নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

এক কাপ কবিতা

১২ ই জুন, ২০২২ সকাল ৯:২৪



অলস সময়
মনিটরে চোখ রেখে
দু আঙ্গুলের ফাঁকে অনবরত ঘূর্ণায়মান জেলপেন।

এক্সেল শীটের হিসেব মেলাতে ছটফট করে আমার
কর্পোরেট সময়
অবহেলিত এককাপ রং চা
পড়ে আছে ডেস্কের বাম পাশে ,
অবহেলিত হৃদয়ের মত চায়ের কাপ অনবরত
অভিমান জমা করে।

চায়ে কাপে আপাতত মন নেই
দু আঙ্গুলের ফাঁকে ঘূর্ণায়মান কলম প্রসব করতে চায় কবিতা ।

ছন্দের হিসেব মেলেনা
শব্দ গুলো বড় বেশী নাছোড়বান্দা
আর মাথার মধ্যে
জটলা পাকায়
কর্পোরেট হিসেব!

অভিমানী এককাপ রং চা অভিশাপ দেয়!

আপাতত চা নয়,
ছন্দ শব্দ আর আবেগ মেশানো গাঢ় এককাপ
কবিতার প্রয়োজন।
হবে নাকি এক কাপ কবিতা?

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২২ সকাল ১০:২১

বিজন রয় বলেছেন: অবহেলিত হৃদয়ের শব্দ-ধ্বনি স্বর!!

১২ ই জুন, ২০২২ সকাল ১১:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অবহেলিত হৃদয়ের শব্দ এক চাপচ গুলিয়ে নিলেই হলো।

একটা এক কাপ কবিতার আয়োজন করুন। করোনার প্রকোপ নেই। চা লিখতে লিখতে কবিতা খাওয়া যাবে। ধুমায়িত কবিতা। শব্দ আর আবেগের নিদারুন মিশেল।

২| ১২ ই জুন, ২০২২ সকাল ১০:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর হয়েছে।

১২ ই জুন, ২০২২ সকাল ১১:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ জানাই।

৩| ১২ ই জুন, ২০২২ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হবে হবে

১২ ই জুন, ২০২২ সকাল ১১:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তো দিন এক কাপ আমার জন্য।

৪| ১২ ই জুন, ২০২২ সকাল ১১:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: এভাবেই জন্ম নেয় প্রতিদিন হাজার হাজার কবিতা।

১২ ই জুন, ২০২২ সকাল ১১:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হচ্ছে তো আরো হোক
এভাবেই বেড়ে উঠুক
কবিতার কল্পলোক!!

ধন্যবাদ ব্রাদার।

৫| ১২ ই জুন, ২০২২ সকাল ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ©কাজী ফাতেমা ছবি
=তোমার জন্য এক কাপ কবিতা=
কোন সে দুর্ভাবনায় নিজেকে দিয়েছো ঠেলে
কেনোই বা মন তোমার এলেবেলে,
মনিটর হতে চোখ সরাও, চায়ের কাপে রাখো ঠোঁট
বন্ধ চোখে এবেলা শান্তি করো লোট।

হিসেব মিলে না জীবনের কখনো, মেলানো যায় না, করিয়া জোর?
দু’চোখে তোমার আজ অমানিশা ঘোর,
এক্সেল শীটটা আপাতত করে দাও ক্লোজ,
জোর করে মিলাতে হিসেব হয়ো না অবুঝ।

কর্পোরেট সময়ের বুকে তোমার জন্য এক কাপ রঙ চা
চুমুকে চুমুকে সুখ রোদ্দুরে করো উজ্জ্বল মনের মাঁচা;
চায়ের কাপে তুলে রেখো, হিসেব না মেলানোর সন্তাপ,
অভিমানী চা তোমার বুকে ছড়াবে এক সমুদ্দুর সুখোত্তাপ।

চায়ের কাপে জমা করো পেরেশানী যত
বাড়িয়ো না অযথাই হৃদয়ে ব্যথার ক্ষত;
নিশ্চুপ বসো, একাকি তোমার উদাস দুপুর
আমি নিয়ে আসি এক কাপ কবিতা শব্দে ভরপুর।

নীলচে কলম ছুঁড়ে ফেলে কীবোর্ড হাতে নিয়েছি তুলে,
আবৃত্তিতে মন দিয়ো.... যেয়ো বিগত দুঃখবোধ ভুলে
মনে তুলে দেব তোমার আজ এক পাহাড় শব্দের ঝড়,
তুমি চেয়ারে হেলান দিয়ে শুনতে পাবে ছন্দের নির্ঝর।

এই যে....তোমার জন্য নিয়ে এসেছি এক কাপ কবিতা
তুমি মুগ্ধ না হলে এবেলা, বেকার সবই তা;
তোমার জন্যই সময় ভাসিয়েছি কবিতার জলে ও প্রিয়জন,
তুমি শিরোনামে করেছি আজ, একশত দুই কবিতার আয়োজন।

১২ ই জুন, ২০২২ সকাল ১১:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি দারুন! কি দারুন! ছবি আপা।
কত বড় উপহার।
অনেক অনেক ধন্যবাদ।
পোষ্ট দিন।
ভালো থাকবেন।

৬| ১২ ই জুন, ২০২২ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: পোস্ট করেছি ভাইয়া
থ্যাংকিউ সো মাচ

১২ ই জুন, ২০২২ দুপুর ২:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আবার ধন্যবাদ।

৭| ১২ ই জুন, ২০২২ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: মনে হচ্ছে বস্তব অভিজ্ঞতা থেকেই লিখেছেন।

১২ ই জুন, ২০২২ বিকাল ৩:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আসলেই তাই। একেবারে কর্পোরেট ডেস্ক থেকে লেখা।

৮| ১৩ ই জুন, ২০২২ সকাল ১১:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কর্পোরেট কবিতা সুন্দর হয়েছে।

১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কর্পোরেট ডেস্কে বসেই লেখা যে।
অনেক ধন্যবাদ।

৯| ২১ শে জুন, ২০২২ বিকাল ৫:১৪

খায়রুল আহসান বলেছেন: "অবহেলিত হৃদয়ের মত চায়ের কাপ অনবরত অভিমান জমা করে" - বাহ, বেশ সুন্দর লিখেছেন তো! + +

২১ শে জুন, ২০২২ বিকাল ৫:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রথমে সেই লাইনটা মাথায় আসে ওই লাইন ভেবেই কবিতা লিখি।
"অবহেলিত হৃদয়ের মত চায়ের কাপ অনবরত অভিমান জমা করে" এই লাইনটা ভেবেই পুরো কবিতা লেখা।
অনেক ধন্যবাদ স্যার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.