নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো......

০২ রা আগস্ট, ২০২২ সকাল ১১:২৪





রাস্তার পাশে কিংবা মোড়ের দোকান গুলোতে ঝোলে রংচঙা চিপসের প্যাকেট। পাশেই আইসক্রিমের বড় বড় ফ্রিজ। বিভিন্ন কোম্পানী ইগলু, পোলার, কোয়ালিটি। বিভিন্ন রকম কাপ, কোন, চকোবার, ললি। বিভিন্ন স্বাদ বিভিন্ন গন্ধ বিভিন্ন রং ।

বহু বছর হয়ে গেলো পাড়ার রাস্তার মাথায় হাঁক ছেড়ে ডেকে আইসক্রিম ওয়ালা 'গাছে ধরা মালাই' কাধেঁ নিয়ে আর আসে না। যে ডাক শোনা মাত্র ই এক টাকা নিয়ে বাড়ি থেকে বের হতাম। দেরী হচ্ছে দেখে নিজেই ছুটে যেতাম মালাই ওয়াল কাছে! কাঠের বাক্স খুলে দুনিয়ার সবচে লোভনীয় মালাইটি তুলে দিতো আমাদের হাতে... সারাটি দিনের অপেক্ষা একটা 'গাছে ধরা মালাই'!

কালকে আসবেন তো?
- হ্যাঁ আসবো।
কাল একটু আগে আগে আসবেন। কাল বৃহস্পতিবার। হাফ স্কুল।

বৃহস্পতিবার মানেই থার্ড পিরিয়ডে ব্যাগ গুছিয়ে প্রস্তুতি। বাড়ি ফেরার তোড়জোড়। পরের দিন ছুটি। কি অদ্ভুত অনুভূতি।

গাছে ধরা মালাইয়ালা কিন্তু আর আসেনা। বড় হয়ে গেলাম বলে সব কিছু কোথাও হারিয়ে গেল। স্বপ্নেও দেখিনা। ঘুমের ভেতর পুরাতন জিনিস গুলো স্বপ্নে ফিরে পেতে ইচ্ছা করে খুব।

গাছে ধরা মালাই ওয়ালা গলির মাথা থেকে হাঁক দেবে --- গাছে ধরা মালাই!
আমি এক টাকা হাতে দৌড়ে বের হবো, বাড়ির বাইরের 'মিঠি আম' গাছটার নিচে দাঁড়াবো...




শিরোনামঃ আমার সবচেয়ে প্রিয় কবিতার একটি।





মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ১১:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:


কালকে আসবেন তো?

০২ রা আগস্ট, ২০২২ সকাল ১১:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কাল বৃহস্পতিবার। হাফ স্কুল।

২| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ১১:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখনই মারা যাওয়ার চিন্তা কেন মাথায় ঢুকলো?

০২ রা আগস্ট, ২০২২ সকাল ১১:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এখন না। অনেক অনেক আগেই ঢুকেছে।

৩| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: কথা হলো এখন মারা যাওয়ার চিন্তা কেন?
তবে শৈশবের এমন হরেক কথা আজও ভেবে নিজেকে খুব অসহায় লাগে স্মৃতিকাতর করে তোলে।

০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ পদাতিক দা । কবিতাটি পড়লে বুঝতে পারবেন। হাকাকার আছে , স্মৃতিকাতরটা আছে। সেই অর্থেই শিরোনামটা দেয়া।

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো
ছোট ঘাসফুলের জন্যে
একটি টলোমলো শিশিরবিন্দুর জন্যে
আমি হয়তো মারা যাবো চৈত্রের বাতাসে
উড়ে যাওয়া একটি পাঁপড়ির জন্যে
একফোঁটা বৃষ্টির জন্যে।

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো
দোয়েলের শিসের জন্যে
শিশুর গালের একটি টোলের জন্যে
আমি হয়তো মারা যাবো কারো চোখের মণিতে
গেঁথে থাকা একবিন্দু অশ্রুর জন্যে
একফোঁটা রৌদ্রের জন্যে।

আমি সম্ভবতখুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো
এক কণা জ্যোৎস্নার জন্যে
এক টুকরো মেঘের জন্যে
আমি হয়তো মারা যাবো টাওয়ারের একুশ তলায়
হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্যে
এক ফোঁটা সবুজের জন্যে।

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো
খুব ছোট একটি স্বপ্নের জন্যে
খুব ছোট দুঃখের জন্যে
আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে
একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে
একফোঁটা সৌন্দর্যের জন্যে।

৪| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বয়সের সাথে সাথে ভাবনা চিন্তায় পরিবর্তন ঘটে। ক্রমেই পৃথিবীকে ছোট মনে হয়...

০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি হারিয়ে যাওয়া জিনিস হাতড়ে বেড়ায় .....

৫| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
গাছে ধরা মালাই
এর খার কখনো পাই নি।

০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মনে হতো গাছে থেকে টাটকা সুস্বাদু মালাই এইমাত্র পেড়ে এনেছেন। মালাই আইসক্রিম গাছে ঝুলে আছে আমরা টুপটাপ পেরে খাচ্ছি , এমন স্বপ্ন অনেক দেখেছি। কল্পনাও করতাম। মালাইয়ালা ব্যাপারটা বুঝেছিলেন।

৬| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: এমনিতেই মন খারাপ থাকে। তার ওপর এ লেখার মাধ্যমে আবেগপ্রবণ করে দিলেন।

০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হমম , কিছু ফেলে আসা সময় মনে হলে মন খারাপ হওয়া স্বাভাবিক।

৭| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ২:৫১

অপু তানভীর বলেছেন: আগে বৃহস্পতিবার মানেই কি চমৎকার একটা ব্যাপার ছিল । হাফ স্কুল । তারপরই ছুটি । এখন আর সেই সব নেই !

০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এখনো বৃহস্পতিবার এলে মন আনচান করে। তবে অন্যরকম আনন্দের সময় ছিল বৃহস্পতিবার থার্ড পিরিয়ড।
হঠাৎ হঠাৎ দপ্তরি চাচা রেজিঃ খাতা নিযে হাজির হতেন - অনিবার্য কারণবশত আজ দ্বিতীয় ঘন্টার পর আর কোন ক্লাস হবে না !!

৮| ০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৫:২২

ঢাবিয়ান বলেছেন: আমরা স্কুলে খেতাম সবুজ রঙ এর বরফ আইস্ক্রীম। খাওয়ার পর জিহবা সবুজ হয়ে যেত। তখন অসাধারন লাগতো।

০৩ রা আগস্ট, ২০২২ সকাল ৯:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সবুজ , কমলা ছিল। আবার একসাথে দুই রংয়ের পাওয়া যেত। আমরা বলতাম 'সকাল সন্ধ্যা' আইসক্রিম।
আমি এখনো ললি আইসক্রিম খাই।

৯| ০২ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

ইফতেখার ভূইয়া বলেছেন: শিরোনামটি শ্রদ্ধেয় হুমায়ূন আজাদের "কাফনে মোড়া অশ্রুবিন্দু" কবিতা গ্রন্থের একটি কবিতা থেকে নেয়া হয়েছে। ধন্যবাদ।

০৩ রা আগস্ট, ২০২২ সকাল ৯:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জ্বী ভাই , ওটা হুমায়ুন আজাদ স্যারের বিখ্যাত কবিতা। নিচে অবশ্য 'আমার সবচে প্রিয় কবিতার একটি ' লেখা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.