নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
গত কয়েকদিন ধরে মাথায় শব্দজটের প্যাঁচ লিখেছে। শব্দজট বানাতে বসেছি কিন্তু কোনভাবেই শেষ হয় না। ভালো ছক মাথায় আসে না। ছক মাথায় আসলেও শব্দ আসে না। শব্দ মাথায় আসলেও মিলতে চায়না। খুব নাজেহাল অবস্থা। তারপরেও দুটো শব্দজট বানিয়েছি। আরেকটা বানাতে ছিলাম শুধু খাবার নিয়ে। কিন্তু ৮০ ভাগ হয়ে আর বানাতে পারিনা।
শব্দজট বানাতে আসলেই খুব মাথা খাটাতে হয়। যুৎসই এবং আকর্ষণীয় সূত্র বের করতে হয়। সূত্রগুলোতে প্যাঁচ লাগাতে হয়।
শব্দজট বানানো এবং মিলানো নেশার মত। যাইহোক আজ একটা শব্দজট নিয়ে হাজির হলাম। অনেকেই আগ্রহ নিয়ে এগিয়ে আসবে নিশ্চয়।
শুভ বিকেল।
৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জট না ছিঁড়লেই হলো। থাকুক জট। আর কত মাথা খাটাবেন।
২| ৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:২২
সাড়ে চুয়াত্তর বলেছেন: নিশাচর
চক
রসিক
নিরবধি
বক
বাকিগুলি সমাধানের চেষ্টা করছি।
৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৩০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বড় ছবি দিলাম। মিলাতে থাকুন।
নিশাচর
চক
রসিক
নিরবধি
বক
৩| ৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: বক
শাসিত
সহি
হিম
সর
পাখি
পাঠ
পরম
পচা
ইশারা
শাহি
হীন
রান
রাবণ
জনগণ
টিকা
আশকারা
বশ
বটি
৩০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রায় তো শেষ। শাসিত কোনটা করলেন যেন?
৪| ৩০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০১
সোনাগাজী বলেছেন:
আপনাদের কোম্পানী আগের মতো অর্ডার পাচ্ছে? আমেরিকার কাপড়ের দোকানগুলো খালি।
৩০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এখন এখন অর্ডার অনেক ভালো। সামনে আরো আসবে। সিজনের টার্গেট ফিলআপ। গত ছয় বছরেরও এমন ছিল না। আমাদের কাস্টমার জার্মানী , স্পেন, জাপান। গতকাল শুক্রবারেও অফিস করেছি।
৫| ৩০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: ২ নং পাশাপাশি, শাসিত না শাসক এটা নিয়ে চিন্তায় আছি। ভুল আছে কি না দেখবেন।
অনেক গার্মেন্টসে ভালোই অর্ডার আছে মনে হচ্ছে। যেহেতু অর্ডার অনেক আগেই বুক হয়ে যায়। সামনের সিজনে সমস্যা হতে পারে।
৩০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বক মিলিয়েছেন। শাসক হবে।৯ পাখি ভুল হয়েছে। ওটাও মিলে যাওয়ার কথা।
সামনের সীজনের অর্ডার আসছে ধীরে ধীরে অনেক ইনকোয়ারী কস্টিং করেছি। সমস্যা হবেনা।
৬| ৩০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪০
মনিরা সুলতানা বলেছেন: আমার এক সময় ভীষণ প্রিয় ছিল। সকালে সবার আগে পেপার রুমে চলে যেতাম।
৩০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার খেলা হয় না তাই বানায়।
৭| ৩০ শে জুলাই, ২০২২ রাত ১০:১২
শূন্য সারমর্ম বলেছেন:
কত সময় লেগেছে বানাতে?
৩১ শে জুলাই, ২০২২ সকাল ৯:১১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এটা সম্পূর্ণ করতে তিন ঘন্টা লেগেছে। আরো কম লাগার কথা।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবার মতো আমারও একটা মাথা
আছে কিন্তু যথাযথভাবে তাকে
খাটাতে পারিনা, তাই জট লেগে
যায় জট খুলতে!