর কবিতা ।

১৩ ই মে, ২০২২ রাত ১:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি আমার লেখা গুলো পড়ছেন নিয়মিত।
ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।

৪| ১৩ ই মে, ২০২২ রাত ১:৩৩

সোনাগাজী বলেছেন:


প্রকৃতি মানুষের মনে রং ছড়ায়।

১৩ ই মে, ২০২২ রাত ১০:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠিক বলেছেন । প্রকৃতি শিক্ষকও বটে ।

৫| ১৩ ই মে, ২০২২ রাত ২:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিও জানি সব কিছু
যাবে নষ্টদের দখলে!

১৩ ই মে, ২০২২ রাত ১০:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: গেছে তো!

৬| ১৩ ই মে, ২০২২ সকাল ৯:২০

বিজন রয় বলেছেন: প্রকৃতির মাঝে দিয়ে নতুন আশার স্বপ্ন দেখা। ধোঁয়াশার কলো মেঘ সরিয়ে সাদা মেঘের ভেলায় নতুন আলোর ঝলকানি।
বেঁচে থাক মানুষের স্বপ্ন, আশা, আকাঙ্খা।

আশার কবিতা শুনে মন সিক্ত করে নিলাম।

১৩ ই মে, ২০২২ রাত ১০:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বেঁচে থাকুক আশা ভরসা।
ধন্যবাদ বিজনদা।

৭| ১৩ ই মে, ২০২২ বিকাল ৪:১৬

মিরোরডডল বলেছেন:




তাৎক্ষণিক ভাবনা থেকেই এতো সুন্দর কবিতা ! চমৎকার !



তবু দূর আকাশের চাঁদ হাসে
তবু ফুল ফোটে তার সুবাসে
মনে হয়ে উচ্ছল পেতে চায়
তোমাকে শুধু তোমাকে...
যৌবন আসে থাকে চলে যায়
কথা একটাই শুধু বলে যায়
ভালোবাসা সময় কে হারাবে
পেলে তোমাকে শুধু তোমাকে...






১৩ ই মে, ২০২২ রাত ১০:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বেশি ভেবে তো কোন কিছুই হলো না বোন আলিওনুশকা ।
গানটা আমার পছন্দের। রুপম আর ফসিলস আমার ভালোবাসার নাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.