নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
শ্রান্ত নিথর দেহে প্রশান্তির আখ্যান
__________________
একদিন আমিও হাঁপাতে হাঁপাতে
কুকুরের মত জিহবা বের করে বসবো
শুকনো পুকুর ধারের পাতাঝরা জামগাছের নিচে
সুশীতলতা আর পানির আশায়।
একদিন অদ্ভুত নিয়মের ফাঁদে নেতিয়ে পড়বে
আমার শ্রান্ত শরীর , ধীরে ধীরে
মাটিতে উর্বরতা বাড়াবে
মিশে যাবে জাম গাছের শিকড়ে- প্রশাখায়
নরম মাটি ভেদ করে শেষ রস টুকু শুষে নেবে
শুকনো তৃষিত পুকুর।
একদিন হঠাৎ করেই ফুরোবে না দিন
সময় আটকাবে না নিয়মের ফাঁদে
বিকেলের সোনালী রোদ দীর্ঘক্ষণ
ঝুলে থাকবে পশ্চিম আকাশের কোনায়।
একদিন সেই জাম গাছের শাখায় শাখায়
উচ্ছল প্রাণচঞ্চলতা দেখা দেবে পাতাদের
ভরা পুকুরের শীতল পানিতে
প্রতিফলিত হবে সুবিশাল
সবুজের ছায়া।
আমি কি তবে ধরে নেব
মানুষের মরা নিথর দেহ বিফলে যায়না
পৃথিবীর বিকাশতায় নিজেকে উজাড় করে
মাটির সঙ্গে মিশে।
দিনের এই শেষ বেলায় কমতে থাকে
বিকেলের সোনালী রোদ
শ্রান্ত নিথর দেহে প্রশান্তির আখ্যান লিখতে লিখতে
মানুষ অবশেষে খুঁজে পায়
অসীমের ঠিকানা।
__________________
স্বপ্নবাজ সৌরভ
কর্পোরেট ডেস্ক থেকে
ছবিঃ পুকুরে ধারে ছিল জাম গাছ। এখন আর নেই। পুকুরেও পানি নেই। শুকিয়ে গেছে। এই পুকুরে সেজচাচা সাঁতার শিখিয়ে ছিল। সেই গল্প পরে একদিন .......
২৮ শে জুলাই, ২০২২ বিকাল ৫:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১:৫৬
শূন্য সারমর্ম বলেছেন:
অদ্ভুত নিয়মের ফাঁদে পড়ে অসীমে মিলিয়ে গিয়ে প্রশান্তির আখ্যান লিখতে বসবো সেই চেনা জাম গাছের শেকড় জড়িয়ে।
২৮ শে জুলাই, ২০২২ বিকাল ৫:১৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রশান্তির আখ্যান !
৩| ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ২:০১
আখেনাটেন বলেছেন: আমি কি তবে ধরে নেব
মানুষের মরা নিথর দেহ বিফলে যায়না
পৃথিবীর বিকাশতায় নিজেকে উজাড় করে
মাটির সঙ্গে মিশে।
...
মানুষ অবশেষে খুঁজে পায়
অসীমের ঠিকানা। -- দারুণ......
কবিতায় গভীর ভাবের সঞ্চার করেছেন....
একদিন পুকুরপাড়ের জামতলায় কতদিন শুয়ে বসে থেকেছি....মনে পড়ে....সেইসব দিন...
২৮ শে জুলাই, ২০২২ বিকাল ৫:১৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হাপিয়ে গিয়ে কত বসেছি। স্কুল থেকে ফিরে বসেছি।
৪| ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ২:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
উপমা আর অলংকারে পরিপূর্ণ কবিতা।
২৮ শে জুলাই, ২০২২ বিকাল ৫:১৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৫| ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
২৮ শে জুলাই, ২০২২ বিকাল ৫:১৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৬| ২৮ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৫৬
সোনাগাজী বলেছেন:
আপনি চাকুরীতে আছেন?
২৮ শে জুলাই, ২০২২ রাত ৮:০৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জ্বী। চাকুরীতে আছি।
৭| ২৮ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৭
আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ ,
একদিন হঠাৎ করেই যখন ফুরিয়ে যাবে দিন, তখন নিয়মের ফাঁদে আটকে মানুষের শ্রান্ত দেহটিকে কোনও গাছের ছায়ায় বিশ্রামে রত হতে হবে। দিন যাবে, দেহ বিবর্তিত হয়ে উর্বরতা বাড়াবে মাটির। সে কি তার শুরু না শেষ ?
২৮ শে জুলাই, ২০২২ রাত ৮:১০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এভাবেই তো চলতে থাকবে! আমি আপনার মতই ভাবি।
৮| ২৮ শে জুলাই, ২০২২ রাত ৮:৪০
অধীতি বলেছেন: এই পুকুরগুলো হারিয়ে যাচ্ছে। দুপুরের পর পুকুরের জল কতটা অদ্ভুত। চারিপাশ জুরে নিথর প্রকৃতি, একটা দুটো কাক হয়তো কড়াইয়ের মগডালে।
২৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই পুকুরে একসময় সারাদিন দাপিয়ে বেড়িয়েছি। ঐ পাশে একটা ব্ড়ই গাছ আছে। প্রচুর বড়ই হতো। সারাদিন পাখি আর ছেলেমেয়েদের আনাগোনা। পাশেই শিমুল গাছ। লাল টকটকে ফুলের প্রতিচ্ছবি পানি পড়তো।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১:৫৪
জুল ভার্ন বলেছেন: চমতকার কবিতা!