নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

ছুটির দিনের ব্লগিং

২০ শে মে, ২০২২ বিকাল ৫:৪০

ব্লগার নাহল তরকারিকে কেন জানি এতোদিন মেয়ে হিসেবেই মনে করতাম। কোন পোষ্টে যদি প্রকাশ করেও থাকে সেটা এতোদিন চোখে পড়েনি। আজ ভুল ভাঙ্গলো। আজ পোষ্টে এক স্বপ্নের কথা বলেছেন। সেখানে তার বৌ এর কথা বলা হয়েছে। তারমানে ধরে নেয়া যায় তাহল তরকারি ছেলে ব্লগার। এতোদিন মেয়ে ভাবার কারণ অনুসন্ধান করছি। 'তরকারি'র জন্য? তরকারির সাথে মেয়ের কি সম্পর্ক?


প্রিয় সাধু ভাই, আগের মত আর লেখেন না। তার পোষ্ট থেকে বোঝা যায় তার আক্ষেপের কথা। ব্লগে পাঠক কম, মন্তব্য কম। আগে একটা সময় ছিল ব্লগার একটু ভালো কিছু লিখলেই সবাই 'সোজা প্রিয়'তে নিয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে যেত। একটা যে প্রিয় বাটন আছে সেটা আমিও মাঝে মাঝে ভুলে যায়।
আমরা যারা মনের ভাবটা কষ্ট করে টাইপ করি তারা প্লাস চাইনা, প্রিয় চাই না । অন্তত কেউ কেউ মন্তব্য করুক। আমাদের ভালো লাগবে। তারমানে এই নয় যে তানাহলে আমরা লিখবো না। ব্লগার সাধুও লিখবেন, স্বপ্নবাজ সৌরভ লিখবে। থামছি না।


শ্রদ্বেয় ব্লগার আহমেদ জি এস স্যার অনেকদিন পর পোষ্ট দিলেন। গুহা চিত্র বিষয়ক। পোস্ট টা এতো ভালো লেগেছে যে প্রিয়তে রেখেছি।


আজ সারাদিন রাজীব নুর ভাইয়ের পোস্ট নাই। আজ তার চিংড়ি মাছের ফ্রাই খাওয়ার কথা। সম্ভবত ফ্রাই খেয়ে ঘুমাচ্ছেন। ভরপেট খেয়েছেন নিশ্চয়ই। কারণ যতদূর জানি সুরভী ভাবির রান্না ভালো। একদিন খেতে হবে।

শ্রদ্ধেয় ব্লগার সোনাগাজীর একটা কমেন্ট ভালো লেগেছে।
" মানুষ মরতে চাহে না, ইহা থেকে প্রমাণিত হয় যে, মানুষ আসলে, মৃত্যুর পরের জীবনে বিশ্বাস করে না।"
আমি মরতে চাইনা। একেবারেই চাইনা। কিন্তু পরের জীবন কে বিশ্বাস করি। এই নিয়ে একটা পোষ্ট দিবো। খুব ইচ্ছা করছে।


ছুটির বিকেল। দিন শেষ হতে চলেছে। ভালো দিন গুলো দ্রুত চলে যায়। ঈদের দিন বিকেল থেকে মন খারাপ হওয়া শুরু হতো যখন ছোট ছিলাম। এখনো মন খারাপ হচ্ছে। মন খারাপ হচ্ছে আমার ছেলেরো। আমারই ছেলে তো । সে জানে কাল থেকে বাবার অফিস।

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২২ বিকাল ৫:৪৯

সোনাগাজী বলেছেন:


পরকাল সম্পর্কে মানুষের ভাবনা আছে; সেই ভাবনা মানুষের জীবনের উপর প্রভাব রাখছে; মিশরীয়রা পরকালকে যেভাবে ভেবেছিলো, সেই অনুসারে তারা মমি বানায়েছিলো।

মানুষ যদি পরকালকে মনেপ্রাণে গ্রহন করতো, বেঁচে থাকার জন্য সীমাহীন চেষ্টা অব্যাহত থাকতো না।

২০ শে মে, ২০২২ বিকাল ৫:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার ঐ মন্তব্যটা মনে ধরেছে।

২| ২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১২

জুন বলেছেন: +

২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ জুন আপা।

৩| ২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: নাহল তরকারির মতিগতি ঠিক বুঝতে পারি না। এক পোস্টে লেখে অবিবাহিত অন্য পোস্টে বউয়ের সাথে ঝামেলা। আবার অন্য পোস্টে তালাক বিষয়ক আলাপ। মাঝেমধ্যে দেখি ছেলেবেলার গানও গান।

আমার দুঃখের কথা আপনি অন্তত বুঝতে পারছেন ভেবে ভালো লাগছে। এই স্বার্থপর দুনিয়ায় কে ভাবে কার কথা!

রাজীব নুর খাওয়ার কথা বলে মাঝেমধ্যে লোভ দেখিয়ে দেন। ওনারে কে বোঝাবে ওনার মতো রাজকপাল সবার হয় না। ওনি চাইলে কিন্তু মাঝেমধ্যে খাওয়াতে পারেন।

২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নাহল তরকারিকে খুব বেশি পড়া হয়নি। চেষ্টা করি।
দেখুন কষ্ট আমারো লাগে। একটা পোষ্ট দেয়ার পর নোটিফিকেশনের অপেক্ষায় থাকি। এটাই সত্যি।

রাজীব নুরের কাছে খাওয়ার কথা বললেই সে রাজী হবে। আমাকে কয়েকবার আমন্ত্রণ জানিয়েছিল। আমি সময় মিলাতে পারিনি।
তবে একদিন কাঁটাবন ঢালে অষ্টব্যন্ঞ্জনে বসবো। আপনাকে জানাবো। রাজীব নুরই খাওয়াবে। ওখানকার চিকেন গ্রীল অসাধারণ। মেওনিজ আর মসলা দিয়েই দুইটা নান খেয়ে ফেলা যায়।
দেখি রাজীব ভাই এই পোষ্টে আসলে ডেট ফাইনাল করবো।

৪| ২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

ইসিয়াক বলেছেন: আমি ছুটির দিনে সারা সপ্তাহের পোস্টের খসড়া লিখে রাখি তারপর প্রতিদিনের কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে পোস্ট রেডি করি। রেডি হয়ে গেলেই পোস্ট দেই। বেশি ব্যস্ত থাকলে কমেন্টের উওর দিতে দেরি হয়।তবে ইদানীং কমেন্টের উওর দিতে ভীষণ আলসেমি লাগে। জানি এটা মোটেই ঠিক নয় কিন্তু কি করবো।আবার অনেক সময় মন্তব্য বুঝতে সমস্যা হলে প্রতিমন্তব্য করতে দেরি হয়।

২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি যখন ব্লগিং শুরু করেন সেই সময়ের কথা মনে পড়ে?
আপনাকে সামুর 'ভোরের পাখি' বলে ডাকতাম।

৫| ২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

ইসিয়াক বলেছেন: হা হা হা মনে আছে , প্রিয় ঠাকুর মাহমুদ ভাই এই উপাধি দিয়েছিলেন। উনি আমাকে ভীষণ স্নেহ করেন।

উনি কিন্তু আপনাকেও অনেক স্নেহ করেন।আপনি ব্লগে অনুপস্থিত দেখে আপনার খোঁজ নিতে পোস্টও দিয়েছিলেন।সামহোয়্যারইন ব্লগ আমার জীবনের শ্রেষ্ঠ উপহার।কতকিছু যে শিখেছি,জেনেছি এখনও শিখছি জানছি।আর সবচেয়ে বড় কথা চমৎকার মানুষগুলোর সাথে একসাথে সময় কাটাচ্ছি। বাস্তবে হয়তো উনাদের কাছাকাছি দাঁড়াবারও সুযোগ পেতাম না। আমার জীবন ধন্য।

ভালোবাসা ভাই।

২০ শে মে, ২০২২ রাত ৮:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রিয় ঠাকুর মাহমুদ আমাকেও খুব স্নেহ করেন। আহমেদ জি এস স্যার স্নেহ করেন।

সামু আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার বলেছেন। সামুর প্রতি অনেক ভালোবাসা আপনার ইসিয়াক ভাই।

৬| ২০ শে মে, ২০২২ রাত ৮:১৫

শ্রাবণধারা বলেছেন: আমারও প্রথমদিকে ধারনা ছিল নাহল তরকারি মেয়ে। তরকারি ভাইয়ের পোস্টগুলো ছিলো, আজকে আমার মন খারাপ এই জাতীয়।
ভেবে ছিলাম রূপক বিধৌত সাধু হয়তো জীবন জীবিকা নিয়ে একটু ঝামেলায় আছেন তাই পোস্ট করছেন না।

মানুষ মরতে চায় না, এটা থেকে প্রমাণিত যে মানুষ আসলে মৃত্যুর পরের জীবনকে বিশ্বাস করেনা, এটা আমার কাছে মনে হলো সোনাগাজীয় লজিক (যদিও আমি তার অনেক লজিকেরই বিশেষত রাজনৈতিক লজিকের ভক্ত)।
আমার মনে হয় মানুষ মরতে চায় না কারণ আমাদেরকে জীবনমুখী করে সৃষ্টি করা হয়েছে। মানুষ যদি বাচঁতেই না চায় তাহলে জীবন-বিধাতার বড় আপদ।

২০ শে মে, ২০২২ রাত ৮:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার মন্তব্য ভালো লাগলো।
নাহল তরকারিকে বেশি পড়া হয়নি। তবে উনাকে মেয়েই ভাবতাম।
রূপক সাধুর ব্যক্তিগত জীবন নিয়ে আমি জানিনা। তবে তার শেষ পোষ্টটা থেকেই আমার লেখা। আসলে এখন পাঠক অনেক কম।
সোনাগাজী নিজের লজিক দিয়েছেন। আমি কেন মরতে চাইনা এটা নিয়ে পোষ্ট লিখবো।

ভালো থাকবেন আপনি। ধন্যবাদ

৭| ২০ শে মে, ২০২২ রাত ৮:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: না হলে তরকারি ছেলে ব্লগার এটা তো প্রথম থেকেই বুঝা যাচ্ছে তার পোস্ট পড়ে এবং তার মাল্টিনিক হচ্ছে ইমরোজ 75।

২০ শে মে, ২০২২ রাত ৯:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনারা মাল্টি নিক বোঝেন কিভাবে?

৮| ২০ শে মে, ২০২২ রাত ৮:২৩

ইসিয়াক বলেছেন: সামুর প্রতি আমার শুধু ভালোবাসা নয়।
কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা অন্তরের অন্তস্তল থেকে।

আমি অন্য সব ব্লগে পোস্ট দেওয়া ছেড়ে দিয়েছি। সামুর মত কোনখানে আরাম পাই না।

২০ শে মে, ২০২২ রাত ৯:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার অন্য কোন ব্লগই নাই।

৯| ২০ শে মে, ২০২২ রাত ৯:২৯

গরল বলেছেন: ভালো লিখেছেন, আপনি স্বপ্নবাজ, আমি স্বপ্নবিলাসি। আমি স্বপ্ন দেখি জেগে জেগে, ঘুমিয়ে স্বপ্ন দেখতে পারি নাই কখনও, আপনি?

২০ শে মে, ২০২২ রাত ১০:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: "স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না।" এটা আবুল কালাম আজাদের কথা।
যা আমাকে ঘুমাতে দেয়না সেটা হলো টেনশন। টেনশন আর স্মৃতিকাতরতা আমাকে ঘুমতে দেয় না ভাই। ঘুমিয়ে দেখি দুঃস্বপ্ন।

ভালো থাকবেন। নিয়মিত পাঠ আর চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।

১০| ২০ শে মে, ২০২২ রাত ১০:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: @শ্রাবণধারা, জীবন-জীবিকা নিয়েই দৌড়ের ওপর আছি। আপনি আমার পূর্ববর্তী পোস্ট পড়ে অবশ্য মন্তব্যও করেছিলেন। লেখা পোস্ট না করার অন্যতম কারণ আজকের পোস্ট।

২০ শে মে, ২০২২ রাত ১০:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন থেকে প্রার্থনা করি, আপনার সমস্যার সমাধান হোক।
খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি। সেই ধাক্কা এখনো কাটাতে পারিনি।

আপনি ভালো থাকবেন। শুভকামনা রইল।

১১| ২১ শে মে, ২০২২ রাত ১২:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: গুছানো পোস্ট, গুছানো লেখা।

২১ শে মে, ২০২২ রাত ১২:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সারাদিন কোথায় ছিলেন? আজ সবাইকে মিস করছি। আজ মন ভালো আছে।
আপনার আশ্রমের পুকুরে কি বাইম মাছ পাওয়া যায়। বাইম মাছ মাংসের মত করে খেতে ইচ্ছা করছে? অনেক বছর খাইনা।

১২| ২১ শে মে, ২০২২ রাত ১২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: আজ ভোর ৬ টা ২৫ মিনিটে রওনা হয়েছিলাম টাঙ্গাইলের উদ্দেশ্যে ২০১ গম্ভুজ মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য। ১৪ জনের দল ছিলাম। যাওয়অর পথে আরো ৩টি পুরনো মসজিদ ও জমিদার বাড়ি দেখতে দেখতে গিয়েছি। ফেরার সময়ও একটি জমিদার বাড়ি দেখে এসেছি। এই কিছুক্ষণ আগে বাসায় ফিরেই সামুতে বসেছি।

আশ্রমের পুকুরে বাইম মাছ পাওয়া যায় না। বড় তারা বাইম মাছের ঝোল তরকারি আসলেই অসাধারণ। আমার মা রান্না করতেন।

২১ শে মে, ২০২২ রাত ১:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বোঝা যাচ্ছে পরবর্তি পোষ্টের দারুণ সব রসদ সংগ্রহ করে এনেছেন। অপেক্ষায় রইলাম।

১৩| ২১ শে মে, ২০২২ রাত ১:৩৯

রাজীব নুর বলেছেন: আজ সারাদিন ব্যস্ত ছিলাম খুব। একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম।

২১ শে মে, ২০২২ রাত ২:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হমম। এই পোষ্ট করা পর দেখি আপনি পোষ্ট দিয়েছেন।

১৪| ২১ শে মে, ২০২২ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হমম। এই পোষ্ট করা পর দেখি আপনি পোষ্ট দিয়েছেন

মাঝে মাঝে আলসেমি পেয়ে বসে। মাথার ভেতর তিনটা লেখা সাজিয়ে বসে আছি। লিখছি না। আলসেমি।

২১ শে মে, ২০২২ বিকাল ৫:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লিখে ফেলুন। পড়ি।

১৫| ২১ শে মে, ২০২২ বিকাল ৪:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
করোনার শুরু হবার বছর খানেক পর থেকে
আমার ছুটির শুরু এখনো চলছে। ছুটি শেষ
হলে আপনার ও আপনার মন খারাপ হয়
আর আমার ছুটি শেষ হয়না বলে বাসার
সবার মিন খারাপ, সব চেয়ে বেশী বউয়ের,
কেন এত বেশী ঘরে থাকি।

নাহল তরকারীকে মেয়ে মনে
করি নাই বলেই হয়তো তার
পোষ্টে মন্তব্য করি নাই! হা হা হা

২১ শে মে, ২০২২ বিকাল ৫:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দুই বছর আড়াই বছর আমিও ছুটিতে ছিলাম।

১৬| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: " মানুষ মরতে চাহে না, ইহা থেকে প্রমাণিত হয় যে, মানুষ আসলে, মৃত্যুর পরের জীবনে বিশ্বাস করে না।" এ তো রীতিমতো দার্শনিক উক্তি।
গাজী সাহেবের এই পোস্টের মন্তব্যটাও চমৎকার।

ভাই ছোট খাটো একটা ব্যাবসা করি, মাঝে মাঝে মনে হয় আহারে চাকুরিজীবীদের ছুটি ছাটা আছে আমাদের তাও নেই।
যাক সুস্থ থাকুন নিরাপদ থাকুন আনন্দে থাকুন।

২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো থাকবেন ভাই। শেষ পোস্টটা দেখতে পারেন। বাঘ বকরি খেলার একটা খোরাক দিয়ে গেলাম।
ভালো থাকবেন। অনেক ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.