নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের ঝগড়া করার চেয়ে ধাঁধায় অংশ নেয়া উত্তম ...

২৭ শে জুন, ২০২২ সকাল ১১:৫৯



কৈশোরে একটা মজার অভ্যাস ছিল পেপার/পত্রিকার 'শব্দজট' খেলা। হাতে পেলেই বসে যেতাম জট খুলতে। যখন আটকে যেতাম তখন আম্মার সাহায্য নিতাম। তানাহলে বুক শেলফে রাখা চলন্তিকা। সানন্দা তে কঠিন কঠিন শব্দের খেলা থাকতো। আমি মেলানোর চেষ্টা করতাম। খুব একটা ভালো সময় কাটতো। একটা সময় খেলার চেয়ে শব্দজট তৈরী করতেই বেশি মজা পেতাম। পেপারে পাঠিয়ে দিতাম মাঝে মাঝে। আজকের শব্দজট পাঠিয়েছেন সৌরভ --- পেপারে নিজের নাম দেখে খুব ভালো লাগতো।
মাঝে মাঝে এখনো সহজ সহজ শব্দজট তৈরী করি। না , পেপারে পাঠানোর জন্য নয় । বলতে পারেন সময় কাটানোর জন্য।
তেমনি একটা সহজ সরল শব্দজট আজ আপনাদের জন্য। চাইলে সময় কাটাতে পারেন।
সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগারদের ঝগড়া করার চেয়ে ধাঁধায় অংশ নেয়া উত্তম।
ভালো থাকবেন। নিরন্তর শুভ কামনা।

এবার নিচের শব্দসূত্র গুলো দেখেনি এবং শব্দজট ছাড়ায় :


পাশাপাশি

১। তৃণক্ষেত্র / স্তুতি পাঠক
৩। ব্যবচ্ছেদ / বিয়োগ করা
৪। সচেতন / হুঁশিয়ার
৭। আমার / নিজ
৯। দাসত্ব/গোলামি।
১১। তেরছা/ বাঁকা।
১৩। আবদার / ক্রয়ের অঙ্গীকার।
১৫। ডাঁট /হাত দিয়ে ধরিবার বস্তু।
১৭। আবাদ / নিবন্ধীকরণ।
১৯। ভাগ্যচক্র সম্পর্কিত / হাঙর
২১। বৌদ্ধ ধর্মগুরু / বান্দরবান জেলার একটি স্বর্গ রাজ্য।
২৩। আতঙ্কজনক / গা-ছমছমে।
২৪। নিস্পৃহতা / অবজ্ঞা।
২৬। দেহের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ফল বিশেষ।
২৮। কন্যা /তনয়া/নারী
৩০। চেতনার অংশ / অর্ধচেতন।
৩১। সিলেট বিভাগের একটা নাম করা শিল্পনগরী।

উপর - নিচ

১ স্বাদ গ্রহণ করা / বৃত্ত
২ প্রচার করা / রাষ্ট্র করা
৫ একটি ফলের নাম
৬ বিশ্বব্যাপী উৎপাদিত একটি শস্য।
৮ নামাজের একটি অংশ।
৯ বুট/ছোলা।
১০ প্রথা/প্রচলন।
১২ শপথ/ হলফ।
১৩ তারিফ/সাধুবাদ।
১৪ ঔদার্য / নিস্পৃহ
১৬ বিভাজ্য অঙ্ক।
১৮ পারদর্শী / চতুর।
১৯ অন্তর / আত্মা
২০ পাষাণ/রত্ন
২১ সুবিধা / সুফল।
২২ বিভ্রম /প্রমত্তা।
২৪ অভিপ্রায়/উদ্দেশ্য।
২৫ রক্ত সম্পর্কিত।
২৭ নিজ মানসিক উপলব্ধি
২৮ অস্পষ্ট / নিষ্প্রভ
২৯ জন্মকোষ্ঠী / গৌতম বুদ্ধের পূর্বজন্ম-সংক্ৰান্ত গল্প গ্রন্থ।

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২২ দুপুর ১২:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শব্দজটে ঢুকতে চাই না। মাথা খারাপ করে দেয়। আগে এর পেছনে অনেক সময় ব্যয় করতাম :)

প্রথম ২/৩টা দেখলাম। কঠিন বলেই আর মগজ খোয়াইলাম না। পরে এসে উত্তর দেখে যাব নে।

২৭ শে জুন, ২০২২ দুপুর ১২:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বানাতে খুব মজা লাগে কিন্তু।
থাক , মাথা ফ্রেশ রাখুন।

২| ২৭ শে জুন, ২০২২ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: জনাব ব্লগাররা ঝগড়া করে না।
তাঁরা লিখে। প্রতিবাদ করে। ভুল ধরিয়ে দেয়। আলোচনা করে।

২৭ শে জুন, ২০২২ দুপুর ১২:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঝগড়ার নমুনা দেখবেন ? স্ক্রীনশর্ট দিতে পারি।
থাক , এই পোস্ট নষ্ট করতে চাইনা।

৩| ২৭ শে জুন, ২০২২ দুপুর ১২:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিছু লিখে যাই।

সজাগ
মম
চাকুরী
রুকু
চানা
রীতি
তির্যক
কসম

সিরিয়াল আপনি বুঝবেন :)

২৭ শে জুন, ২০২২ দুপুর ১:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এইতো ফিরে এলেন। আসলে এই সবে একটা নেশা কাজ করে।
হচ্ছে তো ! মিলেই গেছে অনেকটা।
আশাকরি আবার আসবেন সম্পন্ন করে।

৪| ২৭ শে জুন, ২০২২ দুপুর ১:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শব্দজটে এক জায়গায় একটা ভুল আছে। ঐটা বড়ো জায়গা বলে ওটাকেই আমি ধরেছি। মাঝখানের বক্সে ২১ লেখা আছে। ওটা হবে ৩১। ২১-এর বর্ণনা মিলাইতে যাইয়া আমার জান বাইর হইয়া গেছে। পরে বুঝতে পেরেছি, ওটা ভুল।

ঠিক করে ৩১ করুন :)

আত্মচেতনা
অবচেতন
জাতক
আত্মজা
ছাতক

এর মধ্যে বাকি কিছু থাকলে সেটা এমনিতেই মিলে যাবে।

২৭ শে জুন, ২০২২ দুপুর ২:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার তো প্রায় হয়েই গেছে !!
৩১ ঠিক করেছি।

৫| ২৭ শে জুন, ২০২২ দুপুর ২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক মিলিয়েছি। আর মাথা খাটাইতে মন চায় না। তাসীনের বাপে মজা পাইতো সুডুকু

২৭ শে জুন, ২০২২ দুপুর ২:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তাসীন কিসে মজা পায় ?
এটা একটা নেশা। শুরু করলে শেষ না করা পর্যন্ত ভালো লাগে না।
সোনাবীজ ভাই শেষ করেই ছাড়বে।

৬| ২৭ শে জুন, ২০২২ দুপুর ২:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি বুইঝা গেছি আপনি মানুষ ভালা না; আমাগো শান্তিতে থাকতে দিবেননা। :D

২৭ শে জুন, ২০২২ বিকাল ৩:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠিক ধরছেন !! B-)

৭| ২৭ শে জুন, ২০২২ বিকাল ৩:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১৭ নাম্বার পাশাপাশি। শব্দটা ভুল আছে। ওটা হবে 'নিবদ্ধীকরণ' :)

২৭ শে জুন, ২০২২ বিকাল ৩:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নিবন্ধীকরণ আছে। 'নিবদ্ধীকরণ' নামে কোন শব্দ খুঁজে পাচ্ছি না যে।

৮| ২৭ শে জুন, ২০২২ বিকাল ৩:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাতল
লব
বপন
পটু
মন
মকর
আকর

কোনোটা বাদ পড়লে বানাইয়া নেন :)

২৭ শে জুন, ২০২২ বিকাল ৪:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আকর -- হবে না। আর মাত্র কয়েকটা বাঁকি !

৯| ২৭ শে জুন, ২০২২ বিকাল ৩:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

চারণ
চাকা (শব্দটা চাখা হতে হবে)
কাটা
রটা
বায়না
বাখান (খুব কঠিন শব্দ এটা)

২৭ শে জুন, ২০২২ বিকাল ৪:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চাকন -- থেকে চাকা।
বাখান এর চেয়ে সহজ শব্দ আছে। বাহবা।

১০| ২৭ শে জুন, ২০২২ বিকাল ৩:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাঁধা থেকে বদ্ধ। তা থেকে বদ্ধীকরণ বা নিবদ্ধীকরণ। মাটির সাথে বদ্ধ করে দেয়া। গাগ লাগানো বা বপন করা বা রোপণ করা।

২৭ শে জুন, ২০২২ বিকাল ৪:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: planting থেকে বপন - নিবন্ধীকরণ এনেছিলাম বোধহয়।

১১| ২৭ শে জুন, ২০২২ বিকাল ৪:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওটা প্রস্তর বা পাথর হবে। আকর কেন লিখেছিলাম ভুলে গেছি। বাকিগুলো বাকিরা করবে নে

২৭ শে জুন, ২০২২ বিকাল ৪:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাকি গুলোও আপনিই করবেন। জানি।

১২| ২৭ শে জুন, ২০২২ বিকাল ৫:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঝামেলা তো বাঁধাইয়া দিলেন। আজ সারাদিন ছিলাম প্রচণ্ড ব্যস্ত। তার উপর এই নেশা। আমি এখন টায়ার্ড হইয়া গেছি। আমার বাকি কাজ কে করে দিবে?

২৭ শে জুন, ২০২২ বিকাল ৫:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আজকে কেউ নাই নাকি ?

১৩| ২৭ শে জুন, ২০২২ বিকাল ৫:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
লামা
লাভ
ভয়াল
মায়া

এগুলো পারা তো খুবই কঠিন :)

২৮ শে জুন, ২০২২ দুপুর ১২:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
খুব কঠিন ছিল।

১৪| ২৭ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনীহা আর হাতল শব্দ দুইটা জায়গামতো বসাইয়া দেন। আমি হাঁটতে গেলাম :)

২৮ শে জুন, ২০২২ দুপুর ১২:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: যাক শান্তিতে হেঁটেছেন নিশ্চয়।

১৫| ২৭ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: এক সময় পত্রিকার শব্দজট সমাধান করতাম। বেশ মজা লাগলো। আপনারটা চেষ্টা করছি। :)

২৮ শে জুন, ২০২২ দুপুর ১২:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নেশা নিশ্চয় মরেনি।

১৬| ২৭ শে জুন, ২০২২ রাত ৯:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: এক সময় পত্রিকায় সমাধান করতাম।
এখন ধারে কাছেও যাওয়া হয় না।
সম্ভবতো প্রথমটি ভুল আছে।

২৮ শে জুন, ২০২২ দুপুর ১২:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একসময় তো আমার খাওয়া বন্ধ হয়ে যেত।

হমম প্রথমটা ভুল আছে।
আবছা -- অবসা (টাইপিং মিস্টেক মনেহয় )
সীমার -- মাথায় এলো কিভাবে ??

১৭| ২৭ শে জুন, ২০২২ রাত ১০:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: সবগুলি পারলাম না। উত্তরগুলো নীচে দিলাম।

পাশাপাশিঃ
১- উত্তর জানা নাই
৩ - কাটা
৪ - সজাগ
৭ - মম
৯ - চাকুরী
১১- তির্যক
১৩- বায়না
১৫- হাতল
১৭ - উত্তর জানা নাই
১৯- উত্তর জানা নাই
২১ - লামা
২৩- ভয়াল
২৪- উত্তর জানা নাই
২৬ - উত্তর জানা নাই
২৮ - উত্তর জানা নাই
৩০ - অবচেতন
৩১- ছাতক

উপর নীচঃ
১- উত্তর জানা নাই
২- উত্তর জানা নাই
৫- জাম
৬- গম
৮ - রুকু
৯ - চানা
১০- রীতি
১২- কসম
১৩ - বাহবা
১৪- উত্তর জানা নাই
১৬- লব
১৮ - উত্তর জানা নাই
১৯ - মন
২০ - উত্তর জানা নাই
২১ - লাভ
২২- উত্তর জানা নাই
২৪- উত্তর জানা নাই
২৫- উত্তর জানা নাই
২৭- আত্মচেতন
২৮ - আবছা
২৯- জাতক

২৮ শে জুন, ২০২২ দুপুর ১২:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: উত্তর গুলো সঠিক আছে।
অভিনন্দন !!

১৮| ২৭ শে জুন, ২০২২ রাত ১০:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: পাশাপাশিঃ
১ - চারন
৩ - কাটা

২৮ শে জুন, ২০২২ দুপুর ১২:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অভিনন্দন আপনাকে।

১৯| ২৮ শে জুন, ২০২২ রাত ১২:৪২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঝগড়ার নমুনা দেখবেন ? স্ক্রীনশর্ট দিতে পারি।
থাক , এই পোস্ট নষ্ট করতে চাইনা।

অতীতের কথা বাদ দেন। বর্তমান টাই আসল।
দেখুন, কোনো সমস্যা নাই। ঝামেলা নাই। ক্যাচাল নাই।

২৮ শে জুন, ২০২২ দুপুর ১২:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ক্যাচাল পোস্ট দিলে , ক্যাচাল পোস্টে কমেন্ট করলেই ক্যাচাল পাবেন !!
তাই আর প্যারা নাই শুধু চিল

২০| ০৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:১৯

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আপনি কি অই বি চি এস ক্যাডার ভাইয়ের কথা বলছেন? যিনি অফিস এর কাজ ফেলে ব্লগিং করেন? উনি কিন্তু বিগ সট, বাংগালী দের সামুতে লিখে মানুষ করে ছারবে।

০৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অফিসের কাজ ফেলে কি কেউ ব্লগিং করে ? কাজের ফাঁকে করতে পারে। আমি যেমন করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.