নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

প্রতিত্তুরে আমি ছিলাম চুপ

২৪ শে জুলাই, ২০২২ রাত ১২:২৯



'রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা'র মত
তোমার সাথে আবার দেখা হয়েছিল আমার।
রেলগাড়ির ঝিক ঝিক কাঁপুনির মত
খানিকটা দোলা দিয়েছিল আমার হৃদয়ে ,
মানুষ তো ! কোমল হৃদয় আমারও যে আছে।

কেমন আছো ?
জানতেও চেয়েছিলে সবিনয়ে।
আমার কোন তাড়া ছিল না , ছিলো না
পরের স্টেশনে নেমে যাওয়ার তোড়জোড়
তবুও
প্রতিত্তরে কিছুই বলিনি আমি।

বলিনি আমি -
বিষণ্ণতার কথা
চেরির ডালে ঝাপ্টা লাগা বাতাসের কথা
গত শীতে ঝরে পড়া হলুদ বিষণ্ণ পাতার কথা
ঘামার্ত কপালে লেপটে থাকা চুলের কথা।

তোমার চুল ভালোবাসতাম খুব
গন্ধ নিতাম প্রাণ ভরে , মুঠোবন্দী করতাম
ছোঁয়াতাম আমার গালে।
ভালোবেসেছিলাম খুব
হটাৎ আউলা বাতাস এলোমেলো করে দেয়া চুল গুলোকে
ভালোবাসতাম খুব।

অঙ্কুরোদগম দ্রোহ গুলো
জাগতে চেয়েছিলো একসময়
খাতায় খাতায় , নোটবুকের পাতায় পাতায়
টুকে রাখতাম , লিখে রাখতাম
জড়ো করতাম দ্রোহ গুলোকে
অঙ্কুরোদগম থেকে কোন মহীরুহের আশায়।

জানো তো ,
হলদে পাতা গুলো একদিন ঝরে পড়ে আচমকা।
আমার নোটবুকের পাতা গুলো
কবে যে হলুদ হতে হতে
ঝরে পড়লো , টেরই পাইনি !

এতো কিছু তুমি আমার কাছে জানতে চাওনি
শুধু জিজ্ঞেস করেছিলে , কেমন আছো ?
প্রতিত্তরে কিছুই বলিনি আমি।

আমি বলিনি -
চারা হয়ে ওঠার আগেই
শুকিয়ে যাওয়ার কথা।
মলিন হয়ে যাবার কথা
বিলীনের কথা
ঝরে যাওয়ার কথা
হেরে যাওয়ার কথা।


অনেক কিছুই বলার ছিল আমার।
গুছিয়ে রেখেছিলাম এতদিনে
তবে তুমি জানতে চেয়েছিলে শুধুই -
কেমন আছি আমি ?

প্রতিত্তুরে আমি ছিলাম চুপ
এতো কিছু শোনার সময় কোথায় তোমার !



ছবি কৃতজ্ঞতায় : পূর্ব রেলওয়ে এর বিজ্ঞাপন।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২২ রাত ১২:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:

২৪ শে জুলাই, ২০২২ রাত ১:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি যেখানে যেতে চাই ট্রেনটা সেখানে যাচ্ছে না।

২| ২৪ শে জুলাই, ২০২২ রাত ১:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চুপ থাকাই বুদ্ধিমানের কাজ,
এতে কলহ কম হয়।
কথায় বলেঃ বোবার শত্রু নাই।

২৪ শে জুলাই, ২০২২ রাত ১:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একদম ঠিক। মায়া বাড়ানোর কি দরকার।

৩| ২৪ শে জুলাই, ২০২২ রাত ১:২৮

শূন্য সারমর্ম বলেছেন:


অঙ্কুরোদগমের দ্রোহ' শব্দটা পছন্দ হয়েছে।

২৪ শে জুলাই, ২০২২ রাত ১:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একটা বিশেষ শব্দ বাক্য মাথায় আসার পর পুরো কবিতা লিখতে ইচ্ছা করে। আমার ক্ষেত্রে সেটাই হয়। আপনি ঠিক শব্দ পছন্দ করেছেন। ঐটা ভাবতে ভাবতেই সম্পূর্ণ লেখা। ধন্যবাদ আপনাকে।

৪| ২৪ শে জুলাই, ২০২২ সকাল ৯:২০

কালো যাদুকর বলেছেন: রেলস্টশনে দেখা হওয়াটা বেশ রোমান্টিক ব্যাপার। তবে আজকাল বাস স্টেশনে বা সপিং মলে দেখা হওয়াটা স্বাভাবিক ব্যাপার।

অনেক ভাবনার ভীড়ে , উত্তরটি দেয়া হয়নি।

২৪ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বড্ড তাড়াহুড়ো , সময় মেলে না , তাছাড়া কিইবা বলার আছে । ধন্যবাদ কালো জাদুকর। আমার কবিতায় মন্তব্য করার জন্য।

৫| ২৪ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪০

রানার ব্লগ বলেছেন: রবীন্দ্রনাথের কবিতার সাথে মিল আছে!!

রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা,

ভাবি নি সম্ভব হবে কোনোদিন।

আগে ওকে বারবার দেখেছি

লালরঙের শাড়িতে

দালিম ফুলের মতো রাঙা;

আজ পরেছে কালো রেশমের কাপড়,

আঁচল তুলেছে মাথায়

দোলনচাঁপার মতো চিকনগৌর মুখখানি ঘিরে।

মনে হল, কালো রঙে একটা গভীর দূরত্ব

ঘনিয়ে নিয়েছে নিজের চার দিকে,

যে দূরত্ব সর্ষেখেতের শেষ সীমানায়

শালবনের নীলাঞ্জনে।

থমকে গেল আমার সমস্ত মনটা;

চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে।

হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে

আমাকে করলে নমস্কার।

সমাজবিধির পথ গেল খুলে,

আলাপ করলেম শুরু --

কেমন আছ, কেমন চলছে সংসার

ইত্যাদি।

সে রইল জানলার বাইরের দিকে চেয়ে

যেন কাছের দিনের ছোঁয়াচ-পার-হওয়া চাহনিতে।

দিলে অত্যন্ত ছোটো দুটো-একটা জবাব,

কোনোটা বা দিলেই না।

বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় --

কেন এ-সব কথা,

এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা।

আমি ছিলেম অন্য বেঞ্চিতে

ওর সাথিদের সঙ্গে।

এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে।

মনে হল কম সাহস নয়;

বসলুম ওর এক-বেঞ্চিতে।

গাড়ির আওয়াজের আড়ালে

বললে মৃদুস্বরে,

"কিছু মনে কোরো না,

সময় কোথা সময় নষ্ট করবার।

আমাকে নামতে হবে পরের স্টেশনেই;

দূরে যাবে তুমি,

দেখা হবে না আর কোনোদিনই।

তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে,

শুনব তোমার মুখে।

সত্য করে বলবে তো?

আমি বললেম, "বলব।"

বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোল,

"আমাদের গেছে যে দিন

একেবারেই কি গেছে,

কিছুই কি নেই বাকি।"

একটুকু রইলেম চুপ করে;

তারপর বললেম,

"রাতের সব তারাই আছে

দিনের আলোর গভীরে।"

খটকা লাগল, কী জানি বানিয়ে বললেম না কি।

ও বললে, "থাক্‌, এখন যাও ও দিকে।"

সবাই নেমে গেল পরের স্টেশনে;

আমি চললেম একা।

- রবীন্দ্রনাথ ঠাকুর।

২৪ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 'রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা'র মত
তোমার সাথে আবার দেখা হয়েছিল আমার।

ভাবনা টা ওই কবিতার থেকেই।
ধন্যবাদ আপনাকে।

৬| ২৪ শে জুলাই, ২০২২ সকাল ৯:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

২৪ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতা পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ। ভালো লেগেছে জেনে ভালো লাগছে।

৭| ২৪ শে জুলাই, ২০২২ সকাল ১০:২২

জুল ভার্ন বলেছেন: কবিতা খুব ভালো হয়েছে। +

২৪ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ইদানিং ব্লগে কেউ কবিতা পড়তে চায়না। আপনি পড়েছেন। ভালো লেগেছে এবং প্লাস দিয়েছেন।

অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৮| ২৪ শে জুলাই, ২০২২ দুপুর ২:৪২

শাওন আহমাদ বলেছেন: বাহ! অসাধারণ লিখেছেন। সত্যিই কিছু কিছু সময় আমাদের আর কিছুই বলতে ইচ্ছে করেনা কিংবা বলার মতো মুহূর্ত থাকেনা যদিও বা ভেতরে এক সমুদ্র কথা জমে থাকে তবুও।

২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দারুন মন্তব্য !!
ধরে নিলাম মন্তব্যের প্রেক্ষিতেই আমার কবিতা।

৯| ২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৩:২২

শাওন আহমাদ বলেছেন: ধন্যবাদ! 8-|

২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তখন ধন্যবাদ জানাতে ভুলে গিয়েছিলাম।
ফিরে এসে সুযোগ দিলেন।

১০| ২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৫৮

শাওন আহমাদ বলেছেন: হা হা হা আচ্ছা! আচ্ছা!! বিশাল এক কর্ম সম্পাদন করে ফেলেছি এবার ট্টিট দিয়ে উদ্ধার হোন। :D

২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৪:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.