নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

অনু ব্লগঃ অনিবার্যকারণবসত!

২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:২১



ফেসবুক ডিয়েক্টিভ আছে বেশকিছু ধরে। ভালো লাগে না। ব্লগ ভালো লাগে তাই বেশ কিছুদিন ধরে ব্লগে প্রচুর সময় দিলাম।









অনিবার্যকারণবসতঃ এই ভালোবাসার ব্লগ থেকে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি নিচ্ছে।
সময় হলে ফিরে আসবো......

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৩১

সোনাগাজী বলেছেন:




ব্লগিং করতে থাকেন, ইহা আপনাকে মানুষের সাথে থাকতে ও কথা বলার সুযোগ করে দিচ্ছে, ইহা খুবই প্রয়োজনীয় বিষয়।

২৪ শে মে, ২০২২ দুপুর ১:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সবুজবাতি জ্বলছে। আমি আছি। তবে ফেরার দিন নির্দিষ্ট হয়নি।

২| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

জুন বলেছেন: কেন অব্যাহতি স্বপ্নবাজ ! আপনার লেখা পছন্দ করি ।

২৭ শে মে, ২০২২ রাত ১১:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আছি জুন আপা।

৩| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১০

অর্ক বলেছেন: অনির্দিষ্টকাল! এ যে ভয়ঙ্কর কিছু ইঙ্গিত করে! নির্দিষ্টকালের মাঝেই থাকেন ভাই। সপ্তাহ মাস তিনমাস।

শুভেচ্ছা থাকলো।

২৭ শে মে, ২০২২ রাত ১১:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক বেশি সময়।

৪| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: নাহ। ব্লগে থাকুন। ব্লগে গু পোস্টে ভরপুর। ভালো ব্লগরা চলে গেলে গন্ধ আরো বেশী উঠবে। থাকুন প্লিজ।

২৭ শে মে, ২০২২ রাত ১১:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি নিয়মিত লিখছেন। নিয়মিত পড়ছি।

৫| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমরা আপনাকে অব্যাহতি দিলে তো!

২৭ শে মে, ২০২২ রাত ১১:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সেটাই তো দেখছি।

৬| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১৬

শায়মা বলেছেন: ভাইয়া সাম্প্রতিককালের কিছু পোস্ট পড়ে মনে হয়েছে তুমি ডিপ্রেশনে ভুগছো।

বিশেষ করে সান্ধ্যকালীন বিষন্নতা।

ব্লগে থাকো।

স্পেশালী সন্ধ্যাবেলা।

সোনাগাজী ভাইয়ার সাথে কথা বলো কমেন্টে কমেন্টে।
ভাইয়া লাইকস ইউ তোমার সাথে ভালো সময় কাটাবে নিশ্চয়।

ডাইভার্ট ইওর মাইন্ড।

আনন্দে থাকো।

ব্লগ থেকে চলে যাবার কোনো কারণ নেই বরং টাইমপাসের জন্য মজার মাধ্যম হতে পারে।

২৭ শে মে, ২০২২ রাত ১১:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাঘবন্দী খেলায় আটকা পড়েছি।

৭| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:২৪

খায়রুল আহসান বলেছেন: এটা মনে হয় আপনি ভুল করছেন। আপনাকে ব্লগে এখন বেশ নিয়মিত দেখতে পেয়ে ভালো লাগছিলো।
সম্ভব হলে ব্লগে আরও কিছুটা সময় দিন। নিজের কথা লিখুন, অন্যের কথায় অংশগ্রহণ করুন।
আপনার জন্য আন্তরিক শুভকামনা---

২৪ শে মে, ২০২২ দুপুর ১:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সবুজবাতি জ্বলছে। আমি আছি। তবে ফেরার দিন নির্দিষ্ট হয়নি।

৮| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪২

ইসিয়াক বলেছেন: চলে যাওয়া সমাধান নয় প্রিয় ব্লগার । আপনার লেখা আপনার সঙ্গ বরাবরই উপভোগ্য।

একসাথে ব্লগে থাকি আড্ডা দেই,ঝগড়া করি, নানা বিষয়ে আলোচনা করি ধুমসে। রাগ অভিমান ভুল বোঝাবুঝি তো থাকবেই। একসাথে থাকলে কত কিছু হয়।তাই বলে চলে যেতে হবে? মন খারাপ করতে হয় না। আপনি থাকুন প্লিজ।

৯| ২১ শে মে, ২০২২ রাত ৮:৪৭

শেরজা তপন বলেছেন: :||

১০| ২১ শে মে, ২০২২ রাত ৮:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: আমাদের প্রত্যেকেরই জীবনে চড়াই-উৎরাই থাকবে। কাজেই এটা জীবনের ভবিতব্য মেনে নিয়ে নিজেদেরকে যতটা স্বাচ্ছন্দে রাখা যায় সেটাই আমাদের প্রত্যেকেরই কাম্য।যদিও কখনোবা প্রতিকূলতা আমাদেরকে বেসামাল করে দেয়। তবে আমরা প্রত্যেকেই তার থাকে যত দ্রুত সম্ভব কাটিয়ে ওঠার চেষ্টা করি। ব্লগ হল একটা নিপাট মিথস্ক্রিয়ার জায়গা। আমরা এখানে একে অপরের সুখ ও দুঃখ আনন্দ শেয়ার করি। পোস্টের বিষন্নতা থেকে বুঝতে পারছি আপনি চলমান সময়ে একটু ক্লেদাক্ত মনে আছেন। আপনার মনের অবসন্নতার অবসান ঘটুক। সেক্ষেত্রে যদি সাময়ূ বিরতি আপনাকে মানসিকভাবে অক্সিজেন দেয় তাহলে সেটা আমাদের কাছে অবশ্যই কাম্য। সুস্থ-সতেজ মনে আবার ফিরে আসুন। আপনার ছন্দবদ্ধ গতিশীল ব্লগিং এর অপেক্ষায় রইলাম.....

১১| ২১ শে মে, ২০২২ রাত ১০:১৬

রাজীব নুর বলেছেন: কোথাও যাওয়ার দরকার নাই। আমাদের সাথেই থাকুন।

১২| ২১ শে মে, ২০২২ রাত ১০:৫১

লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: সে কি!
আমি মাত্র এলাম!
কিছুদিন থেকে যান।

১৩| ২১ শে মে, ২০২২ রাত ১১:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

সে কি! এটা খুব ভাবনার বিষয়।

১৪| ২১ শে মে, ২০২২ রাত ১১:০৭

সোনাগাজী বলেছেন:



আপনি কাজের শেষে রেষ্ট দিয়ে প্রতিদিন ২ মাইল হাঁটবেন।

১৫| ২১ শে মে, ২০২২ রাত ১১:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: বেশী সময় নিয়েন না। তাড়াতাড়ি ফিরে আসবেন আশা করি।

১৬| ২১ শে মে, ২০২২ রাত ১১:৫৬

সৈকতসৈকত বলেছেন: স্বপ্নবাজ সৌরভ ,






কারার লগে এতদিন ব্লগিং করসেন বুঝবার পারসেন ?

অসুস্থ ব্লগ ছাইড়া যাইবার লাগসেন

আর বেবাব ব্লগার খাড়ার উপ্রে আপ্নেরে অসুস্থ বানাই দিসে

সোনাগাজীরে সাপোর্ট করেন ? আপ্নেরে তো হেয় বিলা কইরা দিল

আর কেডায় কেডায় আপ্নেরে বিলা করসে , কমেন্ট পড়েন

১৭| ২২ শে মে, ২০২২ সকাল ১১:৪৩

জুল ভার্ন বলেছেন: ভালো না লাগলে সাময়ীক বিরতি নেওয়া উচিত।

২৭ শে মে, ২০২২ রাত ১১:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাঘ বন্দি খেলা মনে হচ্ছে। কখনো বাঘ আবার কখনো বকরী।

১৮| ২৭ শে মে, ২০২২ রাত ১০:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার বাঘ বন্দি খেলার ছবিটি ভালো লেগেছে। +++



২৭ শে মে, ২০২২ রাত ১১:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি এসেছেন!
ছবিটা নিজের তৈরী। এই পোষ্টের সাথে বা আমার অব্যাহতি চাওয়ার সাথে জড়িত।
ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.