নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

বাকির আশায় নগদ পাওনা আমরা এই ভুবনে ছেড়ে দিয়েছি! (চার লাইনের পোষ্ট)

১৪ ই মে, ২০২২ দুপুর ২:৫৮



আপনি আধুনিক চিন্তার মানুষ। আপনি জ্ঞান পিপাসু। আপনি জ্ঞান বিতরণকারী। আপনি জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে মানুষ কে সঠিক পথে আনবেন।
কিন্তু আমরা যারা ধর্মে বিশ্বাসী তাদের সঠিক পথ একটাই!

ধর্ম বিশ্বাসীদের তাদের মত থাকতে দিন না। নিজ গোত্রের মাঝে জ্ঞান পৌছে দিন আগে, তারা যেন পথভ্রষ্ট না হয়। ধর্ম বিশ্বাসীরা আপনার গোত্রের অন্তর্ভুক্ত না।
তাই মসজিদ, ইমাম , খুতবা মাদ্রাসার ছাত্রদের পিছে না ঘুরে আপনার মত যারা আছে তাদের অনুসন্ধান করুন, জ্ঞান দান করুন আর গোত্রের অন্তর্ভুক্ত করুন। নিজ গোত্রে জ্ঞানের আলো পৌঁছে দেয়া সবচেয়ে উত্তর।

আল্লাহ আমাদের বুকে মোহর মেরে দিয়েছেন।
বাকির আশায় নগদ পাওনা আমরা এই ভুবনে ছেড়ে দিয়েছি!

সৎ পথে থেকে, গার্মেন্টসে চাকুরী করে, সঠিক দায়িত্ব পালন করে দেশে টাকা এনে দিচ্ছি। আল্লাহ নিশ্চয়ই এর প্রতিদান দেবেন । অবশ্যই দেবেন। কারণ আমরা ধর্ম বিশ্বাসী। এমন অগনিত ধর্ম বিশ্বাসীদের, আপনি কি জ্ঞান দান করবেন ?

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২২ বিকাল ৩:১৩

এস এম মামুন অর রশীদ বলেছেন: কাজকর্ম নেই, ভাদাইম্ম্য, ফাতরা, নিজে বিজ্ঞান কম বুজে, এরকম ব্লগাররাই কেবল জ্ঞানীর ভেক ধরার জন্য সামু ব্লগে ধর্মের পেছনে লাগে সারাক্ষণ: এক যুগেরও বেশি পর্যবেক্ষণ তাই বলে।

১৪ ই মে, ২০২২ বিকাল ৩:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি চরম বিরক্ত।

২| ১৪ ই মে, ২০২২ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: জীবনের এক একটা বিশেষ বিশেষ পরিস্থিতিতে মানুষেরও এক একটা রূপ, চরিত্র দেখা দেয়। মানুষের চরিত্রের আরো কত বিচিত্র পরিবর্তন হয়। সে পরিবর্তনের ফিরিস্তি দিতে গেলে মানব-সভ্যতার একটা ছোটখাটো ইতিহাস লিখতে হবে। - নিমাই ভট্রাচার্য - মেমসাহেব

১৪ ই মে, ২০২২ বিকাল ৩:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কথাটা নিজের বায়োতে দিতে পারেন।
সুন্দর কথা।

৩| ১৪ ই মে, ২০২২ বিকাল ৩:৪০

রানার ব্লগ বলেছেন: যে যার মতো থাকবে, যে যে পন্থায় বিশ্বাসী তাকে সেই পন্থায় থাকতে দিন । এই বাক্য গুলো উভয়পক্ষ যখন মেনে নেবে ঠিক তখনি সকল যন্ত্রনার অবসান ঘটবে।

ধরুন আজ থেকে সকল অবিশ্বাসী ও নাস্তিকরা ইমাম মাদ্রাসার ছাত্র ও মৌলোভীদের পেছন লাগা ছেড়ে দিলো আপনার কি বিশ্বাস যে ইমাম মাদ্রাসার ছাত্র ও মৌলোভীরা ছেড়ে দেবে তারা ধরেই নেবে অবিশ্বাসী ও নাস্তিকরা এখন দুর্বল হয়ে আছে এইবার এদের কে তাদের মতে বিশ্বাসী করতে হবে । তারা একের পর এক আক্রমন করবে।

সর্বশেষে একটা কথাই বলবো ইহা একটি সাইকেলিক ওয়াটার সিস্টেম । চলতেই থাকবে ।

১৪ ই মে, ২০২২ বিকাল ৩:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি প্রতিদিন অন্তত দুটো পোষ্ট পাবেন যার প্রেক্ষিতে আমি লিখেছি।

৪| ১৪ ই মে, ২০২২ বিকাল ৪:০৩

সোনাগাজী বলেছেন:




ছেলেমেয়েদের মাদ্রাসায় পড়ানো মানে, ওদের শুধু অক্ষর জ্ঞান দোয় হচ্ছে, তাদের কোন দক্ষতা নেই; ফলে জাতির একটা বড় অংশ জাতির দরকারী পরিমাণ প্রয়োজনীয় কাজে অংশ নিতে পারছে না, জাতি পেছনে পড়ছে; এই কারণেই ৪৬টি মুসলিম জাতি পেছেন পড়ে আছে। আপনি চান ,ইয়েমেন, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, সুদান, নাইজেরিয়া,ইথিওপিয়ার মানুষ এভাবে থাকুক আরো দীর্ঘ সময়?

১৪ ই মে, ২০২২ বিকাল ৪:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাংলাদেশের এই অবস্থা কি মাদ্রাসায় পড়ার কারণে?
শ্রীলঙ্কারো কি তাই?
এখানে কি মাদ্রাসায় পড়াতে হবে এই ধরনের কোন কথা বলেছি এবং কোন সময় পোষ্ট দিয়েছি।

৫| ১৪ ই মে, ২০২২ বিকাল ৪:০৪

সোনাগাজী বলেছেন:



আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবেন?

১৪ ই মে, ২০২২ বিকাল ৪:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: গত আট বছরে এই ব্লগ পর্যবেক্ষণ করে আগ্রহ যে পাচ্ছি না তা কিন্তু না।

৬| ১৪ ই মে, ২০২২ বিকাল ৪:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে যেমন থাকতে চায় তাকে
তেমন থাকতে দিন, হেদায়েতের
মালিক আল্লাহ। তিনি চাইলেই
কেবল সহি বুঝ আসবে। তবে
নসিহত করতেই পারেন সে
হেদায়েত না হওয়া অবধি।

১৪ ই মে, ২০২২ বিকাল ৪:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নসিহত শুনতেই আছি তো এই ব্লগে।

৭| ১৪ ই মে, ২০২২ বিকাল ৪:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: খুবই ভালো বলেছেন।
কিন্তু কাজ হবে না। যারা বলার তারা বলবেই।
আগের দিন গরুর মুখে মুখা লাগানো হতো অন্যের খেতে যাতে মুখ দিতে না পারে।
গরু নির্বোধ প্রাণী, ব্লগাররা তা নন। তাদের বোধ বুদ্ধি আছে। নিজের মুখ নিজে না লাগালে অন্যেরা তা লাগাতে পারবে না।

১৪ ই মে, ২০২২ বিকাল ৪:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি নিজের মুখেই লাগিয়ে নিলাম ভাই। কি আর করা।

৮| ১৪ ই মে, ২০২২ বিকাল ৫:০০

সোনাগাজী বলেছেন:





লেখক বলেছেন: গত আট বছরে এই ব্লগ পর্যবেক্ষণ করে আগ্রহ যে পাচ্ছি না তা কিন্তু না।

-আপনার জীবন ও আপানর ছেলের ভবিষ্যত কি সামুর লোকদের ভাবনাচিন্তার উপর নির্ভর করে আবর্তিত হচ্ছে?

১৪ ই মে, ২০২২ বিকাল ৫:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার জীবন ও আপানর ছেলের ভবিষ্যত কি সামুর লোকদের ভাবনাচিন্তার উপর নির্ভর করে আবর্তিত হচ্ছে?


না সেটা না। জনৈক ব্লগারের এতো মাদ্রাসা নিয়ে এতো চুলকানি পোষ্ট পড়েছি যে উল্টা চিন্তা আসতে শুরু করেছে।

৯| ১৪ ই মে, ২০২২ বিকাল ৫:০৫

সোনাগাজী বলেছেন:



লেখক বলেছেন: বাংলাদেশের এই অবস্থা কি মাদ্রাসায় পড়ার কারণে?
শ্রীলঙ্কারো কি তাই?

-আপনি তো বিশ্ব সম্পর্কে সঠিক ধারণা পাচ্ছেন বলে মনে হয় না; শ্রীলংকার অর্থনীতি সময়ের সাথে আটকা পড়েছিলো গঘযুদ্ধে; তারপর, তাদের সরকারী লোকেরা চীনাদের ধান্ধায় পড়ে অসৎ হয়ে গেছে। আপনি মুসলিম দেশের সমস্যা, শ্রীলংকার সমস্যা, কোনটাই সঠিকভাবে বুঝেন বলে মনে হচ্ছে না।

১৪ ই মে, ২০২২ বিকাল ৫:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার কাছে সমস্যা সমস্যাই।
শ্রীলঙ্কার সরকারী লোকেরা অসৎ হলো কেন?
আধুনিক চিন্তার ব্লগারের নসিহত শ্রীলঙ্কায় পৌঁছায়নি?
মসজিদ মন্দির ছেড়ে উনার বাণী সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেয়ার সময় হয়েছে।

১০| ১৪ ই মে, ২০২২ বিকাল ৫:১০

জ্যাকেল বলেছেন: কিছু গোজ্ঞানি লোক সমস্ত ব্যার্থতার দায় মাদ্রাসার ওপর চাপায়ে দিতে চায়। অথচ দেশের সকল প্রশাসনিক, সামরিক, বিচার, বেসরকারি বড় বড় সংস্থা মাদ্রাসা পড়ুয়াদের বঞ্চিত করা হয়। কি আজিব মাইরি!

১৪ ই মে, ২০২২ বিকাল ৫:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ব্যর্থতার দায় চাপানোর একটাই জায়গা। সেটা হচ্ছে ধর্ম।

১১| ১৪ ই মে, ২০২২ বিকাল ৫:৩০

আরইউ বলেছেন:




ব্লগ এরশাদ চুটকিলেখক হিসেবে সুপরিচিত। তার মাথার নাই ঠিক—সকালে বলে এক কথা, বিকালে বলে আরেক কথা। এখন যেহেতু সবার নজর তার দিকে তাই সে আগের মত কপি-পেস্ট মারিং কাটিং চুরিং পোস্টিং করতে পারছেনা। তাহলে কি উপায়ে এই এটেনশন সিকার োর আলোচনায় থাকবে? সবচেয়ে সহজ উপায় ধর্ম নিয়ে লেখা।

মাদ্রাসা শিক্ষা এসব বিষয় নিয়ে গভীর আলোচনা পোস্ট হতে পারে। কেন মানুষ মাদ্রাসা শিক্ষা গ্রহন করছে, এর ভালো দিকটা কী, এর সীমাবদ্ধতা কী, কিভাবে মাদ্রাসা শিক্ষাকে বর্তমান বিশ্বের মূলধারার শিক্ষার সাথে ইন্টিগ্রেট করা যায় এসব নিয়ে সুন্দর পোস্ট হতে পারে। কিন্তু সেটা লিখতে হলেতো আপনার পরিস্কার ধারণা থাকতে হবে, মাথায় ঘিলু থাকতে হবে। নকল করে, চুরি করে পরীক্ষা পাস করা কেউতো এসব লিখতে পারবেনা।

১৪ ই মে, ২০২২ বিকাল ৫:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জানেন,
আমার নিজের এতো জ্ঞান নেই বলে লিখি না।
কবিতা লিখছি, স্মৃতিচারণ করছি, নয়টা ছয়টা অফিস করছি, বাচ্ছাকে কে সময় দিচ্ছি, ফেরার পথে বাসের জানালার বাইরে তাকিয়ে আনমনে ভাবছি, ফেলে আসা দিনের কথা মনে হলে চোখ ভেজাচ্ছি।
এর বাইরে আর চিন্তা করার সময় কোথায়? নসিহত বা কোত্থেকে আসে?

ধর্ম বিশ্বাসী হয়েছি। পালন করার চেষ্টা করি। ব্যস।

১২| ১৪ ই মে, ২০২২ বিকাল ৫:৪৬

আরইউ বলেছেন:




কারো কারো লিখতে হবেই। এদের পেট পরিষ্কার করার মত নিয়ম করে দুই বেলা ব্লগে পোস্টাতে হবে।

১৩| ১৪ ই মে, ২০২২ বিকাল ৫:৫২

এস এম মামুন অর রশীদ বলেছেন: ব্লগীয় এরশাদের ব্যাপারে আরইউর পর্যবেক্ষণ যথার্থ। মানসিক রোগীর বর্তমান অবস্থার সুচিকিৎসা সুদূর পরাহত।

১৪| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আপনি আপনার মতো লিখুন তাকে তার মতো লিখতে দিন। কেউ কাউকে কষ্ট দিয়ে কথা না বলি। এ ব্লগে ধর্মে বিশ্বাসী এবং ধর্মে অবিশ্বাসী দুদলের সমান অধিকার। আমাদের যেমন ধর্মীয় পোষ্ট লেখার অধিকার আছে উনাদের ধর্মের সমালোচনা করে পোষ্ট লেখার অধিকার আছে।
শুভেচ্ছা আপনার জন্য। আপনার অনুভুতিকে সম্মান জানাচ্ছি। আমিও একজন ইসলাম ধর্মে বিশ্বাসী।

১৪ ই মে, ২০২২ রাত ১১:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: গত দশ বছরের ব্লগিং লাইফে কারো পোষ্টের বিপরীতে কোন মন্তব্য ছিল না। আমার ব্লগ ইতিহাসে বহু ধর্ম বিদ্বেষী পোষ্ট দেখেছি কিন্তু কখনোই গায়ে মাখাইনি। গত একবছর ধরে বিরক্ত লাগছে।
আমার এসব এড়িয়ে যাওয়া উচিত ছিল।

১৫| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

আরইউ বলেছেন:




@ভার্চুয়াল তাসনিম,
দুঃখিত, আপনাকে উদ্দেশ্য করে মন্তব্য করতেই হচ্ছে। আপনি আরো এক পোস্টে দেখলাম বলছেন তাকে তার মত লিখতে দিতে। আপনার কেন মনে হলো তাকে লিখতে দেয়া হচ্ছেনা? সে তার মত লিখছে, সৌরভ সৌরভের মত সমালোচনা করছে, আবার আমি, ধরুন, আমার মত মন্তব্য লিখছি, আপনি আপনার মত করে মতামত দিচ্ছেন। এই পুরো প্রক্রিয়ায় তাকে তার মত করে লিখতে দেয়া/ না দেয়ার বিষয়টা আসছে কোথা থেকে!!

১৪ ই মে, ২০২২ রাত ১১:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি লিখছে কে লিখছে লিখুক।
আমার উচিত ছিল ইগনোর করা।

১৬| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০২

ভুয়া মফিজ বলেছেন: উলুবনে মুক্তা ছড়ানোর দায়িত্ব এড়াতে পারলেন না অবশেষে? বাইন মাছ অনেক পিছলা জানেন তো!! এদেরকে কাটার জন্য প্রচুর ছাই এস্তেমাল করতে হয়। কিন্তু ''মানুষ বাইন''কে তো আপনি ছাই দিয়েও ধরতে পারবেন না। শুধু শুধু চেষ্টা করে লাভ নাই। পাগলকে তারা গুনতে দ্যান না! সারা রাত কয়টা তারা গুনলো, দিনের আলোতে সেটাও বলতে পারবে না!!! :-B =p~

১৪ ই মে, ২০২২ রাত ১১:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আসলে আমার এড়িয়ে যাওয়া উচিত ছিল।

১৭| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২২

ভার্চুয়াল তাসনিম বলেছেন:
----
আরইউ @ আমার স্বপ্নবাজ কে একজন ভালো মানুষ মনে হয়েছে। উনি উনার পোস্টে তার সাধারণ জীবন প্রণালীর কথা উল্লেখ করেছেন। আমার মনে হয়েছে উনি উলু বনে মুক্তা ছড়াচ্ছেন। যা পুরাই এনার্জি কিলিং। আপনি ১১ নাম্বার মন্তব্যে বলেছেন "পোস্ট হিট করানোর সহজ মাধ্যম ধর্ম নিয়ে আজগুবি পোষ্ট লিখা"। স্বপ্নবাজকে উলু বনে মুক্তো ছড়ানো বন্ধের একটা ক্ষুদ্র প্রয়াস ছিল আমার মন্তব্য। উক্ত ব্যক্তিকে গুরুত্ব দিয়ে পোষ্ট দিলে উনি আরও লিখতেই থাকবেন। গুরুত্ব না দিলে ইন্টারেস্ট হারায় নিজে থেকে স্টপ হয়ে যাবেন।
-----

১৪ ই মে, ২০২২ রাত ১১:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার বিষয়ে আপনার এনালাসিসে ভুল থাকতে পারে তবে আমার পোষ্টে কোন মেকি নেই।

১৮| ১৫ ই মে, ২০২২ দুপুর ১২:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: বিশ্বাসী এবং অবিশ্বাসী- এ দুই শ্রেণির বাড়াবাড়িই বিরক্তির পর্যায়ে চলে গেছে। শান্তিতে থাকার পরিবেশ নেই।

১৫ ই মে, ২০২২ দুপুর ১:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চরম বিরক্তি থেকে লেখা। কোন পক্ষেই কোনদিন লিখিনি। এতোদিন ইগনোর করেই এসেছি, এমনকি কমেন্টও করতাম না। ইদানীং কমেন্ট করেছি এবং এখন এই পোষ্ট। চেষ্টা করি এটাই যেন শেষ। এইসব বিষয়ে কারো সাথে ব্লগীয় সম্পর্ক খারাপ করতে চাইনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.