নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

কংক্রিটে বাসা বাঁধবে কর্পোরেট স্বপ্ন.....

২১ শে মে, ২০২২ রাত ৩:৪১



অঘুমা রাত কাটবে বলেও
অনেক দেরী করে,
পাখিদের কিচির মিচিরে মনে হয়
হয়তো এবার ঘুমনোর সময় হলো।
কিন্তু প্রতি সকালে ঘুম ভাঙ্গাতো
আমার মুঠোফোনে তোমার কন্ঠ,
পাখিরা সে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলো।

পাখিদের কলরব
আর আহত সূর্যের রক্ত
ইদানীং আমায়
ঘুমের আমন্ত্রন জানায়।
সময় পাল্টে যায়,
পাল্টে যায় আমি
পাল্টাও তুমি, পাল্টে যায়
মুঠোফোনের রিংটিউনটি,
আসলে সবারই একটা
জগত্‍ আছে।

উদ্যানের ঘাসে
পেপার বিছিয়ে
কাগুজে সংসার,
তুমি আমি অথবা ফুল বিক্রিতা
ঐ ছোট্ট মেয়েটা, সবাই
যথারীতি পাল্টে যাচ্ছি।

উদ্যানে থাকবেনা ঘাস,
কংক্রিটে বাসা বাঁধবে
কর্পোরেট স্বপ্ন,
ফুলওয়ালী মেয়ে গুলো
বেমালুম ভুলে যাবে
ফুলের নাম,
ঠিক যেভাবে ভুলে
গেছো আমায়,
আমার কালো শার্টের বোতাম,
জুতোর রং আর
মুঠোফোনের প্রিয়
রিংটিউনটা!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২২ ভোর ৫:৪৩

প্রতিদিন বাংলা বলেছেন: [শিরোনামের মন্তব্য ,নিজের মতো ]
কংক্রিটে বাসা বেঁধে ফেলেছিলো বুলডোজার গুড়িয়ে দিয়েছে কর্পোরেট স্বপ্ন.....
[গুগল একাউন্ট জব্দ রাশিয়ায় ,পাততাড়ি গুটিয়েছে তারা ওখান ]

২১ শে মে, ২০২২ সকাল ৯:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠিক বুঝলাম না।

২| ২১ শে মে, ২০২২ দুপুর ১২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ কঠিন, একটু ছাড়া ছাড়া মনে হলো।

২১ শে মে, ২০২২ দুপুর ১২:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নিবিড় পাঠের জন্য ধন্যবাদ ভাই।

৩| ২১ শে মে, ২০২২ দুপুর ১:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর কবিতা।

২১ শে মে, ২০২২ বিকাল ৫:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৪| ২১ শে মে, ২০২২ দুপুর ১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২১ শে মে, ২০২২ বিকাল ৫:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেকদিন পর আপনার মন্তব্য পেলাম। ভালো লাগলো।

৫| ২১ শে মে, ২০২২ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: শব্দ চয়ন সুন্দর হয়নি।
আপনার কবিতার বেশির ভাগ শব্দই শ্রুতি মধুর নয়।

২১ শে মে, ২০২২ বিকাল ৪:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: Click This Link

এযাবত সব কবিতা গুলোতে 'সহজ সরল সুন্দর' বলে দায় সেরেছেন মনে হয়। আমার টেস্ট বদলাচ্ছে মনে হয়। বয়সের বাড়ার সাথে সাথে এমন হয়।
উপরের লিংকে আমার এই কবিতায় আপনার কমেন্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.