নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
একটা lexus গাড়ি পছন্দ হয়েছে। রাস্তায় দেখলাম। কাল শোরুমে খোঁজ করবো।
'একটু নেশা বেসামাল কথা, জড়িয়ে যাচ্ছে বাড়ি ফেরার পা... তাই কিনে
ফেলল সোমনাথ নেশার অজুহাতে....এই
ক্ষ্যাপা শহরের রাস্তা ঘাট।'
নেশা না করলেও ইদানীং বেসামাল কথা খুব বলছি, প্রতিদিন বাড়ি ফেরার পা দুটো সত্যিই জড়িয়ে যায়, মাঝে মাঝে সোমনাথের মত এই ক্ষ্যাপা শহরের সমস্ত রাস্তা, চায়ের দোকান, রেস্তোরা কিংবা এয়ারপোর্টের পাশে মাথা উঁচু করে থাকা বিশাল 'এয়ারপোর্ট ভিলেজটা'ও কিনে ফেলি।
কোন এক ঈদের সন্ধ্যায় ভেড়ামারা নওদাপাড়ার কড়ই গাছটার নিচে আড্ডা দিতে দিতে আকাশের দিকে তাকিয়ে বন্ধুকে বলেছিলাম, 'দোস্ত ! বড় হতি ইচ্ছা করে নারে কিন্তু খুব বড়লোক হতি মন চাই...'
আমার দোস্ত নাক দিয়ে ধোঁয়া বের করতে করতে উত্তর দেয়, 'আকাশ দিক তাকাসনি। আকাশের দিকে তাকালি মন খারাপ হয়। আকাশ খুব খারাপ।
তবু আকাশের দিকে তাকিয়ে থাকি। দূর আকাশ থেকে একটার একটার পর একটা ' টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার' নেমে আসে। নেমে এসে যেন চোখের কোণে জমতে থাকা চিকচিক জলে মিশে যায়।
দোস্ত ঠিকই বলেছিল, আকাশ খুব খারাপ।
পাদটীকাঃ
বেসামাল কথাবার্তা। একটা গাড়ির স্বপ্ন কোন দিনই দেখিনি। যখন মন খারাপ থাকে তখন সব কিনে ফেলতে ইচ্ছা করে। জীবনের যাবতীয় আক্ষেপ নিয়ে আকাশের দিকে তাকায়। যদিও বন্ধু নিষেধ করেছিলো । কিন্তু ঐ আকাশেই তো আমার ছোটবেলার 'টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার' বাস করে।
০১ লা আগস্ট, ২০২২ সকাল ১০:১০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বড় হতে ইচ্ছা করে না কিন্তু বড়লোক হতে ইচ্ছা করে মাঝে মধ্যেই। উদাসী কথা বার্তা।
ধন্যবাদ আপনাকে।
২| ০১ লা আগস্ট, ২০২২ রাত ২:৩৮
ইফতেখার ভূইয়া বলেছেন: পছন্দ হলেই কিনতে যাওয়াটা কিছুটা বোকামি মনে হয়। কিছুদিন ওটাকে শোরুমে থাকতে দিন, যেতে আসতে লেক্সাসটা দেখুন। ভেতরে কিছুটা জলুনী হোক। একদিন যখন লেক্সাসটা শোরুম থেকে চলে যাবে, সেদিন কিছুটা আফসোস করে বাসায় এসে আবার আকাশের দিকে তাকিয়ে থাকুন। দেখবেন লেক্সাস ছাড়া আপনি, আকাশ, তারা সবই আগের মতোই আছে। কিছু কিছু ইচ্ছে সহজে পূরন করতে নেই। সব চাওয়া যদি পাওয়া হয়ে যায় তবে জীবনটাও ফ্যকাশে মনে হবে। ধন্যবাদ।
০১ লা আগস্ট, ২০২২ সকাল ১০:১১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সমস্যা নাই নেশা কেটে গেলে সব ঠিক হয়ে যাবে। আবোলতাবোল লাগে মাঝে মধ্যে।
ধন্যবাদ ভাই।
৩| ০১ লা আগস্ট, ২০২২ ভোর ৪:৫১
সোনাগাজী বলেছেন:
আপনাে পরিচিত কেহ দি ফাইন্যান্স বুঝে,বা আপনার কোম্পানীতে কেহ ফাইন্যন্স বুঝে, তার সাথে আলাপ করেন, ওরা একটা প্ল্যান বের করতে পারবে।
০১ লা আগস্ট, ২০২২ সকাল ১০:১৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার বাপ এবং ছেলে এতেই খুশি। আমিই শুধু আবোলতাবোল ভাবি।
৪| ০১ লা আগস্ট, ২০২২ সকাল ৯:৩৪
শূন্য সারমর্ম বলেছেন:
আকাশ ঠিকই খারাপ,তোমার সব কথা শুনবে,আশ্বাস দিবে কিন্তু কখনো সমাধান করবে না।
০১ লা আগস্ট, ২০২২ সকাল ১০:১৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠিক। তবুও বারবার আকাশে চোখ চলে যায়।
৫| ০১ লা আগস্ট, ২০২২ সকাল ১০:২০
মরুভূমির জলদস্যু বলেছেন:
গানটা আমার অতি প্রিয়, কত কতবার যে শুনেছি!!
০১ লা আগস্ট, ২০২২ সকাল ১০:২৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
জ্বী জলদস্যু। অসম্ভব প্রিয় একটা। যেন আমাদের কথা বলে। 'ভুলে থাকার একটা ক্ষ্যাপা রাত' নামে আমাদের শহরে।
কোথায় জানি দেখলাম সুমন অঞ্জন নচিকেতা আপনার প্রিয়। আমিও এদের গান দিয়েই গান শোনা শুরু। এখনো এদেরই শুনি।
৬| ০১ লা আগস্ট, ২০২২ সকাল ১০:৩৩
ফয়সাল রকি বলেছেন: মন খারাপ করা বিকেল মানে মেঘ করেছে
দূরে কোথাও দুয়েক পশলা বৃষ্টি হচ্ছে....
০১ লা আগস্ট, ২০২২ সকাল ১০:৫৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
"সরগরম কিন্তু বাইরে রাস্তা
পানের দোকান
রেডিওতে হঠাৎ একটা
পুরনো গান।"
এই সব গান আমার মাথা খায়ছে ভাই।
৭| ০১ লা আগস্ট, ২০২২ সকাল ১১:০৫
ইসিয়াক বলেছেন: তবু আকাশের দিক তাকিয়ে থাকি। অসীমের পানে তাকিয়ে পাওয়া না পাওয়ার হিসাব কষি... এজীবনে কত কিছুই তো চাওয়ার ছিল।মিছে সময় কেটে গেল নিজের অজান্তে।
০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:০৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দারুণ বলেছেন।
৮| ০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:৪৮
রূপক বিধৌত সাধু বলেছেন: বড়োলোক হওয়ার ইচ্ছে হয় নি কখনো। তবে সচ্ছ্লতা চাইতাম সবসময়।
০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৩:০৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একটা স্মার্ট ফোন কেনার ইচ্ছা হয়নি কোনদিন?
৯| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৩:০২
ভার্চুয়াল তাসনিম বলেছেন: একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ।
০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৩:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বেসামাল কথাবার্তা। একটা গাড়ির স্বপ্ন কোন দিনই দেখিনি। যখন মন খারাপ থাকে তখন সব কিনে ফেলতে ইচ্ছা। জীবনের যাবতীয় আক্ষেপ নিয়ে আকাশের দিকে তাকায়। যদিও বন্ধু নিষেধ করেছিলেন । কিন্তু ঐ আকাশেই তো আমার ছোটবেলার টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার বাস করে।
১০| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:১৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনার মনের আশা পূরণ হোক ।
০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:২১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবি, গাড়ি কেনা আমার মনের আশা না। স্বপ্নেও দেখি না। শুধু মনটা খারাপ হয়।
১১| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৪
রূপক বিধৌত সাধু বলেছেন: হয়েছে। তবে ইচ্ছেটা পূরণ হতে বহু বছর লেগেছে।
০১ লা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সেটাই। এই লেখায় আমি পাদটিকা সংযুক্ত করেছি। দেখতে পারেন।
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০২২ রাত ২:৩৫
জটিল ভাই বলেছেন:
সবাই বড়লোক হতে চাই। কিন্তু বড় মন ক'জনের আছে?
লিখা অসাধারণ।