নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

ক্রিমসন লেকের দিনগুলি

০৯ ই জুন, ২০২২ রাত ১২:১২






১.
আজিজ সুপার মার্কেটে অনেকদিন আড্ডা দেয়া হয়না। নিজেদের ডিজাইন করা টিশার্ট গুলো হেঁটে হেঁটে বেচে
বেড়িয়েছি আজিজ থেকে ছবির হাট,টিএসসি আবার আজিজ। স্যান্ডেলের শুকতলা ক্ষয়ে ফেলেছিলাম বড় হবার জন্য!

একদিন হুটকরে ১২টা টিশার্ট বিক্রি করে ফেললাম আমরা। সবই আমাদের হাতে আঁকা টিশার্ট। আমাদের কি আনন্দ ! এরপর নিত্য উপহার , ফোর ডাইমেনশনে গিয়ে সময় কাটাতাম।মাঝে মাঝে নোভা কম্পিউটারের সামনে, ঐখানে নাকি কবি রফিক
আজাদ আসতেন, আমরা অপেক্ষায় থাকতাম।

পেনসিল ,রং তুলি, আর্টপেপার,ওয়াটার কালার কিংবা ক্রিমসন লেকের দিন গুলো ভালোয় ছিলো। ভুল গুলোকে তুলি আর রংয়ের ছোঁয়ায় কত সহজেই বদলে ফেলা যেতো! একটার পর একটা ওয়াশ। আহ্ ! ওয়াটার কালারের মজাই ছিল আলাদা।
টিশার্টের নিজের লেখা কবিতার ডিজাইন নজর কেড়ে ছিল খুব।


আলিয়ঁস ফ্রঁসেজে একদিন শাহরুখ শহীদ স্যারের সাথে দেখা। আমরা ঠিক করেছিলাম উনার মত আমরাও শাড়িতে আঁকবো। ঐদিনই শেষ দেখা। এর কিছুদিন পর তিনি মারা যান। আমরা বিষন্ন হয়েছিলাম খুব।

রাত জেগে টি শার্ট, ঈদের আগে পাঞ্জাবীর ডিজাইন। কফি আর আমার সস্তা কবিতা, ওয়াটার কালারে হাজার হাজার স্বপ্নের শেড, দেয়াল লিখন, অংকন... আবছা
হয়ে আসা ঝাপসা স্মৃতি!

তুইতো তাও লাইনে আছিস। শৈল্পিক থেকে জংঙ্গী হাউজ তারপর নবরুপা , তারপর এখন কোথায় জানি না। শুনেছি মাঝে মাঝে ফ্যাশন নাইট, মিডিয়া। দুইয়ে দুইয়ে পাঁচ মেলাতে পারিস্ ।

কি বিস্ময়কর! আমার এখন দুইয়ে দুইয়ে চার মেলাতে হয়! আমার সামনে নিরেট আবেগহীন কম্পিউটার। যেটা হিসেব ছাড়া কিছুই বোঝে না।



২.

ক্রিমসন লেক
_______________

বাক্সটা ক্রমশ ছোট হচ্ছে
চার দেয়ালের জ্যামিতিক আঁকিবুকি
বিন্দু থেকে বিন্দুর সমান্তরাল মিলন
সহজ উপপাদ্য গুলো সরল থেকে জটিলের দিকে ধাবমান।

ক্রিমসন লেক'এ লাল সূর্য
লেমন ইয়োলোর হাত ধরে একফালি সজীবতা
জল রঙে কৃষ্ণচূড়া
আর অসাবধানতায় দূরের ধূসর পাহাড়।
সবই ঠিক ছিল
অসংলগ্ন পেন্সিলের অযাচিত দাগ মুছে দিতো
নন ডাস্ট ইরেজার!

লেখার পাতায় ফাঁকা গুলো বেঁচে নেই।
হাজারো কাটাকাটি , লেখার উপর লেখা
আর অস্পষ্ট অক্ষরগুলো
জীবনকে সন্দিহান করে তোলে ইদানিং।



মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২২ রাত ১২:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতাটি চমৎকার হয়েছে।

০৯ ই জুন, ২০২২ রাত ১:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ এবং ধন্যবাদ।

২| ০৯ ই জুন, ২০২২ রাত ১২:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এই লেকে কি শুধুই ক্রিম!
তাই বুঝি নাম ক্রিমসন লেক!

০৯ ই জুন, ২০২২ রাত ১:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ক্রিমসন লেক , লেমন ইয়োলো কিন্ত রংয়ের নাম।

৩| ০৯ ই জুন, ২০২২ রাত ১:০৬

সোনাগাজী বলেছেন:



আপনি এমনভাবে লেখেন যে, পুরো ব্যাপার বুঝার জন্য আপনাকে ২০/২৫টা প্রশ্ন করতে হবে।

০৯ ই জুন, ২০২২ রাত ১:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আসলে সব কিছু বলা নাই। জীবনের ক্ষুদ্র অংশ মাত্র। তবে জটিল কিছু নয়।
আমার এক বন্ধুকে বলা কথা।
আপনি প্রশ্ন করতে পারেন।

৪| ০৯ ই জুন, ২০২২ ভোর ৫:৩৫

বেবিফেস বলেছেন: ছোট হলেও কথাগুলো সুন্দর। কবিতা ভালো হয়েছে।

০৯ ই জুন, ২০২২ দুপুর ১২:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ বেবিফেস।আপনার ফিরে আসা শুভ হোক।

৫| ০৯ ই জুন, ২০২২ সকাল ৯:২১

শূন্য সারমর্ম বলেছেন:


অস্পষ্ট অক্ষরসমূহ কি কি?

০৯ ই জুন, ২০২২ দুপুর ১২:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অস্পষ্ট তো, বোঝা যাচ্ছে না। এই জন্যই সন্দিহান, দ্বিধা।
দারুণ একটি পয়েন্ট ধরেছেন।

৬| ০৯ ই জুন, ২০২২ দুপুর ১:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
জীবনের সূক্ষ অনুভূতির দারুন প্রকাশ।+++

০৯ ই জুন, ২০২২ দুপুর ২:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৭| ০৯ ই জুন, ২০২২ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৯ ই জুন, ২০২২ দুপুর ১:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই কবিতা টা আমারো পছন্দ !

৮| ০৯ ই জুন, ২০২২ রাত ১১:৫৪

গরল বলেছেন: আজিজ সুপার মার্কেট থেকে আমিও মাঝে মাঝে টি-শার্ট কিনতাম, জানি না হয়ত আপনার আঁকা শার্টও কিনে থাকতে পারি। আমি একবার আমাদের একটা টিম এর জন্য কচ্ছপ আঁকা টি-শার্ট কেনার জন্য অনেকদিন ঘুরেছিলাম কিন্তু পাইনি। দোকানদার রা তাচ্ছিল্য করে বলত ভাই আপনারা এত কিছু থাকতে কচ্ছপ আঁকা টি-শার্ট কেন খুজতেছেন, আপনাদের রুচি কি এর চেয়ে ভালো করা যায় না? কি আর বলব, কোন উত্তর না দিয়ে ফিরে এসেছিলাম, আর যাইনি কখনও, সেটা ২০১৬ এর ঘটনা।

২৭ শে জুন, ২০২২ দুপুর ১:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ২০১২ এর পরে আর আজিজে যায়নি। একসময় দিনের অংশ ছিল। আপনাদের টিমের নাম কি ছিল। জানতে ইচ্ছা হচ্ছে।
আমি হাতে আঁকা করতাম প্রথমে। পরে প্রিন্টে গেছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.