নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আম আদমি কে লিয়ে ....

১৫ ই মে, ২০২২ রাত ১১:৪২




আম আদমি কে লিয়ে


কয়েক যুগ আগে একখান কবিতা লিখেছিলি
'আম আদমি কে লিয়ে '।
কবিতাটি পাঠ হলো বহুবার
ছাপা হলো এখানে ওখানে
মাউথ স্পিকারে তুবড়ি ছোটালো
উঠতি আবৃত্তিকার।
প্রেমে পড়লো রম্ভা উর্বশী কিংবা একালের ঐশ্বরিয়ারা।

এরই মধ্যে কিছু সংখ্যক 'আম আদমি ', নিমেষেই আম থেকে বট হয়ে
ছড়িয়ে দিয়েছে সুবিশাল শাখা,
সেই ছত্রছায়ায় হাজার হাজার শূকর, কুকুর প্রমোদলীলায় রত হয় , পা চাটে !

কিন্তু দেখ , তুই আর আমি
'আম -ই ' রয়ে গেলাম
আর তারা, যাদের নিয়ে তুই লিখেছিলি!


ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২২ রাত ২:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: সবটা বুঝে উঠতে পারা গালে না।

১৬ ই মে, ২০২২ সকাল ৮:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সাধারণ মানুষের অধিকার আদায় এবং তাদের নিয়ে একটা কবিতা লেখা হয়েছিল নাম- 'আম আদমি কে লিয়ে।'
কবিতাটা খুব সাড়া ফেলেছিল একসময়। এখানে ওখানে আলোচনা হতো। উঠতি বিপ্লবীরা এবং আবৃত্তিকার সভা সেমিনারে খুব আবৃত্তি করতো।
সেই আবৃত্তি শুনে সুন্দরীরা মজে যেত। আবৃত্তিকারের প্রেমে পড়তো, কবিতার প্রেমে পড়তো।
কিন্তু দেখুন এইসবই হয়েছে কিন্তু আমজনতার জন্য লেখা কবিতায় আমজনতার অবস্থার কোন পরিবর্তন হয়নি।

সেইসময়ের মধ্যে কিছু সাধারণ মানুষ ক্ষমতাবানদের সাথে মিশে নিজেরা আম থেকে বট গাছে রুপান্তরিত হয়েছে। তারাও এখন ক্ষমতাবান বটগাছ! আসলে সিস্টেমের কোন পরিবর্তন হয়নি।

আমি আমার কবি বন্ধু এবং যাদের জন্য কবিতা লেখা হয়েছিল তারা সেখানেই পড়ে আছে । কোন পরিবর্তন হয়নি।

-----
আক্ষেপে কবিকে বলি, বুঝলে কবি কবিতা লিখে কোন পরিবর্তন হয়না। কবিতা কোন পরিবর্তন আনে না।



প্রিয় জলদস্যু, একেবারে সহজ বক্তব্য দিলাম। আশাকরি সমস্যা হবে না এবার।
আপনি যে নিয়মিত আমার কবিতা পড়ছেন এবং মন্তব্য করছেন ভালো লাগছে।



২| ১৬ ই মে, ২০২২ সকাল ১১:০৫

জুল ভার্ন বলেছেন: আম আদমী কিভাবে যে জাহার কোটি টাকার মালিক হয়ে যায়-তার একজন প্রত্যক্ষদর্শী আমি।
২০১০ সনেও আমার অফিসের পিওন এর জব করতো যে ছেলেটি সেই ছেলেটি স্বাস্থ্য অধিপপ্তরে চিকিতসা সরঞ্জাম সরবরাহ কাজের ঠিকাদারী কোঁরে বর্তমানে হাজার কোটি টাকার মালিক!

১৬ ই মে, ২০২২ রাত ৯:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এইটাই হয়তো সিস্টেম!
আর হুদাই কবিতা।

৩| ১৬ ই মে, ২০২২ সকাল ১১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
আম আদমি আম আদমিই রয়ে যায় :(

১৬ ই মে, ২০২২ রাত ৯:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আম ই থাকবে।

৪| ১৬ ই মে, ২০২২ সকাল ১১:৪৭

অর্ক বলেছেন: ভালো লাগলো লেখাটি। শুভেচ্ছা থাকলো।

১৬ ই মে, ২০২২ রাত ৯:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ ব্লগার।

৫| ১৬ ই মে, ২০২২ দুপুর ২:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


বাড়িতে এসে সব আম গাছের আম দেখি পোকা,যা খাওয়ার অযোগ্য।

১৬ ই মে, ২০২২ বিকাল ৩:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এবার আমাদের আম নাই। গতবার আম বিতরণ করে শেষ করতে পারিনি।

৬| ১৬ ই মে, ২০২২ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৬ ই মে, ২০২২ রাত ৯:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই

৭| ১৬ ই মে, ২০২২ রাত ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লাগলো কবিতা।
:)

+++

১৬ ই মে, ২০২২ রাত ৯:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ গুরুজী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.