নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
শব্দজট খোলা এবং শব্দজট তৈরী করা আমার খুব প্রিয়। কিছুক্ষন আগে ব্লগার সাড়ে চুয়াত্তর ব্লগারের নিক দিয়ে দারুন এক শব্দ জট দিয়েছেন। আমারো খুব ইচ্ছা হলো। তবে এই শব্দ জট খোলার আগে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। তা নাহলে শব্দজট খোলার স্টেজে যেতে পারবেন না। খুব সোজা দুটো প্রশ্নের উত্তর দিয়ে শব্দজট খোলার সুযোগ গ্রহণ করুন। নিজেকে ঝালাই করে নিন।
১. ভালুকের কান কাটলে কী পাওয়া যায় ? বি না হানি ?
২. একটা মুরগি দোচালা টিনের চালের উপর ডিম পারলো। চাল দুই দিকেই ঢালু। এখন বলতে হবে ডিম কোনদিকে পড়বে ?
সহজ প্রশ্ন দুটোর উত্তর পেরেছেন তো ? এইবার আপনার জন্য আছে শব্দজট। মনে রাখবেন , মুরগি পালন করার চেয়ে শব্দ জট খোলা সহজ !
পাশাপাশি
১. বাংলাদেশের একটি জনপ্রিয় মিষ্টান্ন
৩. সুচ/কাঠি
৫. নির্বোধ / কদর্য / হাবাগোবা
৭. হাহাকার / আর্তনাদ
১০. চাটুকার / তাঁবেদার
১১. বক্তা / পুরাণ আখ্যান
১৩ আগাছার ঝোপঝাড়
১৪. জমকালো /চোখ ধাঁধানো
১৭. গর্ভাশয় / জরায়ু
২০. মনুষ্য নাই এমন স্থান / ফাঁকা
উপর-নিচ
১. গড়িমসি / অজুহাত
২. বিচার /মধ্যস্থ
৪. রাজ্যপাল / দেশের শাসক
৫. সংশয় / দ্বিধা
৬. গাড়ি /রথ /বাহন
৯. নিয়ন্ত্রক / অধিষ্ঠাতা
৮. অনুগামী /সমর্থক
১০. চক্রাকৃতি বস্তু / চাকা
১২. ঝুলি/বস্তা
১৪. ধুমধাম /আড়ম্বর
১৫. গুচ্ছ / আঁটি
১৬.দেশের একজন বিখ্যাত গায়িকার নামের অংশ
১৮. জমি / ভূমি
১৯. আরামদায়ক / মনোরম
২০. ফোঁটা / ফুটকি
২১. দফা / রীতি
০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সবাই কিন্তু আপনার অপেক্ষায় আছে।
২| ০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালুকের কান কাটলে বি পাওয়া যায়। আর মুরগির ডিম নীচের দিকে পড়বে।
শব্দজট চেষ্টা করছি। কয়েকটা বেশ কঠিন মনে হচ্ছে।
০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ। আপনি পরের স্টেজে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন।
৩| ০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১২
সাড়ে চুয়াত্তর বলেছেন: পাশাপাশি
৭। বিলাপ
১০। চামচা
১১। কথক
১৩। জংলা / জঙ্গল
উপর নীচ
১। বাহানা
৮। চেলা
৯। পরিচালক
১০। চাকতি
১২। থলে
১৪। জাকজমক
বাকিগুলি অনেক কঠিন মনে হচ্ছে।
০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহানা পারলে ঐ সিরিজের সব মিলার কথা। মিষ্টান্ন কিন্ত রসালো না। শুকনা।
৪| ০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫০
শূন্য সারমর্ম বলেছেন:
আগে প্রথম আলোতে মিলাতাম; এখানে একটু পর এসে হাজিরা দিচ্ছি।
০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এটা একটা নেশা। আপনার অপেক্ষায় রইলাম।
আগামী পর্বে পুরষ্কার থাকবে।
৫| ০২ রা জুলাই, ২০২২ রাত ৯:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: এই শেষ
আর শব্দজট মিলাবো না
আপনার একটা তথ্য কম দেয়া আছে।
০২ রা জুলাই, ২০২২ রাত ১০:৩৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কোনটা?
৬| ০২ রা জুলাই, ২০২২ রাত ১১:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: পাশাপাশি ২১ নেই।
৭| ০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: আমি আমার মাথাতে চাপ দেই না। মাথা কে শান্ত রাখি।
০৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখালেখি করার সময় চাপ পড়ে না?
৮| ০৩ রা জুলাই, ২০২২ রাত ৮:২১
সাড়ে চুয়াত্তর বলেছেন: বালুসা নামে কোন মিষ্টান্ন বাংলাদেশে আছে এটা আমার জানা ছিল না। আসলে কত কিছু জানার বাকি আছে।
০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ৯:১৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এইটা চেনেন ?
৯| ০৭ ই জুলাই, ২০২২ রাত ১২:২২
সাড়ে চুয়াত্তর বলেছেন: এটার নাম বাতাসা। আমার খুব প্রিয়।
০৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:৪০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ছোটবেলায় মিলাদে বাতাসা দিতো।
১০| ০৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাই আপনার প্রোপিকটা মোটেও ভাললাগছেনা।
০৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:৩৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হমম
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৬
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি সবার লাস্টে উত্তর দিব। আমার থেকে দেখে আবার কেউ মিলিয়ে দিবে