নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
অনেকদিন কবিতা লেখা হয় না
কিন্তু আগে খুব হতো
খোলা জানালায় তাকালে মৃদু হাওয়া জড়ো করে আনতো
অসংখ্য কবিতার শব্দ ।
সেই শব্দ গুলো একেক পর সাজিয়ে
শব্দের পিঠে শব্দ বসিয়ে ,পাড়ি দিত বিস্তীর্ণ প্রান্তর !
অনেকদিন কবিতা লিখি না
ইচ্ছে হলেও কলম ধরা হয় না আগের মত
কলমের অগ্রভাগে জমতে থাকা অজস্র পংক্তিমালার
অকাল মৃত্যু হয়েছে আজোবধি।
ফাউন্টেনপেনে ঝড়তে থাকা কালিগুলো নিঃশেষ হয়েছে
ছিটকে পড়ছে এখানে ওখানে , চুষে নিয়েছে তৃষার্ত পেপার ন্যাপকিন!
কিন্তু একসময়
পেপার ন্যাপকিনে অজস্র কবিতা লিখে পকেট বন্দি করেছি কত?
রং বেরংয়ের সাইন পেনে আঁকি বুকি কাটতে কাটতে এঁকে ছিলাম--
নীল প্রেম, লাল বিদ্রোহ কিংবা শোকের কালো পংক্তিগুলো ।
অনেকদিন কবিতা লেখা হয় না।
জানালায় চাঁদ আর ভাবায় না।
ফুটপাতের আধাপেটা মানুষ গুলোর দিকে ফিরে দেখা হয়না দ্বিতীয়বারের মত।
অথচ তুমি ইদানীং যে জানালায় চোখ পাতছো,
ঘষামাজা করছো পুরনো ডায়রীর পাতা
ঠিক সেইখানে আমার ছড়িয়ে দেয়া অগনিত অক্ষরমালা
নিশ্চয়ই তোমাকে ভাবতে শেখায়?
বারংবার ভাবায় ।
জবানবন্দীঃ
ইদানীং আমার পুরনো পোষ্ট গুলো পড়ছি আর ড্রাফটে নিচ্ছি। কবিতা লেখা বন্ধ করেছি অনেক আগে। কোন উদ্দেশ্য খুঁজে পাচ্ছি না । আমার লেখার চিন্তার গভীরতা কম। এই গভীরতা দিয়ে খুব বেশি আগানো যায় না।
কবিতা ছিল, সোভিয়েত শৈশব ছিল, স্মৃতি নিয়ে মাতামাতি ছিল, ধাঁধা শব্দ জট এলো। আর হচ্ছে না ।
ছবিঃ এই মূহুর্তের আকাশ।
১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাচ্চারা মাঝে মধ্যে দারুণ সব শব্দ বলে ফেলে। সেদিন বৃষ্টিতে আমার আড়াই বছরের ছেলেটা জানালায় বৃষ্টি দেখতে দেখতে বলে ফেললো- ' বাবা, বাবা, ঝুমঝুম বিসতি ধুম ধুম বাস!
আমার ছেলের জন্য দোয়া করবেন।
আমার কবিতা পড়ে মন্তব্য করেছেন । বরাবরের মত শ্রদ্ধা রইল।
২| ১৪ ই জুলাই, ২০২২ সকাল ৮:৩০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সত্যিই দারুণ এক কবিতা। কবিতা লেখা বন্ধ করবেন না।
১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 'কবিতা লেখা বন্ধ করবেন না।'
আগেও বলেছেন। ধন্যবাদ আপনাকে। কবিতা ভালো লেগেছে জানলে ভাল লাগে।
৩| ১৪ ই জুলাই, ২০২২ সকাল ৯:২২
শূন্য সারমর্ম বলেছেন:
নীল প্রেম,লাল বিদ্রোহ ও কালো শোক।
১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৫১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সাইনপেনের কালি।
৪| ১৪ ই জুলাই, ২০২২ সকাল ৯:৪৯
সোনাগাজী বলেছেন:
আপনার কবিতাটা এস্কিমোদের কবিতার মতো
১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৫২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ইগলুর ভেতর বসবাস। দুনিয়া সম্পর্কে জানে কম।
৫| ১৪ ই জুলাই, ২০২২ সকাল ১০:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: আজ বিশাল বড় চাঁদ উঠবে আকাশে সন্ধ্যার পরেই।
১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৫২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তাহলে আপনার ছবি পাবো নিশ্চয়ই।
৬| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ২:০৩
রাজীব নুর বলেছেন: ''আমার লেখায় চিন্তার গভীরতা কম''।
কথাটা সত্য বলেছেন।
১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৫৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুকরিয়া।
৭| ১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২৮
ইসিয়াক বলেছেন: সময়ের সাথে সাথে কত কিছু বদলে যায়। প্রিয় শৈশব হারিয়ে যায়। কৈশোর পেরিয়ে জীবন জটিল আবর্তে ঘুরপাক খায়। কত দায়িত্ব কত চিন্তা কত শত সমস্যা। সৃজনশীল মন একসময় দিশা হারায়। ফেরা আর হয় না। ফেরা যে যায় না।অবশেষে নিঃশব্দে হারিয়ে যাওয়া। কালে ভদ্রে কেউ হয়তো খোঁজ নেয়। ওটুকুই. … নিজে থেকে নতুন করে আর যোগাযোগে উৎসাহ হারিয়ে যায় ততদিনে... সব সম্পর্কের মৃত্যু হয় তখন।
কবিতার মানুষ কবিতায় থাকুন। আশা করি হারিয়ে যাবেন না।
শুভকামনা রইলো।
১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৫:২৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দিশেহারা বলতে পারেন।
একসময় ভোরের পাখির মত পোষ্ট দিতেন। কমেন্ট করতাম।
নিজে কি লিখবো, আপনাকেও পড়া হয় না ইদানীং।
ভালো থাকবেন।
৮| ১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: তাহলে আপনার ছবি পাবো নিশ্চয়ই।
না, আমার ক্যামেরার লেন্সটার ফোকাসে ঝামেলা হচ্ছে। ছবি ঝাপসা হয়ে যায়।
১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৫:২৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এটা কেমন হলো?
৯| ১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৩৮
মিরোরডডল বলেছেন:
কংক্রিটের ভিড়েও এতো সুন্দর চাঁদের আলো কি যে মনোমুগ্ধকর !!!
কে বলেছে কবিতা হবে না ?
লিখলেই লেখা হবে ।
ল্যাক অভ কনফিডেন্স, ওটা ফিরে পেলে আবারও সব হবে ।
১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৫:২৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লিখলাম তো!
পড়লেন। মন্তব্য করলেন।
ফেরার অপেক্ষায় রইলাম আরকি।
১০| ১৪ ই জুলাই, ২০২২ রাত ৮:০৯
মোহাম্মদ গোফরান বলেছেন: গতকাল রাতে পড়েছিলাম গল্পটি । ভালো লাগসে। সুন্দর করে লিখসেন।
১৪ ই জুলাই, ২০২২ রাত ৮:৩১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কোনটা?
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০২২ সকাল ৭:০৩
খায়রুল আহসান বলেছেন: 'ঐ মুহূর্তের আকাশ'টাকে দেখেই তো একটা কবিতা লিখা যায়!
চাঁদের আলো ভেঙে গেল
ফোন-ক্যামেরার দোষে,
মেঘগুলো তাই টুকরো হয়ে
কপট রাগে ফোঁসে।
ঠিক ঐ সময়ে 'সাবেক কবি'
স্বপ্নবাজ এক সৌরভ,
লিখেন একটি নতুন কবিতা
ফিরে পান তার গৌরব।
দ্রষ্টব্যঃ 'চাঁদের আলো ভেঙে গেল' কথাটি নিয়েছি আমার আড়াই বছরের নাতি আরহাম এর মুখ থেকে। সম্প্রতি ওর বাবা মা ওকে 'কানাডা দিবস' উদযাপন উপলক্ষে ফায়ার ওয়ার্ক্স বা রাতে আতশবাজি পোড়ানোর অনুষ্ঠান দেখাতে নিয়ে গিয়েছিল। প্রতিটি আগ্নেয় বাজি ফোটার সাথে সাথে আশেপাশের লোকজন 'ওয়াও ওয়াও' করছিল। সেও একবার বিস্ময়ে হঠাৎ বলে উঠলো, "ওয়াও, আলো ভেঙে গেল"!